প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় সামাজিক পরিবেশে মানবীয় আচরণ: ৪১২১০৫ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-SOR, NASW.
২। বংশগতি সূত্রের জনক কে?
উঃ গ্রেগর জোহান মেন্ডেল।
৩। বিকাশ কী?
উঃ বিকাশ হলো দৈহিক আকার-আয়তনের পরিবর্তনসহ আচরণের সামগ্রিক বঞ্চিত পরিবর্তন।
৪। জন্ম-পূর্বকাল কী?
উঃ এটি মানব বিকাশের প্রথম পর্যায়। একটি ডিম্বাণু ও. একটি শুক্রাণুর মিলনের ফলে জরায়ুতে গর্ভধারণের মাধ্যমে এ স্তরের সূচনা হয়। এক কথায় ভ্রূণ অবস্থা।
৫। জিন বলতে কী বুঝ?
উঃ জিন হলো জীবদেহের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে।
৬। ভিটামিন কী?
উঃ ভিটামিন একপ্রকার জৈব রাসায়নিক পদার্থ। যা খাদ্যে অন্তত সামান্য পরিমাণ উপস্থিত থাকে।
৭। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের আয়তন কত?
উঃ ১৫০০ ঘন সে.মি.।
৮। ডিম্বকোষ কী?
উঃ ডিম্বাশয় থেকে সৃষ্ট হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট স্ত্রীজনন কোষকে ডিম্বাণু বা ডিম্বকোষ বলে।
৯। আদর্শ প্রোটিন কোনটি?
উঃ আদর্শ প্রোটিন হলো প্রাণিজ প্রোটিন। যেমন- ডিম, দুধ, মাংস ইত্যাদি প্রাণিজ প্রোটিন ।
১০। ডাউন সিনড্রোম কী?
উঃ শিশুর শারীরিক ও মানসিক অপরিপক্কতাকে ডাউন সিনড্রোম বলে ।
১১। ভিটামিন ‘ডি’ এর প্রধান উৎস কোনটি?
উঃ ভিটামিন ডি-এর প্রধান উৎস সূর্যের আলো।
১২। Persona শব্দের অর্থ লিখ ।
উঃ থিয়েটারে ব্যবহৃত মুখোশ বা Mask.
১৩। মানবীয় বৃদ্ধি কি?
উঃ মানবীয় বৃদ্ধি বলতে মানুষের দেহকাঠামো, বিভিন্ন অঙ্গ, ওজন, উচ্চতাসহ জীবনচক্রের ক্রমোন্নতিকে বুঝায় ।
১৪। সিগমন্ড ফ্রয়েড মানব বিকাশের কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন?
উঃ সিগমন্ড ফ্রয়েড মানব বিকাশের ৫টি স্তরের কথা উল্লেখ করেছেন।
১৫। বংশগতি কি?
উঃ বংশগতি হলো পূর্ব পুরুষের বিশেষ করে পিতামাতার বিশেষ কতগুলো বৈশিষ্ট্য ও গুনাগুণ সঞ্চালিত হওয়ার প্রক্রিয়া।
১৬। ফেরেল মানব কি?
উত্তর: ফেরেল মানব হচ্ছে যেসব মানব শিশু আজন্ম মানব সমাজের বাহিরে, নির্জন বনে বা ইতর প্রাণীর সাহচার্যে বড় হয়েছে তাদেরকে ফেরেল মানব বলে ৷
১৭। নিউরণ কি?
উঃ নিউরণ হচ্ছে স্নায়ুতন্ত্রের একক DNA |
১৮। অভ্যন্তরীণ ভারসাম্য কাকে বলে?
উঃ অভ্যন্তরীণ ভারসাম্য বা Homeostasis হলো ব্যবস্থার এমন একটি গুণ বা ধর্ম ‘যা অভ্যন্তরীণ পরিবেশকে নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ স্থিতবস্থা বজায় রাখে, এই ব্যবস্থা মুক্তও হতে পারে আবার আবদ্ধও হতে পারে।
১৯। অসুস্থতা কি?
উঃ অসুস্থতা হলো মানসিক ও শারীরিকভাবে ভারসাম্যহীনতা যা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে।
২০। Abnormal Psychology গ্রন্থের লেখক কে?
উঃ James Coleman.
২১। পুষ্টি কি?
উঃ পুষ্টি হলো খাদ্য উপাদানগুলোর সমষ্টি যা মানুষের শরীর ও তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখে।
২২। আমিষের উৎসগুলো কী?
উঃ আমিষের উৎসগুলো হচ্ছে— মাছ, মাংশ, দুধ, ডিম, ডাল, বাদাম প্রভৃতি।
২৩। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি?
উঃ স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন ৪টি । যথা- ১. ভিটামিন-এ; ২. ভিটামিন-ডি; ৩. ভিটামিন-ই এবং ৪. ভিটামিন-কে।
২৪। আয়োডিনের প্রধান উৎস কি?
উঃ সামুদ্রিক মাছ ও মাছের তেল ।
২৫। চাপ কি?
উঃ চাপ হলো মানুষের হতাশা ও ব্যর্থতার থেকে উদ্ভূত এক ধরনের ভারসাম্যহীন
পরিস্থিতি ।
২৬। মানুষের শরীরের কত ভাগ রোগ মানসিক চাপের কারণে সৃষ্টি হয়।
উঃ ৭৫ ভাগ রোগ।
২৭। চাপ সাধারণত কত প্রকার ও কী কী?
উঃ চাপ সাধারণত তিন প্রকার। যথা- ট্রমা, ক্রমিক ও ইনডেনিক।
২৮। মানসিক চাপের প্রধান উৎসগুলো কি?
উঃ চাপের উৎস ৩টি। যথা- (১), হতাশা, (২) দ্বন্দ্ব, (৩) ব্যর্থতা।
২৯। বিচ্যুত আচরণ কি?
উঃ সমাজের কাঙ্খিত আচরণ থেকে বিচ্ছিন্ন আচরণকে বিচ্যুত আচরণ বলে ।
৩০। নিউরোসিস রোগ কি?
উঃ বাঙলা ভাষায় মৃদ মনোবিকৃতি বলা হয় । যা ব্যক্তিত্বের অসামাজিক লক্ষ্য করা যায় এবং রোগীকে হাসপাতালে রাখার প্রয়োজন হয় না।
৩১। সিজোফ্রেনিয়া রোগের উৎপত্তি নির্ণয় করেছেন কে?
উঃ বেলজিয়ামের চিকিৎসক মোরেল ১৮৬০ সালে।
৩২। মনোদৈহিক বৈকল্য কি?
উঃ সাধারণত তীব্র মানসিক চাপের প্রভাবে দেহের অভ্যন্তরে পরিবর্তন সূচিত হয় এবং অস্বাভাবিক পরিবর্তনের ফলে শরীরে এক বিশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়, এরূপ বিশৃঙ্খল অবস্থাকে মনোদৈহিক বৈকল্য বলে ।
৩৩। উপযোজন কী?
উঃ সাধারণত উপযোজন বলতে পরিবেশের সাথে ব্যক্তির খাপ-খাইয়ে চলার প্রক্রিয়াকে বুঝায় ।
৩৪। মানসিক স্বাস্থ্য বলতে কী বুঝ?
উঃ মানসিক স্বাস্থ্য বলতে ব্যক্তির এমন এক অবস্থাকে বুঝায়, যখন সে তার পরিবেশের চাহিদা ও পীড়নগুলোর সঙ্গে খাপ-খাইয়ে নিতে পারে।
৩৫। সঙ্গতিবিধান কি?
উঃ সমাজ ও পরিবেশের সাথে ব্যক্তির খাপ খাইয়ে চলার গতিশীল প্রক্রিয়া ।
৩৬। ফ্রয়েডের মতে লিবিডো কি?
উঃ ফ্রয়েডের মতে লিবিডো হলো এক প্রকার শক্তি যা মানুষের যৌন অভিলাষ জাগ্রত করে।
৩৭। আদিম সত্তা কি?
উঃ মানুষের জন্মগত জৈবিক সত্তা ও সমস্ত কামনা-বাসনার আধার হলো আদিম সত্তা। মানুষের ব্যক্তিত্ব বিকাশের শক্তি এসব আদিম সত্তা থেকে সঞ্চারিত হয়।
৩৮। ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব গঠনের উপাদান কি কি?
উঃ ব্যক্তিত্ব গঠনের উপাদান হলো- আদিম সত্তা, অহং ও অতি অহং।
৩৯। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।
উঃ ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির একটি সামগ্রিক বৈশিষ্ট্যের ধরণ যা ব্যক্তির পরিবেশের সাথে সম্পর্কিত পার্থক্যসূচক আচরণ, অনুভব ও চিন্তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়।
৪০। ল্যাটিন শব্দ Persona কথাটির অর্থ কি?
উঃ ল্যাটিন শব্দ Persona কথাটির অর্থ হলো মুখোশ ।
৪১। অধিসত্তা কি?
উঃ অহম যেখানে সমাজের বাস্তবতার দিকের সাথে জড়িত অধিসত্তা যেখানে ব্যক্তিত্বের নৈতিক উপাদানগুলোকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ সামাজিক মানদণ্ড অনুযায়ী ‘সঠিক’ এবং ‘সঠিক নয়’ এমন দিকটি অধিসত্তার অন্তর্ভুক্ত।
৪২। অবদমন কী?
উঃ অবদমনের মাধ্যমে আমরা অবচেতন অনুভূতি, চিন্তা এবং আবেগগুলোকে অবদমন করি বা চেপে রাখি ।
৪৩। অহং/অহম কী?
উঃ অহং হচ্ছে বিশ্বাসের সমষ্টি যা আত্মপ্রকৃতি, স্বাতন্ত্র্যসূচক গুণাবলিও বৈশিষ্ট্য সম্বলিত আচরণের সমন্বয়ে গঠিত । এটি নিজের সম্পর্কে একটি মানসিক চিত্র।
৪৪। চাপমূলক সাক্ষাৎকার কী?
উঃ চাপমূলক সাক্ষাৎকারে ব্যক্তি নির্দিষ্ট কোন চাপের মুখোমুখি হলে কি ধরনের আচরণ করে তা দেখা হয়।
৪৫। বুদ্ধি বলতে কি বুঝায়?
উঃ নির্দিষ্ট বয়স অনুযায়ী শিশুর মানসিক বিকাশকে বুদ্ধি বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। নিউরণ ও পরিবেশ কী? ১০০%
২। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কী? ১০০%
৩। জন্ম বিপত্তি বলতে কি বুঝ? ১০০%
৪। মানসিক চাপের উৎসগুলো লিখ। ১০০%
৫। চাপের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
৬। পিটুইটারী গ্রন্থিকে কেন প্রভুগ্রন্থি বলা হয়? ১০০%
৭। মনোদৈহিক বৈকল্য কি? এর লিখ। ১০০%
৮। লিঙ্গ বৈষম্য ও বংশগতি কি? ১০০%
৯। সিগমন্ড ফ্রয়েডের মনো-সমীক্ষণ তত্ত্ব বলতে কী বুঝ?১০০%
১০। প্রতিবন্ধী কারা? প্রতিবন্ধী কত প্রকার ও কিকি? ১০০%
১১। বাংলাদেশে শিশুর অপুষ্টির কারণগুলো চিহ্নিত কর।
অথবা, পুষ্টি ও পুষ্টিহীনতা বলতে কি বুঝ? ৯৯%
১২। পারিবারিক বিশৃঙ্খলা কি? ৯৯%
১৩। সাক্ষাৎকার পদ্ধতি কী? ৯৯%
১৪। দল ও ব্যক্তি সমাজকর্ম কী? ৯৭%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বংশগতি কী? মানব জীবনে বংশগতির প্রভাব আলোচনা কর। ১০০%
২। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কী বুঝ? আচরণের উপর অন্তঃক্ষরা গ্রন্থির প্রভাব আলোচনা কর। ১০০%
৩। বিচ্যুতি আচরণ কী? বিচ্যুতি আচরণের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৪। উপযোজন কী? সঙ্গতি বা উপযোজন বিধানের কৌশলগুলো বর্ণনা কর। ১০০%
৫। ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের পর্যায়গুলো আলোচনা কর। ১০০%
৬। লিঙ্গ বৈষম্যের সংজ্ঞা দাও। সমাজ জীবনে লিঙ্গ বৈষম্যের প্রভাব আলোচনা কর। ১০০%
৭। উপযোজন কাকে বলে? উপযোজনের মনো-সামাজিক নির্ধারকগুলো শনাক্ত কর। ১০০%
৮। মস্তিষ্ক বলতে কি বুঝ? মস্তিষ্কের গঠন ও কার্যাবলি বর্ণনা কর। ১০০%
৯। মানসিক চাপ কি? মানসিক চাপ ব্যবস্থাপনা পদ্ধতি আলোচনা কর। ১০০%
১০। মনোদৈহিক বৈকল্যের ধরণ বা শ্রেণিবিভাগ বা প্রকারভেদ আলোচনা কর। ১০০%
১১। দারিদ্র্য কী? মানবীয় আচরণে দারিদ্র্যের প্রভাব সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১২। সুষম খাদ্য কি? খাদ্যের উপাদানগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%
অথবা, বাংলাদেশে অপুষ্টির প্রভাব বর্ণনা কর।
১৩। বংশগত ও জৈবিক বিপত্তি বলতে কি বোঝ? মানব শরীর ও আচরণে বংশগত ও জৈবিক বিপত্তিসমূহের প্রভাব আলোচনা কর। ৯৮%
১৪। পারিবারিক বিশৃঙ্খলা কি? পারিবারিক বিশৃঙ্খলার কারণসমূহ আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*