UNIFEM ও INSTRAW কী?

অথবা,ইউনিফেম ও ইনস্ট্র এর বিস্তারিত ব্যাখ্যা কর।
অথবা,ইউনিফম ও ইনস্টা কী?
UNIFEM ও INSTRAW এর ব্যাখ্যা দাও।
ইউনিফেম ও ইনস্ট্রা সম্পর্কে বিবরণ দাও।
উত্তর৷ ভূমিকা :
নারীর অগ্রসরতা সংক্রান্ত কার্যক্রম ও নীতিমালা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়নে জাতিসংঘ কাঠামো একাধিক আন্তঃরাষ্ট্রীয় অঙ্গ-সংগঠন রয়েছে। নিম্নে এই সংগঠনগুলোর মধ্য থেকে UNIFEM ও
| INSTRAW সম্পর্কে আলোচনা করা হলো :
ইউনিফেম (UNIFEM) : নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে জাতিসংঘ যে প্রকল্পগুলো হাতে নেয়, তার অর্থায়নের লক্ষ্যে নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল বা ইউনিফেম’ নামক অঙ্গ-সংগঠনটি গড়ে তোলা হয়, ১৯৭৬ সালে। ইউনিফেম এর সদস দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ইউনিফেম বা নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল’ একটি স্বেচ্ছামূলক তহবিল। ইউনিফেম নারীর মানবাধিকারের উত্তরণ, তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন এবং নারী পুরুষ সমতার লক্ষ্যে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। ইউনিফেম প্রাথমিকভাবে তিনটি ক্ষেত্রে কর্মরত।
১. উদ্যোক্তা এবং উৎপাদক হিসেবে নারীর অর্থনৈতিক সামর্থ্য শক্তিশালীকরণ।
২. প্রশাসন, নেতৃত্ব ও নীতি প্রণয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং
৩. উন্নয়নকে অধিকতর সুষম করার জন্য নারীর মানবাধিকারের বিকাশ।
ইনস্ট (INSTRAW): ১৯৭৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক জাতিসংঘ ঘোষিত দশক (১৯৭৬-৮৫) এর নারীর প্রগতির জন্য ‘আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ বা ইনস্ট্র প্রতিষ্ঠা করা হয়। আর ১৯৮০ সালে এ ‘ইনস্ট্র’ জাতিসংঘ কাঠামো বা ব্যবস্থায় একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে চালু হয়। ১৯৯৯ সালে ‘ইনস্ট’ এর ম্যান্ডেট সম্প্রসারণ করা হয়। যখন সাধারণ পরিষদ এর নতুন কার্যপদ্ধতিরূপে ‘নারী পুরুষ সচেতন তথ্য ও নেটওয়াকিং ব্যবস্থা’ বা’গেইনস’ এর প্রতিষ্ঠা অনুমোদন করে। গেইনস- এর মাধ্যমে (www.un-instraw-gains.org) ‘ইনস্ট্র’ নতুন তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিম্নোক্ত উদ্দেশ্যে।
১. নারী পুরুষ সমতা অর্জনের লক্ষ্যে নিয়ামক ক্ষেত্রসমূহের মোকাবিলায় ‘ইলেকট্রনিক’ মাধ্যমে সহযোগিতামূলক গবেষণা পরিচালনা।
২.সকল স্তরে নারীর জীবনের উন্নতির জন্য নীতিমালা প্রণয়নে নারী পুরুষ সংক্রান্ত জ্ঞান ও তথ্য তৈরি,ব্যবস্থা ও প্রচার।
৩. একটি ‘ইলেকট্রনিক’ উপাত্তভিত্তিক মাধ্যমে নারী পুরুষ সংক্রান্ত জ্ঞান ও তথ্য তৈরির ব্যবস্থা ও প্রচার ।দূরশিক্ষণ ও ‘অনলাইন’ প্রশিক্ষণের ব্যবহার করে ‘ই’ প্রশিক্ষণ ও সামর্থ্য বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নের
জন্য একটি বাস্তব প্রক্রিয়া দান।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে, নারীদের অধিকার সম্পর্কে সচেতনতাই এই অঙ্গ সংগঠনগুলো জাতিসংঘ গড়ে তুলেছে। ইউনিফেম নিজের ও পরিবারের জীবনযাত্রার মানের বৃদ্ধির জন্য শতাধিক রাষ্ট্রে নারীদের সাহায্য সহযোগিতা করেছে। অপর দিকে ইনস্ট্র নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ
কার্যক্রম গ্রহণ করেছে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*