ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয় মনোবিজ্ঞান প্রথম পত্র সাধারণ মনোবিজ্ঞান ১১৪০১ রকেট সাজেশন ৯৯%কমন ইনশাল্লাহ।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপঃ( WAIS,UCS,TAT,MMPI,
উঃ WAIS এর পূর্ণরূপ হলো- Wechsler Adult Intelligence Scale..
UCS-এর পূর্ণরূপ হলো Unconditionad Stimulus.
TAT : matic Apperception Test.
MMPI: Minnesota Multiphalic Perepnality Inventory.

২। আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উঃ উইলহেম উন্ডট।
৩। জার্মানিতে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কে প্রতিষ্ঠা করেন?
উঃ উইলহেম উন্ড।
৪। “মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান”-এটি কার উক্তি?
উঃ জে. বি ওয়াটসন, ১৯১৩ সালে।
৫। মানসিক প্রক্রিয়া কি?
উঃ যে ক্রিয়া চিন্তন, স্মৃতি, আবেগ, স্বপ্ন প্রত্যক্ষণ বিষয়ে আলোচনা করে তাকে মানসিক প্রক্রিয়া বলে।
৬। মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উঃ জৈব সামাজিক বিজ্ঞান।
৭। Psychology’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ ‘Psychology’ যা দু’টি গ্রিক শব্দ ‘Psyche’ যার অর্থ মন বা আত্মা এবং logos অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে।
৮। শিক্ষা মনোবিজ্ঞান কি?
উঃ যে মনোবিজ্ঞান ছাত্রছাত্রীদের শিক্ষণ ও শিক্ষকের শিক্ষাদান ক্ষেত্রকে কাজে লাগিয়ে শিক্ষণকে ফলপ্রসূ করার চেষ্টা করে তাকে শিক্ষা মনোবিজ্ঞান বলে।
৯। মনোবিজ্ঞানে ব্যবহৃত তিনটি/দুটি পদ্ধতির নাম লিখ।
উঃ ১. পরীক্ষণ পদ্ধতি, ২. পর্যবেক্ষণ পদ্ধতি, ৩. অন্তদর্শন পদ্ধতি, ৪. চিকিৎসামূলক পদ্ধতি, ৫. পরিসংখ্যান পদ্ধতি ও ৬. জরিপ পদ্ধতি।
১০। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কার দ্বারা, কোথায় ও কখন স্থাপিত হয়?
উঃ মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার উইলহেম উন্ড দ্বারা জার্মানের লিপজিক শহরে ১৮৭৯ সালে স্থাপিত হয়।
১১। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কখন এবং কোথায় স্থাপিত হয়?
উঃ জার্মানীর লিপ জিগ বিশ্ববিদ্যালয়ে। ১৮৭৯ সালে।
১২। মনোবিজ্ঞানের কোন পদ্ধতি বৈজ্ঞানিক নিয়মনীতি অনুসরণ করে?
উঃ বৈজ্ঞানিক পদ্ধতি।
১৩। মনোবিজ্ঞান মূলত কি নিয়ে কাজ করে?
উঃ মনোবিজ্ঞান মূলত প্রাণী ও মানুষের মানসিক প্রক্রিয়াসমূহ নিয়ে কাজ করে থাকে।
১৪। সংবেদন সীমা কত প্রকার?
উঃ সংবেদনের সীমা তিন প্রকার। যথা- ১. পরম সীমা, ২. প্রান্ত সীমা ও ৩. পার্থক্য সীমা।
১৫। প্রত্যক্ষণ কি?
উঃ প্রত্যক্ষণ হলো সংবেদন ও প্রতিক্রিয়া এ দু’য়ের মধ্যবর্তী একটি মানসিক অবস্থা। সংবেদনকে যখন ব্যাখ্যা করা হয়, তখনি তা হয়ে উঠে প্রত্যক্ষণ।
১৬। প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণের উপাদান কয়টি?
উঃ প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণের উপাদান হলো- দুটি। যথা- ১. উদ্দীপক উপাদান এবং ২. জৈবিক উপাদান।
১৭। প্রত্যক্ষণ সংগঠনের দুটি জৈবিক উপাদান লিখ।
উঃ চাহিদা ও আবেগ।
১৮। প্রত্যক্ষণের পূর্বশর্ত কি?
উঃ প্রত্যক্ষণের পূর্বশর্ত দুটি। ১. উদ্দীপক উপাদান অর্থাৎ নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা ইত্যাদি এবং ২. জৈবিক উপাদান অর্থাৎ ঝোঁক বা প্রবণতা, চাহিদা, আবেগ ইত্যাদি।
১৯। ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস কি?
উঃ কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ।
২০। প্রত্যক্ষণের ভুল ব্যাখ্যাকে কি বলে?
উঃ প্রত্যক্ষণের ভুল ব্যাখ্যাকে ভ্রান্ত প্রত্যক্ষণ বলে।
২১। মূলার লায়ার অধ্যাস কোন ধরনের অধ্যাস?
উঃ মুলার লায়ার হলো জ্যামিতিক অধ্যাস।
২২। গভীরতা প্রত্যক্ষণের একটি এক চক্ষুমূলক সংকেত লিখ।
উঃ ১. কেন্দ্রীভষণ, ২. অক্ষিপটমূলক বৈষম্য।
২৩। শিক্ষণের শর্ত বা উপাদানসমূহ কি কি?
উঃ শিক্ষণের সাধারণ ৬টি শর্ত রয়েছে। যথা-
(i) সংযোগ বা অনুষঙ্গ, (ii) বলবৃদ্ধি, (iii) নৈকট্য, (iv) প্রেষণা, (v) পুনরাবৃত্তি এবং (vi) পর্যবেক্ষণ।
২৪। শিক্ষণ-বিস্মৃতি =?
উঃ শিক্ষণ-বিস্মৃতি = স্মৃতি।
২৫। সহায়ক শিক্ষণে বলবর্ধক কখন আসে?
উঃ বলবর্ধককরণ শক্তিশালীকরণও বলা যায় এটি এমন একটি শক্তি যা শিক্ষণের অনুশীলনের সাথে যুক্ত হয়ে দ্রুত শিক্ষণ ঘটাতে সাহায্য করে।
২৬। সহায়ক বা করণ শিক্ষণের প্রবর্তক/প্রবক্তা কে?
উঃ সহায়ক বা করণ শিক্ষণের প্রবর্তক/প্রবক্তা হলেন মনোবিজ্ঞানী স্কিনার।
২৭। থর্নডাইক-এর শিক্ষণ প্রক্রিয়ার নাম কি?
উঃ প্রচেষ্টা ও ভুল শিক্ষণ।
২৮। প্যাভলভের পরীক্ষণের সাপেক্ষ উদ্দীপক কোনটি?
উঃ ঘণ্টা বিধান।
২৯। আবেগের সময় কোন গ্রন্থি প্রধান ভূমিকা পালন করে?
উঃ এড্রিনাল গ্রন্থি।
৩০। স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত?
উঃ ২০ সেকেন্ড।
৩১। বিস্মৃতির কয়েকটি কারণ লিখ।
উঃ (i) পুনরুধ্যায়ন ও পুনরাবৃত্তির অভাব, (ii) অনুষঙ্গের অভাব, (iii) মনোযোগের অভাব, (iv) কাল বাসময়, (v) পরিবর্তিত পরিবেশ, (vi) অবদমন ও (vii) অসুস্থতা ইত্যাদি।
৩২। প্রেষণা চক্রের শেষ ধাপ কোনটি?
উঃ সন্তুষ্টি অর্জন।
৩৩। প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটি?
উঃ প্রেষণা চক্রের প্রথম ধাপ হলো অভাববোধ।
৩৪। প্রেষণার স্তরগুলোর নাম লিখ।
উঃ প্রেষণার স্তরগুলো নাম হলো- অভাববোধ, তাড়না, করণ আচরণ, উদ্দেশ্য বা লক্ষ্যবস্তু লাভ।
৩৫। দুটি জৈবিক প্রেষণার নাম লিখ।
উঃ ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম, মাতৃত্ব, বিশ্রাম ইত্যাদি।
৩৬। যুথচারিতা কোন ধরনের প্রেষণা?
উঃ মানসিক ও সামাজিক প্রেষণা।
৩৭। প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে কী বলে?
উঃ প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে জৈবিক প্রেষণা বলে।
৩৮। কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া উৎপন্ন হয়?
উঃ জৈবিক প্রেষণা।
৩৯। মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধ্যঙ্ক কত?
উঃ মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধ্যঙ্ক বা IQ-এর হলো ৭০ এর কম।
৪০। ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার কোন ধরনের অভীক্ষা?
উঃ ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার হলো- অপেক্ষপণমূলক অভীক্ষা।
৪১। ব্যক্তিত্ব পরিমাপের কয়েকটি পদ্ধতির নাম লিখ।
উঃ (i) সাক্ষাৎকার পদ্ধতি,
(ii) কেস হিস্ট্রি, পদ্ধতি,
(iii) রেটিং স্কেল,
(iv) প্রশ্ন তালিকা পদ্ধতি,
(v) প্রতিফলন এবং
(vi) কৃত্রি অভীক্ষা ইত্যাদি।
৪২। যেকোনো একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষার নাম লেখ।
উঃ যেকোনো একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষার নাম হলো গাণিতিক যুক্তি।
৪৩। বুদ্যাংক কি?
উঃ বুদ্ধ্যাংক হচ্ছে বৃদ্ধি পরিমাপের একটি সূত্র।
৪৪। ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষা কয়টি?
উঃ ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষা ১১টি।
৪৫। যেকোনো একটি দলগত বুদ্ধি অভীক্ষার নাম লিখ।
উঃ একটি দলগত বুদ্ধি অভীক্ষার নাম হলো Army Alpha Test এবং Army Beta Test.

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মনোবিজ্ঞানের দুটি শাখা বর্ণনা কর। ১০০%
২। প্রতীক-পটভূমি প্রত্যক্ষণ ব্যাখ্যা কর। ১০০%
৩। স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য কি কি? ১০০%
৪। প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো কি কি? ১০০%
৫। ব্যক্তিত্ব বলতে কি বুঝায়? ব্যক্তিত্বের নির্ধারকগুলো কি কি? ১০০%
৬। স্মৃতি ও বিস্মৃতি কাকে বলে? স্মৃতির প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৭। শিক্ষণের উপাদানসমূহ কী? ১০০%
৮। মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা ব্যাখ্যা কর ১০০%
৯। শিক্ষণ বলতে কি বুঝ? সুপ্ত শিক্ষণ ব্যাখ্যা কর। ১০০%
১০। গভীরতা প্রত্যক্ষণ ব্যাখ্যা কর। ১০০%
১১। অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের মধ্যে চারটি পার্থক্য লিখ। ৯৯%
১২। কৃতি প্রেষণা বলতে কি বুঝায়? জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৩।বুদ্ধি কি?বুদ্ধান্ত ব্যাখ্যা কর। ৯৯%
১৪। অবলুপ্তি কি? ব্যাখ্যা কর। ৯৯%
১৫। প্রত্যক্ষণের নির্বাচনমুখিতা কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সুবিধা-অসুবিধাসহ পরীক্ষণ পদ্ধতি আলোচনা কর। ১০০%
২। প্রত্যক্ষণের সংজ্ঞা দাও। গভীরতা প্রত্যক্ষণে এক চক্ষুমূলক সংকেত বর্ণনা কর। ১০০%
৩। স্মৃতি পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
৪। জৈবিক প্রেষণা হিসেবে ক্ষুধার শারীরবৃত্তীয় ভিত্তি আলোচনা কর। ১০০%
৫। ব্যক্তিত্ব পরিমাপের যেকোনো দুটি অপ্রক্ষেপণমূলক অভীক্ষা বর্ণনা কর। ১০০%
৬। ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক বুদ্ধি অভীক্ষার পাক্য লিখ। ১০০%
৭। ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা এবং কার্যসম্পাদন ভিত্তিক বুদ্ধি অভীক্ষার মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর। ১০০%
৮। ওয়েসলারের বুদ্ধি অভীক্ষা আলোচনা কর। ১০০%
৯। প্যাভলভের পরীক্ষণ উল্লেখপূর্বক চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর। ১০০%
১০। চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর। ১০০%
১১। মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর। ৯৯%
১২। আবেগকালীন শারীরিক পরিবর্তনসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। শিক্ষন বলতে কি বুঝ। শিক্ষনের শর্তগুলো বিস্তারিত বর্ননা কর। ৯৯%
১৪। প্রত্যক্ষণ সংগঠনে জৈবিক উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা কর। ৯৯%
১৫। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*