ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ ইসলামিক স্টাডিজ প্রথম পত্র কুরআনিক স্টাডিজ ১১১৮০১ রকেট সাজেশন ৯৯%কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘লিয়ান’ অর্থ কি?
উঃ অভিশাপ দেওয়া, গালি দেওয়া, বঞ্চিত করা।
২। ফাতহুম মুবিন অর্থ কী? এর দ্বারা কী বুঝানো হয়েছে?
উঃ ফাতহুম মুবীন অর্থ প্রকাশ্য,বিজয়। ফাতহুম মুবিন দ্বারা হুদায়বিয়ার সন্ধিকে বুঝানো হয়েছে।
৩। গীবতকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উঃ মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে।
৪। عضبة (উসবাতুন) অর্থ কী?
উঃ عضبة (ঊসবাতুন) অর্থ ছোট দল ।
৫। بهتان /কযফ’ শব্দের অর্থ কী? কযফ কী?
উঃ ‘কযফ’ শব্দের অর্থ মিথ্যা অপবাদ। কোনো নির্দোষ নারী পুরুষের প্রতি ব্যভিচারের মিথ্যা দোষারোপ ইসলামি শরিয়তে একে ক্যফ বলে।
৬। সূরা নূর কখন নাজিল হয়?
হুদায়বিয়ার সন্ধি কখন সংঘটিত হয়?
উঃ ৬ষ্ঠ হিজরিতে।
৭। الفاسي (আল-ফাসিক) শব্দের অর্থ লিখ।
উঃ الفاسي (আল-ফাসিক) শব্দের অর্থ-পাপাচারী ব্যক্তি।
৮। হুজুরাত শব্দের অর্থ কী?
উঃ হুজুরাত শব্দের অর্থ কক্ষ, বসবাসের ঘর, প্রকোষ্ঠ।
৯। আল্লাহ্ তায়ালার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?
উঃ তাকওয়াবান ব্যক্তি।
১০। হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে কে দূত হিসেবে কুরাইশদের নিকট প্রেরিত হয়েছিলেন?
جامع الـقـرآن ران কাকে বলা হয়?
উঃ হযরত ওসমান (রা.)।
১১। হুদায়বিয়া সন্ধির মেয়াদ কত বছর ছিল?
উঃ হুদায়বিয়া সন্ধির মেয়াদ ১০ বছর ছিল।
১২। সূরা আন-নূর এ আয়াত সংখ্যা কত?
উঃ সূরা আন নূরের আয়াত সংখ্যা ৬৪ টি।
১৩। কোন গাছের নিচে হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয়?
উঃ বাবলা গাছের নিচে হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয়।
১৪। সূরা আন-নূর এ আয়াত সংখ্যা কত?
উঃ সূরা আন নূরের আয়াত সংখ্যা ৬৪ টি।
১৫। ‘বাইয়াত’ শব্দের অর্থ কী?
উঃ অঙ্গীকার করা।
১৬। সূরা আল-হুজুরাত কোন গোত্রের উদ্দেশ্যে অবতীর্ণ হয়?
উঃ বনু তামীম গোত্রের উদ্দেশ্যে সূরা আল-হুজুরাত’ নাযিল হয়।
১৭। ‘রজম’ শব্দের অর্থ কী?
উঃ ‘রজম’ শব্দের অর্থ পাথর নিক্ষেপ।
১৮। ফাতহুন কারিবুন দ্বারা কী বুঝায়?
উঃ মক্কা বিজয়।
১৯। ইফকের ঘটনায় প্রধান ভূমিকা কে পালন করে?
উঃ মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ।
২০। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা দৈর্ঘ্য (আল-ফাতহু) অবতীর্ণ হয়?
উঃ হুদায়বিয়ার সন্ধির ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা তৈ) (আল-ফাতহু) অবতীর্ণ হয়।
২১। মিশকাত অর্থ কী?
উঃ মিশকাত অর্থ চেরাগদান, দীপাধান।
২২। ইফকের ঘটনার প্রধান ভূমিকা কে পালন করে?
উঃ মুনাফিক সর্দার আব্দুলাহ ইবনে উবাই।
২৩। আস-সাকিনা শব্দের অর্থ লিখ।
উঃ আস-সাকিনা শব্দের অর্থ প্রশান্তি, স্বস্তি।
২৪। আল-খাবিহাতু দ্বারা কাদের বুঝানো হয়েছে?
উঃ খারাপ চরিত্রের নারীদেরকে।
২৫। পবিত্র কুরআনে সিজদার আয়াত কয়টি?
উঃ পবিত্র কুরআনে সিজদার আয়াত ১৪ টি।
২৬। কার্যাফুন শব্দের অর্থ কী?
উঃ “কার্যাফুন” এর অর্থ “ঝড়ো হাওয়া” বা “ঝড়”।
২৭। আল ফাহিশাহ শব্দের অর্থ কী?
উঃ আল ফাহিশাহ শব্দের অর্থ অশ্লীল কথা।
২৮। কাওকাবুন দুররিয়্যুন অর্থ কী?
উঃ কাওকাবুন দুররিয়্যুন শব্দের অর্থ “পৃথিবীর সৌন্দর্য”।
২৯। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার।
৩০। خطوات الشيطان অর্থ কী?
উঃ অর্থ শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ।
৩১। আস-সাকিনা শব্দের অর্থ লিখ।
উঃ আস-সাকিনা শব্দের অর্থ প্রশান্তি, স্বস্তি।
৩২। সূরা আল-ফাতহ্ এর আয়াত সংখ্যা কত?
উঃ সূরা আল ফাতহের আয়াত সংখ্যা ২৯।
৩৩। আররুইয়া বিল হাক্কি অর্থ কী?
উঃ সত্য স্বপ্নকে বুঝায়। এটা মূলত এক বিশেষ ধরনের ওহি।
৩৪। আল-মুহসানাত দ্বারা কাদের বুঝানো হয়েছে?
উঃ সতি-সাধ্বী নারীদেরকে বুঝানো হয়েছে।
৩৫। গীবত কাকে বলে?
উঃ ‘গীবত’ অর্থ আড়ালে অন্যের দোষ চর্চা করা। কারো অসাক্ষাতে তার দোষত্রুটি আলোচনা করাকে গীবত বলে।
৩৬। سورة শব্দের অর্থ কী?
উঃ سورة অর্থ নিদর্শন, চিহ্ন, অধ্যায় ইত্যাদি।
৩৭। মাক্কী ও মাদানী সূরা কয়টি?
উঃ মাক্কী সূরা ৯২টি মতান্তরে ৮৬টি ও মাদানী সূরা ২২টি, মতান্তরে ২৮টি।
৩৮। ইফকের ঘটনায় কতজন মুসলিম জড়িত ছিলেন?
উঃ দুইজন।
৩৯। ফাতহুম মুবীন অর্থ কী?
উঃ ফাতহুম মুবীন অর্থ প্রকাশ্য বিজয়।
৪০। زجاجة শব্দের অর্থ কী?
উঃ স্বচ্ছ কাচপাত্র।
৪১। فتح قريب দ্বারা কী বুঝায়?
উঃ মক্কা বিজয়।
৪২। إن أكرمكم عند الله القلم অর্থ কী?
উঃ “তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাসম্পন্ন, যে অধিক মুত্তাকী।”
৪৩। সূরা হুজুরাতের আয়াত সংখ্যা কত?
উঃ সূরা হুজুরাতের আয়াত সংখ্যা ১৮টি।
৪৪। আল-ফাহিশাতু শব্দের অর্থ কী?
উঃ অশ্লীল কথা।
৪৫। সূরা আল-ফাতহ মাক্কী না মাদানী?
উঃ মাদানী।
৪৬। الرؤيا بالحق অর্থ কী?
উঃ সত্য স্বপ্নকে বুঝায়। এটা মূলত এক বিশেষ ধরনের ওহি।
৪৭। يرمون শব্দের অর্থ কী?
উঃ অপবাদ আরোপ করা।
৪৮। طائفة শব্দের অর্থ কী?
উঃ দল।
৪৯। কুরআন শব্দের অর্থ কি?
উঃ ‘আল-কুরআন’ শব্দের অর্থ অধিক পঠিত।
৫০। ‘ফাতহ’ শব্দের অর্থ কি?
উঃ ‘ফাতহ’ শব্দের অর্থ বিজয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সূরা আন-নূরের আলোকে অপরের গৃহে প্রবেশের বিধান লিখ। ১০০%
২। মাদানী সূরা কী? মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৩। ‎‫اللهُ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ‬‎ আয়াতের তাৎপর্য লিখ। ১০০%
৪। বাইয়াতে রিদওয়ান এর গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৫। নিম্নের আয়াতগুলো অনুবাদ কর। ১০০%
سُورَةٌ أَنْزَلْنَهَا وَفَرَضْتُهَا وَ انْزَلْنَا فِيهَا ايْتٍ بَيِّنَتٍ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ . الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةً مِّنَ الْمُؤْمِنِينَ . الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا
زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ.
৬। ‎‫وَکُیِ‬‎ (ওয়াহয়ী) বলতে কী বুঝায়? ওয়াহয়ী কত প্রকার ও কী কী? ১০০%
৭। নিম্নের আয়াতটির ব্যাখ্যা কর: ১০০%
‎‫الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَأَتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْلَوَلَوَمُ الْمُؤْلَكُمْ تُرْوَلُمُ‬‎
৮। ওহি অবতরণের পদ্ধতিসমূহ বর্ণনা কর। ১০০%
৯। সূরা আল-হুজুরাতের চারটি সামাজিক বিধান লিখ। ৯৯%
১০। সূরা আন-নূরের শান-ই-নুযূল (شَانِ نُزُوْلِ) লিখ। ৯৯%
১১। নিচের আয়াতটি অবতরণের পটভূমি বর্ণনা কর: ৯৯%
‎‫وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لا يَعْقِلُونَ‬‎ ‎‫إِنَّ الَّذِينَ يُنَادُ ونَكَ مِنْ‬‎
১২। ‎‫اللَّهُ نُورُ السَّمواتِوَالْأَرْضِ‬‎-এর তাৎপর্য লিখ। ৯৯%
১৩। হুদায়বিয়ার সন্ধির প্রধান চারটি শর্ত লিখ। ৯৯%
১৪। সূরা হুজুরাতে বর্ণিত সামাজিক বিধিবিধান আলোচনা কর। ৯৯%
১৫। সূরা আল-ফাতহ এর বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সূরা আন-নূরের আলোকে ইসলামের ফৌজদারি দণ্ডবিধি আলোচনা কর। ১০০%
২। নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা সূরা আন-নূরের আলোকে আলোচনা কর। ১০০%
৩। সূরা আল-ফাতহ এর আলোকে হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৪। বিবদমান দুটি দলের দ্বন্দ্ব নিরসরণের উপায় কী? বিবদমান দুটি দলের দ্বন্দ্ব নিরসনের উপায় সূরা আল-হুজুরাতের আলোকে লিখ। ১০০%
৫। সূরা আল-ফাতহ এর আলোকে সাহাবাদের আদর্শ বর্ণনা কর। ১০০%
৬। ‘ইফক’ বলতে কী বুঝ? সূরা নূরে বর্ণিত ‘ইফক’ এর ঘটনাটি বিস্তারিত আলোচনা কর। ১০০%
৭। সূরা আল-হুজুরাত নাজিলের প্রেক্ষাপট আলোচনা কর। ১০০%
৮। নিম্নের আয়াতটি অবতরণের পটভূমি বর্ণনা কর। ১০০%
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَا فَتَبَيَّنُوا اَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَدِمِينَ
৯। নিচের আয়াতগুলোর অনুবাদ কর: ৯৯%
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَ تُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿٢﴾ فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ ﴿٢٨﴾ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ وَ
اللهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ)
১০। বাইআতুর রিদওয়ান (بيعة الرضوان) এর গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
১১। নিচের আয়াতগুলোর অনুবাদ কর: ৯৯%
﴿٢٦﴾ لَقَدْ صَدَقَ اللهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالْحَقِّ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَ مُقَصِّرِينَ لَا تَخَافُونَ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِنْ دُونِ ذُلِكَ فَتْحًا قَرِيبًا ﴿٢٠﴾ هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدُ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّيْنِ كُلِهِ وَكَفَى بِاللهِ شَهِيْدًا (সূরা ফাতাহ : ২৭-২৮)
১২। পর্দা কী? সূরা আন-নূরের আলোকে পর্দার বিধান আলোচনা কর। ৯৯%
১৩। নিচের আয়াত দুটির অনুবাদ কর : ৯৯%
‎‫يَأَيُّهَا الَّذِينَ امَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَا فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا‬‎ ‎‫بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نُدِمِينَ ﴿2﴾ وَعاْلَمُوا أَنَّ فِيكُمْ‬‎ ‎‫رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ‬‎ ‎‫إِلَيْكُمُ الْإِيْمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّةَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَ‬‎ ‎‫الْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّشِدُون
১৪। সূরা নূরের আলোকে ইমানদারদের বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১৫। সূরা হুজরাতে বর্ণিত সামাজিক বিধিবিধান আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*