অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২১১৫০১ রকেট স্পেশাল সাজেশন ৯৯.৯৯% কমন ইনশাল্লাহ

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-LFO, PODO, EBDO,
উঃ LFO এর পূর্ণরূপ হলো- Legal Framework Order.
PODO-এর পূর্ণরূপ হলো- Public Officier Disqualification Order.
উঃ EBDO -এর পূর্ণরূপ হলো- Elective Bodies Disqualification Order.
২। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
৩। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?
উঃ ২১ দফা কর্মসূচি ঘোষণা করেন।
৪। মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল?
উঃ মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল ৮০ হাজার।
৫। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে।
৬। ২৫ শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?
উঃ ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট।
৭। দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে?
উঃ দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা হলেন- মুহম্মদ আলী জিন্নাহ।
৮। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হলেন- তাজউদ্দিন আহমেদ।
৯। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে কবে উত্তোলন করেন?
উঃ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম. আবদুর রব। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় ২ মার্চ ১৯৭১ সালে।
১০। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উঃ বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ ইরাক।
১১। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী হয়?
উঃ বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় ১৯৭২ সালে, ১৬ ডিসেম্বর।
১২। ঐতিহাসিক “ছয়-দফা” কোথায় ঘোষিত হয়?
উঃ ঐতিহাসিক ছয়দফা ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়।
১৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উঃ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ১১টি সেক্টরে বিভক্ত ছিল।
১৪। কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন?
উঃ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন ১৫ আগস্ট ১৯৭৫ সালে।
১৫। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?
উঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-বীরশ্রেষ্ঠ।
১৬। পূর্ববাংলার গভর্নর কে ছিলেন?
উঃ স্যার ফ্রেডারিক চালমার্স বোর্ন।
১৭। পাকিস্তানের সংবিধানে কখন বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উঃ ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয়।
১৮। বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?
উঃ অস্ট্রিক নরগোষ্ঠীর।
১৯। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উঃ ১ অক্টোবর ১৯৪৭ সালে।
২০। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?
উঃ বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।
২১। “লাহোর প্রস্তাব” কে উত্থাপন করেন?
উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
২২। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
উঃ চাঁদপুরে।
২৩। কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?
উঃ ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।
২৪। ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপিত হয় কত সালে?
উঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ২৩ মার্চ ১৯৪০ সালে।
২৫। কার নেতৃত্বে “তমুদ্দুন মজলিশ” গঠিত হয়?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুন অধ্যাপক আবুল কাশেমের।
২৬। ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
২৭। কোন কর্মসূচি “বাঙালির ম্যাগনাকাটা” নামে পরিচিত?
উঃ ছয় দফা দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়।
২৮। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন?
উঃ মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন আইয়ুব খান।
২৯। পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়?
উঃ ১৯৫৮ সালের ৭ই অক্টোবর।
৩০। ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়?
উঃ ১৯৪৭ সালের ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণীত হয়।
৩১। অখণ্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
৩২। বাংলাদেশের সাংবিধানিক নাম লিখ।
উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
৩৩। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি?
উঃ বাংলা ভাষায় আদি নিদর্শনের নাম হলো- চর্যাপদ।
৩৪। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৩৫। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?
উঃ তাজিংড (বিজয়) রুমা, বান্দরবানে অবস্থিত।
৩৬। মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের?
উঃ আশি হাজার (৮০,০০০) জনের।
৩৭। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন?
উঃ ২নং সেক্টরের অধীন ছিল।
৩৮। অবিভক্ত বাঙলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
অথও স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন-হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী।
৩৯। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উঃ ১ অক্টোবর ১৯৪৭ সালে।
৪০। মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়?
উঃ ১৯৫৯ সালের ২৬ অক্টোবর।
৪১। আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৯ সালের ২৩ জুন।
৪২। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে কবে ভূষিত করা হয়?
উঃ তোফায়েল আহমেদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে, ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
৪৩। ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪৪। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের জানুয়ারি মাসের ১০ তারিখে।
৪৫। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উঃ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “অপারেশন সার্চলাইট” কী? ১০০%
২। বাঙালি সংকর জাতি -ব্যাখ্যা কর। ১০০%
৩। যুক্তফ্রন্ট কেন গটিত হয়েছিল? ১০০%
অথবা, যুক্তফ্রন্ট সম্পর্কে লিখ।
৪। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল? ১০০%
৫। ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লিখ। ১০০%
৬। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা কর। ১০০%
৭। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে কোনো দুটো সেক্টর সম্পর্কে লিখ। ১০০%
৮। অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল? ১০০%
অথবা, অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখ।
৯। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
১০। মুজিবনগর সরকার সম্পর্কে টীকা লিখ। ১০০%
১১। বাংলাদেশের ভৌগলিক অবস্থান বর্ণনা কর। ৯৯%
১২। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধর। ৯৯%
১৩। মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১৪। বসু সোহরাওয়ার্দী চুক্তি কী? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ছয়দফা কী? ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা কর। ১০০%
২। ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৩। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%
৪। ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ১০০%
৫। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরা-শক্তিবর্গের ভূমিকা নিরূপণ কর। ১০০%
৭। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাত্পর্য ব্যাখ্যা কর। ১০০%
৮। বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা কর। ১০০%
অথবা, বাংলাদেশের অর্থনীতির ভূপ্রকৃতির প্রভাব আলোচনা কর।
৯। স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ে ১৯৭০ সালের নির্বাচন কী প্রভাব রেখেছিল? ১০০%
১০। লাহোর প্রস্তাব কী? এর বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
অথবা, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এ প্রস্তাবের তাত্পর্য বিশ্লেষণ কর।
১১। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান আলোচনা কর। ৯৯%
১২। আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা কর। ৯৯%
১৩। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ কর। ৯৯%
১৪। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। ৯৯%
১৫। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*