ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ উদ্ভিদবিজ্ঞান প্রথম পত্র অণুজীববিজ্ঞান, শৈবালবিজ্ঞান ও ছত্রাকবিজ্ঞান ১১৩০০১ রকেট সাজেশন ৯৫% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপঃ(PSTV,MLO,AIDS,BGA,)
উঃ PSTV -এর পূর্ণরূপ হলো- Potato Spindle Tuber Viroids.
MLO এর পূর্ণরূপ হলো- Mycoplasma Like Organism.
AIDS এর পূর্ণরূপ হলো-Acquired Immune Deficiency Syndrome.
BGA-এর পূর্ণরূপ হলো- Blue Green Algae.
২। অণুজীব কি?
উঃ যেসব অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবদের খালি চোখে দেখা যায় না এবং যাদের দেখতে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদের অণুজীব বলে। উদাহরণ Mycoplasma, Rickettsia, Prion, Bacteria, ইত্যাদি।
৩। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে?
উঃ Edward Jenner.
৪। ভ্যাকসিন-এর জনক কে?
উঃ ভ্যাকসিন এর জনক এডওয়ার্ড জেনার।
৫। প্রিয়নস কি?
উঃ প্রিয়নস হলো অতি আণুবীক্ষণিক ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ যা কেবল প্রাণীদেহে রোগ সৃষ্টি করতে সক্ষম।
৬। ভিরিয়েডস কি?
উঃ প্রোটিন বিহীন, শুধুমাত্র RNA দ্বারা গঠিত সংক্রামক সত্তা যা শুধু উদ্ভিদদেহে রোগ সৃষ্টি করতে পারে তাকে ভিরিয়েডস বলে।
৭। রিকেটশিয়া কি?
উঃ রিকেটশিয়া অত্যন্ত ক্ষুদ্রাকৃতির এককোষী অণুজীব। অর্থাৎ রিকেটশিয়া বলতে আদিকোষী প্লিওমার্কিক এবং গ্রাম নেগেটিভ এক ধরনের অণুজীবকে বুঝায়, যা মাইকোছ কেবলমাত্র জীবন্ত পোষক কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে কিন্তু আবাদ মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে না।
৮। রিকেটসিয়া জীবাণু আবিষ্কারে যে দুজন বিজ্ঞানী মারা যায়, তাদের নাম লিখ।
উঃ (i) Howard T. Ricketts; (ii) Baron Von Prowazek.
৯। RNA ভাইরাস কি?
উঃ যেসকল ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে তাকে RNA ভাইরাস বলে। যেমন- HIV, TMV.
১০। ব্যাকটেরিওফাজ কি?
উঃ যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং সেখানে পরজীবী হিসেবে অবস্থান করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাকে ব্যাকটেরিওফাজ বলে।
১১। একটি অবায়বীয় ব্যাকটেরিয়ার নাম লিখ।
উঃ অবায়বীয় ব্যাকটেরিয়ার নাম Micrococcus sp.
১২। পিলিন কি?
উঃ পিলি যে বিশেষ রাসায়নিক উপাদান দ্বারা গঠিত তাকে পিলিন বলে।
১৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত দুটো ব্যাকটেরিয়ার নাম লিখ।
উঃ (i) E. coli, (ii) Diplococcus.
১৪। ট্রান্সডাকশন কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ার ভাইরাসের মাধ্যমে কোনো একটি ব্যাকটেরিয়া হতে জেনেটিক পদার্থ অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়ে ঐ ব্যাকটেরিয়াকে নতুন পদ্ধতির একটি ব্যাকটেরিয়াতে পরিণত করে তাকে ট্রান্সডাকশন বলে।
১৫। হেটারোসিস্ট কী?
উঃ দুই স্তর যুক্ত ও দেহ কোষ অপেক্ষা বড় হলুদ
বর্ণের কোষকে হেটারোসিস্ট বলে।
১৬। সিনোবিয়াম কি?
উঃ যদি কোনো কলোনিতে নির্দিষ্ট সংখ্যক কোষ নির্দিষ্ট ডিজাইনে সাজানো থাকে তবে সে কলোনিকে সিনোবিয়াম বলে। উদাহরণ- Volvox.
১৭। অ্যাকাইনিটি কি?
উঃ সাধারণত অঙ্গজ কোষে খাদ্য সঞ্চিত হলে কোষগুলো আকারে বড় হয় এবং প্রাচীর পুরু ও দৃঢ়তা লাভ করে। পরবর্তীতে এসব অঙ্গজ কোষকে অ্যাকাইনিটি বলে। যেমন-Nostoc, Ulothrix.
১৮। পামেলা দশা কি?
উঃ কিছু সচল শৈবাল প্রতিকূল পরিবেশে মিউসিলেজে আবদ্ধ হয়ে নিশ্চল বিশেষ গঠন সৃষ্টি করে। এই অবস্থাকে পামেলা দশ! বলে।
১৯। ট্রাইকোম কি?
উঃ নীলাভ সবুজ শৈবালের কোষ একই তলে বার বার বিভাজিত হয়ে সূত্রাকার বহুকোষী দেহ গঠন করে যাদের ট্রাইকোম বলে।
২০। পাইরিনয়েড কী?
উঃ শৈবালের ক্লোরোপ্লাস্টের গায়ে প্রোটিন জাতীয় পদার্থের এক প্রকার বর্ণের দানা থাকে, সে দানাকে পাইরিনয়েড বলে।
২১। ডায়াটম কী?
উঃ ব্যাসিলারিওফাইসি শ্রেণির শৈবালকে ডায়াটম বলে।
২২। বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য কি?
উঃ ল্যামিনারিন ও ম্যানিটল।
২৩। ফাইকোবায়োন্ট কী?
উঃ শৈবাল দেহে অবস্থিত রোগ উৎপাদনকারী এজেন্টকে ফাইকোবায়োন্ট বলে।
২৪। Agar-agar কোন শৈবাল থেকে পাওয়া যায়?
উঃ Agar-agar Gelidium, Rhodymenia ইত্যাদি শৈবাল থেকে পাওয়া যায়।
২৫। Water bloom (ওয়াটার ব্লুম) কি?
উঃ স্বাদু পানির পুকুর, দীঘি, নদ-নদী, হ্রদ ইত্যাদি জলাশয়ে নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়াম বেশি থাকলে ফাইটোপ্ল্যাংকটনের আধিক্য এতবেশি হয় যে পানির উপরে নানাবর্ণের আস্তরণ পড়ে। পানির উপরে এ ধরনের আস্তরণের নামই Water bloom (ওয়াটার ব্লুম)।
২৬। কনসেপ্টকল কি?
উঃ রিসেপ্টাকলের অভ্যন্তরে প্রোথিত ক্লাস্কের আকৃতি বিশিষ্ট গঠনকে কনসেপ্টকল বলে।
২৭। হোল্ড ফার্স্ট কি?
উঃ Sargassum-এর থ্যালাস গঠনের তিনটি অংশের মধ্যে একটি হলো হোল্ড ফাস্ট।
২৮। কার্পোগোনিয়াম ফিলামেন্ট কাকে বলে?
উঃ Polysiphonia-র স্ত্রী গ্যামেটোফাইটের কেন্দ্রীয় সাইফনের পার্শ্বে চার কোষবিশিষ্ট যে শাখা উৎপন্ন হয় তাকে কার্পোগোনিয়াম ফিলামেন্ট বলে।
২৯। অগ্রস্থ টুপি কি?
উঃ Oedogonium এর কোষ বিভাজনের সময় উপরের দিকে একটি অগ্রস্থ কোষ বিদ্যমান থাকে তাকে অগ্রস্থ টুপি বলে।
৩০। Mycology-এর জনক কে?
উঃ Pier Antino Michell.
৩১। মাইসেলিয়াম কি?
উঃ ছত্রাকের দেহ যখন সূত্রাকার এবং শাখা-প্রশাখা যুক্ত হয় তখন সম্পূর্ণদেহকে সম্মিলিতভাবে মাইসেলিয়াম বলে।
৩২। অটোসিয়াস ছত্রাক কি?
উঃ যেসব বাধ্যতা মূলক পরজীবী ছত্রাক একটি মাত্র পোষকের দেহে জীবন চক্র সম্পন্ন করে তাকে অটোসিয়াস ছত্রাক বলে।
৩৩। হলোকার্ণিক ছত্রাক বলতে কি বুঝ?
উঃ যেসব ছত্রাকের সমস্ত দেহ জননাঙ্গে পরিণত হয়। তাকে হলোকার্পিক ছত্রাক বলে।
৩৪। ইউকার্পিক ছত্রাক কী?
উঃ যেসব ছত্রাকের সমস্ত দেহ জননাঙ্গে পরিণত হয় না তাকে ইউকার্পিক ছত্রাক বলে।
৩৫। প্যারাসেক্সচ্যালিটি কি?
উঃ সাধারণত ছত্রাকের স্বাভাবিক যৌন জনন ব্যতীত ব্যতিক্রমধর্মী এই যৌন জননকে প্যারাসেক্সচ্যালিটি বলা হয়।
৩৬। অ্যালাক্সোপোলাস কে ছিলেন?
উঃ অ্যালাক্সোপোলাস একজন ছত্রাক বিজ্ঞানী। তিনি ছত্রাকের পলিফাইলেটিক ধারার শ্রেণিবিন্যাস পদ্ধতি প্রদান করেন।
৩৭। মাইকোবায়োন্ট কি?
উঃ ছত্রাকের দেহে অবস্থিত এজেন্টকে মাইকোবায়োন্ট বলা হয়।
৩৮। বাডিং কি?
উঃ Saccharomyces গণের বিভিন্ন প্রজাতির ছত্রাকের অযৌন জনন যে উপায়ে হয়ে থাকে তাকে বাডিং বলে।
৩৯। পেনিসিলিন নামক এন্টিবায়েটিক কোন ছত্রাক থেকে উৎপন্ন করা হয়?
উঃ Penicillium notatum.
৪০। অ্যাঙ্কোকার্প কি?
উঃ Ascomycetes শ্রেণির ছত্রাকের ফ্রুটবডিকে অ্যাস্কোকার্প বলে।
৪১। গিল কি?
উঃ Agaricus নামক ছত্রাকের ফুটবডির উপরের অংশকে গিল বলা হয়।
৪২। ফ্রুটবডি কি?
উঃ যৌন ও অযৌন জননের সময় হাইফিগুলো একত্রিত হয়ে স্পোর সৃষ্টির উদ্দেশে যে নির্দিষ্ট ধরনের দেহ গঠন করে তাকে ফ্রুটবডি বলে।
৪৩। অসম্পূর্ণ ছত্রাক বলতে কি বুঝ?
উঃ Deuteromycetes শ্রেণির ছত্রাকের যৌন জনন ঘটে না বলে উক্ত ছত্রাকদের অসম্পূর্ণ ছত্রাক বলা হয়।
৪৪। লাইকেনের সংজ্ঞা দাও। অথবা, লাইকেন কাকে বলে?
উঃ একটি শৈবাল ও একটি ছত্রাকের সংমিশ্রণে গঠিত মিথোজীবী জীবদেহকে লাইকেন বলা হয়।
৪৫। লাইকেনের শৈবাল সদস্যের সাধারণ নাম কি?
উঃ লাইকেনের শৈবাল সদস্যের সাধারণ নাম সায়ানোফাইটা বা ক্লোরোফাইটা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যাকটেরিয়া কি? ভাইরাস ও ভিরয়েডস এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
২। রিকেটশিয়ার বৈশিষ্ট্য লিখ। ১০০%
৩। Rhodophyceae শ্রেণির বৈশিষ্ট্য লিখ। ১০০%
৪। মাটির উর্বরতা বৃদ্ধিতে নীলাভ-সবুজ শৈবালের গুরুত্ব লিখ। ১০০%
৫। Oedogonium এর ম্যাক্রান্ত্রাস ও ন্যান্নান্ড্রাস প্রজাতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৬। অণুজীববিজ্ঞান কী? Penicillium-এর গঠন লিখ। ১০০%
৭। জুস্পোর ও অ্যাপ্লানোস্পোরের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। শৈবালের অঙ্গজ প্রজনন ও শৈবালের অযৌন জনন বর্ণনা কর। ১০০%
৯। নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা লিখ। ৯৯%
১০। ভাইরাসের জীব ও জড়ের বৈশিষ্ট্য কী? ভাইরাসের অপকারী ভূমিকা আলোচনা কর। ৯৯%
১১। ভাইরাস কি? DNA ভাইরাস ও RNA ভাইরাসের মধ্যে তুলনা কর। ৯৯%
১২। ব্যাকটেরিয়ার আদি বৈশিষ্ট্যগুলো কী? পিলি ও ফ্লাজেলা এর তুলনা কর। ৯৯%
১৩। Cyanophyceae শ্রেণির বৈশিষ্ট্য কী? বাদামি শৈবালের পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৪। ছত্রাকের অপকারী ভূমিকা কী? ছত্রাকের বৈশিষ্ট্যগুলি লিখ। ৯৯%
১৫। Vaucheria-এর অযৌন জনন বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) মাইকোপ্লাজমা এর বৈশিষ্ট্য লিখ। ১০০%
(খ) ভিরিয়েডস্ এর বৈশিষ্ট্য কী? ফলিয়োজ লাইকেনের অন্তর্গঠন লিখ। ১০০%
২। (ক) ভাইরাসের উপকারী ভূমিকা কী? Virus এর সংখ্যা বৃদ্ধি আলোচনা কর। ১০০%
(খ) বাসস্থান ও দৈহিক গঠনের উপর ভিত্তি করে লাইকেনের শ্রেণিবিন্যাস কর।
৩। (ক) ভাইরাসের স্থানান্তরের উপায়গুলো বর্ণনা কর। ১০০%
(খ) লাইকেন কী? লাইকেন মিথোজীবিতার একটি প্রকৃষ্ট উদাহরণ-ব্যাখ্যা কর। ১০০%
৪। (ক) F.F. Fritsch প্রদত্ত শৈবালের শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর। ১০০%
(খ) শৈবালের বাসস্থান ব্যাখ্যা কর। শৈবালের বিভিন্ন প্রকার যৌনজনন বর্ণনা কর।
৫। (ক) Vaucheria এর যৌন জনন চিত্রসহ বর্ণনা কর। ১০০%
(খ) Yeast এর অর্থনৈতিক গুরুত্ব লিখ। ১০০%
৬। (ক) Synchytrium এর জীবন চক্র চিত্রসহ বর্ণনা কর। ১০০%
(খ) ক্লাজেলা ও আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর। ১০০%
৭। (ক) ভাইরাসের ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা কর। ১০০%
(খ) একটি হেটারোসিয়াস ছত্রাকের জীবনচক্র বর্ণনা কর। ১০০%
৮। (ক) ডায়াটমের অর্থনৈতিক গুরুত্ব লিখ। ১০০%
(খ) সবুজ শৈবাল বা Chlorophyceae-এর বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। ১০০%
৯। (ক) প্রিয়নস এর অর্থনৈতিক গুরুত্ব লিখ। ৯৯%
(খ) চিত্রসহ মাইকোপ্লাজমার গঠন বর্ণনা কর। ৯৯%
১০। (ক) ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখ। ৯৯%
(খ) চিত্রসহ ব্যাকটেরিয়া কোষের গঠন বর্ণনা কর। ৯৯%
১১। (ক) চিত্রসহ Oedogonium-এর ন্যান্নান্ড্রাস প্রজাতির যৌনজননের বর্ণনা দাও। ৯৯%
(খ) Polysiphonea-এর মুখ্য বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১২। (ক) Synchytrium-এর অযৌন জনন বর্ণনা কর। ৯৯%
(খ) অসম্পূর্ণ ছত্রাক কী?Fusarium এর অযৌন প্রজনন বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) সায়ানোফাইসি ও রডোফাইসির মধ্যে তুলনা কর। ৯৯%
(খ) নীলাভ সবুজ শৈবালকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয় কেন? ৯৯%
১৪। (ক) শৈবালের বৈশিষ্ট্য কী? শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্যগুলো লিখ। ৯৯%
(খ) মাইসেলিয়াম কি? ছত্রাকের মাইসেলিয়ামের রূপান্তর প্রক্রিয়া আলোচনা কর। ৯৯%
টীকা লিখঃ রবার্ট কক্ (Robert Koch), জীবজনি মতবাদ, লুইপান্তর, ডায়াটম, রেড-টাইড, মাইকোরাইজা।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*