তৃতীয় অধ্যায়, রাজনীতি সংগঠন ও আন্দোলনে নারীর অংশগ্রহণ,

ক-বিভাগ

কত সালে ‘সহবাস সম্মতি আইন’ জারি হয়?
উত্তর : ১৮৯১ সালে ‘সহবাস সম্মতি আইন’ জারি হয়।
বাংলার নারী আন্দোলনের প্রথম প্লাটফর্ম কোনটি?
উত্তর : বাংলার নারী আন্দোলনের প্রথম প্লাটফর্ম হলো ‘ভাগলপুর মহিলা সমিতি’।
‘ভাগলপুর মহিলা সমিতি’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘ভাগলপুর মহিলা সমিতি’ ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
কোন সংগঠনকে নারীর নিজস্ব চাহিদা ও দাবি সম্পৃক্ত প্রথম সংস্কারধর্মী সংগঠন বলা যায়?
উত্তর : ‘বামা হিতৈষিণী সভা’ সংগঠনকে নারীর নিজস্ব চাহিদা ও দাবি সম্পৃক্ত প্রথম সংস্কারধর্মী সংগঠন বলা যায় ।
১৮৮৩ সালে কোন আন্দোলন গড়ে উঠে?
উত্তর : ১৮৮৩ সালে ‘ইলবার্ট বিল’ আন্দোলন গড়ে উঠে।
কামিনী রায় কোন স্কুলের ছাত্রী ছিলেন?
উত্তর : কামিনী রায় বেথুন স্কুলের ছাত্রী ছিলেন।
সরলা চৌধুরানী কার মেয়ে?
উত্তর : সরলা চৌধুরানী স্বর্ণকুমারী দেবীর মেয়ে।
কত সালে ‘সর্ব-ভারতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে ‘সর্ব-ভারতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়।
১৮৯০ সালে কংগ্রেসের সভায় মহিলারা কোন অধিকার পান?
উত্তর : ১৮৯০ সালে কংগ্রেসের সভায় মহিলারা প্রস্তাব উত্থাপনের অধিকার পান।
মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়।
উত্তর : মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
নারী আন্দোলনের সূচনা পর্বে নারীসমাজের স্লোগান কী ছিল?
উত্তর : নারী আন্দোলনের সূচনা পর্বে নারী সমাজের স্লোগান ছিল ‘নারীসমাজের শৃঙ্খল মোচনের জন্য দেশমাতার শৃঙ্খল মোচন প্রয়োজন’।
ব্রিটিশ আমলে পরিচালিত নারী আন্দোলনকে কয়টি ধারায় বিভক্ত করা যায়?
উত্তর : ব্রিটিশ আমলে পরিচালিত নারী আন্দোলনকে চারটি ধারায় বিভক্ত করা যায়।
বাংলার নারী আন্দোলনের প্রথম নিদর্শন কোথায় রয়েছে?
উত্তর :বাংলার নারী আন্দোলনের প্রথম নিদর্শন রয়েছে স্বদেশী আন্দোলনে নারীর অংশগ্রহণ ঘটনায় ।
ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে কে নারীদের মধ্যে গতি সঞ্চার করেন?
উত্তর : ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে মহাত্মা গান্ধী নারীদের মধ্যে গতি সঞ্চার করেন।
কত সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর : ১৯০৫ সালে বঙ্গভঙ্গ।
কে ‘লক্ষ্মীভাণ্ডার’ নামে একটি বিক্রয়কেন্দ্র খোলেন?
উত্তর : সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ নামে একটি বিক্রয়কেন্দ্র খোলেন।
কেন সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ বিক্রয়কেন্দ্রটি খোলেন?
উত্তর : জনগণকে স্বদেশী সামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ বিক্রয়কেন্দ্রটি খোলেন।
কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
উত্তর : মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন।
কত সালে অসহযোগ আন্দোলন হয়?
উত্তর : ১৯২০ সালে অসহযোগ আন্দোলন হয়।
কে ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেন?
উত্তর : ঊর্মিলা দেবী ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেন।
‘নারী কর্ম মন্দির’- এর কাজ কী ছিল?
উত্তর : ‘নারী কর্ম মন্দির’- এর কাজ ছিল মেয়েদের সত্যাগ্রহের শিক্ষা দেয়া।
১৯৩০ সালে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩০ সালে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
নারী সত্যাগ্রহ সমিতির লক্ষ্য কী ছিল?
উত্তর : নারী সত্যাগ্রহ সমিতির লক্ষ্য ছিল রাজনৈতিক সচেতনতা সম্পন্ন মহিলাদের সংগঠিত করা।
নারী সত্যাগ্রহ সমিতির কাজ কী ছিল?
উত্তর : নারী সত্যাগ্রহ সমিতির কাজ ছিল বিলাতি জিনিস বিক্রির কাজে বাধা দেয়া, মদ বিক্রি করতে না দেয়া এবং সভা ও শোভাযাত্রা করা।
১৯৩২ সালের জানুয়ারি মাসে কোন সমিতিকে বেআইনি ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৩২ সালের জানুয়ারি মাসে গেন্ডারিয়া মহিলা সমিতিকে বেআইনি ঘোষণা করা হয়।
মার্গারেট কাজিস কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : মার্গারেট কাজিস আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন।
কার উদ্যোগে ‘উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে?
উত্তর : মার্গারেট কাজিন্‌স- এর উদ্যোগে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে।
কত সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে?
উত্তর : ১৯১৭ সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে
কত সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়?
উত্তর : ১৯২১ সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়।
‘বঙ্গীয় নারীসমাজ’ কোন লক্ষ্যে গঠিত হয়?
উত্তর : ‘বঙ্গীয় নারীসমাজ’ নারীদের ভোটাধিকারের লক্ষ্যে গঠিত হয়।
প্রথম কোথাকার নারীদের ভোটাধিকার দেয়া হয়?
উত্তর : প্রথম মাদ্রাজের নারীদের ভোটাধিকার দেয়া হয়।
কত সালে প্রথম নারীদের ভোটাধিকার দেয়া হয়?.
উত্তর : ১৮৯৩ সালে প্রথম নারীদের ভোটাধিকার দেয়া হয়।
কত সালে ভারতের নারীসমাজ ভোটের অধিকার লাভ করেন?
উত্তর : ১৯৩৫ সালে ভারতের নারীসমাজ ভোটের অধিকার লাভ করেন।
১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক আইন পরিষদে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত করা হয়?
উত্তর : ১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক আইন পরিষদে নারীদের জন্য ৪১টি আসন সংরক্ষিত করা হয়।
১৯১৮ সালে একমাত্র মহিলা রাজবন্দী কে ছিলেন?
উত্তর : ১৯১৮ সালে একমাত্র মহিলা রাজবন্দী ছিলেন ননীবালা দেবী।
১৯৩২ সালে ভারতে ইংরেজ গভর্নর কে ছিলেন।
উত্তর : ১৯৩২ সালে ভারতে ইংরেজ গভর্নর ছিলেন স্টানলি জ্যাকসন।
বিপ্লবী প্রীতিলতা কিভাবে আত্মহত্যা করেন?
উত্তর : বিপ্লবী প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।
কে ‘শ্রমিক’ পত্রিকা প্রকাশ করেন?
উত্তর : সন্তোষ কুমারী দেবী ‘শ্রমিক’ পত্রিকা প্রকাশ করেন।
প্রভাবতী কে ছিলেন?
উত্তর : প্রভাবতী ছিলেন ‘দি স্ক্যাভেঞ্জার্য ইউনিয়ন অফ বেঙ্গল’ এর সভানেত্রী ।
নাচোলের কৃষক আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উত্তর : নাচোলের কৃষক আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।
কার নেতৃত্বে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশ নিয়েছিল?
উত্তর : ‘দেবী চৌধুরানী’- এর নেতৃত্বে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশ নিয়েছিল।
১৭৮৩ সালের রংপুর কৃষক বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
উত্তর : ১৭৮৩ সালের রংপুর কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন জয়দুর্গা নামে একজন মহিলা জমিদার ।
ভারত স্বাধীনতা লাভ করে কত সালে?
উত্তর : ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালে।
কত সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠিত হয়।
কার নেতৃত্বে ১৯৪৮ সালে ‘মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উঠে?
উত্তর : বেগম রানা লিয়াকত আলী খানের নেতৃত্বে ১৯৪৮ সালে ‘মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা’ গড়ে উঠে।
কোন তিনটি মহিলা সংগঠনের মূল নিয়ন্ত্রক ছিল মুসলিম লীগ সরকার?
উত্তর : নিম্নোক্ত তিনটি মহিলা সংগঠনের মূল নিয়ন্ত্রক ছিল মুসলিম লীগ সরকার। যথা : ক. উইমেন্স ভলান্টারি
অ্যাসোসিয়েশন; খ. পাকিস্তান উইমেন্স ন্যাশনাল গার্ড এবং গ. পাকিস্তান উইমেন্স নেকাল রিজার্ভ।
‘APWA’ -এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘APWA’ -এর পূর্ণরূপ হচ্ছে, ‘All Pakistan Women Association’।
‘APWA’ সংগঠনের মূল সংগঠক কারা ছিলেন?
উত্তর : ‘APWA’ সংগঠনের মূল সংগঠক ছিলেন সরকারি উচ্চ পর্যায়ের অফিসারদের স্ত্রী।
‘APWA’ লক্ষ্য কী ছিল?
উত্তর : ‘APWA’ লক্ষ্য ছিল সমাজের দুঃস্থ এবং নিঃস্ব মহিলাদের সাহায্য দান।
‘APWA’ এর পূর্ব পাকিস্তান শাখার প্রথম সভানেত্রী কে ছিলেন?
উত্তর’ : ‘APWA’ এর পূর্ব পাকিস্তান শাখার প্রথম সভানেত্রী ছিলেন বেগম নুরুল আমীন খান ।
বাংলাদেশের প্রথম মুসলমান মহিলা রাজনীতিবিদ কে?
উত্তর : বাংলাদেশের প্রথম মুসলমান মহিলা রাজনীতিবিদ হলেন জোবেদা খাতুন চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা রায় (নাগ)।
কার নেতৃত্বে পূর্ব পাকিস্তানে প্রথম মহিলারা প্রকাশ্য রাজপথে ঘেরাও আন্দোলন করেন?
উত্তর : কবি সুফিয়া কামালের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে প্রথম মহিলারা প্রকাশ্য রাজপথে ঘেরাও আন্দোলন করেন

১৯৬৬ সালে কার উদ্যোগে ‘নারী কল্যাণ সমিতি’ গঠিত হয়?
উত্তর : ১৯৬৬ সালে আয়শা জাফরের উদ্যোগে ‘নারী কল্যাণ সমিতি’ গঠিত হয়।
কত সালে ‘পারিবারিক আইন প্রণীত’ হয়?
উত্তর : ১৯৬১ সালে ‘পারিবারিক আইন প্রণীত’ হয়।
কত সালে ৬৯-এর গণ-আন্দোলন হয়?
উত্তর : ১৯৬৯ সালে ৬৯-এর গণ-আন্দোলন হয়।
‘মহিলা সংগ্রাম পরিষদ’ -এর সভানেত্রী কে ছিলেন?
উত্তর : ‘মহিলা সংগ্রাম পরিষদ’ -এর সভানেত্রী ছিলেন কবি সুফিয়া কামাল ।
‘মহিলা সংগ্রাম পরিষদ’-এর আহবায়িকা কে ছিলেন?
উত্তর : ‘মহিলা সংগ্রাম পরিষদ’-এর আহবায়িকা ছিলেন মালেকা বেগম ।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥বাংলাদেশে রাজনৈতিক দলে নারীর অবস্থান কেমন?
প্ৰশ্ন৷৷২৷৷নারী আন্দোলন কী?
প্ৰশ্ন৷৩৷৷নারী আন্দোলনে বিভিন্ন সংগঠনের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ব্রিটিশ আমলে নারী আন্দোলনের প্রকৃতি কেমন ছিল?
প্রশ্ন॥৫॥বাংলাদেশে নারী আন্দোলন বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৬৷নারী আন্দোলন সফল করার উপায় কী?
প্ৰশ্ন৷॥৭॥মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণের ধরন কেমন ছিল?
প্রশ্ন॥৮॥শিক্ষাক্ষেত্রে নারীর অবস্থান সংক্ষেপে বর্ণনা কর।
প্রশ্ন৯॥২০১১ সালের নারী উন্নয়ন নীতিমালার লক্ষ্যসমূহ কী কী?
প্ৰশ্ন৷১০৷৷শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান উল্লেখ কর।
প্রশ্ন৷১১৷৷প্রজনন স্বাস্থ্য’ ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷১২৷৷নারী উন্নয়ন নীতিমালা ২০০৮-এর প্রধান দিকসমূহ লিখ ।
প্রশ্ন॥১৩৷৷বাংলাদেশের জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্দেশ্যগুলো বর্ণনা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥জেন্ডার পরিপ্রেক্ষিতে সুশাসন ব্যবস্থা আলোচনা কর ।
প্ৰশ্ন৷২৷৷বাংলাদেশে নারী আন্দোলনে বিভিন্ন নারী সংগঠনের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৩॥বাংলাদেশে নারী আন্দোলন সংগঠন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৪॥বাংলাদেশে নারী আন্দোলন সার্থক করার উপায়সমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥বাংলাদেশের নারী আন্দোলনের মূল প্রত্যয়গুলো আলোচনা কর।
প্রশ্ন॥৬॥তৃণমূল পর্যায়ের নারী আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৭॥ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীর সম্পৃক্ততা সম্পর্কে যা জান লিখ ।
প্রশ্ন॥৮॥ঐতিহাসিক তেভাগা আন্দোলনে নারীসমাজের সাহসী ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৯॥নারী নেত্রী ইলা মিত্র সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷১০৷৷মুক্তিযুদ্ধে নারীর প্রস্তুতি পর্বের আলোচনা কর।
প্রশ্ন৷৷ ১১৷৷মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণের বিস্তৃতি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১২৷৷একাত্তরে ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনের উদ্যোগ ও অর্জন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৷১৩৷৷বাংলাদেশের নারী আন্দোলনে সুফিয়া কামালের ভূমিকা কী ছিল? বর্ণনা কর।
প্রশ্ন৷ ১৪৷৷বাংলাদেশের মৌলবাদ বিরোধী সংগ্রামে শহীদ জননী জাহানারা ইমামের অবদান আলোচনা কর।
প্রশ্ন৷ ১৫৷স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতি ও আন্দোলনে নারী নেতৃত্বের ভূমিকা আলোচনা কর
প্ৰশ্ন৷৷১৬৷৷স্বাধীনোত্তর বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে নারীদের ভূমিকা ব্যাখ্যা কর ।
প্ৰশ্ন৷১৭৷৷১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় নারীদের অবদান সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৷১৮।ক্ষমতায়ন বলতে কি বুঝ? নারীর ক্ষমতায়নের পথে পরিদৃষ্ট সমস্যাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷ ১৯।।বিশ্বায়ন কী? নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২০৷৷ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে নারী সংগঠন ও নারী আন্দোলন সম্পর্কে আলোচনা কর
প্ৰশ্ন৷৷২১৷৷বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২২৷৷বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের উপায় আলোচনা
প্ৰশ্ন৷৷২৩৷৷বাংলাদেশে নারী আন্দোলনের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৪৷৷শিক্ষাক্ষেত্রে নারীর অবস্থান বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷২৫৷৷নারী শিক্ষার অনগ্রসরতার কারণ ও তা দূর করার উপায় আলোচনা কর ।
প্ৰশ্৷২৬৷৷নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সরকারের নীতি ও কর্মসূচির বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷২৭৷৷শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷২৮৷৷বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের তাত্ত্বিক ব্যাখ্যা দাও ।
প্ৰশ্ন৷৷২৯৷৷বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বাস্তবতা আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩০৷৷বাংলাদেশে নারীর শিক্ষা, স্বাস্থ্য এবং আইনগত মর্যাদা আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩১৷৷নারী সংগঠনের কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন৷৷৩২৷৷বাংলাদেশের মহিলা আইনজীবী সমিতির কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৩৷৷ বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যু আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৪৷৷ স্বাধীনতাউত্তর বাংলাদেশের নারীর আন্দোলন সম্পর্কে যা জান লিখ ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*