ডিগ্রি ৩য় বর্ষ(২০১৮-১৯) নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু হয়েছে।

এখন শুধু ২০১৮-১৯ সেশনর ডাটা আপলোড করা হয়েছে। অন্যান্য সেশনের যারা Fail বা ইমপ্রুভমেন্ট দিবেন আগামী সপ্তাহে আপনাদের ডাটা ওয়েবসাইটে আপলোড করবে। গ্রুপে আপডেট জানাবো।

🔘উক্ত (http://www.nubd.info/formfillup/) ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন নং দিয়ে অনলাইনে ফরম পূরণ করে কলেজ নোটিশ অনুযায়ী টাকাসহ, প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিয়ে পরীক্ষার ফরম পূরণ সম্পন্ন করবেন।

◾প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে:

১/ ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি,

২/ অনলাইনে পূরণকৃত ফরমটি,

৩/ পাসপোর্ট সাইজের ছবি ২কপি এবং

৪/ ফরম পূরণের টাকা, (সরকারি কলেজে বিএ/বিএসএস/বিবিএস ২০০০ এর মধ্যে, বিএসসি ৩০০০ এর মধ্যে।)

***ফরম পূরণ সম্পন্ন করার জন্য স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন***

✔️ বি_দ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট ২০১৭-১৮,২০১৬-১৭, ২০১৫-১৬, ২০১৪-১৫ এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*