অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ফিন্যান্স ও ব্যাংকিং অর্থায়নের নীতিমালা ২১২৪০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BSEC, SEC, DS, EOM, CBD, COD, EIR, PVIFA, FVIFA, EIR, WACC, IOS.
২। ব্যক্তিগত অর্থায়ন কী?
উঃ একজন ব্যক্তির দৈনন্দিন কার্যাবলি সম্পাদনের জন্য যে অর্থায়নের প্রয়োজন হয় তাকে ব্যক্তিগত অর্থায়ন বলা হয় ।
৩। অবচয় কী?
উঃ সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়কে অবচয় বলে।
৪। স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী?
উঃ ঋণদাতা ও ঋণগ্রহীতা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম এবং বকেয়া খরচের মাধ্যমে যে অর্থায়নের ব্যবস্থা করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে ।
৫। ক্ষতিপূরণ উদ্বৃত্ত কী?
উঃ মধ্যমেয়াদি ঋণের ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানের মঞ্জুরিকৃত ঋনের একটি অংশ ক্ষতিপূরণ হিসেজেমা রাখে তাকে ক্ষতিপূরণের উদ্বৃত্ত /জমা বলে।
৬। প্রদেয় বার্ষিক বৃত্তি কী?
উঃ যে বার্ষিক বৃত্তির নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ বছরের শুরুতে সংঘটিত হয় তাকে প্রদেয় বার্ষিক বৃত্তি বলে।
৭। কার্যকরী সুদ কী?
উঃ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ফলে প্রকৃতপক্ষে যে বার্ষিক হারে সুদ অর্জিত হয় বা প্রদেয় হয় তাকে কার্যকরী বা প্রকৃত সুদের হার বলে।
৮। সময় রেখা কী?
উঃ অর্থের সময় মূল্য নির্ধারণে যে কতকগুলো উপাদান বিবেচনা করা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপাদানটি হলো সময় বা Tim কোন বিনিয়োগকারী বর্তমানে আর্থিক সুবিধা ত্যাগের বিনিময়ে ভবিষ্যতে কি পরিমাণ সুবিধা পেকিংবা বর্তমানে আর্থিক সুবিধা ভোগের বিনিময়ে ভবিষ্যতে কি পরিমাণ সুবিধা ত্যাগ করতো সময়ের ঠে উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। সময়ের এ বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা যে রেখা বা লাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। তাকে সময় রেখা বা টাইম লাইন বলা হয়।
৯। হাইব্রিড সিকিউরিটি কী?
উঃ যে শেয়ারকে মুনাফা বণ্টনের ক্ষেত্রে এবং অবসায়নের সময় সম্পত্তির ভাগ দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয় তাকে হাইব্রিড সিকিউরিটি বলে।
১০। জিরো কুপন বন্ড কী?
উঃ যে ধরনের ঋণপত্র ঋণপত্রের সমমূল্যে বা কম মূল্যে বিক্রয় করা হয়ে থাকে এবং কোনো সুদের কথা উল্লেখ করা হয় না শুধু মেয়াদ শেষে কত টাকা পরিশোধ করে তা উল্লেখ থাকে তাকে জিরো কুপন বন্ড বলে ।
১১। ঝুঁকির প্রিমিয়াম কী?
উঃ বাজারের গড় প্রতিদানের হার এবং ঝুঁকিমুক্ত প্রতিদানের হারের পার্থক্যকে ঝুঁকি প্রিমিয়াম (Risk Premium) বলা হয়।
১২। প্রান্তিক নগদ প্রবাহ কী?
উঃ কোনো প্রকল্প শেষে উক্ত প্রকল্প থেকে যে আন্তঃপ্রবাহ ঘটে তাকেই প্রান্তিক নগদ প্রবাহ বলে ।
১৩। কাম্য মূলধন কাঠামো কী?
উঃ যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনিম্ন এবং শেয়ারের বাজারমূল্য বেশী থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে।
১৪। অর্থসংস্থানের সংজ্ঞা দাও।
উঃ বিনিয়োগ পরিকল্পনা থেকে শুরু করে মূলধন সংগ্রহ, বিনিয়োগ মূলধনের রক্ষণাবেক্ষণ এবং মুনাফা বিতরণ পর্যন্ত যাবতীয় কাজকে অর্থায়ন বলে ।
১৫। ব্যবসায় অর্থায়ন কাকে বলে?
উঃ ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগকে ব্যবসায় অর্থায়ন বলে ।
১৬। সরকারি অর্থায়ন কি?
উঃ সরকারি প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ দল হিসেবে জনসাধারণের আর্থিক সমস্যার সাথে আলোচিত বিষয়কে সরকারি অর্থায়ন বলে ।
১৭। সেতু অর্থায়ন কি?
উঃ নতুন কোনো কোম্পানি যখন মার্কেট থেকে অর্থায়ন করতে চায় এবং ঐ অর্থায়ন যখন অবলেখক করে দেয় তখন তাকে সেতু অর্থায়ন বলে ।
১৮। মুনাফা সর্বোচ্চকরণ কি?
উঃ উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে মুনাফার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধির প্রক্রিয়াকে মুনাফা সর্বোচ্চকরণ/ সর্বাধিকরণ বলে।
১৯। সম্পদ সর্বাধিকরণ কী?
উঃ কোনো কার্যক্রমের নিট বর্তমান মূল্য বৃদ্ধিকরণকে সম্পদ সর্বাধিকরণ বলে।
২০। প্রাথমিক বাজার কি?
উঃ যে বাজারে কোম্পানি বা ইস্যুকারী সরাসরি আর্থিক সম্পত্তি বিক্রি করে থাকে তাকে প্রাথমিক বাজার বলে ।
২১। স্বতঃস্ফূর্ত অর্থায়নের দুটি উৎসের নাম লিখ।
উঃ স্বতঃস্ফূর্ত অর্থায়নের দুটি উৎসের নাম হলো-১. ব্যবসায় ঋণ ও ২. ক্রেতাদের নিকট থেকে অগ্রিম।
২২। সবুজ অর্থায়ন কী?
উঃ আর্থিক সরঞ্জাম ও বিনিয়োগকেই সবুজ অর্থায়ন বলা হয়।
২৩। ভাসমান বন্ধক কী?
উঃ যেক্ষেত্রে বিশেষ কোনো পণ্যের উপর অধিকার না দিয়ে ঋণগ্রহীতা তার সমস্ত মজুত পণ্যের উপর ঋণদাতাকে অধিকার প্রদান করে তাকে ভাসমান বন্ধক বলে ।
২৪। ২০, এন/ ৩০” শর্তটি এক বাক্যে ব্যাখ্যা কর।
উঃ ২/১০, এন/৩০’ শর্তটির ব্যাখ্যা হলো, ক্রেতা ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ২% বাটা পাবে এবং মূল্য পরিশোধের সাধারণ সময় ৩০ দিন।
২৫। ঘূর্ণায়মান ঋণ কি?
উঃ যে সমস্ত ঋণ, ঋণ গ্রহীতার নিকট হতে। একসাথে আদায় করা যায় না বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে । আদায় করা হয়ে থাকে সেই প্রাপ্য ঋণকে ঘূর্ণায়মান ঋণ বলে।
২৬। ঋণ রেখা কি?
উঃ ব্যাংক কর্তৃক কোন প্রতিষ্ঠানকে জামানতবিহীন। স্বল্পমেয়াদি ঋণ ফেরতের জন্য যে সময় প্রদান করা হয় তাকে ঋণ রেখা বলে ।
২৭। বাণিজ্যিক পত্র কি?
উঃ স্বল্পমেয়াদের ভিত্তিতে অর্থ সংগ্রহের জন্য বাণিজ্যিক কাগজ ঘরের মাধ্যমে যে সমস্ত
অঙ্গীকারপত্র ছাড়া হয় সেগুলোকে বাণিজ্যিক পত্র বা বাণিজ্যিক কাগজপত্র বলে।
২৮। অর্থর সময় মূল্য কি?
উঃ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে।
২৯। বাট্টাকরণ কি?
উঃ ভবিষ্যতে কোন সময়ে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য কত তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে।
৩০। অবিরত চক্রবৃদ্ধিকরণ কী?
উঃ বছরের অনির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাইক্রো সেকেন্ডে চক্রবৃদ্ধিকরণকে অবিরত চক্রবৃদ্ধিকরণ বলে ।
৩১। সাধারণ বার্ষিক বৃত্তি কি?
উঃ যে বার্ষিক বৃত্তির নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ বছরের শেষে সংঘটিত হয় তাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে ।
৩২। বিলম্বিত বার্ষিক বৃত্তি বলতে কি বুঝ?
উঃ যে বার্ষিক বৃত্তির প্রবাহ চুক্তি সম্পাদনের একটি নির্দিষ্ট সময় থেকে আরম্ভ এবং ভবিষ্যতের নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে তাকে বিলম্বিত বার্ষিক বৃত্তি বলে ।
৩৩। Rule 72 বা “৭২” বিধি কি?
উঃ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ৭২ বিধি বলে ।
৩৪। PVIF (বর্তমান মূল্যের সুদের ফ্যাক্টর) কি?
উঃ ভবিষৎতে ১ টাকা পেলে তার আজকের মূল্য কত হবে নির্ধারণ করার সংক্ষিপ্ত রূপকেই বর্তমান মূল্যের সুদের ফ্যাক্টর (PVIF) বলে ।
৩৫। স্টেক হোল্ডার কে?
উঃ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা নির্ভরশীল থাকে তাদেরকে স্টেক হোল্ডার বলে।
৩৬। স্টক লভ্যাংশ কি?
উঃ নগদ অর্থ লভ্যাংশ না দিয়ে শেয়ারের মাধ্যমে যখন লভ্যাংশ দেওয়া হয় তাকে স্টক লভ্যাংশ বলে।
৩৭। গুরুত্বপ্রদত্ত গড় মূলধন ব্যয় কি?
উঃ সংগৃহীত বিভিন্ন মূলধনের ভিত্তিতে সকল উৎসের সমন্বয়ে গঠিত মোট মূলধনের সামগ্রিক ব্যয়কে গুরুত্বপ্রদত্ত গড় মূলধন ব্যয় বলে ।
৩৮। মূলধন ব্যয় বলতে কি বুঝ?
উঃ বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ হতে যে ন্যূনতম লাভ পেতে আশা করেন তাই মূলধন ব্যয়।
৩৯। মূলধনী লাভ কি?
উঃ যেসব লাভ বার বার অর্জিত হয় না এবং একবার অর্জন করে দীর্ঘদিন একে ব্যবসায়ে স্থায়ীভাবে ব্যবহার করা হয় তাকে মূলধনী লাভ বলে।
৪০। সুযোগ ব্যয় কি?
উঃ বিকল্প বিনিয়োগ বা বাতিলকৃত বিনিয়োগ থেকে সম্ভাব্য আয়ই হচ্ছে গৃহীত বিনিয়োগের জন্য সুযোগ ব্যয়।
৪১। সংরক্ষিত আয় কি?
উঃ মুনাফার যে অংশ লভ্যাংশ হিসাবে প্রদান না করে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বলা হয় ।
৪২। বন্ড বা ঋণপত্র কি?
উঃ দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজনে কোম্পানি বা সরকার ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য শর্ত সংবলিত যে ঋণপত্র ইস্যু করে তাকে বন্ড বা ঋণপত্র বলে ।
৪৩। বন্ড ইনডেঞ্চার কাকে বলে?
উঃ ঋণপত্র বিক্রয়ের সময় কোম্পানির সাথে ঋণদাতার বা ঋণপত্র ধারকদের যে চুক্তি বা দলিল . হয় তাকে বণ্ড ইনডেঞ্চার বলে।
৪৪। এজেন্সি ব্যয় কী?
উঃ এজেন্সি সমস্যা কমানো বা নিরসনের জন্য শেয়ারহোল্ডারগণের যে ব্যয় বহন করতে হয় তাকে এজেন্সি ব্যয় বলে।
৪৫। আর্থিক ঝুঁকি কাকে বলে?
উঃ ভোক্তার চাহিদা ও রুচির পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার উঠানামা, মূল্যের পরিবর্তন, প্রতিযোগিতা ও প্রযুক্তির পরিবর্তন ইত্যাদি কারণে কারবারের মূলধনের যে ক্ষতির সম্ভাবনা দেখা দেয় তাকেই আর্থিক ঝুঁকি বলে ।


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যবসায়ে অর্থসংস্থানের গুরুত্ব আলোচনা কর। ১০০%
২। ব্যবসায় অর্থসংস্থানের নীতিমালাসমূহ আলোচনা কর। ১০০%
৩। ব্যবসায় অর্থায়নের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%
৪। সরকারি অর্থায়নের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
৫। ব্যক্তিগত অর্থায়নের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%
৬। সম্পদ সর্বাধিকরণ ও মুনাফা সর্বাধিকরণের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৭। ব্যবসায় ঋণের খরচ কে বহন করে? ১০০%
৮। আর্থিক ব্যবস্থাপকের তিনটি প্রধান সিদ্ধান্তের বর্ণনা দাও। ১০০%
৯। ফার্মের লক্ষ্যার্জনে একজন আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা বর্ণনা কর। ৯৯%
১০। সরকারি অর্থায়নের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
১১। স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস বর্ণনা কর। ৯৯%
১২। ব্যবসায় ঋণ ও ব্যাংক ঋণের পাঁচটি পার্থক্য উল্লেখ কর। ৯৯%
১৩। বাণিজ্যিক কাগজের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ব্যবসায় ঝুঁকি কি ? উদাহরণসহ ব্যাখ্যা কর। আর্থিক ঝুঁকি ও ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। CAPM-এর অনুমিত শর্তসমূহ বর্ণনা কর। ১০০%
৩। অর্থের সময় মূল্য কী? উদাহরণসহ ব্যাখ্যা কর। অর্থের সময় মূল্যের গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
৪। মধ্যমেয়াদি অর্থায়নের চারটি বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৫। Yield to maturity (YTM) কি? বাংলাদেশে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের উৎসগুলো লিখ। ১০০%
৬। মধ্যমেয়াদি অর্থসংস্থানের ব্যবহারকারী কারা? ১০০%
৭। বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পাঁচটি পার্থক্য উল্লেখ কর। ১০০%
৮। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যকার পাঁচটি পার্থক্য দেখাও। ১০০%
৯। স্বল্পমেয়াদি অর্থায়ন কি? অর্থের সময় পছন্দনীয়তার কারণ বর্ণনা কর। ৯৯%
১০। উদাহরণসহ ব্যবসায় ঋণের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%
১১। স্বল্পমেয়াদি জামানতযুক্ত ঋণ ও জামানতহীন ঋণের মধ্যে চারটি পার্থক্য দেখাও। ৯৯%
১২। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো সম্পদ সর্বোচ্চকরণ”-উক্তিটি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। বেশির ভাগ আর্থিক সিদ্ধান্তই ঝুঁকি ও আয়ের মধ্যে ট্রেডঅফ”- ব্যাখ্যা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*