ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় সমাজবিজ্ঞান তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। কৌটিল্যের আসল নাম কী? 

উঃ কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত।

২। লাইসিয়াম কী? 

উঃ লাইসিয়াম হচ্ছে— এরিস্টটলের স্থাপিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

৩। পলিটি কী? 

উঃ পলিটি হলো ধনিকতন্ত্র এবং গণতন্ত্রের সমন্বয়ে এক মিশ্র শাসনব্যবস্থা।

৪। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কী? 

উঃ ঐশ্বরিক যুক্তি বা প্রজ্ঞার প্রতিফলন যখন মানুষের উপরে ঘটে এখন তাকে প্রাকৃতিক আইন বলে।

৫। ‘সাধারণ ইচ্ছা কী? 

উঃ চুক্তি সম্পাদনকারী ব্যক্তিদেরই একটি নৈতিক ও যৌথ সংস্থাকে সাধারণ ইচ্ছা বলে।

৬। ‘সদগুণই জ্ঞান’—উক্তিটি কার? 

উঃ উক্তিটি সক্রেটিসের।

৭। প্লেটোর মতে, দার্শনিক রাজার গুণ কী? 

উঃ প্লেটোর মতে, দার্শনিক রাজার গুণ হলো- আদর্শ রাষ্ট্রের শাসন ভার থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান গুণ হলো প্রজ্ঞা।ক্ষমতার প্রতি তাঁরা মোহান্বিত হবেনা, পক্ষপাতিত্ব তাদের কাছে অজানা থাকবে ।

৮। ‘আল মুকাদ্দিমা’ কী ধরনের গ্রন্থ? 

উঃ “আল-মুকাদ্দিমা” মুখবন্ধ জাতীয় গ্রন্থ ।

৯। ‘The City of God’ গ্রন্থের রচয়িতা কে? 

উঃ সেন্ট অগাস্টিন ।

১০। ‘Leviathan’ গ্রন্থের লেখক কে? 

উঃ টমাস হবস।

১১। জন লকের মতে, প্রাকৃতিক আইনের উৎস কী? 

উঃ জন লকের মতে, প্রাকৃতিক আইনের উৎস হলো- প্রাকৃতিক আইন ও অধিকার : লক বলেছেন প্রকৃতির রাজ্য পরিচালনা করতো প্রাকৃতিক আইন। এই প্রাকৃতিক আইন ছিল বলেই কেউ কারো জীবন স্বাধীনতা ও সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে পারতো না। লকের ধারণায় এই প্রাকৃতিক আইন ছিলো সর্বজনীন।

১২। রুশোর মতে ক্ষমতার মূল উৎস কী? 

উঃ রুশোর মতে ক্ষমতার মূল উৎস হলো – সার্বভৌম ক্ষমতার প্রকৃতিই এমন যে তা কখনও ভুল করতে পারে না। অর্থাৎ সার্বভৌমত্ব অভ্রান্ত প্রকৃতির, সার্বভৌম কখনও অন্যায় করতে পারেনা। কারণ সাধারণ ইচ্ছা সব সময়েই মানুষের সামগ্রিক কল্যাণমুখী।

১৩। প্লেটো কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? 

উঃ প্লেটো এথেন্সে ৪২৭ খ্রিস্টপূর্ব অব্দে জন্মগ্রহণ করে।

১৪। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন? 

উঃ প্লেটোর আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণি বিদ্যমান। যথা- ১. দার্শনিক শ্রেণি, ২. যোদ্ধা শ্রেণি ও ৩. উৎপাদক শ্রেণি৷

১৫। ‘The Politics’ গ্রন্থের রচয়িতা কে? 

উঃ ‘The Politics’ গ্রন্থের রচয়িতা এরিস্টটল।

১৬। “Strength is power and happiness is its ends.” উক্তিটি কার? 

উঃ কৌটিল্যের।

১৭। গোষ্ঠী সংহতি কী? 

উঃ গোষ্ঠী সংহতি হলো আল-আসাবিয়াহ-এর অপর নাম ।

১৮। নব্য এরিস্টটল কে? 

উঃ সেন্ট টমাস একুইনাসকে।

১৯। ক্ষমতার রাজনীতির প্রবক্তা কে? 

উঃ ক্ষমতার রাজনীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

২০। ‘রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব’— উক্তিটি কার?

উঃ ‘রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব’— উক্তিটি জ্যা জ্যাক রুশোর।

২১। কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়? 

উঃ সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে।

২২। রুশোর মতে, আইন কী? 

উঃ সার্বভৌম রাষ্ট্রে জনগণের ইচ্ছা বাস্তবায়নের নিমিত্তে সরকার যেসব বিধান অনুসরণ করে তাই আইন।

২৩। ‘The Republic’ গ্রন্থটি কার লেখা? 

উঃ The Republic’ গ্রন্থটি প্লেটো।

২৪। ‘আদর্শ রাষ্ট্রে’ কয়টি শ্রেণির কথা বলেছেন? 

উঃ প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণির কথা বলেছেন। যথা – ১. দার্শনিক শ্রেণি ২. যোদ্ধা শ্রেণি ৩. উৎপাদক শ্রেণি। 

২৫। সেন্ট অগাস্টিন এর মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত?

উঃ দুই ধরনের সমাজে বিভক্ত।

২৬। ‘Leviathan’ এর লেখক কে? 

উঃ ‘Leviathan’ এর লেখক টমাস হবস্।

২৭। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?

উঃ একুইনাসের মতে আইন চার প্রকার।

২৮। ইবনে খালদুনের মতে ‘রাষ্ট্রের’ মূলভিত্তি কি? 

উঃ ইবনে খালদুনের মতে, সমাজ সংহতি বা ঐক্যচেতনাই রাষ্ট্রশক্তির মূলভিত্তি।

২৯। আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ কে? 

উঃ আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ জন লক।

৩০। “Two Teaties on Civil Government’ গ্রন্থটি কোন দার্শনিকের? 

উঃ “Two Teaties on Civil Government’ গ্রন্থটি জন লকের।

৩১। রুশোর সার্বভৌমত্ব এর অর্থ কি? 

উঃ রুশোর সার্বভৌমত্ব এর অর্থ হলো-জনগণের সাধারণ ইচ্ছা।

৩২। “দাস তার প্রভুর জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার”-উক্তটি কার? 

উঃ এরিস্টটল।

৩৩। দুইরাষ্ট্র তত্ত্বের জনক কে? 

উঃ সেন্ট অগাস্টিন।

৩৪। কোন রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়? 

উঃ সেন্ট টমাস একুইনাস কে।

৩৫। কৌটিল্য রাষ্ট্রীয় আইনের কয়টি উৎস নির্দেশ করেছেন? 

উঃ চারটি।

৩৬। ‘সুম্মা থিওলোজিকা’ শব্দের অর্থ কী? 

উঃ ধর্মতত্ত্বের প্রধান কথা ।

৩৭। জন লকের সামাজিক চুক্তির মতবাদের মূল নীতি কি? 

উঃ ‘জনগণের সামগ্রিক প্রচেষ্টার ফলে সামাজিক চুক্তি হয়েছে’ ।

৩৮। রুশোর মতে সাধারণ ইচ্ছা কী? 

উঃ চুক্তি সম্পাদনকারী ব্যক্তিদেরই একটি নৈতিক ও যৌথ সংস্থাকে সাধারণ ইচ্ছা বলে।

৩৯। প্লেটোর শিক্ষা ব্যবস্থার প্রধানত কয়টি স্তর? 

উঃ প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর দুইটি ১. প্রাথমিক স্তর ও ২. উচ্চতর স্তর।

৪০। দাসপ্রথাকে ‘Living tools’ হিসাবে আখ্যায়িত করেছেন কে? 

উঃ দাসপ্রথাকে ‘Living tools’ হিসাবে আখ্যায়িত করেছেন টমাস হবস্।

৪১। ‘Summa Theologica’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ ‘Summa Theologica’ গ্রন্থটির রচয়িতা একুইনাস।

৪২। জন লকের মতানুযায়ী সম্মতি কয় প্রকার? 

উঃ ২ প্রকার।

৪৩। মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে কিন্তু সে সবত্রই শৃঙ্খলিত’– উক্তিটি কার?

উঃ ‘মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে কিন্তু সে সবত্রই শৃঙ্খলিত’ – উক্তিটি রুশোর।

৪৪। প্লেটোর মতে, প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?

উঃ প্লেটোর মতে, প্রাথমিক শিক্ষার বয়সসীমা (৬-২০) বছর।

৪৫। এরিস্টটলের মতে ক্রীতদাস কয় ধরনের? 

উঃ দুই ধরনের। যথা- প্রকৃতিগত দাস ও আইনগত দাস।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) 

১। প্লেটের মতে, ন্যায় বিচার কী? ১০০% 

অথবা, প্লেটোর সাম্যবাদ কী?

২। ‘আদর্শ রাষ্ট্র’ কী? এর বৈশিষ্ট্য লিখ। ১০০%

৩। এরিস্টটলের মতে, বিপ্লবের কারণসমূহ কী? ১০০%

৪। “আসাবিয়া” কী? আসাবিয়া প্রত্যয়টি ব্যাখ্যা কর। ১০০%

৫। কৌটিল্যের মতে, রাজ্যের প্রশাসন ব্যবস্থার কাঠামো কী?১০০%

৬। রুশোর সাধারণ ইচ্ছার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%

৭। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? ১০০%

৮। কৌটিল্যের প্রশাসন ব্যবস্থা সংক্ষেপে আলোচনা কর। ১০০%

৯। সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে বিধাতার রাষ্ট্রের বর্ণনা দাও। ৯৯%

১০। ম্যাকিয়াভেলির মতে সরকারের শ্রেণিবিভাগ লিখ। ১০০%

১১। টমাস হবসের মতে সামাজিক চুক্তি কি? ৯৯%

অথবা, জন লকের সামাজিক চুক্তির প্রকৃতি ব্যাখ্যা কর।

১২। সেন্ট অগাস্টিনের মতানুযায়ী গীর্জা ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক লিখ। ৯৯%

১৩। হবস্ এর মতে নিরঙ্কুশ সার্বভৌমত্ব কী? ৯৯%

১৪। একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কি? ৯৮%

অথবা, প্রাকৃতিক আইন সম্পর্কে হবসের ধারণা ব্যাখ্যা কর।

১৫। মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা সংক্ষেপে আলোচনা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। ১০০%

২। অগাস্টিনের ‘দুই রাষ্ট্র’ তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%

অথবা, পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্র সম্পর্কে সেন্ট অগাস্টিনের মতবাদ ব্যাখ্যা কর।

৩। সমাজ ও সভ্যতা বা রাষ্ট্রের ‘উত্থান-পতন’ সম্পর্কে ইবনে খালদুনের মতামত ব্যাখ্যা কর। ১০০%

৪। শাসকের দায়িত্ব ও গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর। ১০০%

৫। ধর্ম, নৈতিকতা, রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা মূল্যায়ন কর। ১০০%

৬। জন লকের প্রকৃতির রাজ্যের বিবরণ দাও। ১০০% 

৭। রুশোর সার্বভৌমত্ব তত্ত্ব আলোচনা কর। ১০০%

৮। দাসতত্ত্ব কি? এরিস্টটলের দাসতত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%

৯। সমাজ দর্শনে/মধ্যযুগের সমাজচিন্তায় ইবনে খালদুনের অবদান মূল্যায়ন কর। ১০০%

১০। প্রসাশন ও সমাজচিন্তায় কৌটিল্যের ধারণা বা অবদান ব্যাখ্যা কর। ১০০%

১১। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? 

জন লকের ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি আলোচনা কর। ৯৯%

অথবা, জন লকের সম্পত্তি সম্পর্কিত ধারণা মূল্যায়ন কর। 

১২। সংক্ষেপে সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%

অথবা, সেন্ট টমাস একুইনাসকে কেন মধ্যযুগের এরিস্টটল বলা হয়? ব্যাখ্যা কর।

১৩। শক্তিশালী জাতিরাষ্ট্র সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা পর্যালোচনা কর। ৯৮%

১৪। আদর্শ রাষ্ট্র কি? প্লেটোর আদর্শ রাষ্ট্রতত্ত্বটি আলোচনা কর। ৯৮%

১৫। বিপ্লব তত্ত্ব কি? এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*