অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ব্যাবস্থাপনা বিষয় ব্যষ্টিক অর্থনীতি: ২১২৬০৯ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-
২। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৩। পর্যায়গত উপযোগ কি?
উঃ উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ না করে যখন একটি নির্দিষ্ট পছন্দক্রমের মাধ্যমে উপযোগসমূহের মধ্যে তুলনা করা হয় তখন তাকে পর্যায়গত উপযোগ বলে।
৪। দাম বৈষম্য কী?
উঃ একই দ্রব্য বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রি করাকে দাম বৈষম্য বলে।
৫। উৎপাদন অপেক্ষক কী?
উঃ কোনো ফার্মে নিয়োজিত উপাদানসমূহ এবং উৎপাদনের মধ্যে যে ক্রিযাগত সম্পর্ক রয়েছে তাকে উৎপাদন অপেক্ষক বলে।
৬। আধুনিক অর্থনীতির জনক কে?
উঃ আধুনিক অর্থনীতির জনক পল.এ স্যামুয়েলসন।।
৭। স্থির খরচ কী?
উঃ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয়/খরচ বলা হয়।
৮। সুযোগ ব্যয় কী?
উঃ কোনো দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাই হলো দ্রব্যটির সুযোগ ব্যয়।
৯। ওলিগোপলি বাজার কী?
উঃ যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন মাত্র বিক্রেতা থাকে তাকে অলিগোপলি বাজার বলে।
১০। আধুনিক অর্থনীতির জনক কে?
উঃ আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন।
১১। সুযোগ ব্যয় কী?
উঃ কোনো দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাই হলো দ্রব্যটির সুযোগ ব্যয়।
১২। গড় আয় কী?
উঃ কোনো ফার্মের মোট বিক্রয়লব্ধ অর্থ বা আয়কে বিক্রীত দ্রব্যের মোট পরিমাণ দ্বারা ভাগ করলে, তাকে গড় আয় বলে ।
১৩। চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?
উঃ কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে, তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।
১৪। সমচ্ছেদ বিন্দু কী?
উঃ যে বিন্দুতে একটি ফার্মের মোট আয় (TR) রেখা এবং মোট ব্যয় (TC) রেখা পরস্পরকে ছেদ করে তাকে (Break-even point) সমচ্ছেদ বিন্দু বলে।
১৫। যোগান রেখা ঊর্ধ্বগামী কেন হয়?
উঃ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। এ কারণেই যোগান রেখা ঊর্ধ্বগামী হয়।
১৬। চাহিদার স্থিতিস্থাপকতা কী?
উঃ কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে, তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।
১৭। বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব কী?
উঃ বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাবের ফলে ভারসাম্য মূল্য হ্রাস পায় এবং ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পায়।
১৮। আয় ভোগ রেখা কী?
উঃ দ্রব্যগুলোর দাম ও ডোক্তার রুচি অপরিবর্তিত থাকা অবস্থায় ভোক্তার আয় পরিবর্তন হলে তার ভোগের উপরে যে প্রতিক্রিয়া হয় তা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে আয় ভোগ রেখা বলে।
১৯। চা ও কফি কি ধরনের দ্রব্য?
উঃ চা ও কফি পরিবর্তক দ্রব্য।
২০। চাহিদা অপেক্ষক কি?
উঃ দ্রব্যের নিজের দাম, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি, সময় প্রভৃতি চাহিদার উপর প্রভাবকারী বিষয়সমূহের সঙ্গে কোনো একটি দ্রব্যের চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে।
২১। গড় ব্যয় কী?
উঃ প্রতি একক দ্রব্য উৎপাদনের জন্য যে পরিমাণ ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে।
২২। অলিগোপলি কী?
উঃ যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন মাত্র বিক্রেতা থাকে তাকে অলিগোপলি বাজার বলে।
২৩। বাজার ভারসাম্য কী?
উঃ কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের ভারসাম্যকেই বাজার ভারসাম্য বলে।
২৪। গিফেন দ্ৰব্য কী?
উঃ গিফেন দ্রব্য হচ্ছে নিম্নমানের বা নিকৃষ্ট দ্রব্যের সম পর্যায়ের দ্রব্য।
২৫। বিকল্প দ্ৰব্য কী?
উঃ কোনো বিশেষ দ্রব্যের অভাব অন্য দ্রব্যের ভোগ দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হলে সংশ্লিষ্ট দ্রব্য দুটোকে বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য বলা হয়।
২৬। যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন?
উঃ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। এ কারণেই যোগান রেখা ঊর্ধ্বগামী হয়।
২৭। কোন বাজারে যোগান রেখা নেই?
উঃ একচেটিয়া বাজারে।
২৮। নিকৃষ্ট দ্ৰব্য কী?
উঃ “ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে।
২৯। পরিবর্তক দ্রব্য কাকে বলে?
উঃ কোনো বিশেষ দ্রব্যের অভাব অন্য দ্রব্যের ভোগ দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হলে সংশ্লিষ্ট দ্রব্য দুটোকে বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য বলা হয়।
৩০। যোগানের স্থিতিস্থাপকতা বলতে কী বুঝায়?
উঃ দামের পরিবর্তনের ফলে একটি দ্রব্যের যোগান যে হারে পরিবর্তিত হয় তাকে যোগানের স্থিতিস্থাপকতা বলে।
৩১। নিমজ্জিত খরচ কাকে বলে?
উঃ নিমজ্জিত বা ডুবন্ত খরচ হচ্ছে এমন একটি ব্যয়, যা পূর্বেই ব্যয়িত হয়েছে। অর্থাৎ, ক্ষয়ে গেছে এবং যা বর্তমান অথবা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন সম্ভব নয়, একেই সাধারণত নিমজ্জিত ব্যয় বা খরচ বলে।
৩২। উৎপাদনের উপকরণ কয়টি?
উঃ ৪টি। যথা-ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।
৩৩। মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উঃ উপকরণের সমানুপাতিক বৃদ্ধির দরুণ উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন আসে তাকেই মাত্রাগত উৎপাদন বলে।
৩৪। চাহিদা রেখা কী?
উঃ কোনো নির্দিষ্ট সময় ক্রেতা একটি দ্রব্যের বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ দ্রব্য ক্রয় করে তা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হলে তাকে চাহিদা রেখা বলে ।
৩৫। দাম বৈষম্য কী?
উঃ একই দ্রব্য বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রি করাকে দাম বৈষম্য বলে।
৩৬। প্রান্তিক খরচ কী?
উঃ কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে।
৩৭। অর্থনীতিবিদ Adam Smith রচিত গ্রন্থটির নাম লিখ।
উঃ এডাম স্মিথের রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম “অহ ষহয়র।
৩৮। পরিবর্তনশীল খরচ কাকে বলে?
উঃ কোনো ফার্মের উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার জন্য যে ব্যয়ের পরিবর্তন হয়ে থাকে তাকে পরিবর্তনশীল ব্যয়/খরচ বলা হয়।
৩৯। ডুয়োপলি কী?
উঃ যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা কোনো দ্রব্যের যোগান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং তারা পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে সজাগ থাকে তাকে ডুয়োপলি বাজার বলে ।
৪০। মূল্য বৈষম্য কী?
উঃ একই দ্রব্য বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রি করাকে দাম মূল্য বৈষম্য বলে।
৪১। চিনি ও চা কোন ধরনের দ্রব্য?
উঃ চিনি ও চা পরিপূরক দ্রব্য।
৪২। চাহিদা বিধি কী?
উঃ কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে, তাকে চাহিদা বিধি বলে ।
৪৩। দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝ?
উঃ দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা ধারণাটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ । দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অপ্রতুলতাকে বুঝায় ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কী কী? ১০০%
৩। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি ‘U’ অক্ষরবিশিষ্ট হয় কেন? ১০০%
৪। যোগানের নির্ধারকগুলো বর্ণনা কর। ১০০%
৫। বাজেট রেখা কাকে বলে? যোগান বিধিটি ব্যাখ্যা কর। ১০০%
৬। যোগানরেখা ঊর্ধ্বগামী হয় কেন? চাহিদা রেখা কেন ডানদিকে নিম্নগামী হয়? ১০০%
৭। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কী? ১০০%
৮। সমপ্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা কর। ১০০%
৯। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
১০। অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কী কী? ৯৯%
১১। উৎপাদনের স্থির ও পরিবর্তনীয় উপাদান কী? ৯৯%
১২। একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অংকন কর। ৯৯%
১৩। একচেটিয়া ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন? ৯৯%
১৪। চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে তুলনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) উপযোগ কী? সমালোচনাসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা কর। ১০০%
(খ) নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
(খ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতিস্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়। ১০০%
৩। (ক) একচেটিয়া বাজারে কোনো সুসংজ্ঞায়িত যোগান রেখা নেই কেন? ১০০%
(খ) একচেটিয়া বাজারে কিভাবে পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়? চিত্রসহ ব্যাখ্যা কর। ১০০%
৪। (ক) চাহিদার হ্রাস-বৃদ্ধি বলতে কী বুঝায়? চাহিদার পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর। ১০০%
(খ) একটি সরল চাহিদা রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর। ১০০%
৫। চাহিদার পূর্বাভাস কী? একটি কাল্পনিক চাহিদাসূচী হতে চাহিদারেখা অংকন কর। ১০০%
(খ) চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী? চাহিদার নির্ধারকসমূহ আলোচনা কর। ১০০%
৬। (ক) ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতি কী? এদের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
(খ) সমালোচনাসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা কর। ১০০%
৭। (ক) যোগান রেখা কাকে বলে? যোগানের হ্রাস-বৃদ্ধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
(খ) বাজার ভারসাম্য কী? চাহিদা ও যোগান রেখার সাহায্যে কীভাবে বাজার ভারসাম্য নির্ধারিত হয় ব্যাখ্যা। ১০০%
৮। (ক) পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা কর। ১০০%
(খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা কর। ১০০%
৯। (ক) অর্থনীতি ইতিবাচক বিজ্ঞান না নেতিবাচক বিজ্ঞান? ব্যাখ্যা কর। ৯৯%
(খ) সম-প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় কর। ৯৯%
১০। (ক) ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা কর। এ ধারণাটির তাত্ত্বিক ও ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর। ৯৯%
(খ) গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
১১। (ক) ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) ক্রমহ্রাসমান প্রাস্তিক উৎপাদন বিধিটি কি শুধু কৃষিক্ষেত্রেই প্রযোজ্য? ৯৯%
১২। (ক) দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে এনভেলপ রেখা বলা হয় কেন? ৯৯%
(খ) একচেটিয়ামূলক প্রতিযোগিতার সংজ্ঞা দাও। একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১৩। (ক) সমালোচনাসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা কর। ৯৯%
(খ) মুনাফা সর্বোচ্চকরণের শর্তসমূহ চিত্রের সাহায্যে বর্ণনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*