ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কীভাবে প্রয়োগ করা হয়?

অথবা, ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
অথবা, ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কে প্রয়োগ করেন?
অথবা, স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
অথবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একছত্র নির্বাহী ক্ষমতার অধিকারী ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ইউনিয়ন পরিষদের নামকরণ, গঠন, সময়কাল ও কার্যাবলি বিভিন্নরূপে পরিবর্তন সাধিত
হয়ে বর্তমান রূপ লাভ করেছে।
ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা প্রয়োগ : ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৪৬ নং ধারাতে ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা প্রয়োগের উল্লেখ রয়েছে। উক্ত ধারা মোতাবেক-
১. এই আইনের উদ্দেশ্য সাধন এবং পরিষদের সভার সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে চেয়ারম্যান পরিষদের নির্বাহী ক্ষমতা
প্রয়োগ করবেন।
২. এই আইনের অন্যান্য ধারায় বর্ণিত বিষয়সমূহকে ক্ষুণ্ন না করে চেয়ারম্যান নিম্নরূপ দায়িত্বসমূহ পালন করবেন,
যথা:
ক. তিনি পরিষদের সভায় সভাপতিত্ব করবেন এবং সভা পরিচালনা করবেন;
খ. পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীর কাজকর্ম তদারকি ও নিয়ন্ত্রণ এবং তাঁদের গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করবেন।
গ. পরিষদের ব্যয় মিটানো এবং পাওনা আদায়ের জন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ক্ষমতা অর্পণ করবেন।
ঘ. তিনি বা পরিষদের সচিবের যৌথ স্বাক্ষরে পরিষদের সকল আয় ব্যয়ের হিসাব পরিচালনা করবেন;
ঙ. সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ব্যয়সীমা পর্যন্ত ব্যয় নির্বাহ করবেন;
চ. এই আইনের অধীন প্রয়োজনীয় সকল বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করবেন;
ছ. এই আইন বা বিধি দ্বারা আরোপিত অন্যান্য ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
৩. চেয়ারম্যান পরিষদের অনুমোদন সাপেক্ষে, আইন, অধ্যাদেশ বা বিধি-বিধান এর পরিপন্থি নয়, এরূপ জনস্বার্থ বা জনগুরুত্বপূর্ণ কোনো জরুরি কাজ সম্পাদনের জন্য নির্দেশ দিতে পারবেন এবং এ ধরনের কার্য সম্পাদনের
ব্যয়ভার পরিষদ তহবিল হতে বহনের নির্দেশ দিতে পারবেন।
৫. (ক) তিনি পরিষদের সভায় পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীগণ ও অন্যান্য সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিত করবেন;
৭. পরিষদের দৈনন্দিন সেবা প্রদানমূলক দায়িত্ব ত্বরান্বিত করবার লক্ষ্যে কর্মকর্তাদের মধ্যে নির্বাহী ক্ষমতা
বিভাজনের প্রস্তাব পরিষদের সভায় অনুমোদিত হতে হবে এবং প্রয়োজনবোধে, সময়ে সময়ে, এটি সংশোধনের এখতিয়ার পরিষদের থাকবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব চেয়ারম্যানের উপর
ন্যস্ত। তিনি পরিষদের কর্মকর্তা কর্মচারীগণের তদারকি করবেন এবং বিভিন্ন বিধি প্রয়োগ এবং তহবিল পরিচালনার ব্যাপারে নিয়ন্ত্রক কর্তা হিসেবে থাকবে ।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*