অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগসমাজবিজ্ঞান বিষয় প্রারম্ভিক সমাজবিজ্ঞান ২১২০০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-
২। সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান।”-উক্তিটি কার?
উঃ লেস্টার ফ্রাংক ওয়ার্ড এবং উইলিয়াম, গ্রাহাম সামনার ।
৩। দৃষ্টবাদের প্রবক্তা কে?
উঃ দৃষ্টবাদের প্রবক্তা অগাস্ট কোঁৎ।
৪। সমাজতাত্ত্বিক গবেষণার প্রথম পর্যায় কোনটি?
উঃ গবেষণা সমস্যা নির্বাচন।
৫। মূল্যবোধ কী?
উঃ সত্যমিথ্যা ঠিকবেঠিক, ভালোমন্দ, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণার নামই মূল্যবোধ।
৬। “আমলাতন্ত্রের” জনক কে?
উঃ ম্যাক্স ওয়েবার।
৭। মৌল কাঠামো কী?
উঃ মার্কস এর মতে Basic structure বা মৌল কাঠামো সমাজের অর্থনৈতিক প্রক্রিয়া তথা Base Foundation.
৮। পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবারের ভিত্তি কী?
উঃ পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবারের ভিত্তি হলো- উত্তরাধিকারী সূত্র বা রক্তধারা।
৯। সংস্কৃতির মৌল ভিত্তি কী?
উঃ আচার-আচরণ, রীতি-নীতি, আদর্শ, মূল্যবোধ ইত্যাদি ।
১০। বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ E. H Sutherland (সাদারল্যান্ড)।
১১। The Communist Manifesto” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কার্ল মার্কস ও এঙ্গেলস।
১২। পর্ণোচিত্র কী?
উঃ নগ্নচিত্র বা সাহিত্যকে পর্ণোচিত্র বা অশ্লীল সাহিত্য বলে। অর্থাৎ যে চিত্রকর্ম কিংবা সাহিত্য কুরুচিপূর্ণ নগ্ন ও অশ্লীল যাতে মানুষের বিবেক ও নৈতিকতা লোপ পায় এবং যার প্রভাবে অসুস্থ সমাজের সৃষ্টি হয় তাকে পর্ণোচিত্র বা অশ্লীল সাহিত্য বলে।
১৩। Sociology শব্দটি কোন দুটি শব্দের সমাহার ও কোন দেশীয় শব্দ?
উত্তর: Socious ও Logos শব্দের সমাহার। ল্যাটিন ও গ্রিক দেশীয় শব্দ।
১৪। সমাজবিজ্ঞান প্রত্যয়টি সর্বপ্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়।
উত্তর: সমাজবিজ্ঞান প্রত্যয়টি অগাস্ট কোঁৎ এর কোর্স-ডি-ফিলসফি পজিটিভ” বা Positive Philosophy এর চতুর্থ খণ্ডে প্রথম প্রকাশিত হয়।
১৫। সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। -উক্তিটি কার?
উত্তর: সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ।
১৬। Essays in Sociology” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Essays in Sociology’ গ্রন্থটির রচয়িতা হলেন ম্যাক্স ওয়েবার।
১৭। ক্রিয়াবাদের জনক বলা হয় কাকে?
উঃ বিখ্যাত দার্শনিক ট্যালকট পারসন্স কে ক্রিয়াবাদের জনক বলা হয়।
১৮। Principles of Sociology” গ্রন্থটি কার লেখা?
উঃ “Principles of Sociology” গ্রন্থটি হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর লেখা।
১৯। Collins Dictionary of Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Collins Dictionary of Sociology’ গ্রন্থটির রচয়িতা হলো David Jary and Jary।
২০। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কে?
উঃ ড. নাজমুল করিম।
২১। দৃষ্টবাদের প্রবক্তা কে?
উঃ দৃষ্টবাদের প্রবক্তা অগাস্ট কোঁৎ।
২২। যান্ত্রিক সংহতি কি?
উঃ ডুখেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতিকে বুঝিয়েছেন, যেখানে সভ্যদের মধ্যে অন্যান্য সাদৃশ্য বিদ্যামান।
২৩। Das Capital’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কার্ল মার্কসের।
২৪। Verstchen শব্দটির অর্থ কী?
উঃ Verstehen শব্দের অর্থ অন্তরদৃষ্টি।
২৫। The Division of Labour in Society’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘The Division of Labour in Society’ গ্রন্থের লেখক ডুর্খেইমের।
২৬। আল মুকাদ্দিমা গ্রন্থটি কার লেখা?
উত্তর: ইবনে খালদুন।
২৭। পদ্ধতি কী?
উঃ কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে পথে এগুতে হয় তাই হচ্ছে পদ্ধতি ।
২৮। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
উঃ বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ হলো সমস্যা নির্বাচন ।
২৯। আদর্শ নমুনা’ প্রত্যয়টি কার?
উঃ আদর্শ নমুনা Max Weber প্রদত্ত প্রত্যয়।
৩০। সমাজবিজ্ঞানে ব্যবহৃত চারটি পদ্ধতির নাম লিখ?
উঃ সমাজবিজ্ঞানে ব্যবহৃত চারটি পদ্ধতি হলো- ১. ঐতিহাসিক পদ্ধতি, ২. পরিসংখ্যান পদ্ধতি,৩. পর্যবেক্ষণ পদ্ধতি ৪. দার্শনিক পদ্ধতি।
৩১। অনুকল্প কী?
উঃ গবেষণা সমস্যার মধ্যেকার ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ধারনের মাধ্যমে গবেষণা সমস্যার সম্ভাব্য সমাধানের একটি আনুমানিক বিবৃতিই হলো অনুকল্প।
৩২। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির অন্য নাম কী?
উঃ নৃ-তাত্ত্বিক পদ্ধতি
৩৩। সংস্কৃতির উপাদানসমূহ কী?
উঃ সংস্কৃতির উপাদানসমূহ হচ্ছে: ১. ভাষা; ২. কথা বিহীন যোগাযোগ; ৩. আদর্শ বা শ্রেয়োবোধ; ৪. নৈতিক অনুমোদন; ৫. মূল্যবোধ।
৩৪। মর্যাদা কি?
উঃ সমাজের সদস্যদের দ্বারা সমষ্টিগতভাবে সমর্থিত একটি মাপকাঠি যার সাহায্যে সমাজের সদস্যরা নিজেদের আবেগ, আচার ব্যবহারের যথাযোগ্যতার মূল্যায়ন করে তাকে সামাজিক দৃষ্টিতে মর্যাদা বলে।
৩৫। আরোপিত মর্যাদা কী?
উত্তর। যে মর্যাদাগুলো ব্যক্তির অনৈচ্ছিক গোষ্ঠী সদস্যপদ থেকে উদ্ভুত হয় তাকে আরোপিত মর্যাদা বলে।
৩৬। সামস্ত সমাজের মুখ্য শ্রেণি কী কী?
উঃ সামন্ত সমাজের মুখ্য শ্রেণি হলো- সামন্তপ্রভূ ও ভূমিদাস।
৩৭। সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ Cultural Lag তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী অগবার্ন ।
৩৮। অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও?
উঃ নৈতিক অনুধাবন ও মূল্যেবোধ।
৩৯। সমাজ কাঠামো’ প্রত্যয়টি সমাজবিজ্ঞানে প্রথম কে ব্যবহার করেন?
উঃ সমাজ কাঠামো শব্দটি সর্বপ্রথম অবতারনা করেন হার্বার্ট স্পেন্সার।
৪০। সমাজ কাঠামো হলো সমাজকে রূপায়ন করে এমন প্রধান প্রধান সামাজিক গোষ্ঠী এবং অনুষ্ঠান-প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয় ।” -উক্তিটি কার।
উত্তর: জিলবার্গ
৪১। সামাজিকীকরণের প্রধান বাহন কি কি?
উঃ সামাজিকীকরণের প্রধান বাহন চারটি। যথা ১. পরিবার ২. খেলার সাথী ৩. বিদ্যালয় ও ৪. ধর্ম।
৪২। প্রাথমিক গোষ্ঠীর অপরিহার্য বৈশিষ্ট্য কি?
উঃ গোষ্ঠী বা দল গড়ে উঠে কতিপয় ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে।
৪৩। প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী?
উঃ অন্তরঙ্গ সম্পর্ক। প্রত্যক্ষভাবে অনেক সময়ে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করতে পারে না।
৪৪। উইলিয়াম সামনার-এর মতানুযায়ী গোষ্ঠী কত প্রকার ও কি কি?
উঃ উইলিয়াম সামনার-এর মতানুযায়ী গোষ্ঠী দুই প্রকার। যথা- ১. গৌণ গোষ্ঠী ও ২. মূখ্য গোষ্ঠী।
৪৫। আমলাতন্ত্রের আদর্শ নমুনা তৈরি কে করেন?
উঃ আমলাতন্ত্রের আদর্শ নমুনা তৈরি করেন ম্যাক্স ওয়েবার।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। শাস্তি ও কিশোর অপরাধ কী? ১০০%
২। উপসংস্কৃতি কী? ব্যখ্যা কর। ১০০%
৩। পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৪। মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৫। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৭। ‘সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান’-ব্যাখ্যা কর। ১০০%
৮। সাংস্কৃতিক ব্যবধান ও মূল্যবোধ কি? ১০০%
৯। প্রাপ্ত পদমর্যাদা এবং অর্জিত পদমর্যাদার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। সামাজিক পরিবর্তন ও সামাজিক গতিশীলতা কি? ১০০%
১১। বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর। ৯৯%
১২। সমাজবিজ্ঞানের প্রকৃতি উল্লেখ কর। ৯৯%
১৩। বিশ্বায়ন ও আধুনিকায়ন কি? ৯৯%
১৪। এইডস কি? এইডস প্রতিরোধের উপায় লিখ। ৯৮%
১৫। পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বুঝ? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। সমাজবিজ্ঞানে অগাস্ট কোতের অবদান মূল্যায়ন কর। ১০০%
২। সংস্কৃতি কী? সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৩। পরিবার কি? আধুনিক পরিবারের কার্যাবলি আলোচনা কর। ১০০%
৪। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ডেভিস ও ম্যূরের তত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
৫। অপরাধ ও বিচ্যুতি আচরণের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৬। বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতার কারণসমূহ আলোচনা কর। ১০০%
৭। বিশ্বায়ন কী? উন্নয়নশীল দেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর। ১০০%
৯। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর। ৯৯%
১০। সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১১। সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ আলোচনা কর। ৯৯%
১২। অপরাধ সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বটি আলোচনা কর। ৯৮%
১৩। অগবার্ণ প্রদত্ত “সংস্কৃতির অসম অগ্রগতি” তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*