নিম্নের তথ্য ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় কর ।স্বামীর বয়স : 30, 35, 36, 42, 45, 38, 44।স্ত্রীর বয়স : 25, 30, 34, 37, 40, 37, 41।
উত্তর৷ পরিসংখ্যান পদ্ধতিতে সংশ্লেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যানিক অনুসন্ধানের যেসব ক্ষেত্রে দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি ও মাত্রা নির্ণয়ের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সংশ্লেষ ব্যবহার করা হয় । যদি কতকগুলো চলক এমন হয় যে, যাদের একটির মান পরিবর্তিত হলে অপরটির মানও পরিবর্তিত হয় তবে সেক্ষেত্রে চলকগুলোকে Correlation বলা হয়। এর মাধ্যমে চলকগুলোর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা হয়।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079