ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় উদ্ভিদ বিজ্ঞান ষষ্ঠ পত্র বংশগতিবিদ্যা, উদ্ভিদ প্রজনন, বিবর্তন, জৈব প্রযুক্তি এবং জীব পরিসংখ্যান ২৩৩০০৩ রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-GMO, BARD, DNA, GMO, BARI, BINA,
উঃ GMO: Genetically Modified Organism.
BARD: Bangladesh Agriculture & Rural Development.
২। অ্যালিলোমরফ কী?
উঃ একই লোকাসে অবস্থানকারী একটি জিনের বিকল্প রূপকে অ্যালিল বলে।এই প্রক্রিয়াকে অ্যালিলোমরফ বলে।
৩। পলিপ্লয়ডি কী?
উঃ যে-কোনো জীবের দেহকোষে দুই এর অধিক যদি পূর্ণ জিনোম থাকে তাহলে এ জীবকে Polyploid এবং এই ঘটনাকে পলিপ্লয়ডি (Polyploidy) বলা হয়।
৪। ডারউইনিজম কী?
উঃ বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন ১৮৫৯ সালে জীবের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদ বা তত্ত্ব প্রদান করেন যাকে ডারউইনিজম বলে।
৫। সীড ব্যাংক বলতে কী বুঝ?
উঃ নিয়ন্ত্রিত পরিবেশে ফসলের জার্মপ্লাজম ‘বীজ’ হিসেবে সংরক্ষণ করার পদ্ধতিকে বীজ বা সীড ব্যাংক বলা হয়।
৬। ব্যাকব্রুস কী?
উঃ অপত্য বংশ বা F। উদ্ভিদের সাথে মাতৃ উদ্ভিদের ক্রসকে ব্যাকক্রস (Backeross) বলে।
৭। বায়োগ্যাস প্লান্টে ব্যবহৃত দুইটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উঃ বায়োগ্যাস প্লান্টে ব্যবহৃত দুইটি ব্যাকটেরিয়ার নাম হলো- (i) Methanobacterium bryantii
(ii) Methanobacterium aeolicus.
৮। নিউক্লিওসাইড কী?
উঃ DNA এর গঠনগত উপাদান N2-base- এর সাথে Pentose sugar যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওসাইড বলা হয়।
৯। টটিপোটেন্সি কী?
উঃ কোনো উদ্ভিদ কোষের স্বয়ংসম্পূর্ণ উদ্ভিদে পরিণত হবার ক্ষমতাকে টোটিপোটেন্সি বলে।
১০। কৃত্রিম পরাগায়ন কী?
উঃ কৃত্রিম উপায়ে পুষ্পের পরাগধানী হতে পরাগরেণু একই পুষ্প বা অন্য পুষ্পের গর্ভমুণ্ডে স্থানান্তর করার প্রক্রিয়াকে কৃত্রিম পরাগায়ন বলে।
১১। কৃত্রিম সংকরায়ন এর সংজ্ঞা দাও।
উঃ ভিন্ন জিনোটাইপের দুটি উদ্ভিদ বা সারির উদ্ভিদের মধ্যে যৌনমিলন বা ক্রস করানোকে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলে।
১২। জীবপ্রযুক্তির সংজ্ঞা দাও।
উঃ বিভিন্ন প্রকার দ্রব্যের উৎপাদন, কর্ম সাধনের উদ্দেশ্য ও মানব কল্যাণে ব্যবহারের জন্য অণুজীব বা জীব প্রতিনিধিদের দ্বারা বিভিন্ন পদার্থের প্রক্রিয়াকরণের জন্য বৈজ্ঞানিক ও যন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয়, তাকে জৈব প্রযুক্তি (Biotechnology) বলে।
১৩। নিউক্লিওটাইড কী?
উঃ DNA-এর গঠনগত উপাদান N2-base এর সাথে Pentose Sugar এবং Phosphate যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয়, তাকে নিউক্লিওটাইড বলা হয়।
১৪। বিবর্তন কী?
উঃ যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় পূর্ব পুরুষ জিন থেকে নতুন প্রকারের জীবের উদ্ভব ঘটে তাকে জৈব বিবর্তন বলে।
১৫। সমপ্রকটতা কী?
উঃ যখন দুটি জীব একই সাথে প্রকটতা প্রদর্শন করে তাকে সম-প্রকটতা বলে।
১৬। পার্থেনোজেনেসিস কাকে বলে?
উঃ নিষেক ব্যতীত ডিম্বাণু বা পুংগ্যামেট হতে জাইগোট বা ভ্রূণ উৎপন্ন হওয়াকে পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলা হয়।
১৭। পরিমিত ব্যবধান এর সূত্রটি লিখ।
১৮। লিথাল জিন কী?
উঃ প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকার কারণে কোন জীবের মৃত্যু হলে ঐ জিনকে ঘাতক বা লিথাল জিন বলা হয়।
১৯। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?
উঃ একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন করে F অণুতে নতুন বৈশিষ্ট্য প্রকাশিত হলে তাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়।
২০। মিউটেশন বলতে কী বুঝ?
উঃ জিনের বংশানুসরণযোগ্য স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে।
২১। ইমাস্কুলেশন কাকে বলে?
উঃ উভলিঙ্গ ফুলের স্ব-পরাগায়নের আগে পুংপুষ্প-মঞ্জরি কেটে স্থানান্তরিত করার প্রক্রিয়াকে ইমাসকুলেশন বলে।
২২। ভেদাংক কী?
উঃ কোনো তথ্যসারির গাণিতিক গড় হতে রাশিগুলোর পার্থক্যের বর্গের গাণিতিক গড়কে ভেদাংক বলে।
২৩। টিস্যু কালচারের জনক কে এবং কেন?
উঃ টিস্যু কালচারের জনক হলেন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী Gottleb Haberlandt (1902)।
২৪। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্যারামিটারগুলোর নাম লিখ।
উঃ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্যারামিটারগুলো হলো- গড়, মধ্যমা ও প্রচুরক।
২৫। দুইটি অণুজীব সারের নাম লিখ।
উঃ (i) Azolla, (ii) Rhizobium.
২৬। সম্পূর্ণ লিংকেজ কাকে বলে?
উঃ যখন লিংকড জিনগুলোর মধ্যে মায়োসিসের সময় কোনো ক্রসিংওভার ও রিকম্বিনেশন ঘটেনা তখন তাকে সম্পূর্ণ লিংকেজ বলে।
২৭। ডারউইনের বিখ্যাত পুস্তকটির নাম কি?
উঃ ১৮৫৯ সালের ২৪ নভেম্বর রচিত ‘Origin of species by Means of Natural Selection’ বইটি।
২৮। মেন্ডেলের ২য় সূত্রের অনুপাত কত?
উঃ ৯:৩:১।
২৯। কোন উদ্ভিদ থেকে কলচিসিন পাওয়া যায়?
উঃ Colchicum autumnale.
৩০। টটোমারিজম কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় পিউরিন অথবা পাইরিমিডিন বেসসমূহের H, অণু এক অবস্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে টাটোমারিজম বলে।
৩১। মধ্যমা নির্ণয়ের সূত্রটি লিখ।
৩২। বাটারফ্লাই রেপ্লিকেশন কাকে বলে?
উঃ DNA অনুলিপনের যে পর্যায়ে DNA কে অনেকটা খোলা ডানা প্রজাপতির ন্যায় দেখায় তখন ঐধরনের অনুলিপন বা রেপ্লিকেশনকে বাটার ফ্লাই রেপ্লিকেশন বলে।
৩৩। বায়োফার্টিলাইজার কী?
উঃ উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটিতে অত্যাবশ্যকীয় সকল পুষ্টি উপাদান সরবরাহের লক্ষ্যে উপযুক্ত বাহকের মাধ্যমে জমিতে কিছু অণুজীব প্রয়োগ করা হয় এই অণুজীবের সমষ্টিকে জীবাণু সার বা বায়োফার্টিলাইজার বলে।
৩৪। Genetic food কী?
উঃ জৈব প্রযুক্তির মাধ্যমে অধিক গুণগত মানসম্পন্ন,উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ও দীর্ঘ দিন সংরক্ষণযোগ্য উৎপাদিত খাদ্য সামগ্রীকে জেনেটিক ফুড বা Genetic food বলে।
৩৫। অ্যাপোস্পোরি কাকে বলে?
উঃ স্পোর বা রেণু উৎপন্ন ব্যতীতই স্পোরোফাইট এর দেহকোষ হতে সরাসরি গ্যামেটোফাইট উৎপন্ন হওয়াকে অ্যাপোস্পোরি বা অরেণুজনি বলা হয়।
৩৬। লিঙ্গ নির্ধারণ বলতে কী বুঝ?
উঃ যে পদ্ধতিতে একটি জীব পুরুষ বা স্ত্রী অথবা অন্য কোন স্বভাব প্রাপ্ত হয় তাকে লিঙ্গ নির্ধারণ বলে।
৩৭। মিউটাজেন’স কী?
উঃ জীবের মিউটেশন ঘটাতে সক্ষম এজেন্টসমূহকে মিউটাজেন বলা হয়।
৩৮। টেস্ট ক্রস কী?
উঃ সাধারণত F, জনুর প্রকট বৈশিষ্ট্যধারী কোনো জীবের জিনোটাইপসহ অন্যান্য বিষয় যাচাইয়ের জন্য একই বৈশিষ্ট্য প্রচ্ছন্ন জীবে প্রচ্ছন্ন প্রজনকের সাথে এর যে সংকরায়ন বা ক্রস করানো হয় তাকে টেস্ট ক্রস বলে।
৩৯। মেন্ডেলের সূত্রের প্রকৃত ব্যতিক্রম বলতে কী বুঝ?
উঃ মেন্ডেলের সূত্রের সাহায্যে যেসব ব্যতিক্রম ব্যাখ্যা করা যায় না তাদেরকে প্রকৃত ব্যতিক্রম বলে।
৪০। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলে?
অথবা, Genetics কি?
উঃ জীববিজ্ঞানের যে শাখায় বংশানুগতির বা
উত্তরাধিকারের (Heredity) এবং পরিবৃত্তি নিয়ে
আলোচনা, বৈজ্ঞানিক অনুসন্ধান ও পর্যালোচনা করে থাকে, তাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বলে। একে জিনতত্ত্ব বা বংশানুবিদ্যাও বলা হয়ে থাকে ।
৪১। জিনোম কী?
উঃ ক্রোমোজোমস্থিত বংশগতীয় বস্তুকে জিনোম বলে।
৪২। কায়াজমা কী?
উঃ ক্রোমাটিডের যে স্থানে ক্রসিংওভার ঘটে সেখানে চিহ্নের ন্যায় দেখায়, একে কায়জমা বলে ।
৪৩। রেপ্লিকন কী?
উঃ যে প্রক্রিয়ায় একটি DNA হুবহু নিজের মত অনুরূপ DNA তৈরি হয় তাকে রেপ্লিকন বলে ।
৪৪। অ্যাপোমিক্সিস বলতে কি বুঝ?
উঃ যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদ কোনোরূপ নিষেক বা সিনগ্যামি ব্যতীত ভ্রূণ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে অ্যাপোমিক্সিস বলা হয়।
৪৫। এক্সপ্লান্ট (Exploent) কি?
উঃ টিস্যু কালচারের সময় উদ্ভিদের যে নির্বাচিত অংশ নেওয়া হয় তাকে এক্সপ্লান্ট বলা হয় ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ক্রসিংওভার কী? এর কলাকৌশল লিখ। ১০০%
অথবা, ক্রসিংওভার কী? এর গুরুত্ব বা বৈশিষ্ট্য লিখ।
২। সংক্ষেপে বিভিন্ন প্রকার লিংকেজ বর্ণনা কর। ১০০%
৩। বিবর্তনে জিন মিউটেশনের গুরুত্ব/ভূমিকা লিখ। ১০০%
৫। সংকরায়নের উদ্দেশ্যগুলো লিখ। ১০০%
অথবা, সংকরায়নের সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
৬। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৭। কৃষিক্ষেত্রে জীবপ্রযুক্তির গুরুত্ব লিখ। ১০০%
৮। জীবাণু সার কি? জীবাণু সারের ব্যবহার লিখ। ১০০%
৯। ভেদাঙ্ক ও ব্যবধানাঙ্কের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। বিশুদ্ধ সারি নির্বাচনের দোষগুণ লিখ। ১০০%
১১। চারটি ক্ষারকসহ একটি পলিপেপটাইড চেইন অঙ্কন কর। ৯৯%
১২। স্বতঃস্ফূর্ত ও কৃত্রিম মিউটেশন কী? পার্থক্য লিখ। ৯৯%
১৩। বায়োগ্যাস কি? বায়োগ্যাসের ব্যবহার বা প্রয়োগ লিখ। ৯৯%
১৪। উদাহরণসহ সহ-প্রকটতা ব্যাখ্যা কর। ৯৯%
১৫। প্রচুরক ও পরিসরের সুবিধা অসুবিধা লিখ। ৯৮%
১৬। ইপিস্ট্যাসিস ও প্রকটতার মধ্যে পার্থক্যসমূহ লিখ। ৯৮%
১৭। গণ নির্বাচনের কৌশল বর্ণনা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লিখ। উদাহরণসহ মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা কর। ১০০%
অথবা, মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি লিখ এবং চেকারবোর্ডের সাহায্যে তা ব্যাখ্যা কর।
২। DNA অনুলিপনের অর্ধসংরক্ষণশীল পদ্ধতিটি বর্ণনা কর। ১০০%
৩। ক্রোমোসোম ভিত্তিক লিঙ্গ নির্ধারণের সেক্স ক্রোমোসোম পদ্ধতিটি বর্ণনা কর। ১০০%
৪। বায়োগ্যাস কী? বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৫। জৈবপ্রযুক্তি বলতে কী বুঝ? এর গুরুত্ব সম্পর্কে আলোচনা কর। ১০০%
৬। বিশুদ্ধ সারি নির্বাচনের পদ্ধতি ও কর্মকৌশল বর্ণনা কর। ১০০%
৭। (ক) মাইকোরাইজা কী? মাইকোরাইজা জীবাণুসারের উপকারতিা সম্পর্কে লিখ। ১০০%
(খ) খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে নীলাভ সবুজ শৈবালের ভূমিকা লিখ। ১০০%
৮। (ক) লিঙ্গ সংযুক্ত ও লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য বলতে কী বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%
(খ) স্বতঃস্ফূর্ত মিউটেশন ও কৃত্রিম মিউটেশনের পার্থক্য লিখ। ১০০%
৯। (ক) অটোপলিপ্লয়েড কি? পলিপুয়েডির অর্থনৈতিক গুরুত্ব লিখ। ১০০%
(খ) গণ নির্বাচন ও বিশুদ্ধ সারি নির্বাচনের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। টিস্যু কালচারের মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ উতপাদন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
১১। (ক) মিউটাজেন কি? পাঁচটি মিউটাজেনের নাম লিখ। ৯৯%
(খ) প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মূলারের CLB পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
১২। প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস কি? একটি ডাইহাইব্রিড ক্রসে ৯ঃ৩ঃ৪ অনুপাত পাওয়ার কারণ ব্যাখ্যা কর। ৯৯%
১৩। (ক) নিউক্লিক এসিড কি? DNA এর ভৌত গঠন লিখ। ৯৯%
(খ) RNA কী? RNA এর কাজ লিখ। ৯৯%
১৪। (ক) লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য কি? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৮%
(খ) লিঙ্গ নির্ধারণে বিভিন্ন মতবাদ ব্যাখ্যা কর। ৯৮%

★গাণিতিক
১। নিচের উপাত্ত হতে গড় ও মাধ্যমা নির্ণয় কর :
শ্রেণি ব্যাপ্তি | ২০–২৯ ৩০-৩৯ ৪০-৪৯ ৫০-৫৯ ৬০-৬৯|
গণসংখ্যা | ৩ ৫ ২০ ১০ ৫|
অথবা, নিচের গণসংখ্যা সারণি থেকে গড় ও মধ্যমা নির্ণয় কর :
শ্রেণিব্যাপ্তি ২০-২৫ ২৬-৩০ ৩০-৩৫ ৩৫-৪০ ৪০-৫৫
গণসংখ্যা ২০ ২৬ ৩৪ ১০ ৫
২। নিচের গণসংখ্যা সারণি থেকে প্রচুরক নির্ণয় কর।
শ্রেণি ব্যাপ্তি ১০০-১৫০ ১৫০-২০০ ২০০-২৫০ ২৫০-৩০০ ৩০০-৩৫০
গণসংখ্যা ২০ ৩০ ৪৫ ৪০ ২৫
৩। নিম্নের উপাত্ত হতে আদর্শ বিচ্যুতি নির্ণয় কর:
12, 10, 17, 20, 18, 11, 14, 16, 19, 22

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*