ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্র ভারতের মুসলমানদের ইতিহাস ১৩১৬০১ রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়?
উঃ পিটার দি গ্রেট।
২। ওয়াটার লু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উঃ ওয়াটার লু যুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩। ইয়াং ইতালী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ জোসেফ ম্যাজিনি।
৪। ইউরোপের রুগ্নব্যক্তি’ কাকে বলা হয়?
উঃ তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়।
৫। ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়?
উঃ ১৭৮৯ সালে।
৬। জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়?
উঃ ১৮৩০ সালে।
৭। ‘ডুমা’ কী?
উঃ রাশিয়ার জাতীয় পার্লামেন্ট।
৮। ‘ভেটো’ শব্দের অর্থ কী?
উঃ আমি ইহা মানিনা।
৯। কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয়?
উঃ বেলজিয়ামকে।
১০। কূটনৈতিক জাদুকর’ কাকে বলা হয়?
উঃ কূটনৈতিক জাদুকর’ বলা হয় বিসমার্ককে।
১১। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উঃ ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর।
১২। ভার্সাই নগরী কোথায়?
উঃ ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।
১৩। ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উঃ ১৯১৯ সালে।
১৪। টেইলি কি?
উঃ টেইলি হলাে সম্পত্তির উপর ধার্যকৃত কর।
১৫। ‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থটি কে প্রণয়ন করেন?
উঃ ফরাসি দার্শনিক মন্টেস্কু।
১৬। নেপােলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়?
উঃ নেপােলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়।
১৭। ‘নেপোলিয়ন কোড’ কী?
উঃ ১৮০০ সালে নেপোলিয়ন বোনাপার্ট আইনব্যবস্থার আমূল পরিবর্তন এবং সংস্কার সাধনকল্পে একটি আইন কমিশন নিয়োগ করেন। এ কমিশন বিভিন্ন ধরনের অসংগত আইন বাতিল করে সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ আইন-কানুন প্রণয়ন করে, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত।
১৮। দুই জার্মানি একত্রিকরণ করেন কে?
উঃ দুই জার্মানি একত্রিকরণ করেন বিসমার্ক।
১৯। ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৮০৫ সালে।
২০। সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত?
উঃ সেন্ট হেলেনা দ্বীপে নেপােলিয়নকে নির্বাসিত করা হয় বলে।
২১। মেটারনিক কে ছিলেন?
উঃ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
২২। UNO কী?
উঃ UNO হলাে বিশ্বের রাষ্ট্রসমূহের একটি ঐক্যবদ্ধ সংগঠন।
২৩। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৯১৪ সালের ২৮ জুলাই।
২৪। বলকান লীগ কখন গঠিত হয়?
উঃ বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে।
২৫। বিসমার্ক কে ছিলেন?
উঃ জার্মানির চ্যান্সেলর ছিলেন।
২৬। বল্কান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লিখ।
উঃ গ্রিস ও সার্বিয়া।
২৭। বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উঃ বলশেভিক বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়েছিল।
২৮। নেপােলিয়ন কোড’ কি?
উঃ ১৮০০ সালে নেপােলিয়ন বােনাপার্ট আইনব্যবস্থার
আমূল পরিবর্তন এবং সংস্কার সাধনকল্পে একটি আইন
কমিশন নিয়ােগ করেন। এ কমিশন বিভিন্ন ধরনের অসংগত
আইন বাতিল করে সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ আইন-কানুন
প্রণয়ন করে, যা কোড নেপােলিয়ান নামে পরিচিত।
২৯। দি স্পিরিট অব দি লজ’ গ্রন্থের লেখক কে?
উঃ ফরাসি দার্শনিক মন্টেন্ধু ।
৩০। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?
উঃ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
৩১। নেপোলিয়ন বোনাপোর্ট কে ছিলেন?
উঃ নেপোলিয়ন বোনাপোর্ট ছিলেন ফরাসি বীর এবং ১৭৯৯ সাল থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি সম্রাট।
৩২। নেপোলিয়ন কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ নেপোলিয়ন ১৭৬৯ সালে কর্সিকা দ্বীপে
৩৩। ২. পবিত্র চুক্তি কি?
উঃ রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার খ্রিস্টধর্মের মূলনীতির ভিত্তিতে ইউরোপীয় নেতৃবর্গের সাথে যে চুক্তি সম্পাদন করেন তাকে পবিত্র চুক্তি বলে ।
৩৪। পবিত্র চুক্তির (Holy Alliance) উদ্যোক্তা কে ছিলেন।
অথবা, পবিত্র সন্ধি (Holy Alliance) কার পরিকল্পনা?
অথবা, পবিত্র সন্ধির উদ্ভাবক কে?
উঃ রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
৩৫। জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কত দিন?
উত্তর : ৪ দিন।
৩৬। কাকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয়?
উঃ তৃতীয় নেপোলিয়নকে।
৩৭। ‘জোলভেরেইন’ কি?
উঃ জার্মানিতে গঠিত একটি শুল্ক সংঘ।
৩৮। ‘হিটাইরিয়া ফিলকি কি?
উঃ গ্রিসের স্বাধীনতা আন্দোলনের ভ্রাতৃসংঘ।
৩৯। প্রাচ্য সমস্যা কি?
উঃ তুরস্ক অধিভুক্ত বলকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তাই প্রাচ্য সমস্যা নামে পরিচিত।
৪০। গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়?
উঃ গ্রিক স্বাধীনতা যুদ্ধ ১৮২১ সালে সংঘটিত হয়।
৪১। লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কখন? ৯৯%
উঃ লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় ১৮২৭ সালের ৬ জুলাই ।
৪২। সুলতান দ্বিতীয় মুহাম্মদ কে ছিলেন?
উঃ সুলতান দ্বিতীয় মুহাম্মদ ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদের পুত্র।
৪৩। বার্লিন শহরটি কোথায় অবস্থিত?
উঃ বার্লিন শহরটি জার্মানিতে অবস্থিত।
৪৪। প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উঃ ১৯১২ সালে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয়।
৪৫। কাকে রাশিয়ার উদার নৈতিক জার’ বলা হয়?
উঃ দ্বিতীয় আলেকজান্ডারকে রাশিয়ার উদার নৈতিকজার বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রাচ্য সমস্যা ও ফ্যাসিবাদ কী?১০০%
২। ত্রাসের রাজত্ব বলতে কী বুঝ? ১০০%
৩। মেটারনিক পদ্ধতি কী ছিল? ১০০%
৪। আলোকিত স্বৈরতন্ত্র বলতে কি বুঝ? ১০০%
৫। ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কী ছিল? ১০০%
৬। তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কী ছিল? ১০০%
৭। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণসমূহ কী ছিল? ১০০%
৮। ১৯১৯ সালের ভার্সাই সন্ধিকে ‘একতরফা সন্ধি’ কেন বলা হয়? ১০০%
৯। বার্লিন চুক্তি (১৮৭৮) সম্পর্কে একটি টীকা লিখ। ১০০%
অথচ “বাস্তিলের পতনের উপর এক‌টি টীকা লিখ।
১০। প্রথম বলকান যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? ১০০%
১১। পবিত্র চুক্তি ও দ্বি চুক্তি বলতে কি বুঝ? ৯৯%
১২। ১৮৫৬ সালের প্যারিস চুক্তির মূল ধারাগুলো ব্যাখ্যা কর। ৯৯%
১৩। সংক্ষেপে বন্ধান যুদ্ধের তাৎপর্য আলোচনা কর। ৯৯%
১৪। জেকোবিন ক্লাবের কর্মকাণ্ডের ওপর আলোকপাত কর। ৯৯%
১৫। পরিচয় দাও : এডলফ হিটলার ও জোসেফ ম্যাজিনি। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর। ১০০%
২। ১৯৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তাৎপর্য
আলোচনা কর। ১০০%
৩। জার্মানি একত্রীকরণে বিসমার্কের অবদান সংক্ষেপে লিখ। ১০০%
৪। জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহ আলোচনা কর। ১০০%
৫। ইতালি একত্রীকরণে ক্যাভুর ও গ্যারিবন্ডির অবদান পর্যালোচনা কর। ১০০%
৬। গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো পরীক্ষা কর। এ যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী? ১০০%
৮। ‘মহাদেশীয় ব্যবস্থা’ কী? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল? আলোচনা কর। ১০০%
৯। ইউরোপীয় কনসার্ট, বলতে কী বুঝ? এর কার্যাবলি ও ফলাফল আলোচনা কর। ১০০%
১০। রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের সাফল্য ও ব্যর্থতা নিরূপণ কর। ১০০%
১১। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের ও পতনের ইতিহাস বর্ণনা কর। ৯৯%
১২। মিশরের মুহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও। এর ফলাফল কী হয়েছিল? ৯৯%
১৩। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। ১৯১৯ সালের ভার্সাই চুক্তির প্রধান শর্তগুলো আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*