কবি ফররুখ আহমদ সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর : ১৯১৮ খ্রিস্টাব্দে ফররুখ আহমদ মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি দর্শনশাস্ত্রে অনার্স ডিগ্রি লাভ করেন। কলকাতায় থাকাকালীন ফররুখ আহমদ কবি হিসেবে পরিচিত হন এবং সেখানকার পত্রপত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন। গত ত্রিশ বছরের বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত ফররুখ আহমদ ইসলামি ভাবধারায় পুষ্ট এবং বাংলাদেশের কাব্যধারায় প্রথম সারির একজন কবি। তাঁর কবিতায় আরবি-ফারসি শব্দ এবং ইসলামি ঐতিহ্যের ব্যবহার খুব বেশি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর একে একে তাঁর অনেক কাব্যগ্রন্থ, কাব্যনাট্য ও কাহিনীকাব্য প্রকাশ পেয়েছে। ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে : ‘সারাজুম মুনীরা’, ‘নৌফেল ও হাতেম’, ‘মুহূর্তের কবিতা’ এবং ‘হাতেম তায়ী’। এছাড়া তিনি ছোটদের জন্য বেশকিছু ছড়া ও কবিতা লিখে গিয়েছেন। সাহিত্যকীর্তির স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’, ‘ইউনেস্কো পুরস্কার’ এবং ‘মরণোত্তর একুশে পদকে’ ভূষিত হন। ১৯৭৪ খ্রিস্টাব্দে এই ব্যতিক্রমধর্মী কবি ঢাকায় মৃত্যুবরণ করেন।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!