ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। বিকিরণ ক্ষমতা কাকে বলে? 

উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের যে পরিমাণ তাপ লম্বভাবে বিকীর্ণ হয় তাকে ঐ বস্তুর বিকিরণ ক্ষমতা বলে ।

২। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত কর।

উঃ দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে।

৩। বণ্টন ফাংশন কী? 

উঃ যে ফাংশন কোনো সময়ে দশাস্থানে যেকোনো সূক্ষ্ম.আয়তন dr-তে দশা বিন্দুর সংখ্যা নির্দেশ করে তাকে বণ্টন ফাংশন বলে।

৪। পারিসাংখ্যিক সাম্যাবস্থা বলতে কি বুঝ?

উঃ সিস্টেমের প্রতিটি সূক্ষ্মব্যবস্থার বিশেষ একটি অতি অনুকূল বণ্টন রয়েছে। এই বণ্টনে উপনীত হলে সিস্টেমটি পরিসাংখ্যিক সাম্যাবস্থা লাভ করে এবং এরূপ বণ্টনকেই

পরিসাংখ্যিক সাম্যবস্থা বলে। পরিসাংখ্যিক সাম্যবস্থায় সূক্ষাবস্থার সংখ্যা এবং ব্যবস্থার এনট্রপি সর্বোচ্চ হয়।

৫। জুল-থমসন প্রভাব কী?

উঃসচ্ছিদ্র ছিপি পরীক্ষায় ছিপির ছিদ্রের মধ্য দিয়ে অধিক চাপের গ্যাসের সংকোচন প্রকোষ্ঠ হতে নিম্ন চাপের প্রকোষ্ঠে প্রসারিত হতে দিলে শৈত্যতার সৃষ্টি হয়। একে জুল-থমসন প্রভাব বা জুল-থমসন ক্রিয়া বলে।

৬। বোসন কী?

উঃ সদৃশ কণাসমূহ যাদের স্পিন শূন্য বা পূর্ণসংখ্যা যাদেরকে আলাদাভাবে পৃথক করা যায় না এবং যারা পলির বর্জন নীতি মেনে চলে না তাদেরকে বোসন বলে।

৭। বোস তাপমাত্রা কী?

উঃ যে তাপমাত্রায় বোস গ্যাসের আচরণ ব্যাখ্যা করা যায় তাকে বোস তাপমাত্রা বলে ।

৮। ফার্মি শক্তি কী? 

উঃ ফার্মিস্তরের সাথে সংশ্লিষ্ট শক্তিকে ফার্মিশক্তি বলা হয়।

৯। সূক্ষ্ম বিধেয় সমাবেশ কী?

উঃ অভিন্ন শক্তি (E), আয়তন (v) ও কণার সংখ্যা (n) সমন্বয়ে কতিপয় স্বাধীন সিস্টেমের সমাবেশকে সূক্ষ্ম বিধেয় সমাবেশ বলে।

১০। এনথালপি কি?

উঃ অন্তঃস্থ শক্তির সাথে শক্তি, চাপ ও আয়তনের গুণফলের সমষ্টিকে এনথালপি বলা হয়।

১১। হেলম্‌হোলজ মুক্ত শক্তির সংজ্ঞা দাও।

উঃ কোনো সিস্টেমের সমতাপীয় প্রাপ্য শক্তিকে মুক্ত শক্তি বলে। মুক্ত শক্তিকে তাপগতিয় বিভব বা গিবস হেলমহোলজ ফাংশনও বলা হয়। একে G দ্বারা প্রকাশ করা হয়। মুক্ত শক্তি ফাংশন G এর গাণিতিক সংজ্ঞা হলো, G=ETS + PV; এখানে P. V. T হলো সিস্টেমের চাপ, আয়তন ও তাপমাত্রা এবং E ও S হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ও এন্ট্রপি।

১২। সমাবেশ কী?

উঃ অনুরূপভাবে প্রস্তুত অনেকগুলো সিস্টেমের সন্নিবেশকে এনসেম্বল বা সমাবেশ বলে।

১৩। দশা সূত্র বিবৃত কর। 

উঃ কোনো সিস্টেমের উপর শুধুমাত্র চাপ ও তাপমাত্রার প্রভাব বিবেচনা করলে সিস্টেমের দশার সংখ্যা বা স্বাতন্ত্র সংখ্যার যোগফল ঐ সিস্টেমের উপাদান সংখ্যা অপেক্ষা দুই বেশি।

১৪। বোসন কী?

উঃসদৃশ কণাসমূহ যাদের স্পিন শূন্য বা পূর্ণসংখ্যা যাদেরকে আলাদাভাবে পৃথক করা যায় না এবং যারা পলির বর্জন নীতি মেনে চলে না তাদেরকে বোসন বলে।

১৫। কার্নে কী? 

উঃ যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করলে একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করতে পারে তাকে কার্নোর চক্র বলে।

১৬। তাপগতিবিদ্যার ১ম সূত্র বিবৃত কর।

উঃ কোনো সিস্টেমে প্রদত্ত তাপশক্তির কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ কাজে রূপান্তরিত হয়। 

১৭। অন্তঃস্থ শক্তি কাকে বলে? 

উঃ প্রত্যেক বস্তুর মধ্যে একটি সহজাত শক্তি নিহিত থাকে, যা কাজ সম্পাদন করতে পারে, যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিকগতি, স্পন্দনগতি

আবর্তনগতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত এই শক্তিকেই অন্তঃস্থ শক্তি বলে।

১৮। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি?

উঃ যে প্রক্রিয়ায় কোনো সিষ্টেমের সম্মুখবর্তী পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারেনা এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী পরিবর্তনের প্রতিস্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না, সে প্রক্রিয়াকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে।

১৯। উচ্চ তাপমাত্রা কী?

উঃ 500° C তাপমাত্রা অপেক্ষা অধিক তাপমাত্রাকে উচ্চ তাপমাত্রা বলে ।

২০। আপেক্ষিক তাপ কাকে বলে?

উঃ কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি, বা হ্রাস করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে।

২১। থার্মোকাপল কী? 

উঃ দুটি ভিন্ন ধাতুর পরিবাহী তারের প্রান্ত পরস্পরের সাথে যুক্ত করে সংযোগ স্থলদ্বয়কে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় রাখলে তারদ্বয়ের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তারদ্বয়ের সংযুক্তির ফলে যে বর্তনীর সৃষ্টি হয় তাকে থার্মোকাপল বা তাপযুগল বলে।

২২। আদর্শ কৃষ্ণবস্তু কি?

উঃ যে বস্তু তার উপর আপতিত সকল তরঙ্গ দৈর্ঘ্যের বিকীর্ণ শক্তির সব অংশই শোষণ করে কোনো অংশই প্রতিফলিত হয় না, তাকে আদর্শ কৃষ্ণবস্তু বলে।

২৩। ফার্মিয়ন কী?

উঃ সদৃশ কণাসমূহ যাদের স্পিন 1/2 এবং পাউলির বর্জন নীতি মেনে চলে তাদেরকে ফার্মিয়ন বলে।

২৪। কৃষ্ণ কায়া কী?

উঃ কোনো বস্তুর উপর আপতিত বিকিরণ উক্ত বস্তু কর্তৃক নিয়ে সম্পূর্ণ শোষিত হলে তাকে কৃষ্ণকায়া বা কৃষ্ণ বস্তু বলে।

২৫। বাস্তব গ্যাস কি?

উঃ যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সূত্র মেনে চলে না, তাকে বাস্তব গ্যাস বলে। অর্থাৎ বাস্তবে যে গ্যাস পাওয়া যায় তাকে বাস্তব গ্যাস বলে।

২৬। প্রত্যাবর্তী প্রক্রিয়া কী?

উঃ যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং কার্যকরী পদার্থ সম্মুখগামী প্রক্রিয়ার ন্যায় পশ্চাৎগামী প্রক্রিয়াতেও সকল বিষয়ে অবিকল একই বিষয়ের মধ্য দিয়ে অতিক্রম করে তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা উৎক্রমনীয় প্রক্রিয়া বলে।

২৭। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে চাপ ও আয়তনের সম্পর্ক কী?

উঃ PV = ধ্রুবক।

২৮। তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতির নাম লিখ।

উত্তর : তাপ সঞ্চালনের তিনটি বিশিষ্ট পদ্ধতি রয়েছে। এগুলো হলো : (ক) পরিবহন (Conduction); (খ) পরিচালন (Conveetion) ও (গ) বিকিরণ (Rodiation)।

২৯। সমোষ্ণ পরিবর্তন কাকে বলে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? 

উঃসমোষ্ণ পরিবর্তন : যে তাপগতীয় পরিবর্তনে কোনো সিস্টেমের চাপ ও আয়তন পরিবর্তিত হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে তাকে সমোষ্ণ পরিবর্তন বলে। রুদ্ধতাপীয় পরিবর্তন : যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ ও

আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপের কোনো আদান- প্রদান হয় না তাকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলে।

৩০। দশা স্থান কি?

উঃ অবস্থান ও ভরবেগের মিলিত স্থানকে দশা স্থান বলা হয়।

৩১। তাপগতীয় অপেক্ষকগুলোর নাম লেখ।

উঃ ১. অভ্যন্তরীণ শক্তি U; ২. হেলমহোজের মুক্ত শক্তি F; ৩. এনথালপি বা মোট তাপ H ও ৪. গিবসের অপেক্ষক বা তাপগতীয় বিভব G.

৩২। কর্ণো চক্র কি?

উঃ যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করলে একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্লো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করতে পারে তাকে কার্নোর চক্র বলে।

৩৩। S.I এককে সার্বজনীন গ্যাস ধ্রুবক R-এর মান লিখ। 

উঃ SI এককে R এর মান হচ্ছে 8.316 joule/ মোল/ কেলভিন।

৩৪। বদ্ধ সিস্টেম কি?

উঃ যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তির আদান- প্রদান করে তাকে বদ্ধ সিস্টেম বলে।

৩৫। এস.আই.এককে স্টীফ্যান-বোল্টজম্যান ধ্রুবকের মান লিখ। 

উঃ C.G. S পদ্ধতিতে, K = 1.38 × 10-16 erg. K-1 এ M.K.S. পদ্ধতিতে K = 1.38×10-23 J K – 1

৩৬। কৃষ্ণকস্তুর বিকিরণ কি?

উঃকোনো আদর্শ কৃষ্ণবস্তুকে উত্তপ্ত করলে এটি সকল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ নিঃসরণ করে। একে কৃষ্ণবস্তুর বিকিরণ বলে।

৩৭। তাপ পরিবহন গুণাংক কাকে বলে?

উঃ একক পুরুত্ব এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থ খণ্ডের দুই সমান্তরাল বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য একক হলে এর মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠের দিকে লম্বভাবে সঞ্চালিত হয় তাকে ঐ পদার্থের তাপ পরিবহন গুণাংক বা তাপ পরিবাহিতাংক বলে।

৩৮। এন্ট্রিপি কি?

উঃ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে।

৩৯। বিভাজন ফাংশনের সংজ্ঞা দাও।

উঃ 12=2 i Egiege-BEi = Z কে বিভাজন ফাংশন বলে।

৪০। আদর্শ গ্যাস কাকে বলে?

উঃযে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।

৪১। তাপগতিবিদ্যা কাকে বলে?

উঃ পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে তাপ গতিবিদ্যা বলা হয়।

৪২। স্বাধীনতার মাত্রা কি?

উঃ কোনো গতিশীল সংস্থার অবস্থা নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য মোট যত সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন, উহাকে সেই সংস্থার স্বাধীনতার মাত্রা বলে।

৪৩। ব্রাউনীয় গতি কি?

উঃ ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন পরীক্ষার সময় লক্ষ করেন যে উদ্ভিদ রসের মধ্যে অতি ক্ষুদ্র অনেকগুলো কণা এলোমেলোভাবে সকলদিকে অবিরাম ঘোরাফেরা করছে। এই গতি মূলত তাপীয়গতি। আবিষ্কারকের নাম অনুসারে এই গতিকে ব্রাউনীয় গতি বলা হয় ।

৪৪। বোল্টজম্যান ধ্রুবক কাকে বলে?

উঃ প্রতি অণু গ্যাস ধ্রুবকের মানকে বোল্টজম্যান

ধ্রুবক বলা হয়। বোল্টজম্যান ধ্রুবক, k = R/NA.

৪৫। ভ্যানডার ওয়ালসের সমীকরণ লিখ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর।  ১০০%

২। দেখাও যে, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। ১০০%

৩। দেখাও যে, একটি আদর্শ গ্যাসের জন্য জুল-থমসন প্রভাব শূন্য। ১০০%

৪। ফার্মি-ডিরাক ও বোস-আইনস্টাইন পরিসংখ্যানের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৫। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ লিখ। ১০০%

৬। ব্রাউনীয় গতি বলতে কি বুঝ? ব্রাউনীয় গতির বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%

৭। একটি গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপ প্রসারণে কৃত কাজের রাশিমালা নির্ণয় কর। ১০০%

৮। প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।  ১০০%

 ৯। Cv অপেক্ষা Cp বড় কেন? ব্যাখ্যা কর।  ১০০%

 ১০। 1 বর্গমিটার প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি বস্তুর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 0.015/0.025 ক্যালরি তাপ পরিবাহিত হয়ে 0.075°C/m বা 0.075k/m নতিমাত্রা সৃষ্টি করে। বস্তুর তাপ পরিবহণ গুণাংকের মান নির্ণয় কর। ১০০%

১১। একটি ব্যবস্থার স্থূলাবস্থা ও সূক্ষ্মাবস্থা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।  ৯৯%

অথবা, তাপীয় সাম্যাবস্থা ও পরিসাংখ্যিক সাম্যাবস্থা বলতে কি বুঝ? 

১২। নিম্ন তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি পাল্লাসহ বর্ণনা কর।  ৯৯%

১৩। কোন বস্তুর বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতা ব্যাখ্যা কর। ৯৯%

১৪। পার্টিশন ফাংশন এবং হেলমোজ মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর। ৯৯%

১৫। 0°C তাপমাত্রায় প্রতিগ্রাম অণু হাইড্রোজেনের গতিশক্তি নির্ণয় কর। (R = 8.3×10⁷ আর্গ/গ্রাম মোল°K) ৯৮%

১৬। দশা সূত্র কী? এটি প্রতিপাদন কর।  ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। (ক ) সরলরৈখিক তাপ প্রবাহের ক্ষেত্রে ফোরিয়ারের সমীকরণ প্রতিষ্ঠা কর এবং এর সমাধান কর। ১০০%

(খ) তাপ সুপরিবাহী ও তাপ কুপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য উল্লেখ কর। ১০০%

২। (ক) কৃষ্ণবস্তুর বিকিরণে প্ল্যাংকের শক্তি বণ্টন সূত্র প্রতিপাদন কর।  ১০০%

অথবা, প্ল্যাংকের বিকিরণ সূত্র বিবৃত ও প্রতিপাদন কর। 

(খ) বোসন ও ফার্মিয়নের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৩। (ক) প্রমাণ কর : অন্তঃস্থ শক্তি, U = F – T (ⳜF/ⳜT)v.

(খ) দেখাও যে, ভ্যান্ডার ওয়ালসের গ্যাসের জন্য জুল-থমসন শীতলতা হলো, ΔΤ/ΔP = 1/Cp (2a/RT – b). ১০০%

৪। (ক) তাপীয় পারিবাহিতাংক ও তাপমাত্রিক পরিবাহিতার মধ্যে পার্থক্য লিখ। ১০০%

(খ) একটি সুষম দণ্ড বরাবর তাপ প্রবাহের ক্ষেত্রে ফুরিয়ার সমীকরণ প্রতিপাদন কর। ১০০%

৫। (ক) চিরায়ত পারিসাংখ্যিক বলবিজ্ঞানে লিওভিলি’র উপপাদ্য বিবৃত ও প্রমাণ কর।  ১০০%

(খ) সমাবেশ বলতে কি বুঝ?  ১০০%

৬। (ক) ফার্মি-ডিরাক বণ্টন সূত্র প্রতিষ্ঠা কর। ১০০%

(খ) কণার চিরায়ত বণ্টন সূত্রের সাথে কোয়ান্টাম বণ্টন সূত্রের তুলনা কর। ১০০%

৭। (ক) দেখাও যে, একক আয়তনের এক‌টি আদর্শ গ্যাসের চাপ গ্যাস অণুগুলোর গতিশক্তির দুই – তৃতীয়াংশ।  ১০০%

অথবা, প্রমাণ কর যে, PV = ⅓mn-².

(খ) ভ্যান-ডার ওয়ালস্ এর সমীকরণের আলোকে যদি কোনো গ্যাসের বয়েল ও ক্রান্তি তাপমাত্রা TB ও Tc হয়, তবে দেখাও যে, TB = 27/8.Tc।  ১০০%

৮। (ক) গড় মুক্ত পথ বলতে কি বুঝ? গড় মুক্ত পথের রাশিমালা প্রতিপাদন কর।  ১০০%

(খ) কুপরিবাহী পদার্থের তাপ পরিবাহিতা লি”র পদ্ধতিতে নির্ণয় কর। ১০০%

৯। (ক) ম্যাক্সওয়েল – বোল্টজম্যান শক্তি বণ্টন সূত্রটি প্রতিপাদন কর। ১০০%

(খ) ম্যাক্সওয়েল – বোল্টজম্যান শক্তি বণ্টন সূত্রের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%

১০। (ক) পারদকে থার্মোমিতিক পদার্থ হিসেবে ব্যবহারের সুবিধাগুলো কী কী? ১০০%

(খ) একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা কর। ১০০%

১১। (ক) এন্ট্রপি এবং বিভাজন অপেক্ষকের মধ্যে সম্পর্ক স্থাপন কর। ৯৯%

(খ) বোল্টজম্যান পরিবহণ সমীকরণ প্রতিপাদন কব।  ৯৯%

১২। (ক) ম্যাক্সওয়েলের তাপগতিবিদ্যার সমীকরণগুলো তাপগতিবিদ্যার। ফাংশন থেকে প্রতিপাদন কর।  ৯৯%

(খ) ম্যাক্সওয়েলের তাপগতিবিজ্ঞানের সম্পর্ক চারটি  প্রতিপাদন কর।  ৯৯%

১৩। (ক) জুল-থমসন ক্রিয়া বলতে কি বুঝ? দেখাও যে,

একটি আদর্শ গ্যাসের জন্য জুল-থমসন প্রভাব শূন্য। ৯৯%

(খ) দশা সূত্র কি? পানির দশা চিত্র বর্ণনা কর। ৯৯%

১৪। (ক) স্টীফ্যান-বোলজম্যান সূত্র প্রয়োগ করে সূর্যের তাপমাত্রার রাশিমালা প্রতিপাদন কর। ৯৯%

(খ) অনুবিধেয়, বিধেয় ও মহাবিধেয় সমাবেশগুলো আলোচনা কর।  ৯৯%

১৫। (ক) দেখাও যে, বোস বা ফার্মি পরিসংখ্যানের আলোকে আদর্শ গ্যাসের সমীকরণ PV = = ⅔E. ৯৯%

(খ) বোস-আইনস্টাইন ঘনীভবন ঘটনা আলোচনা কর।  ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*