অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ অর্থনীতি বিষয় মৌলিক সমষ্টিক অর্থনীতি ২১২২০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-MEC, NEW, NAIRU, MEI, NAIRU, GNP, NNP, GDP, CPI, CCA, DPI, MPC, APS, MPS.
উঃ MEC: Marginal Efficiency of Capital.
NEW: Net Economic Welfare.
NAIRU: Non-Accelerating Inflation Rate of Unemployment.
MEI: Marginal Efficiency of Investment.
NAIRU: Non-Accelerating Inflaton Rate of Unemployment.
২। স্বয়ম্ভূত ভোগ কী?
উঃ যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান বা স্থির থাকে, তাকে বলা হয় স্বয়ম্ভূত ভোগ।
৩। হস্তান্তর পাওনা কী?
উঃ এক শ্রেণির নিকট থেকে অর্থ সংগ্রহ করে আরেক শ্রেণির হাতে তা স্থানান্তর করাকে হস্তান্তর পাওনা বলে।
৪। আন্তঃআয়হার নির্ণয়ের সূত্রটি লিখ।
উঃ কোন প্রকল্পে বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় তাই হল IRR বা মূলধনের আন্তঃআয় হার।
৫। মুদ্রাস্ফীতি কী?
উঃ পণ্যসামগ্রী ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়।
৬। MPC = 0.6 হলে বিনিয়োগ গুণক কত?
৭। M2 কী?
উঃ কাগজী মুদ্রা, ধাতব মুদ্রা ও চাহিদা আমানতের সমষ্টিকে M বলে। এবং M এর সাথে স্বল্পমেয়াদী আমানত যোগ করলে তাকে M2 বলে ।
৮। অর্থের মূল্য বলতে কী বুঝ?
উঃ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়।
৯। স্বল্পকালীন ফিলিপস রেখা লম্ব অক্ষকে ছেদ করে না কেন?
উঃ স্বল্পকালে কোন দেশের বেকারত্ব শূন্য হতে পারে না, এজন্য স্বল্পকালীন ফিলিপস রেখা লম্ব অক্ষকে ছেদ করে না।
১০। সংকীর্ণ মুদ্রা কী?
উঃ ব্যাংকে রক্ষিত এবং জনগণের হাতের নগদ অর্থকে সংকীর্ণ অর্থ বা মুদ্রা বলে ।
১১। প্রান্তিক প্রকল্প কী?
উঃ সর্বশেষ গৃহীত প্রকল্পকে প্রান্তিক প্রকল্প বলে।
১২। প্ররোচিত বিনিয়োগ বলতে কী বুঝ?
উঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল কিংবা আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়, তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ।
১৩। 0 < MPC < 1 এর অর্থনৈতিক তাৎপর্য কী?
উঃ MPC এর মান ০ হতে বেশি কিন্তু একের চেয়ে কম।
১৪। ভোগ অপেক্ষক, C = 50+ 0.7Y হলে সঞ্চয় অপেক্ষক বের কর।
উঃ Y = C + S
বা, S = Y – C
বা, S = Y = 50+ 0.7Y
বা, S = 0.3Y – 50
১৫। C = 50+ 0.25Y হলে বিনিয়োগ গুণকের মান কত?
১৬। NNP কী?
উঃ মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত খরচ বা অবচয় ব্যয় বাদ দিলে যা পাওয়া যায়, তাকে বলা হয় নিট জাতীয় উৎপাদন (NNP)।
১৭। অবচয় খরচ কী?
উঃ ক্ষয়ক্ষতি পূরণবাবদ অর্থ ব্যয়কে অবচয়জনিত ব্যয় বলে।
১৮। সামগ্রিক চাহিদার উপাদান কয়টি?
উঃ সামগ্রিক চাহিদার উপাদান পাঁচটি। যথা- C = ভোগব্যয়, I = বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয়, x = রপ্তানি ব্যবধান ও M = আমদানি ব্যবধান।
১৯। অর্থের প্রচলন গতি কী?
উঃ এক একক অর্থ দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য যতবার ব্যবহার হয় তাকে অর্থের প্রচলন গতি বলে।
২০। GNP ব্যবধান কী?
উঃ সম্ভাব্য GNP এবং বাস্তব GNP-এর ব্যবধানকে GNP Gap/ব্যবধান বলা হয়।
২১। সম্ভাবনাময় জি.এন.পি (GNP) কী?
উঃ কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) উৎপাদনের উপকরণসমূহ যথাযথ দক্ষতার সাথে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় সম্ভাব্য বা প্রত্যাশিত GNP.
২২। মোট বর্তমান মূল্য (TPV) নির্ণয়ের সূত্রটি লিখ।
২৩। বিহিত মুদ্রা কাকে বলে?
উঃ যে সমস্ত মুদ্রা সরকারি আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে সবাই আইনত বাধ্য থাকে, তাকে বিহিত মুদ্রা বলে ।
২৪। বিনিয়োগ গুণকের সংজ্ঞা দাও।
উঃ স্বয়ম্ভূত বিনিয়োগের পরিবর্তন দ্বারা জাতীয় আয়ের যে গুণিতক পরিবর্তন হয়, এই দু’য়ের অনুপাতকে বলা হয় বিনিয়োগ গুণক ।
২৫। মুদ্রাস্ফীতি ব্যবধান কি?
উঃ চলতি দামে পূর্ণ নিয়োগ স্তরের মোট উৎপাদনের (সামগ্রিক যোগান) চেয়ে সামগ্রিক ব্যয়ের (সামগ্রিক চাহিদা) পরিমাণ বেশি হলে এ দু’য়ের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয় তাকে মুদ্রাস্ফীতি ব্যবধান বা মুদ্রাস্ফীতি ফাঁক বলা হয়।
২৬। স্ট্যাগফ্লেশন কি?
উঃ স্থবির অর্থনীতিতে বা বদ্ধাবস্থায় অধিক বেকারত্ব ও অধিক মুদ্রাস্ফীতির সমন্বিত অবস্থাকে স্ট্যাগফ্লেশন বলে।
২৭। MPC = 0.7 হলে MPS-এর মান কত?
উঃ 0.25 হবে।
২৮। C = a + by ভোগ সমীকরণে a ও b কি নির্দেশ করে?
উঃ C = a + by ভোগ সমীকরণে a = স্বয়ম্ভূত ভোগ এবং b = প্ররোচিত ভোগ বা প্রান্তিক ভোগ প্রবণতা নির্দেশ করে ।
২৯। তারল্য ফাঁদ কি?
উঃ অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতে সুদের হার আর নিচের দিকে নামতে পারে না তাকে তারল্য ফাঁদ বলে ।
৩০। পূর্ণ নিয়োগ কি?
উঃ যে অবস্থায় বা পরিস্থিতিতে কোনো দেশে প্রাপ্ত সকল সম্পদ বা উৎপাদনের সকল উপকরণ পূর্ণ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা।
৩১। অর্থের সংজ্ঞা দাও।
উঃ যে বস্তু বিনিময়ের মাধ্যম এবং দেনা-পাওনা মেটানোর উপায় হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে তাকেই অর্থ বা মুদ্রা বলা হয় ।
৩২। APS = 0.7 হলো APC এর মান কত?
৩৩। স্বয়ম্ভূত বিনিয়োগ কি?
উঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না, তাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ ।
৩৪। অর্থ গুণকের সংজ্ঞা দাও।
উঃ শক্তিশালী মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে গুণিতক পরিবর্তন হয় তাকে অর্থগুণক বলে ।
৩৫। ভোগ অপেক্ষক C = 50 + 0.5Y হলে গুণকের মান কত?
৩৬। MPC এর সংজ্ঞা দাও।
উঃ আয়ের পরিবর্তন দ্বারা ভোগব্যয়ের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায়, তাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা ।
৩৭। ব্যয়যোগ্য আয় কি?
উঃ ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে ।
৩৮। ইনভেন্টরি বিনিয়োগ কাকে বলে?
উঃ অবিক্রিত পণ্যের মজুত বা ভাণ্ডারকে বলা হয় ইনভেনটরি। আর ইনভেনটরি গড়ে তোলার জন্য যে অর্থ খরচ হয়, তাকে বলা হয় ইনভেনটরি বিনিয়োগ।
৩৯। MPS সংজ্ঞায়িত কর।
উঃ আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয়ের যে পরিবর্তন হয় এই দু’য়ের অনুপাতকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) বলে ।
৪০। অর্থ গুণকের সূত্রটি লিখ।
উঃ অর্থ গুণকের সূত্রটি হলো : Km =যেখানে Km = অর্থগুণক, 4Ms= অর্থের যোগানের পরিবর্তন, AH = শক্তিশালী মুদ্রার পরিবর্তন।
৪১। GDP ডিফ্লেক্টর কি?
উঃ আর্থিক GDP-কে প্রকৃত GDP দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে GDP অবমূল্যায়ক বা ডিফ্লেক্টর বলা হয়।
৪২। লুক্কায়িত GNP কি?
উঃ GNP হিসাবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় লুক্কায়িত GNP|
৪৩। মাথাপিছু আয় কি?
উঃ কোনো দেশের জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।
৪৪। “চূড়ান্ত দ্রব্য” কি?
উঃ চূড়ান্ত দ্রব্য বলতে সেই দ্রব্যকে বুঝায় যা সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয়।
৪৫। ব্যক্তিগত আয় হতে ব্যয়যোগ্য আয় কিভাবে নির্ণয় করা হয়?
উঃ ব্যক্তিগত আয় হতে প্রত্যক্ষ কর ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বাদ দিয়ে ব্যয়যোগ্য আয় নির্ণয় করা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাজারমূল্য ভিত্তিক জাতীয় আয় ও উপকরণ খরচভিত্তিক জাতীয় আয়ের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
২। আর্থিক নীতির হাতিয়ারসমূহ লিখ। ১০০%
৩। গুণক ও ত্বরণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৪। মুদ্রাস্ফীতির কারণগুলো আলোচনা কর। ১০০%
৫। স্বল্পকালীন ভোগ অপেক্ষক-এর বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৬। ৪৫° কোণবিশিষ্ট ভোগ রেখার অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%
৭। ওকান বিধিটি ব্যাখ্যা কর। গ্রেশামের বিধিটি আলোচনা কর। ১০০%
৮।চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। বিনিয়োগের নির্ধারকসমূহ আলোচনা কর। ৯৯%
১০। স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১১। চিত্রসহ বাণিজ্যচক্রের বিভিন্ন পর্যায় ব্যাখ্যা কর। ৯৯%
১২। প্রমাণ কর যে, MPC + MPS = 1. ৯৯%
১৩। ফিলিপস্ রেখা কি? ফিলিপ্‌স রেখার বৈশিষ্ট্যগুলো কি কি? ৯৯%
১৪। জাতীয় আয়ের দ্বৈত গণনা সমস্যা বলতে কি বুঝ? ৯৯%
১৫। বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিক ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) অর্থের মূল্য কী? ১০০%
(খ) ফিশারীয় অর্থের পরিমাণ তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) অপূর্ণ নিয়োগ কী? ১০০%
(খ) কেইন্সের অপূর্ণ নিয়োগ ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
৩। (ক) মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
(খ) চিত্রসহ গড় ভোগ প্রবণতা (APC) ও প্রান্তিক ভোগ প্রবণতা (MPC) এর পার্থক্য লিখ। ১০০%
৪। (ক) কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দাও। ১০০%
(খ) কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর । ১০০%
৫। (ক) সঞ্চয় অপেক্ষক কী? প্রমাণ কর যে, APC + APS =1 ১০০%
(খ) প্রদত্ত ভোগ অপেক্ষক, C = 50 + 0.75Y হতে সঞ্চয় অপেক্ষক, APC, MPC, APS নির্ণয় কর। ১০০%
৬। (ক) ০ < MPC < 1 এর তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০% (খ) চিত্রসহ গড় ভোগপ্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতার পার্থক্য আলোচনা কর। ১০০% ৭। (ক) বিগত বৎসরের দামস্তর (Po) = ১১৫, বর্তমান বৎসরের দামস্তর (Pn) = ১২৫, মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য আলোচনা কর। ১০০% (খ)জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০% ৮। (ক) জাতীয় আয়ের সংজ্ঞা দাও। ১০০% (খ) মুক্ত অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর । ১০০% ৯। (ক) ভোগ প্রবণতা বলতে কি বুঝ? ৯৯% (খ) দেখাও যে, স্বল্পকারে APC > MPC এবং দীর্ঘকালে APC = MPC ৯৯%
১০। (ক) অর্থগুণক কি? ৯৯%
(খ) মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কি? ৯৯%
১১। (ক) আর্থিক নীতি বলতে কি বুঝ? ৯৯%
(খ) অর্থের মূল্য ও দামস্তরের মধ্যে সম্পর্ক কি? ৯৯%
১২। ক) দুই খাতবিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো কী কী? ৯৯%
১৩। (ক) আন্তঃ আয় হার কী? ৯৯%
(খ) ধরি, একটি বিনিয়োগ প্রকল্পের ব্যয় 50000 টাকা । প্রকল্পটি 2 বছর স্থায়ী হয়। বছর প্রতি প্রকল্প থেকে 30000 টাকা আয় প্রত্যাশা করা যায় । সুদের হার 11% হলে বিনিয়োগ লাভজনক হবে কি? ৯৯%
১৪। (ক) ভোক্তার মূল্য সূচক (CPI) এবং GNP অবমূল্যায়কের মধ্যে পার্থক্য লিখ । ৯৯%
(খ) কীভাবে GNP থেকে ব্যক্তিগত আয় (PI) বের করবে? ৯৯%
১৫। (ক) বর্তমান মূল্য পদ্ধতি কী? ৯৯%
(খ) কীভাবে বর্তমান মূল্য পদ্ধতির সাহায্যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবে? ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*