প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় বাংলাদেশের সমাজ কাঠামো ৪১২০১৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BARD, IPCC, HDI, NGO, IPCC.
২। ‘Fief’ কী?
উঃ ‘Fief’ হলো ক্ষুদ্র জমি।
৩। জলসেচভিত্তিক অর্থনীতি কী?
উঃ জলসেচভিত্তিক অর্থনীতি হলো অর্থনীতির এমন একটি অধ্যয়ন, যা অর্থকে তরল হিসেবে বিবেচনা করে, যা অর্থনৈতিক নদীর গভীরতা নির্ণয়ের মাধ্যমে সঞ্চালিত হয়।
৪। ‘জমিদারি প্রথা’ কত সালে প্রবর্তিত হয়?
জমিদারি প্রথা কখন বিলোপ হয়?
উঃ ১৯৫০ সালে।
৫। ‘সূর্যাস্ত আইন’ কী?
উঃ যে আইন অনুযায়ী জমিদারকে নির্দিষ্ট দিনে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদারি হারাতে হতো সেই আইনকে সূর্যাস্ত আইন বলে।
৬। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
উঃ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৮ সালে গঠিত হয়।
৭। “সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়”-উক্তিটি কার?
উঃ T.B. Bottomore.
৮। “সামাজিক কাঠামো একটি সামগ্রিক প্রত্যয়”- উক্তিটি কার?
“সমাজকাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়” ——কে বলেছেন?
উঃ T. B. Bottomore.
৯। নেতৃত্ব কী?
উঃ নেতৃত্ব হলো গোষ্ঠীর অভ্যন্তরস্থ আন্তঃব্যক্তিক সম্পর্কের মধ্যে উদ্ভুিত একটি দ্বিমুখী সম্বন্ধ।
১০। ‘Oriental Despotism’ গ্রন্থটি কার রচিত?
উঃ Karl wittfogel.
১১। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর দুটি উৎস উল্লেখ কর।
উঃ বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর দুটি উৎস হলো : ভূমি ও রাজনৈতিক দলের নেতা।
১২। কর্ভি কি?
উঃ কর্ভি হলো- বেগার খাটা, অনিচ্ছা সত্ত্বেও কাজ করানো।
১৩। গিল্ড কী?
উঃ বাণিজ্যিক কর্মকাণ্ড বহুগুণে বেড়ে যাওয়ায় নগরগুলোতে কারিগর ও ব্যবসায়ীরা স্থায়ীভাবে বসবাস
শুরু করে। বসবাসের পরস্পরই তারা তাদের স্বার্থে গিল্ড নামক একটি ব্যবসায়িক সংগঠন গড়ে তোলে।
১৪। সামাজিক অসমতার নির্ধারকগুলো কি?
উঃ সামাজিক অসমতার নির্ধারক বা উপাদানগুলো হলো— ১. জৈবিক বা প্রকৃতিক উপাদান ও ২. অজৈবিক বা ২. সামাজিক উপাদান।
১৫। সমাজবিজ্ঞানে ‘সমাজ কাঠামো’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ সমাজবিজ্ঞানে সমাজ কাঠামো শব্দটি প্রথম ব্যবহার করেন দ্য টকভিল।
১৬। ছয়-দফা কর্মসূচি কে কখন উত্থাপন করেন?
উঃ ছয়দফা আন্দোলন শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে উত্থাপন করেন।
১৭। বাংলাদেশে শিল্পনীতি প্রথম কখন ঘোষণা করা হয়?
উঃ ১৯৭৩ সালে।
১৮। জাতিসংঘের সংজ্ঞানুসারে নারীর ক্ষমতায়নের স্তর কয়টি?
উঃ জাতিসংঘের সংজ্ঞায় নারীর ক্ষমতায়নের পাঁচটি স্তর আছে।
১৯। ‘এশীয় উৎপাদন পদ্ধতি’ বলতে কোন উৎপাদন ব্যবস্থার কথা বলা হয়েছে?
২০। ১৯৫৪ সালের নির্বাচনের পূর্বে যুক্তফ্রন্ট কয় দফা কর্মসূচি ঘোষণা করে?
উঃ ১৯৫৪ সালের নির্বাচনের পূর্বে যুক্তফ্রন্ট ২১ দফা কর্মসূচি ঘোষণা করে।
২১। জলসেচভিত্তিক অর্থনীতি কী?
উঃ জলসেচভিত্তিক অর্থনীতি হলো অর্থনীতির এমন একটি অধ্যয়ন, যা অর্থকে তরল হিসেবে বিবেচনা করে, যা অর্থনৈতিক নদীর গভীরতা নির্ণয়ের মাধ্যমে সঞ্চালিত হয়।
২২। দাদন কি?
উঃ দাদন হলো কৃষি লোন বা মহাজনী লোন।
২৩। মুঘল আমলে কত ধরনের ভূমি ব্যবস্থা ছিল?
উঃ ২ ধরনের।
২৪। কৃষক বিদ্ৰোহ কি?
উঃ প্রাক-ব্রিটিশ বাংলায় কৃষকরা জমিদারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তাকেই কৃষক বিদ্রোহ বলে।
২৫। বাংলার প্রথম কৃষক বিদ্রোহ কোনটি?
উঃ বাংলার প্রথম কৃষক বিদ্রোহ হলো- ফকির ও ( সন্ন্যাসী বিদ্রোহ।
২৬। “প্রধান প্রধান গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয় হলো সমাজ কাঠামো”—উক্তিটি কার।
উঃ মরিস জিন্সবার্গ -এর।
২৭। বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামোর দু’টি উৎস উল্লেখ কর।
উঃ বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামোর দু’টি উৎস ১. ক্ষমতবাদানদের সম্পদ ও ২. বংশ ও পারিবারিক ঐতিহ্য।
২৮। মুঘল আমলে কয় ধরনের ভূমি ব্যবস্থা ছিল?
উঃ ২ ধরনের।
২৯। সামন্তবাদ কি?
উঃ সামন্তবাদ বলতে এক প্রকার ভূমি ব্যবস্থাকে বোঝায়- যা মূলত ভূমির মালিকানার উপর ভিত্তি করে বিকশিত হয়েছিল।
৩০। নগরায়ণ কী?
উঃ নগরায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মানুষ গ্রাম ছেড়ে শহরে বসতি স্থাপন করে এবং কৃষি ছেড়ে অন্য পেশায় স্থানান্তরিত হয়।
৩১। ‘Bengal Indigo Concern’ কী?
উঃ বাংলার সবচেয়ে বড় নীলের কোম্পানি ছিল ‘Bengal Indigo Concern’
৩২। City guild কী?
উঃ শিল্পক্ষেত্রে ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করার জন্য শহরকেন্দ্রিক যে guild গড়ে ওঠে তাকে ‘City guild’ বলে।
৩৩। “চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা’ কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্নওয়ালিশ।
৩৪। ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
উঃ “ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে ভূমির উপর কৃষকের স্বত্ব এবং সরকারের ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিকে বুঝায় ।
৩৫। “গ্রাম সম্প্রদায়গুলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো” -উক্তিটি কার?
উঃ উক্তিটি ইংরেজ পণ্ডিত Sir chartes Metcalfe-এর।
৩৬। নীল বিদ্রোহ কী?
উঃ নীল চাষীরা নীলকরদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তাই নীল বিদ্রোহ।
৩৭। ভূমিস্বত্ব ব্যবস্থার ধরণগুলো কী?
উঃ তিন ভাগে ভাগ করা যায় । যথা : ১. জমিদারী প্রথা, ২. রায়তওয়ারী প্রথা এবং ৩. মহলওয়ারী প্রথা।
৩৮। প্রিবেন্ডালাইজেশন ধারণাটি কার?
উঃ প্রিবেন্ডালাইজেশন ধারণাটি Max Weber (ম্যাক্স ওয়েবারের)।
৩৯। “ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল, কিন্তু ভারতীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছিল।” -উক্তিটি কার?
‘Changing Society in India, Pakistan and Bangladesh’ গ্রন্থটির কার। ?
উঃ প্রফেসর ড. এ. কে নাজমুল করিমের।
৪০। খালিশা জমি কী?
উঃ সরাসরি রাজার নিয়ন্ত্রণাধীনে জমিদারকে প্রদানকৃত জমিই হলো খালিসা জমি।
৪১। ‘Political Elites in Bangladesh’ -গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ড. রঙ্গলাল সেন।
৪২। “গ্রাম সম্প্রদায় ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো।” —উক্তিটি কার?
উঃ উক্তিটি ইংরেজ পণ্ডিত Sir chartes Metcalfe এর।
৪৩। ‘কাঠামো’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ কাঠামো শব্দটি প্রথম ব্যবহার করেন চার্লস ডারউইন।
৪৪। “The Agrarian System of Mughal India” গ্রন্হের রচয়িতা কে?
উঃ ইরফান হাবিব।
৪৫। দুইজন আধুনিকায়ন তাত্ত্বিকের নাম লিখ।
উঃ দুইজন আধুনিকায়ন তাত্ত্বিকের নাম হলো- মরিস ও জিন্সবার্গ।
৪৬। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
উঃ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালে গঠিত হয়।
৪৭। কলকাতা হিন্দু কলেজ’ স্থাপিত হয় কত সালে?
উঃ ‘কলকাতা হিন্দু কলেজ’ স্থাপিত হয় ১৮১৭ সালে।
৪৮। ‘তেভাগা’ আন্দোলনের মৌলিক দাবী কী ছিল?
উঃ জমিদারদের থেকে কৃষকদের অর্থনৈতিক মুক্তি অর্জন।
৪৯। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়।
৫০। ‘প্রতিবেশ’ শব্দটির অর্থ কী?
উঃ প্রতিবেশ শব্দটির অর্থ হলো জীবের অনুকূল অবস্থান।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রাচ্যের স্বৈরতন্ত্র কী? ১০০%
২। সমাজ কাঠামোর সংজ্ঞা দাও। ১০০%
৩। সুশীল সমাজ বলতে কী বোঝ? ১০০%
৪। উপনিবেশবাদ কাকে বলে। ১০০%
৫। স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায় বলতে কী বুঝ? ১০০%
৬। ভূমি সংস্কারের উদ্দেশ্যসমূহ লিখ। ১০০%
৭। মধ্যবিত্ত শ্রেণির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৮। জাতিবর্ণ প্রথা ও শ্রেণি এর মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৯। ১৯৬৬ সালের ছয়দফা কর্মসূচি উল্লেখ কর। ১০০%
১০। আধুনিকায়ন বলতে কি বুঝ? ১০০%
১১। বিশ্বায়ন ও শিল্পায়ন কী? ৯৯%
১২। সামান্তবাদের চারটি প্রধান বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৩। ম্যানর প্রথা ও প্রিবেন্ডালাইজেশন কি? ৯৮%
১৪। সাঁওতাল ও রংপুর কৃষক বিদ্রোহ কি? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। সমাজ কাঠামো কি? সমাজ কাঠামো সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্ব পর্যালোচনা কর। ১০০%
২। প্রাচ্য ও পাশ্চাত্য সামন্ততন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৩। মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশে ইংরেজি শিক্ষার ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
৪। বাংলার সমাজ কাঠামোর উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা কর। ১০০%
৫। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন কর। ১০০%
৬। বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধারা আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশে গ্রামীণ সমাজে নারীর ক্ষমতায়নে এনজিও-এর ভূমিকা আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশে গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। ১০০%
৯। ভূমি ব্যবস্থা কি? মুঘল ভারতের ভূমি ব্যবস্থা আলোচনা কর। ১০০%
১০। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
১১। সাম্প্রতিক বাংলাদেশের গ্রামীণ সমাজের সংস্কৃতির পরিবর্তনের ধারা সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১২। বাঙালির মুক্তির সনদ, ছয়দফা গুরুত্ব ও তাত্পর্য বর্ণনা কর। ৯৯%
১৩। সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস ও সমাজ কাঠামোর মধ্যে সম্পর্ক আলোচনা কর। ৯৮%
১৪। সামাজিক অসমতা কি? সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*