ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় সমাজবিজ্ঞান পঞ্চম পত্র পরিবেশ সমাজবিজ্ঞান ১৩২০০১ রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ZPG, WED, CFC, GAD, HPI, FAO,
উঃ ZPG-এর অর্থ শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার (Zero Population Growth).
WED: Women Environment and Development.
CFC: Chloro Fluoro Carbon.
GAD: Gender and Development.

২। পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
অথবা, বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত?
উঃ ০.০৫ মি. গ্রা./লি. বা ০.০১ পিপিএম।
৩। কম্যুনিটি বনায়ন কাকে বলে?
উঃ একটি সম্প্রদায়ের সকলের অংশগ্রহণের ভিত্তিতে গড়ে উঠা বনকে কমিউনিটি বনায়ন বলে।
৪। পরিবেশ দূষণের প্রধান শিকার কারা?
উঃ পরিবেশ দূষণের প্রধান শিকার হলো- মানুষ ও জীববৈচিত্র্য।
৫। পরিবেশ আদালত কী?
উঃ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি পরিবেশ সংক্রান্ত বিধিবিধান ও আইন ভঙ্গ করে তাকে শাস্তি দেওয়ার জন্য যে বিশেষ আদালত রয়েছে তাকে পরিবেশ আদালত বলা হয়।
৬। জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উঃ UNESCO.
৭। বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উঃ বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ ১৯৭৩ সালে জারি করা হয়।
৮। আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
উঃ ০.০৫ মি. গ্রা./লি. বা ০.০১ পিপিএম।
৯। বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?
উঃ বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়।
১০। অতিনগরায়ণ কি?
উঃ নগরায়ণের একটি বিরূপ প্রক্রিয়া।
১১। বায়ু দূষণ কী?
উঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, বায়ূমন্ডলে কোনো পদার্থ যখন এমন মাত্রায় অবস্থান করে যা মানুষ ও তার পরিবশের জন্য ক্ষতিকর তখন সেই অবস্থাকে বায়ু দূষণ বলে।
১২। Eco-Faminism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম কখন শুরু হয়?
উঃ ‘Eco-Faminism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম ১৯৭৪ সালে শুরু হয়।
১৩। ‘সুনামি’ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
উঃ সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে উদ্ভূত।
১৪। দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কি কি?
উঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকার। যথা-
১. দুর্যোগপূর্ব পর্যায়;
২. দুর্যোগকালীন পর্যায় ও
৩. দুর্যোগ পরবর্তীকালীন পর্যায়।
১৫। কিয়োটো প্রটোকল কী?
উঃ কিয়োটো প্রটোকল একটি আন্তর্জাতিক চুক্তি।
১৬। ‘World Population Centers Relations to Soil’ গ্রন্থটির লেখক কে?
উঃ গ্রন্থটির লেখক হলেন- Wolfenger.
১৭। আর্সেনিক কী?
উঃ আর্সেনিক স্বাদ গন্ধহীন এক ধরনের বিষাক্ত মৌলিক পদার্থ। যার রাসায়নিক সংকেত AS, কঠিন, তরল এবং বায়ূবীয় অবস্থায় প্রকৃতিতে আর্সেনিক পাওয়া যায়।
১৮। বাস্তুতন্ত্র সম্পর্কে কে প্রথম আলোচনা করেন?
উঃ জার্মান বিজ্ঞানী আনেস্ট হেগেল ১৮৬৯ সালে।
১৯। CFC গ্যাসের দুটি উৎসের নাম লিখ।
উঃ CFC গ্যাসের দুটি উৎসের নাম হলো ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, অ্যারোসল, ফোম ও প্লাস্টিক কারখানা প্রভৃতি।
২০। ভৌত পরিবেশ কি?
উঃ ভৌত পরিবেশ বলতে বায়ুমণ্ডল,বারিমণ্ডল ও অশ্মমণ্ডল নিয়ে গঠিত পরিবেশকে বোঝায়।
২১। সবুজ কর কী?
উঃ গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর ওপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলে।
২২। পরিবেশ কি?
উঃ পরিবেশ হলো মানুষের চারদিকের পারিপার্শ্বিক অবস্থা যা মানুষের উন্নয়ন বৃদ্ধিকে প্রভাবিত করে।
২৩। বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত?
উঃ অজীব উপাদান ও সজীব উপাদানের সমন্বয়ে গঠিত।
২৪। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
উঃ ৫ জুন।
২৫। ‘Ecology’ শব্দের প্রবক্তা কে?
উঃ জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল (Ernest Haeckel)।
২৬। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপাদনের জন্য দায়ী?
উঃ যুক্তরাষ্ট্র বা USA।
২৭। বাস্তুসংস্থান কি?
উঃ জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুসংস্থান বলে।
২৮। পানি দূষণ বলতে কি বুঝ?
উঃ জীবের উপর মন্দ প্রভাব সৃষ্টিকারী পানির যেকোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনকে পানি দূষণ বলে।
২৯। নির্বনায়ন কি?
উঃ কৃত্রিম বা প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ বা যেকোনো কারণে কোনো বনভূমির বৃক্ষরাজি ধ্বংস হয়ে বৃক্ষহীন অঞ্চলে পরিণত হওয়া বা বৃক্ষরাজি হ্রাস পাওয়াকে নির্বনায়ন বলে।
৩০। ইকোস্ফিয়ার কি?
উঃ পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী যেসব অঞ্চল বিদ্যমান সেই অঞ্চলসমূহকে ইকোস্ফিয়ার একত্রে বলে।
৩১। “Environmental sociology is generally defined as the study of the interrelationships between society and the environment.” -উক্তিটি কার?
উঃ অ্যালান স্নাইবার্গ (Allan Schnaiberg)।
৩২। বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় প্রথম অনুষ্ঠিত হয়?
উঃ ব্রাজিলের রিওডি জেনিরোতে।
৩৩। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি?
উঃ পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হলো- সুন্দর বন।
৩৪। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লিখ।
উঃ দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম হলো CO2 এবং CFC।
৩৫। ওজন স্তর কী?
উঃ ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে।
৩৬। লবণাক্ততা কী?
উঃ কোন স্থানে মাটি ও পানিতে আনুপাতিক হারে লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে লবণাক্ততা বলে।
৩৭। কত সালে বাংলাদেশে পরিবেশ নীতি গ্রহণ করা হয়?
উঃ ১৯৯২ সালে।
৩৮। “Understanding global environment” গ্রন্থটি কার লেখা?
৩৯। জনসংখ্যা কি?
উত্তর একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জন গোষ্ঠীর সমষ্টি হলো জনসংখ্যা।
৪০। দুর্যোগ কি?
অথবা, দুর্যোগ বলতে কি বুঝ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশর এক বা একাধিক উপাদানের অনাকাঙ্ক্ষিত কোন পরিবর্তনের ফলে যদি প্রচুর মানুষের জীবনহানি এবং অর্থনীতির দিক থেকে ব্যাপক প্রার্থীর সম্পত্তির ধ্বংস সাধন ঘটে তবে তাকে দুর্যোগ বলে ।
৪১। শিল্পায়ন কী?
উত্তর শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তি গত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে।
৪২। পরিবেশ নীতি কি?
উত্তর পরিবেশর অবক্ষয় রোধকল্পে বিভিন্ন দেশের সরকার কর্তৃক গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপ বা নীতিমালাকে পরিবেশ নীতি বলে।
৪৩। ধরিত্রী সম্মেলন কি?
উত্তর প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রাখার জন্য অঙ্গীকারবদ্ধ রিওডি জেনিরো ভিত্তিক আন্দোলনকে ধরিত্রী সম্মেলন বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পরিবেশ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। ১০০%
২। পরিবেশগত শরণার্থী ও পরিকল্পনা কি? ১০০%
৩। জীববৈচিত্র কি? জীববৈচিত্র ধ্বংসের কারণ লিখ। ১০০%
৪। ওজোনস্তর কি? ওজোনস্তর ক্ষয়ের প্রভাব লিখ। ১০০%
৫। খাদ্য চক্র কি? খাদ্য চক্রের বর্ণনা দাও। ১০০%
৬। নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উৎসসমূহ লিখ। ১০০%
৭। লিঙ্গ ও পরিবেশের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৮। টেকসই উন্নয়ন বলতে কি বুঝায়? ১০০%
৯। সংক্ষেপে বৈশ্বিক উষ্ণায়ন ব্যাখ্যা কর। ১০০%
১০। নগরায়ণ বলতে কী বুঝ? ১০০%
অথবা, সংরক্ষিত বন বলতে কি বুঝ?
১১। প্রতিবেশ কেন্দ্রিকতা’ বলতে কী বুঝায়? ৯৯%
১২। বায়ু/পানি দূষণ কাকে বলে? ৯৯%
১৩। বাস্তুতন্ত্র বলতে কী বোঝায়? ৯৯%
১৪। লবণাক্ততা অনুপ্রবেশের ফলে সৃষ্ট সমস্যাসমূহ লিখ। ৯৮%
১৫। বাংলাদেশে মরুকরণের কারণগুলো উল্লেখ কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। পরিবেশ সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
২। পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব সম্পর্কে আলোচনা কর। ১০০%
৩। পরিবেশের উপর উন্নয়নের নৈতিবাচক প্রভাব আলোচনা কর। ১০০%
অথবা, পরিবেশের উপর শিল্পায়নের প্রভাব আলোচনা কর।
৪। বাংলাদেশের প্রেক্ষিতে সামাজিক বনায়নের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৫। “বিশ্ব উষ্ণায়নের ফলে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে”-যুক্তিসহ ব্যাখ্যা কর। ১০০%
৬। পরিবেশ রক্ষায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
৭। জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ সরকারের গৃহীত
পদক্ষেপসমূহ উল্লেখ কর। ১০০%
৮। লবণাক্ততা কি? লবণাক্ততার ক্ষতিকর দিকসমূহ আলোচনা করা। ১০০%
৯। প্রতিবেশ কী? প্রতিবেশের উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
১০। পরিবেশ সংরক্ষণে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব লিখ। ১০০%
অথবা, পরিবেশ সংরক্ষণে নারীর ভূমিকা আলোচনা কর।
১১। বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৯%
অথবা, বিশ্ব উষ্ণায়নরোধে গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
১২। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরন আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের মানুষের ওপর পানি দূষণের প্রভাব আলোচনা কর। ৯৯%
অথবা, পানি দূষণ কি? পানি দূষণের কারণসমূহ বিশ্লেষণ কর।
১৪। দুর্যোগ ব্যবস্থাপনা কি? বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপ আলোচনা কর। ৯৯%
১৫। পরিবেশ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। বাংলাদেশে পরিবেশ সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*