অথবা, শ্রেণিবদ্ধকরণের উপকারিতাসমূহ লিখ।
অথবা, শ্রেণিবদ্ধকরণের কী কী সুবিধা বিদ্যমান?
অথবা, শ্রেণিবদ্ধকরণের উপকারিতাসমূহ তুলে ধর।
উত্তর৷ ভূমিকা : সমাজবিজ্ঞানীরা তাদের গবেষণা কাজের জন্য কোনো নির্দিষ্ট বিষয়ের উপর নানা ধরণের তথ্য সংগ্রহ করে থাকে। প্রাথমিক অবস্থায় উপাত্তগুলো অগোছালো অবস্থায় থাকে। এলোমেলো বা বিক্ষিপ্ত উপাত্ত থেকে কোনোব্যাখ্যা-বিশ্লেষণ করা যায় না এবং তা থেকে কোনো কার্যকরী সিদ্ধান্তে পৌঁছানো যায় না, তাই সুষ্ঠুভাবে গবেষণা কার্যকে সম্পাদন করার জন্য উপাত্তের শ্রেণিবদ্ধকরণ নানমুখী সুবিধা দিয়ে থাকে।
শ্রেণিবদ্ধকরণের সুবিধা বা উপকারিতাসমূহ : শ্রেণিবদ্ধকরণের কতকগুলো সুবিধা আছে। যেমন-
১. সংক্ষেপে উপাত্তসমূহের উপস্থাপন করা যায় ।
২. সহজে উপাত্তকে বুঝা যায়।
৩. তুলনামূলক চিত্র সহজেই ফুটিয়ে তোলা সম্ভব।
৪. উপাত্তের যথোপযুক্ত বিশ্লেষণ সম্ভব হয়।
৫. প্রয়োজনে অপ্রয়োজনীয় অংশ অপসারণ করা যায়।
৬. উপাত্তকে শৃঙ্খলাবদ্ধ করা যায়।
৭. সংগৃহীত উপাত্তের সারাংশকরণ সম্ভব হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, সামাজিক বিভিন্ন ঘটনাবলি সম্পর্কে তথ্যাবলি সংগ্রহ করার সময় সেগুলো অগোছানো অবস্থায় থাকে। তবে তথ্যগুলোকে শ্রেণিবদ্ধকরণের মাধ্যমে খুব সহজে কোনো বিষয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা যায় ।
Leave a Reply