অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন: ২১১৯০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘Natio’ বা ‘Natus’ শব্দের অর্থ কী?
উঃ জন্ম বা বংশ।
২। রাষ্ট্রের উপাদান কয়টি?
উঃ রাষ্ট্রের উপাদান ৪টি।
৩। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উঃ নির্বাচকমণ্ডলীকে।
৪। জাতীয়তাবাদের জনক কে?
উঃ জাতীয়তাবাদের জনক নিকোলো ম্যাকিয়াভেলি ।
৫। সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদের প্রবক্তা কে?
উঃ জন অস্টিন।
৬। আইনের দুটি উৎস উল্লেখ কর।
উঃ আইনের দুটি উৎস হলো- ১. বিচারালয়ের রায় ও ২. আইন পরিষদ।
৭। আমলাতন্ত্রের জনক কে?
উঃ আমলাতন্ত্রের জনক হলো- ম্যাক্স ওয়েবার।
৮। জনমতের দুটো বাহনের নাম লিখ।
উঃ জনমতের দুটো বাহনের নাম হলো- ১. সংবাদপত্র ও ৩. রাজনৈতিক দল ।
৯। “The Mind and Society” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ প্যারেটো।
১০। দ্বিকক্ষবিশিষ্ঠ আইনসভা চালু আছে এমন দুটি দেশের নাম লিখ?
উঃ ১. ভারত ও ২. মার্কিন যুক্তরাষ্ট্র ।
১১। রাষ্ট্র” শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ ইতালির দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি ।
১২। রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উঃ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ।
১৩। Polis শব্দের অর্থ কী?
উঃ ‘Polis’ শব্দের অর্থ City State বা নগররাষ্ট্র ।
১৪। কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
উঃ মন্ত্রিপরিষন বা সংসদীয় সরকার।
১৫। Voice of the people is the voice of God”- উক্তিটি | কার?
উঃ রুশো।
১৬। রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব। -কার উক্তি?
উঃ অধ্যাপক ডব্লিউ. এফ. উইলোবির।
১৭। অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উঃ অধিকারের প্রধান রক্ষাকবচ হলো- আইন।
১৮। সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” – কে বলেছে?
উঃ গ্রিক দার্শনিক এরিস্টটল।
১৯। Demos ও Kratos শব্দের অর্থ কী?
উঃ Demos অর্থ জনগণ ও Kratos শব্দের অর্থ ক্ষমতা বা শাসন ।
২০। Foedus শব্দের অর্থ কী?
উঃ সন্ধি বা মিলন।
২১। Democracy is a government of the people, by the people and for the people’-কে বলেছেন?
উঃ আব্রাহাম লিংকন।
২২। The Spirit of Laws” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘The Spirit of Laws’ গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু ।
২৩। The Ruling Class’ গ্রন্থটির রচায়তা কে?
উঃ “The Ruling Class’ গ্রন্থটির রচয়িতা গায়েটানো মসকা ।
২৪। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উঃ সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন- টমাস হবস, জন লক, জ্যা জ্যাক রুশো।
২৫। Man is born free but every where he is in chain” গ্রন্থটি কার?
উঃ জ্যা জ্যাক রুশোর।
২৬। ইংরেজি “Liberty” শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উঃ Liberty শব্দের বাংলা প্রতিশব্দ স্বাধীনতা।
২৭। ভোটাধিকার’ নাগরিকদের কোন ধরনের অধিকার?
উঃ রাজনৈতিক অধিকার।
২৮। হস্তান্তরিত আইন কী?
উঃ সাধারণত আইন বিভাগ আইন প্রণয়ন করে। কিন্তু বিভিন্ন দেশে দেখা যায় আইন বিভাগ বৈধ ক্ষমতা বলেই আইন প্রণয়ন ক্ষমতা অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে প্রদান করতে পারে। এ প্রদত্ত ক্ষমতা বলে ঐ ব্যক্তি বা কর্তৃপক্ষ যে আইন প্রণয়ন করে তাই হলো হস্তান্তরিত আইন।
২৯। টেকনোক্র্যাট মন্ত্রী’ কারা?
উঃ আইনসভার সদস্য না হয়েও যারা মন্ত্রী হন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
৩০। কে. সি ছইয়ারের একটি বইয়ের নাম লিখ।
উঃ Federal Government.
৩১। সামাজিক চুক্তি মতবাদের একজন প্রবক্তার নাম লিখ।
উঃ দার্শনিক টমাস হবস, জন লক, জ্যা জ্যাক রুশোর ।
৩২। “শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি”-মন্তব্যটি কার?
উঃ উক্তিটি টি.এইচ. গ্রিন-এর ।
৩৩। জাতীয়তার উপাদানগুলোর নাম লিখ।
উঃ ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষা ও
সাহিত্যের ঐক্য।
৩৪। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, এমন তিনটি . রাষ্ট্রের নাম লিখ।
উঃ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
৩৫। দ্বি-দলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন।
৩৬। ভোটাধিকার” কোন ধরনের অধিকার?
উঃ রাজনৈতিক অধিকার।
৩৭। জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উত্তর: “Lectures on Jurisprudence গ্রন্থে।
৩৮। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উঃ টমাস হবস, লক ও রুশো।
৩৯। সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?
উঃ হ্যারল্ড জে. লাস্কি।
৪০। অধ্যাদেশ কি?
উঃ দেশে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করে তখন তাকে অধ্যাদেশ বলে ।
৪১। বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ কর।
উঃ ১. জনগণ কর্তৃক নির্বাচিত, ২. আইনসভা দ্বারা নির্বাচিত ও ৩. সরকার কর্তৃক নিয়োগ ।
৪২। রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কী?
উঃ জনগণের কল্যাণ সাধন করা ।
৪৩। হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি?
উঃ ৬টি ।
৪৪। নিজের উপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তিই সার্বভৌম।” – কে বলেছেন?
উঃ জন স্টুয়ার্ট মিল ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জনমতের সংজ্ঞা দাও। ১০০%
২। রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কী? ১০০%
৪। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? ১০০%
৫। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠির মধ্যে পার্থক্য কী? ১০০%
৬। যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার চারটি পূর্বশর্ত উল্লেখ কর। ১০০%
৭। নির্বাচকমণ্ডলী কারা? ১০০%
৮। সুশীল সমাজ বলতে কী বুঝ? ১০০%
৯। এলিটের আবর্তনতত্ত্ব আলোচনা কর। ১০০%
১০। “অধ্যদেশ বলতে কি বুঝ? ৯৯%
১১। একটি উত্তম সংবিধানের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১২। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৩। সংসদীয় সরকারের সাফল্যের শর্তাবলি কি কি? ৯৯%
১৪। রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বুঝ? ৯৯%
১৫। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। সার্বভৌমত্ব কি? অস্টিনের সার্বভৌম তত্ত্বটি মূল্যায়ন কর। ১০০%
২। সংবিধান কাকে বলে? সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ অলোচনা কর। ১০০%
৩। আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষকবজসমূহ আলোচনা কর। ১০০%
৪। তুমি কি মনে কর সংসদীয় প্রকৃতির সরকার অন্যান্য সরকার অপেক্ষা উত্তম? যুক্তি দাও। ১০০%
৫। বিচার বিভাগের স্বাধীনতা কি?
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৬। ‘অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ’-ব্যাখ্যা কর। ১০০%
৭। উন্নয়নশীল দেশে গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। ১০০%
৮। রাষ্ট্র কী? রাষ্ট্রের উৎপত্তি সংক্রন্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর। ১০০%
৯। গণতন্ত্রের সংজ্ঞা দাও । গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি বিশ্লেষণ কর। ১০০%
১০। ‘জাতীয়তাবাদ কি আধুনিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ’। -ব্যাখ্যা কর। ১০০%
১১। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১২। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর। ৯৯%
১৩। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত? বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর। ৯৯%
১৪। সাংবিধানিক সরকারের সমস্যা আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*