অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা, পরীক্ষার খাতা সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখুন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

✔️আপনাকে যে খাতা দেওয়া হবে সেটা আপনার পাবলিক পরীক্ষার মত হবে। তবে কিছুটা ব্যতিক্রম আছে। আপনাকে যে খাতা দেওয়া হবে তার প্রথম পাতায় বৃত্তভরাট করতে হবে।

◾শুরুতেই, ১ম অংশে একটা খালি ঘর থাকবে। সেখানে এডমিট কার্ড অনুযায়ী আপনার যে নাম আছে তা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। মনে রাখবেন সব বড় হাতের অক্ষরে।

◾এরপর রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর এডমিট কার্ড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।

◾এরপর পরীক্ষা কোড নামের একটি ঘর থাকবে। উক্ত ঘরে আপনাকে পরীক্ষা কোড লিখতে হবে। আপনার এডমিট কার্ডে Exam. Code – 2201 দেওয়া আছে।

◾ বিষয় কোড বা পত্র কোডের ঘরে এডমিট কার্ড দেখে যেদিন যে পরীক্ষা তার বিষয় কোড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।

বৃত্ত ভরাট সম্পন্ন হলে… কভার পেইজটি উল্টালে আবার একটা ঘর দেখতে পাবেন।

◾ যার প্রথম ঘরটাতে,

অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২২ লিখবেন। মনে রাখবেন আপনি ২০২২ সালের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এরপর ,

◾ বিষয়ঃ – এর ঘরে আপনার বিভাগের নাম লিখবেন। যেমনঃ রাষ্ট্রবিজ্ঞান/রসায়ন/ইংরেজি/অর্থনীতি। তারপর,

◾ বিষয়ের শিরোনামঃ এ ঘরে আপনি যে বিষয়ে পরীক্ষা দিবেন ওইটার শিরোনাম প্রশ্ন থেকে দেখে লিখতে পারবেন। এরপর

◾ তারিখের ঘরে যেদিন পরিক্ষা দিবেন সেই তারিখ লিখবেন। তারপর তারিখ দিয়ে মার্জিন শুরু করবেন।

⚠️ প্রায় সময় পরীক্ষার্থীরা উপস্থিতি পত্র পূরণ ও স্বাক্ষর করতে গিয়ে ভুল করে বসেন। আপনাকে খাতা দেওয়ার কিছুক্ষণ পরে উপস্থিতি পত্র দেওয়া হবে। সেখানে আগে থেকে আপনি কি কি পরীক্ষায় অংশগ্রহন করবেন তা উল্লেখ আছে! আপনার করণীয়, যেদিন যে পরীক্ষা দিবেন সে বিষয় ভালো করে দেখে, তারিখ লিখবেন,এরপর আপনার মূল খাতায় একটা সিরিয়াল নম্বর রয়েছে, সেটা দেখে উপস্থিত পত্রে পূরণ করবেন! এরপর আপনার পুরো নাম লিখে স্বাক্ষর করবেন।

আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবেন। আপনার পরীক্ষা সুন্দর হোক। শুভ কামনা রইল। 🥰

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*