প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা একই যাদু আছে জেনো কবিদের আত্মার ভিতরে।” – ব্যাখ্যা কর

উৎস : আলোচ্য অংশটুকু লোকজ ঐতিহ্যের কবি আল মাহমুদ বিরচিত ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের অন্তর্গত। ‘সোনালী কাবিন : ৫’ শীর্ষক কবিতা থেকে চয়ন করা হয়েছে।
প্রসঙ্গ : এখানে প্রকৃতি ও মানবজীবনসত্তার স্বরূপ প্রকাশিত হয়েছে।
বিশ্লেষণ : কবি প্রকৃতি ও মানবজীবনের বিকাশধারার মধ্যে সামঞ্জস্য সাধন করেছেন। প্রেমের এক অদম্য আকর্ষণে প্রকৃতির মধ্যে লীলা চলছে। তেমনি মানবজীবনেও এক অদম্য যুগান্তকারী শরীরী আকর্ষণের খেলা চলছে। প্রকৃতি ও নিসর্গের মধ্যে যে রহস্যময় খেলা চলছে তার অনেক গূঢ়ার্থ প্রকাশ করেছেন ভারতবর্ষের এক বিস্ময় নারী ‘খনা’। খনা যেমন প্রকৃতির রহস্য উদঘাটনে পারঙ্গম তেমনি কবিদের মানব-মানবীর রহস্য উন্মোচনে রয়েছে অনন্য ক্ষমতা। কবিরা যা কিছু প্রত্যক্ষ করেন তাই ব্যঞ্জনাময় করে তোলেন। তাই কবিরা অদৃষ্টবাদী কিংবা অদৃশ্যবাদী নন। খনার যেমন প্রকৃতি ও সৌন্দর্য প্রীতি রয়েছে, তেমনি রয়েছে রহস্য উদ্ঘাটনের দক্ষতা। কবিদেরও তেমনি রয়েছে মানব মনের রহস্যজাল উদ্ঘাটনের ক্ষমতা। সুতরাং খনা ও কবিরা একই।
মন্তব্য : কবি এখানে প্রকৃতি ও মানব সত্তার স্বরূপ উদঘাটনে প্রয়াসী। খনা প্রকৃতির স্বরূপ আর কবিরা মানব সত্তার স্বরূপ উদ্ঘাটনে পারদর্শী।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8-%e0%a7%ab-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*