পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ উলেখ কর ।

অথবা, একটি উত্তম পরিকল্পনার কী কী বৈশিষ্ট্য রয়েছে?
অথবা, Henry Fayol এর উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো লিখ।
অথবা, পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ।
অথবা, পরিকল্পনার চরিত্র বা বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, একটি উত্তম পরিকল্পনার নিয়ামকগুলো উল্লেখ কর।
অথবা, একটি উত্তম পরিকল্পনার চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ লিখ।
উত্তর৷ ভূমিকা :
পরিকল্পনা একটি চলমান বা গতিশীল প্রক্রিয়া বহুসংখ্যক অভীষ্ট লক্ষ্যের মধ্য থেকে সর্বাধিক প্রয়োজনীয় লক্ষ্যসমূহ বিজ্ঞানসম্মত উপায়ে নির্ধারণ, সংশ্লিষ্ট সকল বিকল্পসমূহ যথাযথ মূল্যায়নের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং লক্ষ্যার্জনে সীমিত সম্পদের যুক্তিগ্রাহ্য বিভাজনই হচ্ছে পরিকল্পনা।
পরিকল্পনা/উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ : সব ধরনের পরিকল্পনার কতকগুলো বৈশিষ্ট্য লক্ষ করা যায় যেগুলো পরিকল্পনা গঠন, বাস্তবায়ন, কার্যক্রম প্রভৃতি বিভিন্ন দিককে নির্দেশ করে থাকে। ফরাসি প্রশাসক হেনরি ফেয়ল (Henry Fayol) একটি উত্তম পরিকল্পনার আটটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যথা :
১. উত্তম পরিকল্পনার উদ্দেশ্যসমূহ সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত এবং সংক্ষিপ্ত আকারে বর্ণিত থাকে।
২.উত্তম পরিকল্পনায় সকল প্রকার প্রয়োজনীয় কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ বিবরণ লিপিবদ্ধ থাকে।
৩. উত্তম পরিকল্পনাকে সুপরিবর্তনীয় হতে হয় যাতে করে আকস্মিক ও অপ্রত্যাশিত পরিস্থিতির সাথে খাপখাওয়ানো সম্ভবপর হয়।
৪. উত্তম পরিকল্পনাকে অনিশ্চিত বিষয়য়াদির মোকাবিলা করলে আকস্মিক সম্ভাব্য ঘটনার জন্য প্রস্তুত থাকতে হয়।
৫. উত্তম পরিকল্পনা বারংবার বা ঘন ঘন সম্ভাব্যতা পরীক্ষা করে।
৬. উত্তম পরিকল্পনা এর একনিষ্ঠ সমর্থকদের কাছে পরিকল্পনার বিষয়াদি সঠিকভাবে পরিব্যাপ্ত করে দেয়।
৭. উত্তম পরিকল্পনা প্রাপ্ত সম্পদের সাথে সামঞ্জস্য রক্ষা করে কী করণীয় তা স্থির করে।
৮. উত্তম পরিকল্পনা লিখিত আকারে বিদ্যমান থাকে।
উপসংহার : উপর্যুক্ত বৈশিষ্ট্যের আলোকে বলা যায় পরিকল্পনা সবসময়ই নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যভিত্তিক। এটি বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*