অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইতিহাস বিষয় ইতিহাস পরিচিতি ২১১৫০৩ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-AD,
উঃ AD= Anno Domini.
২। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে?
উঃ বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন- থুসিডিডিস।
৩। প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কে?
‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক হলেন- কলহন।
কলহন কোন দেশের ঐতিহাসিক?
উঃ ভারতের।
৪। ‘Kitab-ul-Ibar’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Kitab-ul-Ibar’ গ্রন্থটির রচয়িতা হলেন ইবনে খালদুন ।
৫। ‘ইতিবৃত্ত’ গ্রন্থটি কে রচনা করেছেন?
‘Hostory’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
ইতিহাসের জনক কে?
উঃ ‘ইতিবৃত্ত’ গ্রন্থটি হেরোডোটাস রচনা করেছেন।
৬। ‘প্রতিকূলতা ও মোকাবেলা’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ‘প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা ‘Arnold J. Toyenbee.’
৭। মধ্যযুগের দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখ।
উঃ মধ্যযুগের দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম
হলো- ১. জিয়াউদ্দীন বারানী ও ২. আবুল ফজল।
৮। ‘City of God’ গ্রন্থটি কে লিখেছেন?
উঃ সেন্ট অগাস্টিন।
৯। B.C অর্থ কী?
উঃ Before Christ বা যিশুর আবির্ভাবের পূর্বের বছর।
১০। Mesolithic age এর অর্থ কী?
উঃ Mesolithic age এর অর্থ হলো মধ্যপ্রস্তর যুগ।
১১। is History’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘What is History’ গ্রন্থটির রচয়িতা E.H.CARR.
১২। ‘Res Gestae’ শব্দের অর্থ কী?
উঃ Res Gestae শব্দের অর্থ মানুষের অতীত কর্মকাণ্ড।
১৩। সর্বপ্রথম কারা ইতিহাস চর্চা শুরু করেছিলেন?
উঃ সর্বপ্রথম গ্রিসরা ইতিহাস চর্চা শুরু করেছিলেন।
১৪। ইতিহাসের বিষয়বস্তু কী?
উঃ ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষের অতীত কার্যাবলি নিয়ে আলোচনা করা।
১৫। ‘হায়ারোগ্লিফিক’ কী?
উঃ মিশরীয় লিপি।
১৬। ‘Das capital’ কে রচনা করেন?
উঃ কার্ল মার্কস।
১৭। বর্তমান বিশ্বে কোন ধরনের কালপঞ্জি ব্যবহৃত হয়?
উঃ ক্যালডীয় কালপঞ্জি।
১৮। “ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়”—উক্তিটি কার?
উঃ ‘ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয়, বেশিও নয়’ উক্তিটি J.B. Bury নামক ঐতিহাসিকের।
১৯। ‘আসাবিয়া’ শব্দের অর্থ কি?
আসাবিয়াহ কি?
উঃ ‘আসাবিয়াহ’ হচ্ছে সংহতি, দলানুভূতি এবং দল চেতনা।
২০। ‘হুমকি ও মোকাবেলা’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ‘হুমকি’ এবং ‘মোকাবিলা’ (challenge and Response) তত্ত্বের প্রবক্তা আরনল্ড টয়েনবি।
২১। সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস নামে অভিহিত করা হয়?
উঃ আবুল ফজলকে আকবরের হেরোডোটাস বলা হয়।
২২। মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগ?
উঃ মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর লৌহ যুগ।
২৩। হেরোডোটাস তাঁর ইতিবৃত্তে কোন যুদ্ধের বিবরণ দিয়েছেন?
উঃ পারসিক যুদ্ধের।
২৪। ইতিহাসের তথ্য বলতে কি বুঝায়?
উঃ ইতিহাস তথ্য বলতে স্বীকৃত তথ্য বা প্রকৃত অবস্থাকে বুঝায়।
২৫। ‘Historia’ অর্থ কি?
উঃ গবেষণা বা সত্য অনুসন্ধান।
২৬। আবুল ফজল কোন দেশের ঐতিহাসিক?
উঃ আবুল ফজল ভারতের ঐতিহাসিক।
২৭। জিয়াউদ্দিন বারানী রচিত গ্রন্থটির নাম কী?
উঃ তারিখ-ই-ফিরোজশাহী।
২৮। ইতিহাসের অলিখিত উপাদান কী কী?
উঃ ইতিহাসের অলিখিত উপাদান হচ্ছে তাম্রশাসন, মুদ্রা, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ইত্যাদি ।
২৯। ইতিহাসের কাল বিভাজন কয়টি ভাগে বিভক্ত?
উঃ উৎস বা উপাদানের মাপকাঠিতে ইতিহাসের কাল বিভাজনকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
৩০। ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি, আর রাজনীতি হচ্ছে বর্তমান ইতিহাস’—উক্তিটি কার?
উঃ ঐতিহাসিক ই. এইচ. কারের।
৩১। ‘A Study of History’ গ্রন্থটির লেখক কে?
উঃ আরনল্ড টয়েনবির।
৩২। তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থটি কার রচনা?
উঃ ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী।
৩৩। ইতিহাস হচ্ছে ঐতিহাসিক ও তাঁর তথ্যের মধ্যে এক ধরনের বোঝাপড়া এবং বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন
৩৪। ‘Eolithic Age’ এর অর্থ কি?
উঃ ‘Eolithic Age’ এর অর্থ প্রস্তুর পূর্বযুগ ।
৩৫। কোন দেশে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছিল?
উঃ গ্রিস দেশে।
৩৬। ইতিহাসের কাল বিভাজনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উঃ ইতিহাসের কাল বিভাজনকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
৩৭। Communist Manifesto কি?
উঃ ‘Communist Manifesto’ কার্ল মার্কস রচিত বিখ্যাত গ্রন্থ।
৩৮। ‘প্রতিকূলতা ও মোকাবিলা’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ‘প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বের’ প্রবক্তা ‘Arnold J. Toyenbee.’
৩৯। “হায়ারোগ্লিফিক” লিখন পদ্ধতি কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল?
উঃ মিসরে।
৪০। ইতিহাসের দু’টো শাখার নাম লিখ।
উঃ রাজনৈতিক ইতিহাস ও অর্থনৈতিক ইতিহাস।
৪১। নিমিত্তবাদ-এর ইংরেজি শব্দ কি?
উঃ নিমিত্তবাদ-এর ইংরেজি শব্দ হলো- Determinism.
৪২। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি?
উঃ রাজতরঙ্গিনী।
৪৩। নব প্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেছেন কে?
উঃ নব্য প্রস্তর যুগকে ‘নবোপলীয় বিপ্লব’ বলে আখ্যায়িত করেছেন প্রত্নতত্ত্ববিদ ভি. গর্ডন চাইল্ড।
৪৪। Mesolithic age এর অর্থ কি?
উঃ মধ্যপ্রস্তর যুগ।
৪৫। ‘Historiography এর বাংলা অর্থ কি?
উঃ ইতিহাসতত্ত্ব।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ইতিহাসের উৎস বলতে কী বুঝ? ১০০%
২। ইতিহাসের প্রধান শাখাগুলো কী কী? ১০০%
৩। ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক কী? ১০০%
৪। ইতিহাসের নিমিত্তবাদ বলতে কী বুঝ? ১০০%
৫। ইতিহাসের কালবিভাজন বলতে কী বুঝ? ১০০%
৬। রাজনৈতিক ইতিহাসের গুরুত্ব কি? ১০০%
৭। মুকাদ্দিমার বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
৮। ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৯। প্রাক ঐতিহাসিক যুগ বলতে কি বুঝ? ১০০%
১০। পরিচয় দাও : ইবনে খালদুন, আবুল ফজল। ১০০%
১১। তথ্য ও গবেষণা
বলতে কি বুঝ? ৯৯%
১২। ইতিহাসের সাথে অর্থনীতির সম্পর্ক নিরূপণ কর। ৯৯%
১৩। ইতিহাসের লিখিত উতসসমূহ বর্ণনা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ইতিহাসের বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর। ১০০%
২। ইতিহাসের কালবিভাজন কিভাবে করা যেতে পারে? ১০০%
৩। ইতিহাস কি কলা না বিজ্ঞান? ব্যাখ্যা কর। ১০০%
৪। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৫। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কেন? ১০০%
৬। মধ্যযুগের ভারতের ইতিহাস চর্চায় জিয়াউদ্দিন বারনির মূল্যায়ন কর। ১০০%
৭। লিওপোল্ড ভন র‍্যাঙ্ককে আধুনিক ইতিহাসের জনক বলা হয় কেন? ১০০%
৮। কার্যকরণ বলতে কি বুঝ? ইতিহাসের কার্যকরণ ব্যাখ্যায় নিমিত্তবাদ আলোচনা কর। ১০০%
৯। ইতিহাসের সাথে সমাজবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক বিশ্লেষণ কর। ১০০%
১০। প্রাচীন ভারতের ইতিহাসের উতস হিসেবে কলহনের “রাজতরঙ্গিনী” র গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১১। সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন আলোচনা কর। ৯৯%
১২। মধ্যযুগের ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*