অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ বাংলা বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস ১ ২২১০০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ODBL.
২। চর্যা’ শব্দের অর্থ কি?
উঃ চর্যা শব্দের অর্থ আচরণ।
৩। কাহ্নপার কয়টি পদ চর্যাপদে গৃহীত হয়েছে? উঃ কাহ্নপার ১৩টি পদ চর্যাপদে গৃহীত
হয়েছে ।
৪। চন্দ্রাবতী কে?
উঃ দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী মধ্যযুগের বিশিষ্ট মহিলা কবি এবং রামায়ণের বাংলা অনুবাদক।
৫। শূন্যপুরাণ কি?
উঃ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ-গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য।
৬। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে?
উঃ মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী ।
৭। রসুলবিজয়’ কাব্যের রচয়িতা কে?
উঃ ‘রসুলবিজয়’ কাব্যের রচয়িতা সৈয়দ সুলতান।
৮। চৌতিশা কি?
উঃ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক প্রকার খণ্ড কবিতার নাম চৌতিশা। বাংলা ৩৪টি ব্যঞ্জনবর্ণের (ক-হ) প্রত্যেকটি এক বা একাধিক চরণের আদ্যবর্ণ রূপে ব্যবহার করে বিভিন্ন মাস বা ঋতুতে নায়ক বা নায়িকার বিরহের বর্ণনার উদ্দেশ্যে যে পদ রচনা করা হয় তাকে চৌতিশা বলে।
৯। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?
উঃ ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ।
১০। রামায়ণের আদি রচয়িতা কে?
উঃ রামায়ণের আদি রচয়িতা বাল্মীকি ।
১১। কড়চা’ কি জাতীয় রচনা?
উঃ ‘কড়চা’ হলো শ্রীচৈতন্যের জীবনীগ্রন্থ জাতীয় রচনা ।
১২। ‘গুলে বকাওলী’ কাব্যটি কে রচনা করেন?
উঃ ‘গুলে বকাওলী’ কাব্যটি নওয়াজিস খান রচনা করেন।
১৩। মর্সিয়া’ শব্দের অর্থ কি?
উঃ মর্সিয়া শব্দের অর্থ শোক বা আহাজারি।
১৪। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন কয়টি খণ্ডে?
উঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন ৫টি খণ্ডে।
১৫। সুনীতিকুমার চট্টপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকালসীমা উল্লেখ কর।
উঃ সুনীতিকুমার চট্টপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকালসীমা ৯৫০-১২০০ সাল।
১৬। চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেছেন কে?
উঃ চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
১৭। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি?
উঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী।
১৮। চর্যাপদ কে আবিষ্কার করেন?
উঃ চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
১৯। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের সূচনাকাল কত?
উঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুসারে বাংলা সাহিত্যের সূচনাকাল ৬৫০ খ্রি.।
২০। চর্যাচর্যবিনিশ্চয়ে মোট কতজন পদকর্তার পরিচয় পাওয়া যায়?
উঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়ে মোট ২৩ জন মতান্তরে ২৪ জন পদকর্তার পরিচয় পাওয়া যায়।
২১।চর্যাপদের পদকর্তা কত জন?
উঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ২৩ জন এবং ড. সুকুমার সেনের মতে ২৪ জন।
২২। চর্যার প্রাপ্ত পুঁথিতে মোট কতটি পদ পাওয়া গেছে?
উঃ সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে।
২৩। চর্যার প্রথম পদটির রচয়িতা কে?
উঃ চর্যার প্রথম পদটি লুইপার লেখা ।
২৪। চর্যাপদ কোন সম্প্রদায়ের সাধন সংগীত?
উঃ চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সংগীত।
২৫। চর্যাপদের মহিলা কবি কে ছিলেন?
উঃ চর্যাপদের মহিলা কবি ছিলেন কুকুরী পা।
২৬। চর্যাপদে ডোম্বীর বাস কোথায়?
উঃ চর্যাপদে ডোম্বীর বাস নগরের বাহিরে।
২৭। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কী?
উঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম চন্দ্রাবতী ।
২৮। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে?
উঃ সবচেয়ে বেশিসংখ্যক চর্যাপদ রচনা করেছেন কাহ্নপা। তার রচিত পদসংখ্যা ১৩টি।
২৯। অন্ধকার যুগের কালসীমা উল্লেখ কর।
উঃ বাংলা সাহিত্যে কথিত ‘অন্ধকার যুগ’-এর কালসীমা | ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট দেড়’শ বছর।
৩০। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।”-উক্তিটি কার?
উঃ উক্তিটি চন্ডীদাসের।
৩১। শূন্যপুরাণ-এর রচয়িতা কে?
উঃ শূন্যপুরাণ-এর রচয়িতা রামাই পণ্ডিত।
৩২। সেক শুভোদয়া কী?
উঃ সংস্কৃত গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য।
৩৩। মধ্যযুগের শেষ কবি কে?
উঃ ভারতচন্দ্র রায়গুণাকর।
৩৪। মৈমনসিংহ গীতিকাগুলো কে সংগ্রহ করেন?
উঃ মৈমনসিংহ গীতিকাগুলো চন্দ্রকুমার দে সংগ্রহ করেন।
৩৫। মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?
উঃ ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের নাগরিক কবি বলা হয়।
৩৬। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
উঃ নাথ ধর্মের প্রতিষ্ঠাতা মীননাথ ।
৩৭। সতীময়না-লোর চন্দ্রানী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘সতীময়না-লোরচন্দ্রানী’ গ্রন্থের রচয়িতা দৌলত কাজী।
৩৮। কোন কবি ‘মৈথিল কোকিল’ নামে খ্যাত?
উঃ কবি বিদ্যাপতি ‘মৈথিল কোকিল’ নামে খ্যাত।
৩৯। সৈয়দ সুলতানের রচিত দু’টি কাব্য গ্রন্থের নাম লিখ।
উঃ সৈয়দ সুলতান রচিত দুটি কাব্যগ্রন্থ হলো ‘নবীবংশ’ এবং ‘রসুল বিজয়’ ।
৪০। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে?
উঃ রসুল বিজয় কাব্যের রচয়িতা সৈয়দ সুলতান ।
৪১। দৌলত উজির বাহরাম খান কোন বিদেশী কবির কাব্য থেকে ‘লায়লী-মজনু’ কাব্যটি অনুবাদ করেন?
উঃ পারসি কবি আব্দুর রহমান জামির এর কাছ থেকে।
৪২। ‘মনসামঙ্গল’ কাব্যের আদিকবি কে?
উঃ ‘মনসামঙ্গল’ কাব্যের আদিকবি কানা হরিদত্ত।
৪৩। অন্নদামঙ্গল’ মধ্যযুগের কোন পর্যায়ে রচিত?
উঃ ‘অন্নদামঙ্গল’ (১৭৫২-১৭৫৩) মধ্যযুগের শেষ পর্যায়ে রচিত । অর্থাৎ আঠারো শতকে রচিত।
৪৪। কবীন্দ্র পরমেশ্বর কোন গ্রন্থ বাংলায় অনুবাদ করেন?
উঃ কবীন্দ্র পরমেশ্বর ‘মহাভারত গ্রন্থ’ বাংলায় অনুবাদ করেন।
৪৫। ধর্মঠাকুরের পূজা প্রচলিত ছিল কোন অঞ্চলে?
উঃ ধর্মঠাকুরের পূজা প্রচলিত ছিল রাঢ়দেশে অর্থাৎ বর্তমান বর্ধমানের মঙ্গলকোর্ট এলাকায় ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘ব্রজবুলি’ ও নিরঞ্জনের রুশ্মা কী? ১০০%
২। রূপকথা ও উপকথা বলতে কী বোঝ? পার্থক্য লিখ। ১০০%
৩। চর্যাপদের ভাষাকে ‘সন্ধ্যাভাষা’ বলা হয় কেন? ১০০%
৪। শ্রীচৈতন্যদেব সম্পর্কে সংক্ষেপে লেখ। ১০০%
৫। ধাঁধা’ সম্পর্কে উদাহরণসহ সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৬। চার্যার ধর্মমত সম্পর্কে আলোচনা কর। ১০০%
৭। চৈতন্যযুগ কি? এ যুগের বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৮। পরিচয় দাও : কাহ্নপা, জ্ঞানদাস, শাহ মুহাম্মদ সগীর, আলাওল। ১০০%
৯। মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন? ১০০%
১০। ‘বিদ্যাসুন্দর’ কাব্যের ও নথি সাহিত্যের পরিচয় দাও। ৯৯%
অথবা, চন্ডীমঙ্গল কাব্যের কবিদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১১। শূন্যপরাণ কী? সংক্ষিপ্ত পরিচয় দাও। ৯৯%
১২। চন্ডীদাস সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৯৮%
১৩। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনগুলোর পরিচয় দাও। ৯৯%
১৪। ”বৈষ্ণবপদাবলি সীমিত অর্থে গীতিকবিতা” – কেন? ৯৮%
১৫। ভারত চন্দ্রকে কেন “নাগরিক বৈদগ্ধের” কবি মনে করা হয়? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। চর্যাপদে বিধৃত সমাজচিত্র আলোচনা কর। ১০০%
২। মঙ্গলকাব্য কী? মনসামঙ্গল কাব্যধারার প্রধান প্রধান কবির অবদান আলোচনা কর। ১০০%
৩। মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রধান প্রধান কবির অবদান আলোচনা কর। ১০০%
৪। সুলতানী আমলে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের যে শ্রীবৃদ্ধি ঘটে তা আলোচনা কর। ১০০%
৫। মধ্যযুগের মুসলিম কবিদের রোমান্টিক ঋণয়োপাখ্যান কাব্যধারার মূল্যায়ন কর। ১০০%
৬। বাংলা সাহিত্যের বিকাশে মধ্যযুগের অনুবাদ সাহিত্যের ভূমিকা গুরুত্বপূর্ণ আলোচনা কর। ১০০%
৭। চর্যাপদের ভাষা বাংলা বঙ্গকামরূপী না তিব্বতী? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ১০০%
৮। মধ্যযুগের বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো কোন অর্থে অনন্য? আলোচনা কর। ১০০%
৯। বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস একজন না একাধিক? যুক্তিসহ আলোচনা কর। ১০০%
১০। বাংলা সাহিত্যের ইতিহাসে ‘অন্ধকার যুগ’ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত কর। ১০০%
১১। মধ্যযুগে রচিত জীবনী সাহিত্যের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১২। মনসামঙ্গল কাব্যধারার কবিদের পরিচয় দাও। ৯৯%
১৩। বাংলা সাহিত্যের যুগবিভাগ সম্পর্কে পণ্ডিতদের অভিমত তুলে ধরে তোমার মতামত ব্যক্ত কর। ৯৮%
১৪। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা সম্পর্কে একটি পরিচিতিমূলক আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*