অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ অর্থনীতি বিষয় বাসটিকে অর্থনীতি: ২১২২০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-MRTS,
উঃ Marginal Rate of Technical Substitution.
২। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটি।
৩। চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে?
উঃ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তনের সাড়া দেওয়ার মাত্রাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে ।
৪। MRTS কি?
অথবা, প্রান্তিক কারিগরি বিকল্পন হার (MRTS) কী?
উঃ দুটি উপকরণের মধ্যে একটি উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি করতে গিয়ে অন্য উপকরণের ব্যবহার যে
পরিমাণ কমাতে হয়, তার অনুপাতকে বলা হয় MRTS.
৫। প্রান্তিক উৎপাদন কাকে বলে?
উঃ অন্যান্য উপকরণ স্থির ধরে পরিবর্তনীয় উপকরণের পরিবর্তন সাপেক্ষে মোট উৎপন্নের পরিবর্তনকে প্রান্তিক উৎপাদন বলে ।
৬। স্থির মাত্রাগত উৎপাদন কী?
উঃ উপকরণের ব্যবহার যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি সেই হারেই বৃদ্ধি পায় তবে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে ।
৭। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের চাহিদা রেখা কি রকম হয়?
৮। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৯। P = AC হলে ফার্মের কী ধরনের মুনাফা অর্জিত হয়?
উঃ P = AC হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
১০। বাজার অর্থনীতির সংজ্ঞা দাও।
উঃ কোনো প্রকার সরাসরি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়াই বাজার শক্তিসমূহের দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বাজার অর্থনীতি বলে।
১১। এ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উঃ “An Enquiry into the Nature and Causes of the Wealth of Nation.”
১২। অর্থনীতির জনক কে?
উঃ অর্থনীতির জনক ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এডাম স্মিথ।
১৩। নিমজ্জিত ব্যয় কি?
উঃ উৎপাদন ক্ষেত্রে যে ব্যয় উৎপাদন বন্ধ করে দিলেও তোলা যায় না তাকে নিমজ্জিত ব্যয় বলে ।
১৪। চাহিদা বিধি কী?
উঃ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে চাহিদা বিধি বলে ।
১৫। চিত্রের সাহায্যে AC ও MC রেখার ছেদ বিন্দু দেখাও।
১৬। সমপরাবৃত্তাকার চাহিদা রেখার কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতার মান কত?
উঃ একের সমান।
১৭। উৎপাদনকারীর ভারসাম্যের শর্ত দু’টি লিখ।
উঃ উৎপাদনকারীর ভারসাম্যের শর্ত দু’টি। যথা- ১. প্রয়োজনীয় শর্ত : সম-উৎপাদন রেখার ঢাল ও ২. পর্যাপ্ত শর্ত : ভারসাম্য বিন্দুতে সম-উৎপাদন রেখা সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তল হবে।
১৮। P=AC হলে কী ধরনের মুনাফা হয়?
উঃ P = AC হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
১৯। যোগান বিধি কি?
উঃ সাধারণত একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় দ্রব্যের দাম কমলে যোগান কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে। দাম ও যোগানের এ সম্পর্ককে যোগান বিধি বলে।
২০। ব্রেক-ইভেন বিন্দু কী?
উঃ যে বিন্দুতে মোট আয় (TR) ও মোট ব্যয় (TC) পরস্পর সমান হয় সেই বিন্দুকে Break even point বা সমচ্ছেদ বিন্দু বলে।
২১। একটি শূন্য স্থিতিস্থাপক চাহিদা রেখা অঙ্কন কর।
২২। একটি AFC রেখা আঁক।
২৩। অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা?
উঃ অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হলো-(ক) ব্যক্তি বা পরিবার, (খ) ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান এবং (গ) সরকার।
২৪। ডাম্পিং বলতে কী বুঝ?
উঃ দেশের মধ্যে সাধারণত বেশি দাম এবং দেশের বাইরে কম দামে বিক্রয়ের পদ্ধতিকে Dumping বলে ।
২৫। প্রান্তিক খরচ কী?
উঃ অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য যে পরিমাণ ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বা খরচ বলে।
২৬। কাম্য প্লান্ট কী?
উঃ ব্যয় সুবিধা ও অসুবিধার প্রেক্ষিতে উৎপাদনের যে স্তরে গড় ব্যয় সর্বনিম্ন স্তরে উপনীত হয় ঐ অবস্থায় ফার্ম উৎপাদন কাজ পরিচালনা করলে তাকে ফার্মটির কাম্য আয়তন বলে। এ স্তরে ফার্ম যে প্লান্ট গঠন করে তাকে কাম্য আকারের প্লান্ট বলে।
২৭। উৎপাদন সম্প্রসারণ পথ কাকে বলে?
উঃ সহজ কথায় বলা যায় উৎপাদকের ভারসাম্য বিন্দুগুলোর সঞ্চার পথই হচ্ছে উৎপাদন সম্প্রসারণ পথ ।
২৮। প্রান্তিক বিকল্পন হার (MRS) কী?
উঃ দু’টি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয়। সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার বলে।
২৯। বাজেট রেখার ঢাল কী নির্দেশ করে?
উঃ বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে।
৩০। Price ceiling কী?
উঃ বাজার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত ভারসাম্য দাম যদি বেশির ভাগ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে সরকার জনগণের কথা চিন্তা করে ভারসাম্য দামের চেয়ে কম দাম নির্ধারণ করে দেয়। সরকার কর্তৃক এরূপ দাম বেঁধে দেওয়াকে Price ceiling বলে।
৩১। বাজার ব্যর্থতা কী?
উঃ দাম যখন সম্পদ এবং পণ্যের কাম্য বণ্টনে ব্যর্থ হয় তখন ঐ অবস্থাকে বাজার ব্যর্থতা বলে।
৩২। একটি গিফেন দ্রব্যের চাহিদা রেখা অংকন কর।
৩৩। অর্থনৈতিক ব্যবস্থা কি?
উঃ মানুষ যে প্রতিষ্ঠানগত কাঠামো ও বিধি ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলি পরিচালনা করে, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।
৩৪। অর্থনীতির সংজ্ঞায় এল. রবিঙ্গ সম্পদের কোন বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন?
উঃ অর্থনীতির সংজ্ঞায় এল. রবিন্স অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের। ষয়টি উল্লেখ করেছেন।
৩৫। দ্বি-খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিবারসমূহ ফার্মগুলোকে কি সরবরাহ করে?
উঃ দ্বি-খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিবারসমূহ ফার্মগুলোকে শ্রম সরবরাহ করে।
৩৬। ভোক্তা কেন দ্রব্য ক্রয় করে?
উঃ ভোক্তা তার উপযোগ পূরণের জন্যে দ্রব্য ক্রয় করে।
৩৭। নিরপেক্ষ রেখায় কোন ধরনের উপযোগ বিবেচ্য?
উঃ নিরপেক্ষ রেখায় সমপ্রান্তিক উপযোগ বিবেচ্য।
৩৮। প্রান্তিক উৎপাদন কখন সর্বোচ্চ হয়?
উঃ মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে প্রান্তিক উপযোগ তখন সর্বোচ্চ হয়।
৩৯। গড় স্থির ব্যয় রেখার বৈশিষ্ট্য কি?
উঃ গড় স্থির রেখা বাম থেকে ডান দিকে ক্রমহ্রাসমান হয়ে থাকে।
৪০। LAC কোন রেখাকে আচ্ছাদন করে?
উঃ ছোট ছোট অনেকগুলো SAC রেখাকে আচ্ছাদন করে থাকে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীর মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
২। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্যসমূহ উল্লেখ কর। ১০০%
৩। মোট ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৪। একচেটিয়া বাজারে AR ও MR এর সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৫। সম-উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৬। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু চিত্রসহ ব্যাখ্যা কর। ১০০%
৭। একটি সরল চাহিদা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর। ১০০%
৮। যোগানের নির্ধারকগুলো কী? মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক লিখ । ১০০%
৯। একচেটিয়া বাজারের গড় আয় রেখাকে কেন চাহিদা রেখা বলা হয়?
১০। চাহিদার সংকোচন-প্রসারণ ও হ্রাস-বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১১। পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১২। “একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না”-ব্যাখ্যা কর।
১৩। পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে ‘দাগ্রহীতা’ বলা হয় কেন?
১৪। পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) নিরপেক্ষ রেখা কাকে বলে? ১০০%
(খ) নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মাধ্যমে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে কী বুঝ? ১০০%
(খ) চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে দুটি দ্রব্যের সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৩। (ক) উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা কর। ১০০%
(খ) ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৪। (ক) সমব্যয় রেখার বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
(খ) স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা কর। ১০০%
৫। (ক) একচেটিয়া বাজারে চাহিদা রেখা ডানে নিম্নগামী হয় কেন? ১০০%
(খ) একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
৬। (ক) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? ১০০%
(খ) পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্ম কী স্বল্পকালে লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যাবে? ব্যাখ্যা কর। ১০০%
৭। (ক) ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
(খ) চাহিদা অপেক্ষক Qd = 51–7p এবং যোগান অপেক্ষক Qs = 4 +4p হতে ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রে দেখাও। ১০০%
৮। (ক) বাজার ভারসাম্য কী? বাজার ভারসাম্যের উপর ‘কর’ ও ‘ভর্তুকির’ প্রভাব ব্যাখ্যা কর। ১০০%
(খ) পরিবর্তনীয় অনুপাত বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৯। (ক) চাহিদার ‘সংকোচন-প্রসারণ’ চিত্রসহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) উৎপাদনের কাম্য পর্যায় কোনটি এবং কেন? পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা কর। ৯৯%
১০। (ক) দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) LAC রেখাকে ‘এনভেলপ রেখা’ বলা হয় কেন? ৯৯%
১১। (ক) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ৯৯%
(খ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন কর। ৯৯%
১২। (ক) স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
(খ) একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা বিভিন্ন হয় কেন? ৯৯%
১৩। (ক) ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতি কী? ৯৯%
(খ) অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের সমস্যা বলতে কী বুঝ? ৯৯%
১৪। (ক) একচেটিয়া বাজারের উদ্ভব হয় কেন? একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
(খ) প্রমাণ কর যে, একচেটিয়া বাজারে একই দামে যোগানের পরিমাণ ভিন্ন হয়। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*