ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয় রসায়ন প্রথম পত্র ভৌত রসায়ন: 112801 রকেট সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। স্বাতন্ত্র্য মাত্রা বলতে কি বুঝ?
উঃ কোনো সিস্টেম বা ধারার বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য যে ন্যূনতম স্বাধীনতাভাবে পরিবর্তনীয় অপেক্ষক যেমন- তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির প্রয়োজন হয় তাদের সংখ্যাকে ফ্রিডম সংখ্যা বা স্বাতন্ত্র্য মাত্রা বলে। একে F দ্বারা প্রকাশ করা হয়।
২। শক্তির সমকণ্টন নীতি কি?
উঃ অণুর মোট শক্তি সকল স্বাতন্ত্র্য মাত্রার মধ্যে সমভাবে বিভক্ত হওয়ার নীতিকে শক্তির সমবণ্টন নীতি বলে।
৩। ল্যাটিস শক্তি কাকে বলে?
উঃ কোনো স্ফটিকের আয়নগুলোকে অসীম দূরত্ব থেকে স্ফটিকে সুস্থিত অবস্থায় এরা যে স্থান দখল করে সেই স্থান পর্যন্ত আনার জন্য যে শক্তি হ্রাস পায় তাকে স্ফটিকের ল্যাটিস শক্তি বলে।
৪। সংকট তাপমাত্রা কী?
উঃ প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ঐ গ্যাসকে ইচ্ছামত চাপ প্রয়োগ করেও তরলে পরিণত করা যায় না, অথচ ঐ তাপমাত্রা বা তার নিচের যে কোনো তাপমাত্রায় ঐ গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, তাকে সে গ্যাসের সংকট তাপমাত্রা বলে। যেমন- CO2 এর সংকট তাপমাত্রা হলো 31.1°CI
৫। আংশিক চাপ কী?
উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ঐ তাপমাত্রায় তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের যোগফলের সমান।
৬। গড়মুক্ত পথ কি?
উঃ পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি অণু যতটুকু পথ অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। এ সকল পথের গড় মানকে গড় মুক্ত পথ বলে।
৭। পরমশূন্য তাপমাত্রা কাকে বলে?
উঃ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরমশূন্য তাপমাত্রা বলে। এই তাপমাত্রার মান হলো- ০ কেলভিন বা – ২৭৩°c ।
৮। সংঘর্ষ সংখ্যা বা ফ্রিকুয়েন্সী কাকে বলে?
উঃ প্রতি সেকেন্ডে প্রতি ঘন সেমি গ্যাসে বিদ্যমান অণুসমূহের মধ্যে সংঘটিত সংঘর্ষ সমূহকে বলা হয় সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকুয়েন্সী।
৯। R দ্বারা কি বুঝানো হয়?
উঃ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT এর অন্তর্গত ধ্রুবক R কে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। কারণ যে-কোনো তাপমাত্রা ও চাপে। মোল পরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রেই R এর মান নির্দিষ্ট এবং পরস্পর সমান।
১০। C.G.S এককে R এর মান কত?
উঃ C.G.S এককে R-এর মান হল 8.314 × 10′ ergmol-1k-1।
১১। RMS কী?
উঃ কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড়মানের বর্গমূলকে গ্যাসটির অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বলে।
১২। বর্গমূল-গড় বর্গবেগ বা RMS বেগ কাকে বলে?
উঃ কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বা RMS বেগ বলা হয়।
১৩। ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি লিখ।
উঃ(গনিত নং ২০ পৃঃ ১৪৩)
১৪। পৃষ্ঠটান কাকে বলে?
উঃ CGS এককে তরল পদার্থের । সে.মি. দীর্ঘ পৃষ্ঠতলের উপর ডাইনে প্রকাশিত যে বল লম্বভাবে ক্রিয়ারত এবং তরলের পৃষ্ঠতল সম্প্রসারণে বাধা দেয় তাকে ঐ তরলের পৃষ্ঠতল টান বলে।
১৫। সান্দ্রতা কি?
উঃ কোনো তরল যখন প্রবাহিত হয়, তখন তরলটির যে ধর্মের ফলে তার প্রতিটি স্তর সন্নিহিত অপর স্ত রসমূহকে তাদের আপেক্ষিক, গতিতে বাধা দেয়, তরলটির সেই ধর্মকে সান্দ্রতা বলে।
১৬। বাষ্প চাপ কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্প তার তরলের সাথে সাম্যাবস্থায় থেকে তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে তাকে ঐ তাপমাত্রায় তরলের বাষ্প চাপ বলে।
১৭। অসমোটিক চাপ কি?
উঃ দ্রবণকে অর্ধপ্রবেশ্য পর্দা দ্বারা তার দ্রাবক হতে পৃথক করে রাখলে দ্রবণের ভিতরে দ্রাবকের স্বতঃস্ফূর্ত অনুপ্রবেশ বন্ধ করে সিস্টেমটিকে সাম্যাবস্থায় রাখার জন্যে দ্রবণের উপর যে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, তাকে পরীক্ষাকালীন তাপমাত্রায় অসমোটিকচাপ বলে।
১৮। আদর্শ দ্রবণ কি?
উঃ যেসব দ্রবণ সকল তাপমাত্রা এবং যে-কোনো সংযুক্তিতে রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ দ্রবণ বলে।
১৯। জুল-থমসন প্রভাব কি?
উঃ কোনো গ্যাসকে জোর পূর্বক সচ্ছিদ্র প্লাগের মধ্যে দিয়ে উচ্চ চাপ এলাকা হতে নিম্নচাপের এলাকায় পরিচালিত করলে তাপমাত্রার যে পরিবর্তন বা তারতম্য হয় তাকে জুল-থমসন প্রভাব বলে।
২০। এন্ট্রপি কি?
উঃ এনট্রপি হলো একটি তাপজাতীয় রাশি যা কোনো সিস্টেমের উপাদানসমূহের বিশৃঙ্খলার পরিমাপ নির্দেশক।
২১। আবদ্ধ সিস্টেম কী?
উঃ যে সিস্টেম তার পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি আদান-প্রদান করতে পারে কিন্তু পদার্থ আদান-প্রদান করতে পারে না তাকে রুদ্ধ বা আবদ্ধ সিস্টেম বলে। যেমন- আবদ্ধ পাত্রে পানির বাষ্পীকরণ।
২২। অন্তরিত সিস্টেম কী?
উঃ যে সিস্টেম তার পরিবেশের সাথে শক্তি ও পদার্থ
কোনোটিই আদান-প্রদান করতে পারে না তাকে অন্তরিত বা স্বতন্ত্র সিস্টেম বলে। যেমন- অন্তরিত পাত্রে পানি ও বাষ্পের সহ অবস্থান।
২৩। আদর্শ গ্যাসের তাপগতীয় বৈশিষ্ট্য লিখ।
উঃ আদর্শ গ্যাসসমূহ সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও অ্যাভোগ্যাড্রোর সূত্র মেনে চলে।
২৪। সমতাপীয় রেখা কি?
উঃ ধ্রুব তাপমাত্রার অবস্থার অধীনে ভলিউমস বা চাপ পরিবর্তন প্রতিনিধিত্বকারী একটি রেখা।
২৫। অভ্যন্তরীণ শক্তি কী?
উঃ প্রত্যেক পদার্থ বা সিস্টেমের মধ্যে সঞ্চিত এমন অন্তর্নিহিত শক্তি আছে যা বস্তুর রাসায়নিক প্রকৃতি ও তাপমাত্রার উপর নির্ভরশীল। এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে।
২৬। এনথালপি কি?
উঃ কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির (E) সাথে তার PV শক্তি যোগ করলে মোট যে শক্তি পাওয়া যায়, তাকে ঐ সিস্টেমের এনথালপি বা ধৃততাপ বলে। একে H দ্বারা সূচিত করা হয়। সুতরাং H = E + Pv.
২৭। পরাবর্ত প্রক্রিয়া কি?
উঃ বাহ্যিক প্রযুক্ত বলের মান অতি সামান্য পরিমাণে বৃদ্ধি বা হ্রাস করে যে প্রক্রিয়াকে উভয় দিকে পরিচালিত করা যায় তাকে উভমুখী প্রক্রিয়া বলে।
২৮। প্রশমন তাপ কি?
উঃ একটি এসিডকে একটি ক্ষার দ্বারা প্রশমিত করে এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব হয় তাকে প্রশমন তাপ বা এনথালপি বলে।
২৯। গিবস মুক্ত শক্তি বা মুক্ত শক্তি কি?
উঃ গিবস মুক্ত শক্তি বা মুক্ত শক্তি ‘A’ একটি অবস্থা অপেক্ষক, এটি পথের উপর নির্ভর করে না। অবস্থার উপর নির্ভর করে। একে গিবস অপেক্ষক বা গিবস মুক্ত শক্তি বা মুক্ত শক্তি বলে। একে ৫ দ্বারা প্রকাশ করা হয়। গিবস মুক্ত শক্তি বা মুক্ত শক্তি ‘A’ এর সংজ্ঞানুসারে-G=H-TS
৩০। দ্রাব্যতা কি?
উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রার 100g তরল পদার্থকে সম্পৃক্ত করতে যত গ্রাম কঠিন পদার্থের প্রয়োজন হয় তাকে ঐ তরল পদার্থে কঠিন পদার্থটির দ্রাব্যতা বলে।
৩১। মোল ভগ্নাংশ কী?
উঃ একটি নমুনায় বিদ্যমান একটি উপাদানের মোল সংখ্যাকে উক্ত মিশ্রণের সকল উপাদানের মোল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে উক্ত উপাদানের মোল ভগ্নাংশ বলে।
৩২। সন্ধিদ্রবণ তাপমাত্রা কাকে বলে?
উঃ যে তাপমাত্রায় কোন দ্রবণের মধ্যে দ্রাবক ও দ্রব সংমিশ্রিত হয় তাকে সন্ধিদ্রবণ তাপমাত্রা বলে।
৩৩। দ্রাব্যতার গুণাংক কি?
উঃ কোনো স্বল্প দ্রাব্য পদার্থ হতে উৎপন্ন কল আয়নের ঘনমাত্রার (উপযুক্ত ঘাতবিশিষ্ট) সর্বোচ্চ গুণফলকে দ্রাব্যতার গুণাংক বলা হয়।
৩৪। অসমোটিক চাপ কি?
উঃ যে অতিরিক্ত চাপ দ্রবকের ওপর প্রয়োগের ফলে তার বাষ্পীয় চাপ দ্রবণের বাষ্পীয় চাপের সমান হয় তাকে অসমোটিক চাপ বলা হয়।
৩৫। অসমোসিস কি?
উঃ দুটি অসমান ঘনমাত্রার দ্রবণের মধ্যে স্থাপিত একটি অর্ধপ্রবেশ্য পর্দার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিম্নতর ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চতর ঘনমাত্রার দ্রবণের দিকে দ্রাবক অণুর গমনকে অসমোসিস বলে।
৩৬। কলিগেটিভ ধর্ম কি?
উঃ লঘু দ্রবণের যে সকল ভৌত-রাসায়নিক ধর্ম কেবল দ্রবের কণা-সংখ্যার (অণু বা আয়ন) ওপর নির্ভর করে, কিন্তু তার প্রকৃতির ওপর নির্ভর করে না তাদেরকে কলিগেটিভ ধর্ম বলে।
৩৭। সাম্যাংক কি?
উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে-কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থসমূহের গাঢ়ত্বের গুণফলকে বিক্রিয়ক পদার্থসমূহের গাঢ়ত্বের গুণফল দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল সর্বদা একটি ধ্রুব রাশি হয়। এই ধ্রুবককেই সাম্য ধ্রুবক বা সাম্যাংক বলে।
৩৮। Kc কাকে বলে?
উঃ কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থগুলোর মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক পদার্থগুলোর মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে সামধ্রুেবক Kc বলে।
৩৯। pH কি?
উঃ দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারিদম মানকে ঋণাত্মক চিহ্নযুক্ত করলে যে মান পাওয়া যায় তাকে PH বলে। যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা [H] হয় তাহলে গাণিতিকভাবে pH হচ্ছে- pH = log[H+]
৪০। বাফার দ্রবণ কাকে বলে?
উঃ যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষারক যোগ করার পরও দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে।
৪১। কলয়েড কি?
উঃ কলয়েড হচ্ছে ডিসপার্স ফেজ ও ডিসপার্শন মাধ্যমের সমন্বয়ে গঠিত সিস্টেম।
৪২। ডায়ালাইসিস কী?
উঃ সেলকোন পদার্থ দ্বারা কলয়েড থেকে ত্রিস্টালয়েড পৃথক করার প্রণালীকে ডায়ালাইসিস বলে।
৪৩। পরিশোষণ কাকে বলে?
উঃ পৃষ্ঠতলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা ধর্ম হলো পরিশোষণ। কোনো কঠিন বা তরল পদার্থের পৃষ্ঠতলে অন্য কোনো পদার্থ জমা হওয়ার প্রক্রিয়াকেই পরিশোষণ বলা হয়। এটি একটি পৃষ্ঠতল ঘটনা এবং এটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হয় পরিশোষণের মাত্রা ও তত বেশি হবে।
৪৪। পরিশোষণ মাত্রা কী?
উঃ কোন নিদিষ্ট তাপমাত্রায় কোন পরিশোষক যে পরিমাণ বাহ্যিক পদার্থ পরিশোষণ করে, তাকে পরিশোষণ মাত্রা বলে।
৪৫। সমআয়ন প্রভাব কী?
উঃ যদি দু’টি তড়িৎ বিশেষ্য পদার্থের বিয়োজনের ফলে একটি উভয়ের মধ্যেই উপস্থিত থাকে, তবে সেই আয়নটিকে সমআয়ন প্রভাব বলে।
৪৬।পরিশোষণ কাকে বলে?
উঃ পৃষ্ঠতলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা ধর্ম হলো পরিশোষণ। কোনো কঠিন বা তরল পদার্থের পৃষ্ঠতলে অন্য কোনো পদার্থ জমা হওয়ার প্রক্রিয়াকেই পরিশোষণ বলা হয়। এটি একটি পৃষ্ঠতল ঘটনা এবং এটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হয় পরিশোষণের মাত্রা ও তত বেশি হবে।
৪৭। বিক্রিয়ার ক্রম কি?
উঃ কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক অণুসমূহের মধ্যে নূন্যতম যে অণু সংখ্যার গাঢ়ত্বের পরিবর্তন বিক্রিয়ার গতি নির্ধারণ করে তাকে ঐ বিক্রিয়ার ক্রম বলে।
৪৮। প্রভাবক কি?
উঃ যে সকল বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা মন্থর করে এমনকি বিক্রিয়া শেষে ঐ বস্তুটি ধর্ম ও ভরে অপরিবর্তিত থাকে তাদেরকে প্রভাবক বলা হয়।
৪৯। স্বয়ংক্রিয় প্রভাবক কি?
উঃ বিক্রিয়ার হার ত্বরান্বিত হয়ে উক্ত পদার্থ প্রাথমিকভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও বিক্রিয়া শেষে তার পুনরুৎপাদন ঘটে এবং ধর্ম ও ভর অপরিবর্তিত থাকে, তাকে অটো প্রভাবন বলে।
৫০। আবিষ্ট প্রভাবক কী?
উঃ কোনো ঘটমান বিক্রিয়ার যদি একটি বিক্রিয়কের উপস্থিতিতে যদি অন্য একটি বিক্রিয়া সংঘটিত হয় সাধারণত ঐ বিক্রিয়কের অনুপস্থিতিতে বিক্রিয়াটি ঘটে না। তবে ঐ বিক্রিয়াটিকে আবিষ্ট প্রভাবক বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির প্রধান কারণসমূহ কি কি? ১০০%
২। SI এককে ‘R’ এর মান নির্ণয় কর। ১০০%
৩। গ্যাসের গতীয় সমীকরণ হতে চার্লসের সূত্রটি প্রতিপাদন কর। ১০০%
৪। তরলের বাল্পচাপ বলতে কি বুঝ? তরলের বাষ্পচাপের উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা কর। ১০০%
৫। দেখাও যে, পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ১০০%
৬। প্রমাণ দ্রবণ কি? ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ- ব্যাখ্যা কর। ১০০%
৭। পরাবর্ত ও অপরাবর্ত প্রক্রিয়া কী? পরাবর্ত ও অপরাবর্ত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। কলিগেটিভ ধর্ম কি? এদের মধ্যে কোনটি মৌলিক এবং কেন? ১০০%
৯। হিমমিশ্র তৈরি করতে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় কেন? ১০০%
১০। Kp ওKc এর মধ্যে সম্পর্ক স্থাপন কর। ১০০%
১১। ভৌত পরিশোষণ ও রাসায়নিক পরিশোষণের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২। NH3 এর শিল্প উৎপাদনে কেন অত্যানুকূল চাপ ও তাপমাত্রার প্রয়োজন? ৯৯%
১৩। বাষ্পচাপের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র ব্যাখ্যা কর। ৯৯%
১৪। জুল-থমসন ফলাফল কী? রুদ্ধ ধারা এবং অন্তরিত ধারার পার্থক্য লিখ। ৯৯%
১৫। মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল -ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) অ্যামাগা পরীক্ষা বর্ণনা কর এবং সিদ্ধান্তসমূহ লিখ। ১০০%
(খ) ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি লিখ। ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক। এবং ৮-এর তাৎপর্য লিখ। ১০০%
২। (ক) রাউন্টের বাষ্পচাপ অবনমন সূত্র হতে কিভাবে পদার্থের আণবিক ওজন নির্ণয় করা যায়? ১০০%
(খ) দ্রাব্যতার উপর চাপের প্রভাবজনিত হেনরির সূত্রটি বর্ণনা কর। ১০০%
৩। (ক) সাম্যাবস্থার শর্তসমূহ কি কি? অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর। ১০০%
(খ) রাসায়নিক সাম্যাবস্থা কী? ভরক্রিয়া সূত্রটির গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা কর। ১০০%
৪। (ক) লা-শ্যাতেলিয়ার নীতিটি বিবৃত ও ব্যাখ্যা কর। ১০০%
(খ) PC1(g) PC1(g) + Cl₂(g) বিক্রিয়াটির বিয়োজনমাত্রা ‘a’ হলে, বিক্রিয়াটির K, ও K, -এর মান প্রতিপাদন কর। ১০০%
৫। (ক) ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি প্রতিপাদন কর।১০০%
(খ) ভ্যান্ডার ওয়ালস্ সমীকরণ থেকে কিভাবে আদর্শ গ্যাসের জন্য সমীকরণটি পাওয়া যাবে? ১০০%
(গ) অ্যান্ড্রুজ পরীক্ষা থেকে কি কি তথ্য পাওয়া যায়?১০০%
৬। (ক) হেসের তাপসমষ্টির নিত্যতার সূত্রটি বিবৃত এবং ব্যাখ্যা কর। ১০০%
(খ) বিক্রিয়া তাপের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত কার্শফের সমীকরণটি উপপাদন কর। ১০০%
৭। (ক) অসমোটিক চাপের সূত্রগুলির বর্ণনা দাও। ১০০%
(খ) অসমোটিক চাপ কী? তাপমাত্রা বাড়লে অসমোটিক চাপ বাড়ে কেন? ১০০%
৮। (ক) তরলের পৃষ্ঠতল টান নির্ণয়ের একটি পদ্ধতি আলোচনা কর। ১০০%
(খ) কলয়েড ও ক্রিস্টালয়েডের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
(গ) বিক্রিয়ার ক্রম নির্ণয়ের গ্রাফিক্যাল পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৯। (ক) ১ম ক্রম বিক্রিয়ার জন্য বেগ ধ্রুবকের সমীকরণ উপাদান কর। ১০০%
(খ) দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন কর।১০০%
১০। (ক) তরল ও বাষ্পের সাম্যের জন্য ক্লসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণ প্রতিপাদন কর। ১০০%
(খ) গিবস মুক্ত শক্তি ফাংশনের ভৌত তাৎপর্য কি? কলয়েড কণা সাধারণত থিতিয়ে পড়ে না- ব্যাখ্যা কর। ১০০%
(গ) দ্রাবক আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১১। (ক) বিক্রিয়ার ক্রম কিভাবে নির্ণয় করবে? ৯৯%
(খ) শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন কর। ৯৯%
(গ) প্রভাবক কিভাবে বিক্রিয়ার হারকে প্রভাবিত করে? বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর। ৯৮%
১২। (ক) দ্রাবক অপেক্ষা দ্রবণের ফুটনাংক বেশি কেন? কোলয়েডের তড়িৎগতীয় ধর্মাবলি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) ফুটনাংক উন্নয়নে রাউল্টের সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর। ৯৯%
১৩। (ক) দেখাও যে, আদর্শ গ্যাসের সমতাপীয় পরাবর্ত সম্প্রসারণ প্রাপ্ত কাজ সর্বোচ্চ। ৯৯%
(খ) কার্নোর চক্র বর্ণনা কর। ৯৯%
১৪। (ক) গিবস্-হেলযোজ সমীকরণটি উপপাদন কর। ৯৯%
(খ) দেখাও যে, সমতাপীয় সম্প্রসারণজনিত কাজ একাভিমুখী সম্প্রসারণজনিত কাজের চেয়ে বেশি। ৯৯%
১৫। (ক) সম্পূর্ণ মিশ্রণীয় তরল যুগলের আংশিক পাতন তত্ত্ব বিশদভাবে আলোচনা কর। ৯৯%
(খ) তরল পদার্থের পৃষ্ঠতল টান কী? এর উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর। ৯৯%

টীকা লিখ :
অসওয়ান্ডের লঘুকরণ সূত্র, লা-শ্যাটেলিয়ারের নীতি, সম-আয়ন প্রভাব, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ডায়ালাইসিস, জেল, ইমালসন, শূন্য ক্রম বিক্রিয়া, ত্রৈধ বিন্দু, পানির দশাচিত্র, সমস্ফুটন মিশ্রণ, ইউটেকটিক বিন্দু।

গানিতিক সমস্যাঃ

১। 27°C তাপমাত্রায় CO₂ অণুর বর্গমূল গড় বর্ণবেগ নির্ণয় কর। ১০০%
২। 0.01M H₂SO₄ এর PH নির্ণয় কর। ১০০%
৩। 127°C তাপমাত্রায় ও 1 atm চাপে PC1, 80% বিয়োজিত হয়। সাম্য বিক্রিয়াটির K, নির্ণয় কর। ১০০%
৪। 27°C তাপমাত্রায় 200 সি.সি. দ্রবণে 0.30 গ্রাম ইউরিয়া সম্বলিত দ্রবণের অসমোটিক চাপ কত? ১০০%
৫। ৫ মোল আদর্শ গ্যাসকে ২৭°C তাপমাত্রায় সমতাপীয় ও উত্তমুখী প্রক্রিয়ায় ৮ লিঃ হতে ৮০ লিঃ এ সম্প্রসারণ করা হল। এন্ট্রপি পরিবর্তন কত? ১০০%
৬। 64g অক্সিজেনের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ লিখ। ৯৯%
৭। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 20% সম্পন্ন হয় 60 মিনিটে। বিক্রিয়াটির হার ধ্রুবক নির্ণয় কর। ৯৯%
৮। ১০% Na₂CO₃ দ্রবণের মোলার ঘনমাত্রা কত? ৯৯%
৯। I mole আদর্শ গ্যাসকে 25°C তাপমাত্রায় স্থির চাপে উভমুখীভাবে 101 হতে 20L-এ সম্প্রসারিত করা হলো। সম্পাদিত কাজের পরিমাণ হিসাব কর। ৯৯%
১০। 27° C তাপমাত্রায় o₂ অণুর বর্গমূল গড় বর্গবেগ হিসাব কর। ৯৯%
১১। 25°C তাপমাত্রায় অক্সিজেন অণুর r.m.s বেগ নির্ণয় কর।
১২। 250 mL দ্রবণের মধ্যে 5g Na₂CO₃ উপস্থিত আছে। দ্রবণের মোলার ঘনমাত্রা হিসেব কর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*