বাউলদের জীবনাচার ও জীবনদর্শন সম্পর্কে যা জান লিখ।

অথবা, বাউলদের জীবনযাপন প্রণালি ও জীবনদর্শনের পরিচয় দাও।
অথবা, বাউলদের জীবনাচার ও দর্শনভাবনা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, বাউল সাধকদের জীবন ও দর্শন সম্পর্কে যা জান লেখ।
উত্তরা।৷ ভূমিকা :
মধ্যযুগের শেষ অন্তে বাংলার বর্ণবিভক্ত সমাজকাঠামোতে একেবারেই নিম্নবর্ণের অধিকার। জীবনধর্মী ধর্ম ও দার্শনিক মতধারাই বাউলবাদ নামে পরিচিত। বাউল মতের অনুসারীদেরকেই বাউল বলা হয়। বাউলরা মূলত একটি সংগীত আশ্রয়ী সাধনভিত্তিক সম্প্রদায়। বাউলদের জীবনযাপন প্রণালি ও জীবনদর্শন প্রচলিত সমাজ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। আর এই স্বাতন্ত্র্যতাই বাউলদের স্বতন্ত্র বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছে।
বাউলদের জীবনাচার বা জীবনযাপন প্রণালি : বাউল বাংলার একটি লোকজ সম্প্রদায়। পোশাক পরিচ্ছদ চাল-চলন, আচার-ব্যবহার, ধর্মবিশ্বাস, কর্ম-সাধনা ইত্যাদির দিক দিয়ে যারা সমাজে বসবাসকারী অন্যদের চেয়ে স্বতন্ত্র, যারা আপন ভাবে মশগুল ও উন্মাদ তাঁরা বাউল। অর্থাৎ আচার-আচরণ, পোশাক পরিচ্ছদ, সাধন ক্রিয়া প্রভৃতির দিক থেকে বাউলদের জীবনাচার ও জীবনদর্শন প্রচলিত সমাজের স্বাভাবিক ধারা থেকে স্বতন্ত্র । বাউলরা সমাজের সাধারণ
লোকের সাথে মেলামেশা করতে অনিচ্ছুক। তাঁরা সর্বদাই আত্মগোপন করে থাকে। তাঁদের সাধনা ও আচার-ব্যবহার সাধারণ লোকের কাছে অস্বাভাবিক বলেই প্রতীয়মান হয়। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ড. আমিনুল ইসলাম বাউলরা আধ্যাত্মিক ধ্যানে মগ্ন থাকেন, জগৎ-সংসারকে উপেক্ষা করেন এবং সামাজিক আচার-আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন। তাঁদের জীবনাচার প্রচলিত সাধারণ ধারার বাইরে বলেই তাঁদেরকে পাগল ও ক্ষ্যাপা বলা হয়। তাঁরা নিরন্তর একটা ভাবের ঘোরে জীবন কাটায়। এই ভাবের ঘোরেই তাঁরা সমাজ ও সংসারকে উপেক্ষা করে নিজের মনের সঙ্গেই লীলা করে। শামুকের মতো আত্মসংকোচনশীল ও আত্মগোপনশীল জীবনযাত্রার রীতি বাউলদের। অবশ্য এই জীবনযাত্রা সম্পর্কে তাঁরা সর্বদা সচেতন। তাঁরা কিভাবে সাধনা করে। কি সেই সাধনার আনুষঙ্গিক কর্ম, কি তাঁদের মতবাদ, এসব তাঁরা অন্যকে জানতে দিতে চায় না। তবে সকল বাউলরা একই সাধন প্রণালির অনুসারী, একই তত্ত্বের উপাসক। বাউলরা অতি সাধারণ ও সহজসরল জীবনযাপন করে। তাঁদের সাদা কিংবা গেরুয়া রঙের অতি সাধারণ পোশাক পরিধান সরল জীবনের প্রতীক হিসেবেই ব্যবহৃত হয়। আড়ম্বরপূর্ণ জীবন তাঁদের জন্য নয়, বরং তারা দারিদ্র্যকে স্বাগত জানায়। এমনকি কোনো কোনো শ্রেণির বাউল ভিক্ষাবৃত্তি করেও জীবনযাপন করে। তাঁদের অনেকে একতারাকে আশ্রয় করে সাদাসিধে পোশাকে জনপথ থেকে জনপথে সংগীত পরিবেশন করে তাঁদের মত প্রকাশ করে। সমাজের অন্যদের ব্যাপারে তাঁদের কোনো আগ্রহ নেই। সমাজের অন্যরাও তাঁদের ব্যাপারে নাক গলাক এটাও তারা প্রত্যাশা করে না। স্বীয় সাধনাকেই তারা জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করে।
বাউলদের জীবনদর্শন : বাউলদের জীবনদর্শন সাধনকেন্দ্রিক আধ্যাত্মিক মরমি আদর্শের উপর প্রতিষ্ঠিত। এ জীবনদর্শন তাঁদের বিষয়ে অনাসক্ত করে রাখে। তাদের মধ্যে দু’ধরনের জীবনযাপন প্রণালি লক্ষ করা যায় । যথা : গৃহী ও বিরাগী। বিরাগী বাউলরা গান করে বেড়ায় ও ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনধারণ করে। গৃহী বাউলরা সংসারধর্ম পালন করে তবে বিষয়ের প্রতি অনাসক্তি তাঁদের জীবনধারার মূল বৈশিষ্ট্য। বাউলদের জীবনদর্শন প্রকাশ পায় গানের মাধ্যমে নানা প্রকার রূপক ও অস্পষ্ট ইঙ্গিত এবং ব্যঞ্জনার দ্বারা অপ্রকাশ থাকে তাঁদের জীবনদর্শনের বাস্তব প্রয়োগ পদ্ধতি। তাঁরা কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি অনুগত নয়। সকল ধর্মের সারের সমন্বয়েই তাঁদের ধর্ম। তাঁদের মতে, ধর্মের বাহ্য আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে প্রকৃত ধর্মকর্ম সাধিত হয় না। ধর্মের জন্য চায় তারা অকৃত্রিম হৃদয়ানুভূতি, চায় অপরোক্ষ স্বাক্তিক প্রতীতি। তাঁদের কোনো লিখিত শাস্ত্র, ইতিহাস বা দর্শন নেই। তাঁরা শাস্ত্র ও তত্ত্ববিমুখ। তাঁদের মতে, মানুষের জন্য তত্ত্ব নয়, এমনকি তত্ত্বের জন্যও মানুষ নয়। শাস্ত্র বা তত্ত্ব নির্মাণ বা রচনা করা মানুষের কর্মও নয়। সাধনাই তাঁদের
জীবনদর্শনের একমাত্র উপাত্ত। তবে সাধনার ব্যাপারে তাঁরা কোনো সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে না বা দিতে ইচ্ছুক নয়। কারণ তাঁদের জীবনদর্শন বা সাধন ক্রিয়ার নিগূঢ় তত্ত্ব প্রকাশের অনুমতি নেই।
উপসংহার : পরিশেষে বলা যায়, বাউলদের জীবনদর্শন ও জীবনযাপন প্রণালি সমাজের প্রচলিত স্রোতধারা থেকে স্বতন্ত্র ও স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। আর জীবনযাত্রার এ বৈচিত্র্যের জন্যই তাঁরা পাগল বা ক্ষ্যাপা নামে অভিহিত হন। বাউলরা পাগল সত্য, তবে তারা ভবের পাগল নয়, ভাবের বা প্রেমের পাগল। আর এ ভাবের ঘোরের মধ্যেই নিহিত তাদের জীবনাচার ও জীবনদর্শন।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-2/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*