SSC RESULT 2023 রেজাল্ট দেখার নিয়ম

রকেট স্পেশাল সাজেশন

👉 Website থেকে রেজাল্ট যেভাবে দেখবেন:-

রেজাল্ট দেখার জন্য বেশ কিছু সাইট রয়েছে। তার মধ্যে নিচে দেওয়া সাইট গুলোর যেকোনো একটিতে ডুকলে এরকম (ছবিতে লক্ষ্য করুন) ইন্টারফেইস আসবে।

লিংক ১: https://eboardresults.com/v2/home

লিংক- ২: http://www.educationboardresults.gov.bd/

এবার দেখে নেওয়া যাক কোথায় কি বসাবেন:

✅ Examination : এখানে SSC/DHAKHIL/EQUIValent সিলেক্ট করবেন।

✅ Year: এখানে আপনি যে সনের পরিক্ষার্থী সে সন দিবেন। [ অর্থাৎ ২০২৩]

✅ Borad: এখানে আপনি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করবেন।

✅ Result Type: এখানে Individual Result সিলেক্ট করবেন।

✅ এরপর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন।

✅ Security Key: এখানে একটা ক্যাপচা দিবে। ক্যাপচা হালকা এবং অস্পষ্ট ভাবে 4 টি ডিজিট লেখা থাকবে। সেটা ভালো করে দেখে শূন্যস্থানে বসিয়ে Get Result এ ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।

কোনো ওয়েবসাইটে ক্যাপচার যায়গায় যোগ করতে বলবে। অর্থাৎ 2+4 =? এরকম থাকবে।

সেক্ষেত্রে আপনারা যোগফল বসিয়ে Get result / Submit অপশনে ক্লিক করলেই আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*