ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ ইতিহাস প্রথম পত্র বাংলার ইতিহাস: প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রি. পর্যন্ত ১১১৫০৩ রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রাচীন বাংলার বিখ্যাত বন্দরের নাম কি?
উঃ প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপ্তি।
২। হিউয়েন সাং কে ছিলেন?
উঃ হিউয়েন সাং ছিলেন চৈনিক পরিব্রাজক।
৩। সোমপুর বিহারের নির্মাতা কে?
খালিমপুর তাম্রলিপি কে উৎকীর্ণ করেন?
বিক্রমশীল বিহার কার নামানুসারে প্রতিষ্ঠিত হয়?
উঃ ধর্মপাল।
৪। চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উঃ শ্রীচন্দ্র।
৫। লামা তারানাথ কে ছিলেন?
উঃ লামা তারানাথ একজন তিব্বতীয় ঐতিহাসিক ছিলেন।
৬। সেনদের আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ দাক্ষিণাত্যের কর্নাট প্রদেশে সেনদের আদি বাসস্থান ছিল।
৭। ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ কলহন।
অথবা, কলহন রচিত গ্রন্থের নাম কি?
উঃ রাজতরঙ্গিনী।
৮। উমাপতিধর কোন রাজার সভাকবি ছিলেন?
উঃ রাজা লক্ষ্মণ সেনের।
৯। সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে?
উঃ সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
১০। খালিমপুর তাম্রলিপি কোন রাজার সময়ে উৎকীর্ণ?
উঃ রাজা ধর্মপালের সময়ে।
১১। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উঃ সোমপুর বিহার নওগাঁর পাহাড়পুরে অবস্থিত।
১২। শশাংক কে ছিলেন?
উঃ প্রাচীন বাংলার স্বাধীন নরপতি ছিলেন।
১৩। কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়?
উঃ প্রথম মহিপাল।
১৪। ঐতরেয় আরণ্যক গ্রন্থ বিখ্যাত কেন?
উঃ ঐতরেয় আরণ্যক গ্রন্থ বিখ্যাত হওয়ার কারণ সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় বলে।
১৫। ‘বল্লালচরিত’ কে প্রথম রচনা করেন?
উঃ বল্লাল চরিত গ্রন্থের রচয়িতা আনন্দভট্ট।
১৬। কর্নসুবর্ণ নগরী কোন রাজার রাজধানী ছিল?
উঃ রাজা শশাংকের।
১৭। বাংলার প্রথম স্বাধীন নৃপতি কে ছিলেন?
উঃ রাজা শশাঙ্ক।
১৮। ভূক্তি কী?
উঃ গুপ্তযুগের প্রদেশকে ভুক্তি বলা হতো।
১৯। শশাংকের রাজধানীর নাম কি ছিল?
উঃ শশাঙ্কের রাজধানীর নাম কর্ণসুবর্ণ।
২০। লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?
উঃ বিক্রমপুরে।
২১। ‘রামচরিত’ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ সন্ধ্যাকর নন্দী।
২২। কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী?
উঃ পদ্মা।
২৩। পাল বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ মদন পাল।
২৪। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্তসেন।
২৫। কোন মুসলিম বিজেতা নদীয়া আক্রমণ করেন?
উঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।
২৬। পাণ্ডুরাজার টিবি কোন জেলার অবস্থিত?
উঃ পাণ্ডুরাজার টিবি পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত।
২৭। পাল শাসকরা কোন ধর্মের অনুসারী ছিলেন?
উঃ পাল শাসকরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।
২৮। পাহাড়পুর কোন জেলার অবস্থিত?
উঃ পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত।
২৯। ফা-হিয়েন কে ছিলেন?
উঃ ফা-হিয়েন চৈনিক পরিব্রাজক ছিলেন।
৩০। ‘ওয়ারী বটেশ্বর’ কোন জেলায় অবস্থিত?
উঃ ‘ওয়ারী বটেশ্বর’ নরসিংদী জেলায় অবস্থিত।
৩১। ভুক্তি কি?
উঃ গুপ্তযুগের প্রদেশকে ভুক্তি বলা হতো।
৩২। ‘দেব পর্বত’ কোথায়?
উঃ কুমিল্লায়।
৩৩। মাৎস্যন্যায় শব্দটি কোন ভাষার শব্দ?
উঃ সংস্কৃত ভাষার শব্দ।
৩৪। বাংলায় ভূ প্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
উঃ নদ-নদী ।
৩৫। দেব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ দেব বংশের প্রতিষ্ঠাতা শ্রী শান্তিদেব।
৩৬। ‘হরিকেল’ জনপদটির বর্তমান নাম কি?
উঃ ‘হরিকেল’ জনপদটির বর্তমান নাম সিলেট ।
৩৭। মেঘনার পূর্বাঞ্চল কোন নামে পরিচিত ছিল?
উঃ মেঘনার পূর্বাঞ্চল সমতট নামে পরিচিত।
৩৮। পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
উঃ পুণ্ড্রনগর বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত।
৩৯। সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম কি?
অথবা, সন্ধ্যাকর নন্দী কোন গ্রন্থ রচনা করেন?
উঃ সন্ধ্যাকর নন্দী রচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম ‘রামচরিত’।
৪০। মাৎস্যন্যায় শব্দের অর্থ কি?
উঃ অরাজকতা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। বাংলা নামের উতপত্তি হয়।কিভা‌বে? ১০০%
২। পাণ্ডুরাজার ঢিবি কি? গুরুত্ব লিখ। ১০০%
৩। পুণ্ড্র জনপদের বিবরণ দাও। ১০০%
৪। রামপাল কিভা‌বে বরেন্দ্র পুনরুদ্ধার করেন? ১০০%
৫। প্রাচীন বাংলার ভৌগলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ। ১০০%
৬। চন্দ্রবংশ সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
অথবা, চন্দ্রবংশ কিভা‌বে ক্ষমতায় এসেছিল?
৭। বরেন্দ্র বিদ্রোহের গুরুত্ব লিখ। ১০০%
৮। ত্রিপক্ষীয় সংঘর্ষ কী? ১০০%
৯। প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লিখ। ১০০%
অথবা, প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে লিখ।
৮। পরিচয় দাও : ধর্মপাল, রামপাল, দেবপাল, দ্বিতীয় মহীপাল। ১০০%
৯। পরিচয় দাও : বিজয় সেন, লক্ষণ সেন, হেমন্ত সেন, শশাঙ্ক। ১০০%
১০। প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের উপাদানগুলোর নাম লিখ। ১০০%
১১। শ্রীচন্দ্রের মূল্যায়ন কর। ৯৯%
১২। লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হন? ৯৯%
১৩। বাংলার আদিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা কর। ৯৯%
১৪। প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উতসের গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। ১০০%
২। বাংলার প্রথম স্বাধীন নৃপতি হিসেবে শশাংকের কৃতিত্ব বিশ্লেষণ কর। ১০০%
৩। দক্ষিণ-পূর্ব বাংলার দেববংশের প্রতিষ্ঠা পর্যালোচনা কর। ১০০%
৪। চন্দ্রবংশ প্রতিষ্ঠায় শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৫। পাল/সেনবংশের পতনের কারণগুলো লিখ। ১০০%
অথবা, সেনবংশের পতনের কারণগুলো আলোচনা কর।
৬। ত্রিপক্ষীয় সংঘর্ষ কি? ‘ত্রিপক্ষীয় সংঘর্ষের ’ বিশেষ উল্লেখপূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর ১০০%
অথবা, পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর।
৭। বরেন্দ্র বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা কর। ১০০%
৮। প্রাচীন বাংলার জনপদসমূহের বর্ণনা দাও। ১০০%
৯। শাসক হিসেবে শ্রীশচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
১০। রামপালের কৃতিত্ব আলোচনা কর। ১০০%
১১। সেনরা কারা? কিভা‌বে তারা বাংলায় এসেছিল? ৯৯%
১১। গোপাল কীভাবে বাংলার রাজক্ষমতা দখল করেছিলেন? ৯৯%
১২। বল্লাল সেনের রাজত্বকালের ইতিহাস বর্ণনা কর। ৯৯%
অথবা, বল্লাল সেনের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর।
১৩। সেনরা কারা? কিভাবে তারা বাংলায় এসেছিল? ৯৮%
১৪। প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বিবরণ দাও। ৯৮%
১৫। প্রাচীন বাংলার ইতিহাসের উতসসমূহ বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*