সোনালী কাবিন – ৫ : কবিতা, আল মাহমুদ

ক-বিভাগ

তিনি কোন কোন পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছিলেন?
উত্তর : ‘দৈনিক গণকণ্ঠ’ ও ‘দৈনিক কর্ণফুলী’ পত্রিকার ।
পরে তিনি কোথায় কোন পদে যোগদান করেন?
উত্তর : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসরে যান।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : ‘লোক-লোকান্তর’, ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’, ‘মায়াবি পর্দা দুলে উঠো’, ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’, ‘বখতিয়ারের
ঘোড়া’, ‘আরব্য রজনীর রাজহাঁস’।
কবি আল মাহমুদ কখন, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
কবি আল মাহমুদের প্রকৃত নাম কী?
উত্তর : তাঁর প্রকৃত নাম মির আবদুস শুকুর আল মাহমুদ।
কবির পিতা-মাতার নাম কী?
উত্তর : তাঁর পিতার নাম আবদুর রব মির ও মাতার নাম রওশন আরা মির।
কবি মাধ্যমিক স্তর পর্যন্ত কোথায় পড়াশোনা করেন?
উত্তর : তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন।
দীর্ঘদিন তিনি কোন পেশার সাথে জড়িত ছিলেন?
উত্তর : সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।
আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’; উপন্যাস : ‘ডাহুকী’, ‘কবি ও কোলাহল’, ‘নিশিন্দা নারী’, ‘আগুনের মেয়ে’।
আল মাহমুদের ছোটগল্পের নাম কী?
উত্তর : ‘পানকৌড়ির রক্ত’, ‘সৌরভের কাছে পরাজিত’, ‘গন্ধবণিক’ ।
তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উত্তর : তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।
‘সোনালী কাবিন’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘সোনালী কাবিন’।
আঙ্গিক বিচারে ‘সোনালী কাবিন’ কোন ধরনের কবিতা?
উত্তর : সনেটধর্মী।
কবির ঘরের পাশে কোন ফল গাছের কথা ব্যক্ত হয়েছে?
উত্তর : কার্পাশ ফল ।
কবি প্রাণের শবরীকে কোন মালা পরতে বলেছেন?
উত্তর : গুঞ্জার মালা।
কবি ‘সোনালী কাবিন’ কবিতায় কীসের বোতল খোঁজে?
উত্তর : মহুয়ার মাটির বোতল।
পক্ষিণীর গোত্র কে কখনো ভোলে না?
উত্তর : নিষাদ।
প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়?
উত্তর : খনা।
কবির আত্মার ভিতরে কার জাদু থাকে?
উত্তর : খনার জাদু ।
‘সোনালী কাবিন’ কবিতায় কোন কোন দেশের নাম আছে?
উত্তর : ঈজিপ্ট, গ্রিস, সেরাসিন।
“মহুয়ার মাটির বোতল” বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : মহুয়া ফুলে তৈরি মদের বোতল।
নিষাদ কী?
উত্তর : ব্যাধ।
খনা কে?
উত্তর : এক ঐতিহাসিক রমণী যার বচন এদেশের সাহিত্যের অমূল্য সম্পদ।
‘ঈজিপ্ট’ বলতে কোন দেশকে বোঝায়?
উত্তর : মিশর।
রোঁদা কে?
উত্তর : ফরাসি চিত্রকর।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ কবি আল মাহমুদ সম্পর্কে তোমার মতামত দাও।
প্রশ্ন॥২॥ ‘সোনালী কাবিন ৫’ কবির মর্মার্থ লিখ।
প্রশ্ন।৩।“কোথায় রেখেছো বলো মহুয়ার মাটির বোতল নিয়ে এসো চন্দ্রালোকে তৃপ্ত হয়ে আচমন করি।”—ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৪॥ “ব্যাধের আদিম সাজে কে বলে তোমাকে চিনবো না নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভুল করে?”- ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৫॥ “প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা একই যাদু আছে জেনো কবিদের আত্মার ভিতরে।” – ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৬৷“নিসর্গের গ্রন্থ থেকে, আশৈশব শিখেছি এ পড়া প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল।”- ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৭॥ “চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া পারেনি ইজিপ্ট, গ্রিস সেরাসিন শিল্পীর আঙুল।”— ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৮।কালের রেঁদার টানে সর্বশিল্প করে থর থর কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর।”— ব্যাখ্যা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ কবি আল মাহমুদ বিরচিত ‘সোনালী কাবিন : ৫’ কবিতার মূলবক্তব্য নিজের ভাষায় লিখ।
প্রশ্ন।২।সনেট হিসেবে কবি আল মাহমুদের ‘সোনালী কাবিন৫’ কবিতার সার্থকতা যাচাই কর।
প্রশ্না।৩।‘সোনালী কাবিন : ৫’ কবিতায় কবি আল মাহমুদের যে মানস চেতনা ও জীবনবোধের পরিচয় পাওয়া যায়, তা আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ ‘সোনালী কাবিন : ৫’ কবিতার কাব্যসৌন্দর্য নিরূপণ কর

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*