Other

পৌরসভা কীভাবে বাতিল হতে পারে? 

অথবা, পৌরসভার বাতিল প্রক্রিয়া উল্লেখ কর।
অথবা, পৌরসভার স্থগিত প্রক্রিয়া উল্লেখ কর।
অথবা, পৌরসভার বাতিল প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, পৌরসভার বাতিল প্রক্রিয়া তুলে ধর।
অথবা, পৌরসভার স্থগিত প্রক্রিয়া সম্পর্কে যা জান লিখ।
ভূমিকা :
বাংলাদেশের শহর অঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের নাম পৌরসভা। সরকার প্রদত্ত ক্ষমতা ও কর্তৃত্বের অধীনে অন্যান্য স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মতাে পৌরসভা এর এলাকাধীন নগরবাসীর সুখ স্বাচ্ছন্দ্য সৃষ্টির জন্য গঠিত ও পরিচালিত হয়।

পৌরসভার বাতিল প্রক্রিয়া : সাধারণত পৌরসভার কার্যকাল ৫ বছর। কিন্তু নিম্নলিখিত কারণে ৫ বছরের পূর্বে ও পৌরসভা সরকার বাতিল বা স্থগিত করতে পারেন। যেমন-
১. তার কর্তব্য পালনে অসমর্থ হলে।
২. আর্থিক দায়-দায়িত্ব মেটাতে ব্যর্থ হলে।
৩, জনস্বার্থের পরিপন্থী কাজ করলে।
s, চমতার অপব্যবহার করলে।
৫ কাউজিল্যা মেয়রকে অনাহা দিলে। পৌরসভার মেয়রকে অপসারণ করা হলে পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার যে কোন সদস্যকে দায়িত্ব। দিতে পারেন। এখানে উল্লেখ্য যে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনাে কখনাে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে থাকলেও পৌরসভাকে সার্বিকভাবে নিয়ন্ত্রণ করে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পৌরসভা একটি স্বায়ত্তশাসিত এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান হলেও সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এটি বাতিল করা যায়।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!