বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।

অথবা, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সংক্ষেপে লিখ।
অথবা, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যেগুলোর বর্ণনা দাও।
উত্তর৷ ভূমিকা :
যেকোনো দেশ বা জাতির রাজনৈতিক ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অন্যতম গুরুত্ব নির্ধারক হলো সংশ্লিষ্ট দেশ বা জাতির রাজনৈতিক সংস্কৃতি। আবার যেকোন জাতির রাজনৈতিক সংস্কৃতির মধ্যে অল্পবিস্তর অসঙ্গতির অস্তিত্ব দেখা যায় ।
নিম্নে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ দেয়া হলো :
১. অভিজ্ঞতাবাদী বিশ্বাসসমূহ : অভিজ্ঞতাবাদী বিশ্বাস বলতে বিভিন্ন রাজনৈতিক বিষয় ও সমস্যা সম্পর্কে জনসাধারণের ধারণার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসকে বুঝায়। এই বিশ্বাসের দ্বারা শাসক-শাসিতের সম্পর্ক প্রভাবিত হয়ে থাকে।
২. সংবেদনশীল মনোভাব : নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে ব্যক্তিবর্গের অনুকূল বা প্রতিকূল অনুভূতিকেই বলা হয় অনুভূতি সম্পর্কিত সংবেদনশীলতা বা সংবেদনশীল মনোভাব। ব্যক্তিবর্গের এই সংবেদনশীলতার উৎস হলো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কিত মনোভাব।
৩. মূল্যবোধের অগ্রাধিকারসমূহ : সরকারের অভিপ্রেত উদ্দেশ্য, জনসাধারণের ব্যক্তিগত ধারণা ও উৎকর্ষ প্রভৃতিকে নিয়ে এক ধরনের বিশ্বাসের সৃষ্টি হয়। এ সমস্ত বিশ্বাসের সমষ্টিকেই বলে মূল্যবোধের অগ্রাধিকার।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সকল জাতির রাজনৈতিক সংস্কৃতিতে একটি সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই বৈশিষ্ট্য হলো যে, প্রত্যেক রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন উপাদানের মধ্যে অসঙ্গতির অস্তিত্ব পরিলক্ষিত হয়। যে সমস্ত উপাদানের সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি হয়, সেই সমস্ত উপাদনের পরস্পরের মধ্যে সবসময় সংগতি থাকে না।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*