নয়নচারা : গল্প, সৈয়দ ওয়ালীউল্লাহ

ক-বিভাগ

বাংলাদেশের ঔপন্যাসিকদের মধ্যে প্রথম আধুনিক শিল্পী হলেন—
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ্ ।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় কখন জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন?
উত্তর : চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন, জন্ম ১৫ আগস্ট ১৯২২ সালে, মৃত্যু ১৯৭১ সালে ।
প্রথম জীবনে ওয়ালীউল্লাহ্ কোন কাজে নিযুক্ত ছিলেন?
উত্তর : কলকাতার ইংরেজি দৈনিক স্টেটসম্যানের সম্পাদকীয় দপ্তরে যোগদান করেন।
দেশবিভাগের পর কোথায় চাকরি করেন?
উত্তর : ঢাকা বেতার কেন্দ্রে চাকরি করেন।
পরবর্তীতে চাকরি নিয়ে কোথায় চলে যান?
উত্তর : চাকরি নিয়ে বিদেশে চলে যান।
জীবনের শেষ দিনগুলো ওয়ালীউল্লাহ্ কোথায় চাকরি করেন?
উত্তর : প্যারিসের ইউনেস্কোতে চাকরি করেন।
জীবনের অধিকাংশ সময়টা তিনি কোথায় কাজ করেন?
উত্তর : জীবনের বেশিরভাগ সময়টা বিদেশে কাটান।
কলকাতা থাকাকালীন লেখক কোন গ্রন্থটি রচনা করেন?
উত্তর : ‘নয়নচারা’ গল্পটি।
ওয়ালীউল্লাহ্ত্র লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে কী হিসেবে?
উত্তর : ছোটগল্প রচয়িতা হিসেবে।
তাঁর প্রথম গল্প দুটি কী কী?
উত্তর : ‘নয়নচারা’ এবং ‘দুই তীর’ ।
‘নয়নচারা’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৪৫ সালে।
দুই তীর’ ছোটগল্পটির প্রকাশকাল?
উত্তর : ১৯৬৫ সালে।
ওয়ালীউল্লাহ্র ‘নয়নচারা’ গল্পে কতটি গল্প আছে?
উত্তর : ৭টি।
‘নয়নচারা’ গল্পগ্রন্থের গল্পগুলোর নাম কী কী?
উত্তর : নয়নচারা, মৃত্যু যাত্রা, রক্ত, সেই পৃথিবী, জাহাজী, পরাজয় এবং খুনী ।
ওয়ালীউল্লাহ্র গল্পে কোন চিত্র বেশি প্রাধান্য পেয়েছে?
উত্তর : তাঁর গল্পে গ্রাম বাংলার ধর্মান্ধতা ও কুসংস্কারের বাস্তবচিত্র অঙ্কিত হয়েছে।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোন গল্প গ্রন্থের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
উত্তর : ‘দুই তীর’ গল্পগ্রন্থটির জন্য।
উপন্যাসগুলোর নাম কী কী?
উত্তর : লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪) এবং কাঁদো নদী কাঁদো।
সৈয়দ ওয়ালীউল্লাহ্র প্রথম উপন্যাস কোনটি?
‘উত্তর : ‘লালসালু’ ।
‘লালসালু’র ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তর : Tree Without Roots
সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোন রচনার ইংরেজি অনুবাদ ইউনেস্কো থেকে প্রকাশিত হয়েছিল?
উত্তর : ‘লালসালু’র।
সৈয়দ ওয়ালীউল্লাহ্র কোন কোন গল্পে আদৌ কোন সংলাপ নেই?
উত্তর : পাগড়ী, কেরায়া, নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা, মতিনউদ্দিনের প্রেম।
‘নয়নচারা’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘নয়নচারা’।

install Our App For Full Questions ans: https://play.google.com/store/apps/details?id=com.topsuggestionbd.rocketsuggestionbd&pli=1

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*