পৌরসভার আয়ের উৎস উল্লেখ কর।

অথবা, পৌরসভার তহবিল কিভাবে গঠিত হয়?
অথবা, পৌরসভার আয়ের উৎস বর্ণনা কর।
অথবা, পৌরসভার তহবিল গঠন প্রক্রিয়া লিখ।
অথবা, পৌরসভার অর্থনৈতিক উৎস কী কী?
অথবা, পৌরসভার অর্থ তহবিল গঠন সম্পর্কে যা জান লিখ।
ভূমিকা : বাংলাদেশের শহর অঞ্চলের স্থানীয় অঞ্চলে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের নাম পৌরসভা। পৌরসভা শহর এলাকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানাদির সঙ্গে যােগসূত্র স্থাপন করে স্থানীয় পর্যায় হতে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ধ ও সংহত গণতান্ত্রিক জীবনব্যবস্থা গড়ে তােলার লক্ষ্যে দায়িত্ব পালন করে।
পৌরসভার আয়ের উৎস : বাংলাদেশের প্রত্যেক স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার আয়ের উৎস প্রধানত তিনটি। যথা :
i. ধার্যকৃত রেট ও কর; ii. সংস্থার নিজস্ব সম্পত্তি থেকে আয়; iii. সরকারের সাহায্য।
পৌরসভার তহবিল গঠন বা আয়ের ব্যাপারেও এর ব্যতিক্রম নয়। পৌরসভার আয়ের উৎস সমূহ নিম্নরূপ :
১. পৌরসভার আওতাধীন বাড়িঘর, দালানকোঠা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট থেকে পৌরসভা আয় করে থাকে।
২. পৌরসভার নিজস্ব সম্পত্তি যেমন- স্কুল, কলেজ, হাটবাজার পরিচালনা থেকে আয় ।
৩. পৌরসভার অধীনে ন্যস্ত বা পরিচালিত সম্পত্তি হতে প্রাপ্ত সকল প্রকার খাজনা বা লভ্যাংশ।
৪. পৌরসভা অধ্যাদেশ বা প্রচলিত অন্য যে কোন আইন অনুযায়ী পৌরসভা কর্তৃক যে কোনাে কার্যসম্পাদনের জন্য প্রাপ্ত অর্থ।
৫. ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানাদি বা কোন বৈধ কর্তৃপক্ষের দেয় সকল অনুদান।
৬. পৌরসভার পরিচালনাধীনে ন্যস্ত ট্রাস্টসমূহ হতে প্রাপ্ত অর্থ।
৭. সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মঞ্জুরি।
৮. অর্থের বিনিয়ােগ হতে প্রাপ্ত লভ্যাংশ।
৯. অন্যান্য আয়ের উৎস হতে সরকার যে অর্থ পৌরসভাকে দেয়ার নির্দেশ দেন।
উপসংহার : উপযুক্ত আলােচনা হতে বলা যায় যে, পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রত্যেক পৌরসভার একটি তহবিল থাকে। উক্ত তহবিল ধার্যকৃত রেট ও কর, সংস্থার নিজস্ব সম্পত্তি থেকে আয় এবং সরকারের সাহায্যপুষ্ট হয়ে পৌরসভা গঠিত হয়ে থাকে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*