ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

২। বাংলাদেশের সংবিধান কত বার সংশোধিত হয়েছে?

উঃ ১৭ বার।

৩। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? 

উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

৪। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 

উঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

৫। কত তারিখ থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

উঃ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

৬। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? 

উঃ পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক চালমার্স বোর্ন (Sir Frederick Chalmers Bourne)।

৭। কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল? 

উঃ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল।

৮। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে? 

উঃ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে।

৯। একুশ দফার প্রথম দফাটি উল্লেখ কর। 

উঃ যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফা ছিল- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দান।

১০। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? 

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১১। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

উঃ বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে উত্তোলন করা হয়।

১২। কত তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু করা হয়? 

উঃ দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু করা হয়।

১৩। বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?

উঃ বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে।

১৪। আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি ছিলেন কতজন?

উঃ ৩৫ জন।

১৫। কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

উঃ ১৯৫৬ সালে।

১৬। পাকিস্তানের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন? 

উঃ মুহাম্মদ আলী জিন্নাহ।

১৭। অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? 

উঃ অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

১৮। মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? 

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯। কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? 

উঃ ১৯৫৬ সালে।

২০। কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়? 

উঃ খিলাফত আন্দোলন ১৯১৯ এবং অসহযোগ আন্দোলন ১৯২০ সালে শুরু হয়।

২১। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে? 

উঃ দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা মুহাম্মদ আলী জিন্নাহ।

২২। বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়?

উঃ ১৯২৩ সালে।

২৩। দ্বি-জাতি তত্ত্বের মূল কথা কী? 

উঃ ভারতবর্ষে দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন।

২৪। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দেন?

উঃ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে যা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত।

২৫। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? 

উঃ ১৯৪৭ সালের ১ অক্টোবর।

২৬। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? 

উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

২৭। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত?

উঃ বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা ৩৫০টি (সাধারণ আসন ৩০০ টি এবং সংরক্ষিত নারী আসন ৫০টি)।

২৮। কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয়?

উঃ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয় ২০১০ সালের ২৫ মার্চ।

২৯। কত সালে ‘বঙ্গভঙ্গ’ করা হয়?

উঃ বঙ্গভঙ্গ ১৯০৫ সালে করা হয়।

৩০। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 

উঃ ২২৩টি।

৩১। মুজিবনগর সরকার গঠিত হয় কখন? 

উঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল।

৩২। তমদ্দুন মজলিস কত সালে গঠিত হয়? 

উঃ ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর।

৩৩। বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম?

উঃ ১৭তম সংশোধনী।

৩৪। ‘Natus’ শব্দটির অর্থ কি?

উঃ জন্ম বা বংশ।

৩৫। কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয়?

উঃ ১৯০৯ সালের মার্লি-মিন্টো সংস্কার আইনে।

৩৬। বৃটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল হলেন- লর্ড মাউন্ট ব্যাটেন।

৩৭। ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

উঃ ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। 

৩৮। কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন? ৯৯%

উঃ ভারত।

৩৯। আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 

উঃ বাংলাদেশের সংবিধানে এককক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়েছে।

৪০। কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে?

উঃ পঞ্চদশ সংশোধনীতে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১৷ মৌলিক গণতন্ত্র কী? এর গঠন লিখ। ১০০%

২। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝ? ১০০%

৩। বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? ১০০%

৪। মুসলিম লীগ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। ১০০%

৫। ভাষা আন্দোলনের কারণগুলো কী ছিল? ১০০%

৬। মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%

৭। অপারেশন ‘জ্যাকট” বলতে কী বোঝায়? ১০০%

৮। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের কারণ বর্ণনা কর। ১০০%

৯। মন্ত্রিমিশন ও ক্যাবিনেট মিশন পরিকল্পনা কি? ১০০%

১০। ভিশন ২০২১ কী? ১০০%

১১। জিন্নাহর “দ্বিজাতিতত্ত্ব” ব্যাখ্যা কর। ৯৯%

১২। লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? ৯৯%

১৩। ছয়দফা কর্মসূচি কি? এর তাত্পর্য লিখ। ৯৯%

১৪। বেসামরিক বলতে কি বুঝ? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ১৯০৫ সালের হজভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

২। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা কর।

৩। বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান/গুরুত্ব আলোচনা কর। ১০০%

৪। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয় দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা কর। ১০০%

অথবা, ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।

৫। ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

৬। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা কর। ১০০%

৭। ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ। এর ব্যর্থতার কারণ আলোচনা কর। ১০০%

৮। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ১০০%

৯। বাংলাদেশে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৯%

১০। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%

১১। ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ও তাত্পর্য আলোচনা কর। ৯৯%

১২। ১৯০৬ সালের মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর। ৯৯%

১৩। ১৯০৯ সালের মর্লি মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%

১৪। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*