নারী আন্দোলন কী?

অথবা, নারী আন্দোলন বলতে কী বুঝ?
অথবা, নারী আন্দোলন কাকে বলে?
অথবা, নারী আন্দোলন কী? ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
সাম্প্রতিক কালে নারীবাদ
একটি বহুল আলোচিত প্রত্যয় (Concept)। আবহমানকাল ধরে সমগ্র পৃথিবীতে নারীদেরকে পুরুষের অধস্তন ভাবা হয়। এ ভাবনা থেকে সামাজিক ও পারিবারিক এমন কিছু আচরণের ধরন তৈরি হয় যা নারীকে কতিপয় ক্ষেত্রে কৃত্রিম ও অযৌক্তিক বৈষম্যের শিকারে পরিণত করে। এ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক বৈষম্য ও শোষণ থেকে নারীকে মুক্ত করতে যে সামাজিক আন্দোলনের সূচনা হয় তাই মূলত
নারী আন্দোলন নামে অভিহিত।
নারী আন্দোলন : একজন মানুষ হিসেবে নারীর পরিপূর্ণ অধিকারের দাবি হলো নারীবাদ । এ নারীবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য যে কৌশল ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় তাই হলো নারী আন্দোলন। নারী আন্দোলন একটি বহুমাত্রিক বিষয়। নারীনির্যাতন প্রতিরোধ, নারীর প্রতি বৈষম্য দূর করা, নারীর জন্য ইতিবাচক সামাজিকীকরণ, নারী শিক্ষা ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে প্রাথমিক পর্যায়ে নারী আন্দোলনের সূচনা হয়েছিল । সময়ের পরিক্রমায় এ ধারণার পরিবর্তন সূচিত হয়েছে। পূর্বতন বিষয়গুলোর সাথে নতুন করে নারী ক্ষমতায়ন জনজীবনের সকল স্তরে নারীর প্রতিনিধিত্ব, জেন্ডার সমতা, নারীর অর্থনৈতিক অবদানের মূল্যায়ন ইত্যাদি সমাজের বাইরে বৃহত্তর রাষ্ট্রীয় পরিসরে বিবেচনার দাবি জোরালো হচ্ছে। বাংলাদেশের নারী সংগঠনগুলোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিবিধ অধিকার আদায়ে ও দাবি প্রতিষ্ঠায় তারা সোচ্চার। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, আইন ও শালিস কেন্দ্র, ব্র্যাক, নারী প্রগতি সংঘ, গণস্বাস্থ্য, পিডাপ, অধিকার, নারী মৈত্রীসহ আরো অনেক নারী সংগঠন রয়েছে। যারা তাদের অধিকার আদায়ে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে ভূমিকা পালন করে আসছে।
উপসংহার : পরিশষে বলা যায় যে, বুদ্ধিবৃত্তিক ও সামাজিকভাবে বিষয়গুলোর প্রতি বৃহত্তর জনগোষ্ঠীর সম্পৃক্তত ও সমর্থন লাভের জন্য যেসব কর্মসূচি ও কর্মকৌশল গৃহীত হয় তাই নারী আন্দোলন। নারী আন্দোলন নারীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নারীবাদ আন্দোলনই নারীদের সামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে অনেক
দূর এগিয়ে নিয়ে এসেছে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*