ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র বাংলাদেশের স্থানীয় সরকার: ১৩১৯০১ রকেট স্পেশাল সাজেশন ৯৫% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ECNEC, BRDB, NGO, CARE, ADT, NICAR, CO, VAID, VGF.
উঃ ECNEC: Executive Committee of the National Economic Council.
BRDB: Bangladesh Rural Development Board.

২। ই-শাসন কী?
উঃ শাসন কাজে ইলেকট্রনিক্স প্রযুক্তির ব্যবহারকে ই-শাসন বলে।
৩। সালিশ বলতে কী বোঝায়?
উঃ সালিশ হলো দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।
৪। বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস?
উঃ কর ব্যবস্থা।
৫। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?
উঃ প্রধানমন্ত্রী।
৬। স্থানীয় সরকার অধ্যয়নের দু’টি পদ্ধতির নাম লিখ।
উঃ ঐতিহাসিক পদ্ধতি ও দার্শনিক পদ্ধতি।
৭। ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত?
উঃ ৯টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
৮। বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি?
উঃ বাংলাদেশ সচিবালয়।
৯। গ্রামীণ সমাজের জ্ঞাতি-সম্পর্কের ভিত্তি কী?
উঃ পারিবারিক বা সামাজিক বন্ধন।
১০। Little Republic কাকে বলা হতো?
উঃ প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic বলা হতো।
১১। বাংলাদেশে পল্লী উন্নয়নে জড়িত দু’টি NGO এর নাম লিখ।
উঃ ব্র্যাক ও আশা।
১২। গ্রামীণ রাজনীতি কী?
উঃ গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।
১৩। উপজেলা পরিষদে উপদেষ্টা কে?
উঃ সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য।
১৪। বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা পরিষদ রয়েছে?
উঃ ৪৯৫টি।
১৫। বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি?
উঃ ১২টি।
১৬। ‘চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা’ কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্নওয়ালিস।
১৭। ‘The Mind and Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ভিলফ্রেডো প্যারেটো।
১৮। জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
উঃ জেলা প্রশাসক।
১৯। “The Mind and Society” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ভিলফ্রেডো প্যারেটোর লেখা।
২০। বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?
উঃ তিন স্তর। যথা- ১. ইউনিয়ন পরিষদ; ২. উপজেলা পরিষদ ও ৩. জেলা পরিষদ।
২১। পোষক কী?
উঃ পোষক হলো গ্রাম্য ধনী ব্যক্তি।
২২। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী?
উঃ দেশের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সম্পদের ওপর ভিত্তি করে স্থানীয় জন প্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণে যে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, তাকে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বলে।
২৩। আনুষ্ঠানিক নেতা কে?
উঃ প্রাতিষ্ঠানিক কাঠামোতে গড়ে উঠা নেতৃত্বকেই আনুষ্ঠানিক নেতা বলে।
২৪। উপজেলা পরিষদের উপদেষ্টা কে?
উঃ উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য।
২৫। মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?
উঃ আইয়ুব খান।
২৬। ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত?
উঃ ৩ জন।
২৭। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো- এ সমাজ কৃষিনির্ভর।
২৮। উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়?
উঃ উপজেলা চেয়ারম্যান।
২৯। মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল?
উঃ ২৭ অক্টোবর, ১৯৫৯ সালে।
৩০। গ্রাম্য আদালত কী?
উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করে তাকেই গ্রাম্য আদালত বলে।
৩১। ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন?
উঃ লর্ড মেয়ো।
৩২। বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
উঃ ইউনিয়ন পরিষদ।
৩৩। স্থানীয় সরকার বলতে কী বুঝ?
উঃ স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ যা বিশেষ কোনো স্থানীয় প্রশাসনের সাথে জড়িত, যা সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং কার্যাবলি সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে।
৩৪। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন?
অথবা, ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্য কত জন?
উঃ ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং ৩টি সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য)।
৩৫। পৌরসভার প্রধানকে কি বলা হয়?
অথবা, সিটি কর্পোরেশন প্রধানকে কি বলে?
উঃ মেয়র।
৩৬। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাস করা হয়?
অথবা, জামিদারি প্রথা কবে চালু হয়?
উঃ ১৭৯৩ সালে।
৩৭। গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয়?
অথবা, বাংলার আইনসভায় গ্রাম চৌকিদার আইন কত সালে পাস হয়?
উঃ ২২ জানুয়ারি ১৮৭০ সালে।
৩৮। পাবর্ত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
৩৯। আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায়?
উঃ সোভিয়েত রাশিয়ায়।
৪০। Ledership শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ ‘Lead’ শব্দ থেকে।
৪১। বিকেন্দ্রীকরণ কি?
উঃ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বণ্টনই বিকেন্দ্রীকরণ।
৪২। ‘Cultural Change’ কার লেখা গ্রন্থ?
উঃ টয়েনবী চ্যাপিন-এর।
৪৩। সমন্বয় বলতে কি বুঝ?
উঃ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধার্থে এক বিভাগ অন্য বিভাগের সাথে মিলেমিশে কাজ করাই হলো সমন্বয়।
৪৪। ধরন কত প্রকার ও কি কি?
উঃ গ্রামীণ নেতৃত্বের ধরন দুই প্রকার যথা : ১. আনুষ্ঠানিক নেতৃত্ব ২. অনানুষ্ঠানিক নেতৃত্ব।
৪৫। “সিদ্ধান্ত হচ্ছে মীমাংশামূলক কার্য”-কার উক্তি?
উঃ হার্বাট এ. সাইমন (Herbert A. Simon).

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। স্থানীয় পরিকল্পনা কী? ১০০%
২। সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বুঝায়? ১০০%
৩। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও। ১০০%
৪। সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়? ১০০%
৫। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে? ১০০%
৬। পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ কর। ১০০%
৭। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী? ১০০%
৮। একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৯। রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে? ১০০%
১০। গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর। ১০০%
১১। পৌরসভার গঠন বর্ণনা কর। ৯৯%
১২। সালিশ ও গ্রামীণ কোন্দল বলতে কী বুঝ? ৯৯%
১৩। মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝ? ৯৯%
১৪। ‘Patron-client’ সম্পর্ক কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ইউনিয়ন পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
২। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা – অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা কর। ১০০%
৪। পরিকল্পনা কি? একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে এন, জি, ও-দের ভূমিকা বিশ্লেষণ কর। ১০০%
৬। স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৯। স্থানীয় সরকার কি? স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
১০। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা কর।
১১। বাংলাদেশে স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত কর এবং সমাধানের পরামর্শ দাও। ৯৯%
১২। স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর? ৯৯%
১৩। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা আলোচনা কর। ৯৮%
১৪। গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*