ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র নিরীক্ষা শাস্ত্র 112503 রকেট সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) 

১। পূর্ণরূপ লিখ-GAAP, ICAB, IAS, IAASB, CPA, AICA, AICPA. 

উঃ GAAP এর পূর্ণরূপ হলো-

Generally Accepted Accounting Principles.

ICAB এর পূর্ণরূপ হলো- Institute of Chartered Accountants of Bangladesh.

IAS এর পূর্ণরূপ হলো: International Accounting Standard.

IAASB এর পূর্ণরূপ হলো- International Auditing & Assurance Standard Board.

CPA-এর পূর্ণনাম হলো-

Certified Public Accountants.

AICA এর পূর্ণরূপ হলো- American Institute of Certified Accountants.

AICPA এর পূর্ণরূপ হলো: American Institute of Certified Public Accountants.

২। নিরীক্ষা কি? 

উঃ কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের হিসাবের সত্যতা নিরূপণের জন্য হিসাবের সাথে সংশ্লিষ্ট নহে এমন ব্যক্তি কর্তৃক হিসাবসমূহের সুচতুর এবং বিশ্লেষাত্মক পরীক্ষাকে নিরীক্ষা বলে।

৩। নিরীক্ষার উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

উঃ নিরীক্ষার ইংরেজি শব্দ Auditing যা ল্যাটিন শব্দ Audire থেকে এসেছে। Audire শব্দের অর্থ হচ্ছে শোনা (To hear), তাই উৎপত্তিগত অর্থে Audit শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা।

৪।বাংলাদেশে চার্টার্ড একাউন্ট্যান্টস্ সনদ প্রদানকারী একমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান কোনটি?

উঃ বাংলাদেশে চার্টার্ড একাউন্ট্যান্টস্ সনদ প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান হলো- দি-ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (ICAB)|

৫। নিরীক্ষক কে?

উঃ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বিজ্ঞানিক পদ্ধতিতে কোন প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত বিবরণী ও প্রতিবেদনের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নির্ধারণের উদ্দেশ্যে বিভিন্ন প্রামাণ্য দলিলের সাহায্যে হিসাব সংক্রান্ত তথ্যাদির যাচাই করেন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিরীক্ষক বলে।

৬। অন্তবর্তীকালীন নিরীক্ষা কি?

উঃ সাধারণ অর্থে আর্থিক বছর বা, হিসাব বছর শেষ হওয়ার পূর্বে কোনো মধ্যবর্তী সময়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনাকে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা বলে।

৭। বিধিবদ্ধ নিরীক্ষা কি?

উঃ কোনো বিশেষ আইন দ্বারা বাধ্যতামূলকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে।।

৮। ধারাবাহিক নিরীক্ষা বলতে কী বুঝ?

উঃ যে নিরীক্ষাকার্য সম্পূর্ণ হিসাবকাল ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হয় তাকে ধারাবাহিক নিরীক্ষা। বলে।

৯। সামাজিক নিরীক্ষা কি?

উঃ কোন প্রতিষ্ঠান সমাজের জন্য কতটুকু দাায়িত্ব পালন করছে বা সমাজের পরিবেশের ক্ষতিকারক কোন কাজের সাথে প্রতিষ্ঠান জড়িত কি না তার পরীক্ষা করাকে সামাজিক নিরীক্ষা বলে।

১০। সরকারি নিরীক্ষা বলতে কী বুঝ?

উঃ সরকারের মহা হিসাবরক্ষকের নির্দেশে পরিচালিত সরকারি কাগজপত্রের পরীক্ষাকে সরকারি নিরীক্ষা বলে।

১১। কোন আইন অনুসারে নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে?

উঃ ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

১২। পেশা কি?

উঃ আইন ও আচরণবিধি দ্বারা নিয়ন্ত্রিত কোন বিশেষায়িত বৃত্তি কাজকে পেশা বলে।

১৩। পেশাগত নৈতিকতা কি?

উঃ পেশাগত হিসাবের ন্যায়, অন্যায় বিচার সংক্রান্ত

নীতি বা মূল্যবোধকে পেশাগত নৈতিকতা বলে।

১৪। নিরীক্ষা মান কি?

উঃ যেসব মূলনীতির উপর নিরীক্ষা শাস্ত্র প্রতিষ্ঠিত এবং যেগুলোর সাহায্যে নিরীক্ষা সংক্রান্ত কার্যাবলির পরিমাপ করা যায় তাকে নিরীক্ষা মান বলে।

১৫। সত্যায়ন সেবা বলতে কি বুঝ?

উঃ সত্যায়ন সেবা হলো এক প্রকার নিশ্চয়তা সেবা

যা সিএ ফার্ম অন্য পক্ষের লিখিত তথ্যের ভিত্তিতে লিখিত মতামত প্রদান করে। 

১৬। শর্তহীন প্রতিবেদন বলতে কি বুঝায়?

উঃ যে সকল ক্ষেত্রে নিরীক্ষক কোন বিরূপ মন্তব্য না করে বা কোন শর্ত আরোপ না করে প্রতিবেদনে তার মতামত প্রদান করেন সেই প্রতিবেদনকে শর্তহীন প্রতিবেদন বলে।

১৭। নিরীক্ষা প্রতিবেদনের অংশ কয়টি?

উঃ ৮টি। যথা- (ক) প্রতিবেদনের শিরোনাম, (খ) প্রাপক, (গ) সূচনামূলক বক্তব্য/অনুচ্ছেদ, (ঘ) আর্থিক বিবরণীতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব, (ঙ) নিরীক্ষকের দায়িত্ব সম্পর্কে বিবৃতি, (চ) কর্মের পরিধি অনুচ্ছেদ, (ছ) মতামত পরিচ্ছেদ ও (জ) নিরীক্ষকের স্বাক্ষর।

১৮। আর্থিক বিবরণীর তারিখ বলতে কি বুঝায়?

উঃ যে তারিখে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় উক্ত তারিখকে আর্থিক বিবরণীর তারিখ বলা হয়।

১৯। নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলতে কি বুঝ?

উঃ কোন বিষয়ের নির্ভুলতা বা সত্যতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে যে পত্র দেয়া হয় তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলে।

২০। ফৌজদারি দায় কাকে বলে?

উঃ ফৌজদারি আদালতে বিচারের ফলে যে দায়ের সৃষ্টি হয় তাকে ফৌজদারি দায় বলে।

২১। নিরীক্ষা সেবা কি?

উঃ নিরীক্ষা সেবা হলো এমন এক প্রকার সেবা যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্যের গুণগত মান উন্নয়ন করে থাকে।

২২। ভুল বলতে কি বুঝায়?

উঃ একজন হিসাবরক্ষক তার লেনদেনগুলো লিপিবদ্ধ করার সময় বা হিসাব লিখনের সময় অসাবধানতাবশত বা হিসাববিজ্ঞান জ্ঞানের অভাবে যে ত্রুটি হয় তাকে ভুল বলে।

২৩। নীতিগত ভুল বলতে কি বুঝ?

উঃ হিসাবরক্ষণ সংক্রান্ত জ্ঞানের স্বল্পতার কারণে হিসাববিজ্ঞানের নীতি হতে বিচ্যুতির ফলে যে ভুল হয় তাকে নীতিগত ভুল বলে।

২৪। জুয়াচুরি বলতে কি বুঝ?

উঃ উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইচ্ছাকৃতভাবে যদি কারবারের তহবিল বা পণ্য আত্মসাৎ করে বা হিসাবে কারচুপি সংঘটিত হয় তখন তাকে জুয়াচুরি বলে।

২৫। হিসাবের কারচুপি বলতে কী বুঝ?

উঃ সাধারণত বিভিন্ন উদ্দেশ্যে কারবারের প্রকৃত অবস্থাকে ইচ্ছামতো হ্রাস বৃদ্ধি করে কারবারের আর্থিক অবস্থাকে বিকৃতরূপে প্রকাশ করাকে হিসাবের কারচুপি বলে।

২৬। উদ্বর্তপত্রের গবাক্ষ সজ্জা কি? 

উঃ গবাক্ষ-সজ্জা বলতে এমন এক চাতুর্য বা কৌশলকে বোঝায় যার সাহায্যে কারবারের প্রকৃত অবস্থাকে প্রকাশ না করে ভিন্ন এক অবস্থা প্রকাশ করা হয়।

২৭। নিরীক্ষা সাক্ষ্যপ্রমাণ বলতে কি বুঝায়?

উঃ একটি লেনদেনের বা তৎসংশ্লিষ্ট বিষয়ের প্রমাণপত্র নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, উদ্বৃত্তপত্র, হিসাবপদ্ধতি এবং অন্যান্য সার্বিক বিষয়ের সত্যতা যাচাই ও মতামত প্রদানের ভিত্তিস্বরূপ যে লিখিত এবং ৩০ অনুমোদিত তথ্য নিরীক্ষক সংগ্রহ করেন তাকে নিরীক্ষা সাক্ষ্যপ্রমাণ বলে।

২৮। নিরীক্ষা নোট বই কি?

উঃ নিরীক্ষা কার্য পরিচালনার সময় উদঘাটিত ভুল- ত্রুটি বা গরমিল এবং নিরীক্ষা কার্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ করার জন্য যে বাঁধানো খাতা ব্যবহার করা হয় তাকে নিরীক্ষা নোট বই বলা হয়।

২৯। নমুনা পরীক্ষা কাকে বলে?

উঃ দৈবচয়ন বা নমুনা পদ্ধতি অনুসরণ করে লেনদেন বাছাই করে পরীক্ষা করার প্রক্রিয়াকে নমুনা পরীক্ষা বলে।

৩০। ভাউচার কি?

উঃ ব্যবসায় প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনগুলোর সত্যতা যাচাই করার জন্য যেসকল দলিল ব্যবহার করা হয় তাকে ভাউচার বলা হয়।

৩১। অভ্যন্তরীণ নিরীক্ষা কী?

উঃ প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কার্যের সহিত সম্পর্কহীন নিজস্ব কর্মচারীদের দ্বারা সারা বছর ধরে যে নিরীক্ষা পরিচালিত হয় তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলে। 

৩২। নিয়ন্ত্রণ পরিবেশ কী?

উঃ নিয়ন্ত্রণ পরিবেশ হলো কোনো প্রতিষ্ঠানের এমন কিছু পদক্ষেপ, নীতি এবং প্রক্রিয়ার সমষ্টি যার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা এবং মালিক পক্ষের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং গ-বিভা গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটে।

৩৩। অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা কি? 

উঃ যে ব্যবস্থা দ্বারা প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত কার্যবলী কর্মচারীদের মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হয় যাতে এক ব্যক্তির কাজ স্বাভাবিকভাবেই অপর ব্যক্তি দ্বারা পরীক্ষিত হয় তাকে অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা বলে।

৩৪। অভ্যন্তরীণ নিরীক্ষা কী?

উঃ প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কার্যের সহিত সম্পর্কহীন নিজস্ব কর্মচারীদের দ্বারা সারা বছর ধরে যে নিরীক্ষা পরিচালিত হয় তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলে।

৩৫। নিরীক্ষা প্রক্রিয়া কি?

উঃ নিরীক্ষা কার্য সমাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত সব কর্মকাণ্ডের সামষ্টিক রূপকেই নিরীক্ষা প্রক্রিয়া বলে।

৩৬। সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা কি?

উঃ নিরীক্ষা প্রয়োগ সংক্রান্ত পরিকল্পনাই হলো সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা।

৩৭। নিরীক্ষা যাচাই কি?

উঃ নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত প্রতিষ্ঠান বা মক্কেলের প্রস্তুতকৃত আর্থিক বিবরণী, জনবল ব্যবহার, নকশা মোতাবেক কার্যসম্পাদন হচ্ছে কিনা এর যথার্থ, বৈজ্ঞানিক এবং স্বচ্ছ পরীক্ষা করাকে নিরীক্ষা যাচাই বলে।

৩৮। নিরীক্ষা প্রণালি কি?

উঃ নিরীক্ষা কাজ শুরুর পর হতে শেষ পর্যন্ত ব্যবহৃত পদ্ধতিকে নিরীক্ষা প্রণালি বলে।

৩৯। পুনঃনিরীক্ষার সংজ্ঞা দাও।

উঃ কোন প্রতিষ্ঠান অভ্যন্তরীণ নিরীক্ষক বা বিধিবদ্ধ নিরীক্ষক কর্তৃক নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর নিরীক্ষা প্রতিবেদনে যে সকল ক্ষেত্রে নিরীক্ষা আপত্তি প্রদান করে এবং ঐ সকল আপত্তির ক্ষেত্রে তৃতীয়। কোনো নিরীক্ষক দ্বারা পুনরায় নিরীক্ষা করানো হলে তাকে পুনঃনিরীক্ষা বলা হয়।

৪০। নিরীক্ষা প্রমাণ বলতে কি বুঝ?

উঃ নিরীক্ষক কর্তৃক ব্যবহৃত যে কোন তথ্য যা বিধিবদ্ধ নিরীক্ষা বা আইন অনুসারে নিরীক্ষিত হবে ঐ সকল তথ্য হচ্ছে নিরীক্ষা প্রমাণ।

৪১। নিরীক্ষা কার্যসূচি কি?

উঃ নিরীক্ষা কার্যে নিযুক্ত কর্মচারীগণ কে কি কাজ করবেন, কোন সময়ে কাজ শেষ করতে হবে এবং আর্থিক বিবরণীতে প্রতিটি লেনদেন কি’ পদ্ধতিতে যাচাই করা হবে ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত লিখিত বিবরণীকে নিরীক্ষা কার্যসূচি বলা হয়।

৪২। শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন কি?

উঃ যে সকল ক্ষেত্রে নিরীক্ষক কোন বিরূপ মন্তব্য না করে বা কোন শর্ত আরোপ না করে প্রতিবেদনে তার মতামত প্রদান করেন সেই প্রতিবেদনকে শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন বলে।

৪৩। সম্ভাব্য দায় কি?

উঃ যে দায় ভবিষ্যতে প্রকৃতপক্ষে দায় হতেও পারে আবার নাও হতে পারে, অথবা উদ্বৃত্তপত্র প্রণয়নের দিন পর্যন্ত যে দায়ের উদ্ভব হয়নি অথচ ভবিষ্যতে কোন প্রকার ঘটনার দ্বারা উদ্ভব হবার সম্ভাবনা থেকে যায় তাকে সম্ভাব্য দায় বলা হয়।

৪৪। দেওয়ানি দায় কত প্রকার?

উঃ দেওয়ানি দায় দুই প্রকার। যথা- ১. কর্তব্যে অবহেলাজনিত দায় এবং ২. বিশ্বাস ভঙ্গের দরুণ দায়।

৪৫। GAAS কি?

উঃ AICPA নিরীক্ষার আদর্শ বা মান তৈরির বিষয়ে প্রতিষ্ঠিত কমিটি ASB কর্তৃক পরামর্শক্রমে ১৯৪৭ সালে মোট ১০ টি মান প্রকাশ করা যা ১৯৪৭ সালে সর্বজন স্বীকৃত নিরীক্ষা মান হিসাবে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়। এই মানসমূহকে (GAAS) বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ধারাবাহিক/অবিরত নিরীক্ষা বলতে কি বোঝায়?  ১০০%

২। নিরীক্ষা ও নিশ্চয়তা প্রদানের পার্থক্য লিখ। ১০০%

৩। ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর কার্যাবলি লিখ। ১০০%

৪। নিরীক্ষা প্রতিবেদনের গুরুত্ব আলোচনা কর। ১০০% 

৫। আর্থিক বিবরণী পরবর্তী ঘটনার জন্য নিরীক্ষকের দায়-দায়িত্বগুলো কি? ১০০%

৬। টিমিং এন্ড ল্যাডিং কী? নিরীক্ষকের দেওয়ানি দায়সমূহ আলোচনা কর। ১০০%

৭। নগদ অর্থ আত্মসাৎ করার ব্যাপারে হিসাব-তদন্তকারীর কর্তব্য কি? ১০০%

৮। “হিসাব নিরীক্ষক পাহারাদার কিন্তু গোয়েন্দা নন।”-মামলা উল্লেখপূর্বক উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%

৯। নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের পদ্ধতি আলোচনা কর। ৯৯%

১০। নিয়মমাফিক পরীক্ষা কী? নিয়মমাফিক পরীক্ষার সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ৯৯%

১১। নিরীক্ষা পরিকল্পনার ধাপসমূহ সংক্ষেপে বর্ণনা কর।  ৯৯%

১২। অভ্যন্তরীণ নিরীক্ষার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%

১৩। অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। ৯৯%

১৪। “নিরীক্ষাকার্য কার্যকরী হতে হলে অবশ্যই নমনীয় হতে হবে”-ব্যাখ্যা কর। ৯৮%

১৫। সম্ভাব্য দায়ের সংজ্ঞা দাও। আর্থিক বিবরণী পরবর্তী ঘটনা কী? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। (ক) নিরীক্ষা ও হিসাবশাস্ত্রের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

(খ) নিরীক্ষা ও হিসাবশাস্ত্রের মধ্যে পার্থক্য দেখাও। ১০০% 

২। (ক) নিরীক্ষার কী? নিরীক্ষা ও তদন্তের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

(খ) নিরীক্ষার শ্রেণিবিন্যাস দেখাও। সামাজিক নিরীক্ষার উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ১০০%

৩। (ক) নিরীক্ষা কী একটি পেশা? ধারাবাহিক নিরীক্ষা ও বার্ষিক নিরীক্ষার মধ্যে পার্থক্য লিখ। ১০০%

(খ) আইসিএবি কর্তৃক অনুমোদিত বাংলাদেশে নিরীক্ষামানের শ্রেণিবিভাগ দেখাও। ১০০%

৪। (ক) কোম্পানি নিরীক্ষকের নিয়োগ কিভাবে করা হয়? ১০০%

(খ) কোম্পানি নিরীক্ষকের অধিকার আলোচনা কর। ১০০%

৫। ক) আত্মসাৎ ও হিসাব কারচুপির মধ্যে পার্থক্য কি? ১০০%

(খ) হিসাবের কারচুপি উদঘটনের উপায় এবং হিসাবের কারচুপির ব্যাপারে নিরীক্ষকের কর্তব্য সম্পর্কে লিখ। ১০০%

৬। (ক) সাধারণ ভাউচারের বৈশিষ্ট্য কি কি? ১০০%

(খ) নগদান বইয়ের সত্যতা যাচাইকরণের সময় বিবেচ্য বিষয়গুলো কি কি? ১০০%

৭। (ক) নিরীক্ষা প্রতিবেদনের বৈশিষ্ট্য কি? নিরীক্ষা প্রতিবেদনের প্রকারভেদ আলোচনা কর। ১০০%

(খ) একজন কোম্পানি নিরীক্ষক কি তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকেন? ১০০%

৮। (ক) নিরীক্ষকের প্রত্যয়নপত্র কী? বিভিন্ন প্রকার প্রত্যয়নপত্রের নমুনা দেখাও। ১০০%

(খ) কোন কোন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে নিরীক্ষা প্রতিবেদন দেওয়া হয়? ১০০%

৯। (ক) একজন কোম্পানি নিরীক্ষক কি তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকেন? ৯৯%

(খ) নিরীক্ষা পরিকল্পনার সুবিধাগুলো কি কি? নিরীক্ষা ঝুঁকির উপাদানসমূহ লিখ। ৯৯%

১০। (ক) লেনদেনের সত্যতা যাচাইকরণ কি? নিম্নলিখিত লেনদেনের সত্যতা কিভাবে যাচাই করবে? ৯৯%

(খ) অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার মৌলিক নীতি বা বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। ৯৯%

১১। (ক) উদ্বর্তপত্রের গবাক্ষ-সজ্জা কী? 

(খ) উদ্বর্তপত্রে গবাক্ষ-সজ্জার ব্যাপারে নিরীক্ষকের দায়িত্ব আলোচনা কর। ৯৯% 

১২। (ক) মক্কেলের ব্যবসায় সম্পর্কে কি কি তথ্য নিরীক্ষকের জানা প্রয়োজন।৯৯%

(খ) নিরীক্ষার বিভিন্ন কর্মকৌশল আলোচনা কর। ৯৯%

১৩। ক) অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থার উদ্দেশ্যাবলি আলোচনা কর। ৯৯%

(খ) অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা ও অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%

১৪। (ক) নিরীক্ষা নোট বই কী? নিরীক্ষা কার্যসূচি ও নিরীক্ষা নোট বইয়ের মধ্যে পার্থক্য দেখাও। ৯৮%

(খ) নিয়মমাফিক পরীক্ষার সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ৯৮%

১৫। (ক) নিরীক্ষা পরিকল্পনা ও নিরীক্ষা নকশা প্র।ক্রয়ার ধাপগুলো আলোচনা কর। ৯৮%

(খ) নিরীক্ষা পরিকল্পনার সুবিধাগুলো কি কি? নিরীক্ষা কমিটি ও ব্যবস্থাপনার সাথে যোগাযোগ আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published.


*