ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় অর্থনীতি পঞ্চম পত্র বিকল্প জনবিজ্ঞান ১৩২২০৩ রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-CBR, TFR, IMR, SDR, ASSDR, SFR.
উঃ CBR: Crude Birth Rate.
TFR: Total Fertility Rate.
IMR: Infant Mortality Rate.

২। নিউ-ন্যাটাল কি?
উঃ জন্মের ৪ সপ্তাহের মধ্যে জন্মগত ত্রুটি বা অঙ্গ-প্রত্যঙ্গ জনিত ত্রুটির কারণে যদি শিশুর মৃত্যু হয়, তবে তাকে নিউ-ন্যাটাল শিশু মৃত্যু বলে।
৩। কোহর্ট কি?
উঃ কোনো নির্দিষ্ট বছরে যতজন মহিলা জন্মগ্রহণ করে তাকে কোহর্ট বলে।
৪। অশোধিত জন্মহার কাকে বলে?
উঃ প্রতি ১,০০০ জনসংখ্যার মধ্যে জীবিত সন্তানের জন্মের অনুপাতকে অশোধিত বা স্থূল জন্মহার বলে।
৫। নমুনা জরিপ কি?
উঃ যে জরিপের মাধ্যমে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ না করে তাদের অল্পকিছু থেকে তথ্য সংগ্রহ করা হয় তাকে নমুনা জরিপ বলে।
৬। জনসংখ্যার বয়স কাঠামো কী?
উঃ একটি দেশ বা একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বণ্টনকে জনসংখ্যার বয়স কাঠামো বলে।
৭। উদ্বাস্তু বলতে কি বুঝ?
উঃ নিজ দেশে কোনো প্রতিকূল অবস্থা অথবা দৈহিক ও মানসিক অত্যাচারের সম্মুখীন হয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যখন কোনো স্থানে গমন করে তখন তাদেরকে উদ্বাস্তু বলা হয়।
৮। নিবন্ধীকরণ পদ্ধতি কী?
উঃ জন্ম, মৃত্যু, বিবাহ-বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনাসমূহ জাতীয়ভাবে নথিবদ্ধ করার রীতিকে নিবন্ধীকরণ বলে।
৯। পশ্চাৎমুখী অভিক্ষেপ কি?
উঃ চলতি তথ্যকে ভিত্তি ধরে জনসংখ্যার অতীত সময়ের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য পরিমাপ করা হলে তাকে পশ্চাৎগামী অভিক্ষেপ বলে।
১০। পূর্ণাঙ্গ জীবন সারণি কী?
উঃ বিবেচনাধীন জনগোষ্ঠীর বয়স ব্যবধান ১ বছর বিবেচনা করে জন্ম থেকে সর্বশেষ প্রয়োগশীল বয়স পর্যন্ত এর জীবন প্রত্যাশার ইতিহাস যে টেবিলে দেখানো হয় তাকে পূর্ণাঙ্গ জীবন সারণি বলা হয়।
১১। আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞা দাও।
উঃ কোনো নির্দিষ্ট ভৌগোলিকভাবে স্বাধীন দেশ ত্যাগ করে যদি অন্য কোন স্বাধীন দেশে বসবাসের উদ্দেশ্যে গমন করা হয় তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে।
১২। শিশু মৃত্যুহার কী?
উঃ কোনো দেশে বা ভৌগোলিক এলাকায় প্রতি বছরে প্রতি হাজার জীবিত জন্মগ্রহণকারী শিশুর মধ্যে একবছর বয়সের যে ক’জন শিশু মৃত্যুবরণ করে সেই সংখ্যাকে শিশু মৃত্যুহার বলে।
১৩। প্রজনন বলতে কি বুঝ?
উঃ দৈহিক এবং সামাজিক, সাংস্কৃতিক রীতি-নীতি ও কতিপয় বৈশিষ্ট্যের পারস্পরিক জটিল প্রক্রিয়ার সফল ফলশ্রুতিতে সাধারণত কোনো নারী গোষ্ঠী কর্তৃক সন্তান প্রসব করাকে প্রজনন বলা হয় থাকে।
১৪। কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লিখ।
উঃ কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি হলো- M = A – O/O ।
১৫। জনসংখ্যার বণ্টন বলতে কি বুঝ?
উঃ জনসংখ্যার বণ্টন বলতে কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে জনসংখ্যার বসতি এবং ঘনত্ব বুঝায়।
১৬। আদমশুমারি কী?
উঃ একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, পেশাগত এবং জন্ম-মৃত্যু সম্পর্কে যাতীয় তথ্যসংগ্রহ করাকে আদমশুমারি বলে।
১৭। স্বাভাবিক মৃত্যুহার বলতে কি বুঝ?
উঃ যখন কোনো ব্যক্তি বার্ধক্যজনিত অথবা শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন তখন সেই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে।
১৮। জনসংখ্যা ভূগোল কাকে বলে?
উঃ যেসব অবস্থার কারণে জনসংখ্যার পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবেশের তারতম্য হেতু জনসংখ্যার কাঠামোর পরিবর্তন হয় তার এলাকাভিত্তিক গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগোল বলা হয়।
১৯। শুমারি রাত কি?
উঃ একটি নির্দিষ্ট রাতকে চিহ্নিত করে ঐ রাতে যে যেখানে আছে সেখানে জনসংখ্যা গণনা করলে ঐ রাতকে শুমারি রাত বলে।
২০। বাংলাদেশে প্রথম কখন আদমশুমারি অনুষ্ঠিত হয়?
উঃ বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম আদমশুমারি শুরু হয়।
২১। জনসংখ্যা পিরামিড কী?
উঃ স্ত্রী-পুরুষ ভেদে বিভিন্ন বয়স গ্রুপে মোট জনসংখ্যা বণ্টনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলে।
২২। মরণশীলতা কী?
উঃ জন্ম হওয়ার পর যেকোনো সময়ে জীবনের সব ধরনের চেতনা স্থায়ীভাবে নিঃশেষ হয়ে যাওয়াকে মরণশীলতা বলে।
২৩। জনসংখ্যা অভিক্ষেপণ কী?
উঃ ভবিষ্যতে নির্দিষ্ট সময়সীমায় একটি দেশের জনসংখ্যার গঠন বা কাঠামো কিরূপ হবে এ সম্পর্কে পূর্ব ধারণা প্রদানকে জনসংখ্যা অভিক্ষেপ বলে।
২৪। বহির্গমন কী?
উঃ একই অঞ্চল বা দেশের অভ্যন্তরে একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে।
২৫। শ্রমের যোগান রেখা পশ্চাদমুখে বেঁকে যায় কেন?
উঃ বার বার মজুরি বৃদ্ধি পাওয়ার ফলে আয় প্রভাব ও পরিবর্তক প্রভাবে একত্রিত ঘাত-প্রতিঘাতের দ্বারা শ্রমের যোগান রেখা পশ্চাৎ দিকে বেঁকে যায়।
২৬। ডি-ফ্যাক্টো পদ্ধতি কী?
উঃ একটি নির্দিষ্ট রাতকে চিহ্নিত করে ঐ রাতে যে যেখানে আছে সেখানে জনসংখ্যা গণনা করার পদ্ধতিকে ডি-ফ্যাক্টো পদ্ধতি বলে।
২৭। আদমশুমারির উদ্দেশ্য কী?
উঃ জন্ম ও মৃত্যুহার, স্ত্রী-পুরুষের অনুপাত, শিক্ষার হার, কর্মসংস্থানের পরিমাণ, বেকার লোকের পরিমাণ জানাই আদমশুমারির প্রধান উদ্দেশ্য।
২৮। জনসংখ্যার ঘনত্ব কী?
উঃ জনসংখ্যার ঘনত্ব হলো একটি দেশের মোট আয়তনের প্রেক্ষিতে মোট জনসংখ্যার অনুপাত।
২৯। প্ৰজননশীলতা কী?
উঃ প্রজননশীলতা বলতে জৈবিক সন্তান উৎপাদনে স্বেচ্ছাপ্রণোদিত আগ্রহের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে বুঝায়।
৩০। জনসংখ্যা কাকে বলে?
উঃ কোন নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বা Population বলে।
৩১। শুমারি কাকে বলে?
উঃ পূর্ব গণনাকে শুমারি বলে।
৩২। পোস্ট নিওন্যাটাল মৃত্যুহার কি?
উঃ ১ বছরের মধ্যে প্রতি হাজার জীবিত জনসংখ্যার মধ্যে কতজন শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিওন্যাটাল মৃত্যুহার বলে।
৩৩। জীবন সারণি প্রধানত কত প্রকার?
উঃ জীবন সারণী ২ প্রকার। যথা : ১. পূর্ণ-জীবন সারণী ও ২. সংক্ষিপ্ত জীবন সারণী।
৩৪। জনসংখ্যা অভিক্ষেপ কি?
উঃ ভবিষ্যতে নির্দিষ্ট সময়সীমায় একটি দেশের জনসংখ্যার গঠন বা কাঠামো কিরূপ হবে এ সম্পর্কে পূর্ব ধারণা প্রদানকে জনসংখ্যা অভিক্ষেপ বলে।
৩৫। দুইটি জনমিতিক চলকের নাম লিখ।
উঃ দুইটি জনমিতিক চলকের নাম হলো- ১. জন্মহার ও ২. মৃত্যুহার ।
৩৬। বয়ঃনির্দিষ্ট মৃত্যুহার কাকে বলে?
উঃ কোনো দেশে বা ভৌগোলিক এলাকায় কোনো নির্দিষ্ট বছরে কোনো নির্দিষ্ট বয়ঃশ্রেণির প্রতি হাজারে যে কয়জন লোক মারা যান সেই সংখ্যাকে বয়ঃনির্দিষ্ট মৃত্যুহার বলা হয়।
৩৭। স্থানান্তরগমন প্রধানত কয় প্রকার?
উঃ স্থানান্তরগমন ২ প্রকার। যথা- ১. অভ্যন্তরীণ স্থানান্তর ও ২. আন্তর্জাতিক স্থানান্তর।
৩৮। জনসংখ্যা নীতি কি?
উঃ সরকার কর্তৃক গৃহীত আইন ও অধ্যাদেশ প্রেক্ষিতে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্ত বায়নের প্রচেষ্টা হলো জনসংখ্যা নীতি ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। জনবিজ্ঞান কি? জনবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখ। ১০০%
২। আদমশুমারি ও নমুনা শুমারি বলতে কি বুঝায়? ১০০%
৩। বাংলাদেশে জনসংখ্যা বেশি হওয়ার কারণগুলো লিখ। ১০০%
অথবা, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হবার কারণগুলো লিখ।
৪। অর্থনীতিতে জীবন সারণির ব্যবহার আলোচনা কর। ১০০%
অথবা, জীবন সারণি কি? জীবন সারণি কী কী কাজে ব্যবহৃত হয়?
৫। বয়স কাঠামোর বিভিন্ন উপাদানসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৬। উন্নয়নশীল দেশসমূহে শিশু মৃত্যুর উচ্চহারের কারণগুলো কি? ১০০%
৬। জনসংখ্যা পিরামিড বলতে কি বুঝ? ব্যাখ্যা কর। ১০০%
৮। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণসমূহ উল্লেখ কর। ১০০%
৯। বাংলাদেশে নগরায়ণের সাথে অভ্যন্তরীণ অভিগমনের সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
১০। জনবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
১১। আদমশুমারি ও নিবন্ধীকরণ পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১২। অতিরিক্ত জনসংখ্যা কিভা‌বে পরিবেশকে দূষিত করে? ৯৯%
১৩। শিশু মৃত্যুহারকে অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় কেন? ৯৯%
১৪। জনউর্বরতার আর্থসামাজিক
নির্ধারকসমূহ কি? ৯৯%
১৫। প্রাথমিক ও মাধ্যমিক জনমিতিক তথ্যের মধ্যকার পার্থক্য তুলে ধর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। জনবিজ্ঞান কী? জনবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর। ১০০%
২। কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যার প্রকৃতি ব্যাখ্যা কর। ১০০%
৩। জনসংখ্যা অভিক্ষেপের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
৪। (ক) প্রজনন ও প্রজননশীলতার মধ্যে পার্থক্য কি? ১০০%
(খ) বাংলাদেশে উচ্চ প্রজনন হারের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৫। (ক) জীবন সারণির সংজ্ঞা দাও। জীবন সারণির প্রকারভেদ লিখ। ১০০%
(খ) জীবন সারণির প্রস্তুতপ্রণালি আলোচনা কর। ১০০%
৬। (ক) আন্তর্জাতিক অভিগমন কি? অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অভিগমনের ভূমিকা কি? ১০০%
(খ) আন্তর্জাতিক অভিগমনের সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কী? ১০০%
৭। আয়, ভোগ, সঞ্চয় ও বিনিয়োগের উপর জনসংখ্যা প্রবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ কর। ১০০%
৮। পরিবার পরিকল্পনা কি? বাংলাদেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নের বাধাসমূহ আলোচনা কর। ১০০%
৯। (ক) শিশু মৃত্যুহারকে অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় কেন? ১০০%
(খ) নিওন্যাটাল ও পোস্টন্যাটাল মৃত্যুর মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
১০। (ক) কাম্য জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
(খ) বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে কাম্য জনসংখ্যা তত্ত্বের গ্রহণযোগ্যতা যাচাই কর। ১০০%
১১। বিভিন্ন প্রকার স্থানান্তরের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%
১২। বাংলাদেশের জনমিতিক উপাত্তের উৎসসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। (ক) প্রাথমিক ও মাধ্যমিক জনমিতিক চলক কী? ৯৯%
(খ) অর্থনৈতিক উন্নয়নে জনমিতিক চলকগুলোর ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৪। জনসংখ্যা অভিক্ষেপ কি? জনসংখ্যা অভিক্ষেপের প্রকারভেদগুলো আলোচনা কর। ৯৯%
১৫। বাংলাদেশের মৃত্যুর আর্থ-সামাজিক।ও সাংস্কৃতিক নির্ধারকগুলো আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*