স্ত্রীধন বলতে কী বুঝ?
অথবা, শ্রীধন সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা কর।
অথবা, শ্ৰীধন কী?
অথবা, শ্রীধন কাকে বলে?
অথবা, শ্ৰীধন অর্থ কী?
উত্তর৷ ভূমিকা : হিন্দু ধর্ম অনুসারে উত্তরাধিকার লাভের কতিপয় নীতির অন্যতম হলো স্ত্রীধন। সাধারণত হিন্দু উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে দুটি প্রথা/আইন মেনে চলা হয়। একটি হলো দায়ভাগ অন্যটি মিতক্ষরা। দায়ভাগ উত্তরাধিকার নীতির একটি দিক হলো স্ত্রীধন।
শ্রীধন : সাধারণত স্ত্রীধন বলতে বোঝায় এমন কিছু সম্পত্তি যাতে হিন্দু মেয়েদের আইনগতভাবে কিছু অধিকার। আছে এবং যা ঐ নারীর নিজস্ব সম্পত্তি বলে বিবেচিত হয়। অর্থাৎ যেসব সম্পত্তিতে মহিলারা সম্পূর্ণ স্বত্বের অধিকারী তাকে স্ত্রীধন বলে। কোন নারী যখন উত্তরাধিকার সূত্রে কোন সম্পত্তি পায় সেটা পিতা বা মাতা, দাদা বা দাদি যার থেকেই হোক না কেন, ঐ সম্পত্তি সে জীবন সত্ত্বে অর্থাৎ জীবিত থাকাকালীন সময় পর্যন্ত শুধু ভোগের অধিকার পায়। ঐ সম্পত্তি সে দান বা বিক্রি বা উইল করতে পারে না।এ জীবন স্বত্বের বিপরীতে, যে সম্পদ নারী কুমারী অবস্থায় অর্জন করে বা কোনোভাবে লাভ করে সে সম্পদে তার সম্পূর্ণ স্বত্ব স্বীকৃত। এভাবে যে সম্পত্তিতে নারীর স্বত্ব সম্পূর্ণ তাই স্ত্রীধন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, নারীর উত্তরাধিকার নীতি হিন্দু ধর্মে স্ত্রীধন নামে যে সম্পত্তির বিধান রয়েছে তা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে এ সম্পদ নারীরা ভোগদখল করতে পারে না। পুরুষের কর্তৃত্বেই তার সকল সম্পত্তি রক্ষিত ও ব্যবহৃত হয়।