২০২০-২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) প্রোগ্রামে ভর্তির A to Z।

🔵শিক্ষাগত যোগ্যতা: ২.২৫ সিজিপিএ প্রাপ্ত সকলেই আবেদন করতে পারবেন। (ডিগ্রিতে ন্যূনতম ৪০% প্রাপ্ত নম্বর হতে হবে।)
👉অনলাইনে আবেদন শুরু: ১৬/০৩/২০২৩ইং তারিখ বিকাল ৪টা থেকে
👉শেষ ২৭/০৩/২০২৩ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।
⚠️যেকোনো ১টি কলেজে আবেদন করতে পারবেন। মেধা তালিকায় স্থান নাহ হলে রিলিজ স্লিপে ৩টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন। যে কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন সেই কলেজে আবেদন করলে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
** অনলাইনে আবেদন করতে যা লাগবে নিম্নে তা দেওয়া হল:
(১) ডিগ্রী রেজিষ্ট্রেশন নম্বর।
(২) ডিগ্রী ৩য় বর্ষের রোল নম্বর।
(৩) সচল মোবাইল নং
(৪) এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
(৫) দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা
**কলেজে জমা দেওয়া লাগবেঃ(কলেজ নোটিশ অনুসরণ করবেন)
(১) রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি সত্যায়িত।
(২)মার্কসীট (অনলাইন থেকে বের করতে হবে। অনলাইন থেকে বের করতে লাগবে ডিগ্রী রেজিষ্ট্রেশন নম্বর+ ৩য় বর্ষের রোল নম্বর।)মার্কসীটও সত্যায়িত হতে হবে।
(৩) আবেদন ফরম।
(৪) অঙ্গিকার নামা।
(৫) ৩০০ টাকা।
⛔দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামায় যেভাবে পূরণ করবেন👇
প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) কোর্সের ভর্তিতে প্রয়োজনীয় দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা, যা অবশ্যই হাতে পূরণ করে স্ক্যান করে অনলাইন আবেদনের সময় আপলোড করতে হবে। *যেকোনো কম্পিউটার দোকান থেকে অঙ্গীকারনামার প্রিন্ট কপি বের নিতে পারবেন।
◾দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামায়
🔹৬ নং এ স্নাতক (পাস) দিবেন,
🔹৭ নং এ যে সালে আপনি ডিগ্রি পাশ করেছেন তা লিখবেন।
🔹৮ নং এ ডিগ্রি ৩য় বর্ষের রোল নম্বর।
🔹৯ নং এ ডিগ্রির রেজিঃনাম্বার
🔹১০ নং এ যে কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন সেই কলেজ এর নাম।
🔹১১ নং এ প্রাপ্ত সিজিপিএ দিবেন।
🔹১২ নং এ সিজিপিএ ৪.০০ দিবেন।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*