ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় প্রাণিবিজ্ঞান চতুর্থ পত্র রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-STH, ACTH.
২। ম্যামথ কী?
উঃ ম্যামথ হলো প্রথম আদর্শ হাতির নাম।
৩। প্লিস্টোসিন হিমবাহ কী?
উঃ প্লিস্টোসিন যুগে হিমবাহ ঘটার কারণকে প্লিস্টোসিন হিমবাহ বলে।
৪। হোমিওস্ট্যাসিস বলতে কী বুঝ?
উঃ হোমিওস্ট্যাসিস হচ্ছে একটি সামগ্রিক সমন্বিত শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধমে জীব তার আন্তঃপরিবেশে স্থিতাবস্থা বজায় রাখে।
৫। সিলোম কি?
উঃ দুটি মেসোডার্ম স্তরের মধ্যবর্তী ফাঁকা স্থান বা গহ্বরকে সিলোম বলে।
৬। জৈব বিবর্তন কি?
উঃ “জৈব বিবর্তন হলো জীবের প্রকাশ। খুব সরল হতে ক্রমবর্ধনমান জটিলতার বিভিন্ন স্তরের ভেতর দিয়ে জীব গঠনের সুশৃঙ্খলা বিকাশ ও পরিবর্তন।”
৭। ‘এরা’ কি?
উঃ ইত্তন এর এক একটি ভাগকে এরা বলে ।
৮। লালার উপাদানগুলির নাম লিখ ।
উঃ পানি, টায়ালিন ও মিউসিলন নামক প্রোটিন, Na, poK, H2CO3, ক্লোরাইড, ফসফেট, লাইসোজোম এনজাইম এবং ইউরিয়া ও ইউরিক এসিড প্রভৃতি উপাদান বিদ্যমান ।
৯। মহাদেশীয় দ্বীপ বলতে কী বুঝ?
উঃ মহীসোপানের উপর অবস্থিত, সংকীর্ণ জলরাশি দ্বারা মূল ভূখণ্ড হতে পৃথকীকৃত, আকারে বৃহৎ এবং অধিক প্রাণিবৈচিত্র্যসম্পন্ন দ্বীপসমূহকে মহাদেশীয় দ্বীপ বলে।
১০। মেসোজোয়িক এরা (Era) কী?
উঃ প্যালিওজোয়িক ও সিনোজোয়িক এরা বা যুগের মাঝমাঝি এরা’ বা যুগকে মোসোজোয়িক এরা (Era) বলে।
১১। জেনেটিক ড্রিফট কী?
উঃ প্রাকৃতিক নির্বাচন ছাড়া কোনো ক্ষুদ্র জীবগোষ্ঠীতে জিনের পরিমাত্রার পরিবর্তন ঘটাকে জেনেটিক ড্রিফট বলে।
১২। নিয়ানডারথাল মানব কারা?
উঃ Homo neanderthalensis.
১৩। ভূ-তাত্ত্বিক সময় সারণি কী?
উঃ পৃথিবী সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কালকে Geological time বলে।
১৪। সমান্তরাল বিবর্তনের উদাহরণ দাও।
উঃ ডমব্যাট, মারসুপিয়াল স্তন্যপায়ী, কোয়ালা ইত্যাদি।
১৫। হাইপারটনিক মূত্র বলতে কী বুঝ?
উঃ মূত্র থেকে পানি বের হয়ে ঘনীভূত যে মূত্র তৈরি হয় তাকে হাইপারটনিক মূত্র বলে ।
১৬। হরমোন কি?
উঃ হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা কোনো কোষগুচ্ছ হতে ক্ষরিত হয়ে রক্তস্রোত দ্বারা বাহিত হয়ে দূরবর্তী অন্য কোনো সুনির্দিষ্ট কোষগুচ্ছ বা কোষসমূহকে প্রবাহিত করে।
১৭। সার্টলি কোষ কী?
উঃ টেস্টিসের সোমাটিক কোষ যা শুক্রাণু উৎপাদনে ভূমিকা রাখে তাকে সার্টলি কোষ বলে।
১৮। দুইটি জলজ স্তন্যপায়ীর বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ (ক) শুশুক- Platanista ganetica ও (খ) ডলফিন- Delphinus delphis.
১৯। রেচন বলতে কী বুঝ?
উঃ বিপাকীয় তাপের ফলে উৎপন্ন অপ্রয়োজনীয়, অতিরিক্ত ও দূষিত পদার্থ যে শারীরবৃত্তীয় পদ্ধতিতে দেহ থেকে দ্রুত ও নিয়মিত হারে অপসারিত হয় তাকে রেচন বলে।
২০। মূত্রের উপাদানগুলো কী?
উঃ মানুষের রেচন দ্রব্যকে সাধারণভাবে মূত্র বা Urine বলা হয়। এটি বিশেষ গন্ধযুক্ত, অম্লধর্মী, তরল নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ । মূত্রের উপাদান নিম্নরূপ : অজৈব পদার্থ : অ্যামোনিয়া, পটাসিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগসিয়াম, সোডিয়াম ও লৌহ। জৈব পদার্থ : ইউরিয়া, পিউরিন, ক্ষার, ক্রিয়েটিন, আ্যাসকরবিক এসডি, অ্যামাইনো এসিড, নাইট্রোজেন, কিটোন ইত্যাদি।
২১। Ilets of langerhans কী?
উঃ মেরুদণ্ডী প্রাণীদের অগ্ন্যাশয়ের মধ্যে অবস্থিত অন্ত৷ ক্ষরা গ্রন্থির অনিয়মিত প্যাচকে Ilets of langerhans বলে।
২২। সেন্ট্রোলেসিথাল ডিম কী?
উঃ যেসব ডিমের কুসুম কেন্দ্রে অবস্থান করে তাকে সেন্ট্রোলেসিথাল ডিম বলে।
২৩। মরুলা বলতে কী বুঝ?
উঃ ক্লিভেজ জাইগোটকে একটি গোলাকার ব্লাস্টোমিয়ার পিণ্ডে রূপান্তর করাকে মরুলা বলে।
২৪। ব্রাঙ্কিয়াল বৃক্ষ কী?
উঃ সমগ্র বায়ুনালি সিস্টেমকে একটি Upside-down বৃক্ষের সাথে সাদৃশ্যপূর্ণ বলে একে সাধারণভাবে ব্রাঙ্কিয়াল বৃক্ষ বলে।
২৫। পাকমন্ড কী?
উঃ পৃথিবীর সমস্ত মহাদেশগুলো অতীতে একটি মাত্র ভূ-খণ্ডে বিন্যস্ত ছিল যাকে পাকমন্ড বলা হয়।
২৬। Rh ফ্যাক্টর কি?
উঃ রেসাস বানরের লোহিত কণিকায় বিদ্যমান এক ধরনের অ্যান্টিজেন এর নাম Rh ফ্যাক্টর।
২৭। শ্বসন হার কি?
উঃ কোষস্থ রাসায়নিক বস্তু জারণে উৎপন্ন CO2 ও ব্যবহৃত O2 এর অনুপাতকে শ্বসনিক হার বা RQ বলে।
২৮। দ্বীপবাসী প্রাণী কি?
উঃ দ্বীপে বসবাসকারী নিদিষ্ট প্রাণীকুলকে দ্বীপবাসী প্রাণী বলা হয়।
২৯। প্যানজিয়া কি?
উঃ পৃথিবীর সমস্ত মহাদেশগুলো অতীতে একটি মাত্র ভূ-খণ্ডে বিন্যস্ত ছিল তাকে প্যানজিয়া বলা হয়।
৩০। গন্ডোয়ানা ল্যান্ড কি?
উঃ প্যানগিয়া বিষুব রেখার কিছুটা উপরে উত্তরে ও দক্ষিণে আলাদা হয়। দক্ষিণের অংশটিকে গন্ডোয়ানাল্যান্ড বলে।
৩১। স্থল যোজক কি?
উঃ অতীতে দুটি মহাদেশের সংযুক্ত স্থান যার মধ্য দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে প্রাণীদের বিস্তার ঘটে তাকে স্থল যোজক বলা হয়।
৩২। গ্যাস্টুলেশন কি?
উঃ যে প্রক্রিয়ার একস্তর ভ্রূণ দ্বিস্তরী ভ্রূণে পরিণত হয় তাকে গ্যাস্টুলেশন বলে ।
৩৩। ঘোড়ার প্রাচীনতম গণটির নাম উল্লেখ কর।
উঃ Hyracotherium.
৩৪। Speciation এর সংজ্ঞা দাও।
উঃ প্রজাতি গঠন প্রক্রিয়াকে speciation (স্পেসিয়েশন) বা প্রজাতি সৃষ্টির প্রক্রিয়া বলা হয় ।
৩৫। প্রকরণের সংজ্ঞা দাও।
উঃ প্রাকৃতিক পরিবেশে প্রতিটি প্রাণী ও প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় এই পার্থক্যকে প্রকরণ বলে।
৩৬। সিন্যাপস কী?
উঃ দুটি স্নায়ুকোষের মিলন স্থল যেখানে একটি স্নায়ুকোষ অ্যাক্সন প্রান্ত অপর স্নায়ুকোষটির ডেনড্রাইটে অবস্থান করে তাকে সিন্যাপস বলে।
৩৭। ইনসুলার ফনা বলতে কী বুঝ?
উঃ দ্বীপবাসী প্রাণীদের ইনসুলার ফনা বলা হয়।
৩৮। নিষেক কি?
উঃ যৌন জননক্ষম প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের মিলনকে নিষেক বলে।
৩৯। জীবন্ত জীবাশ্ম কী?
উঃ অতীতে বিলুপ্ত উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহের অংশবিশেষ বা এদের কোনো চিহ্ন বর্তমানে যেসব প্রাণী বহন করছে তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলে।
৪০। আধুনিক যুগ বলতে কী বুঝ?
উঃ মেসোজোয়িক যুগ থেকে বর্তমান চলমান সিনোজোয়িক যুগকে আধুনিক যুগ বলা হয়।
৪১। বিবর্তনের জনক বলা হয় কাকে?
উঃ এম্পিডোক্লেস কে (Empedocles) বিবর্তনের জনক বলা হয়।
৪২। অভিযোজনিক বিকিরণ বলতে কী বুঝ?
উঃ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত পরিবেশের খোঁজে জীব বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ে। এভাবে বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ে নিজেকে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়াকে অভিযোজনিক বিচ্ছুরণ বলে ।
৪৩। Heteroneanthes কী?
উঃ Neanthes এর পূর্ণাঙ্গ যৌন অঙ্গ সম্বলিত দশাকে Heteroneanthes বলা হয়।
৪৪। স্পার্মিওজেনেসিস বলতে কী বুঝ?
উঃ যে জটিল প্রক্রিয়ায় স্পার্মাটিউগুলো রূপান্তরিত হয়ে শুক্রাণু গঠন করে তাকে স্পার্মিওজেনেসিস বলে।
৪৫। কার্ডিয়াক চক্র কী?
উঃ একটি পূর্ণ হৃদস্পন্দন সম্পন্ন করতে হৃদপিণ্ডের ভেতরে যেসকল ঘটনা পরপর ঘটে তার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। নিউরণ ও নেফ্ররণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
২। ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে তুলনা কর। ১০০%
৩। ডাইনোসরদের বিলুপ্তির কারণ লিপিবদ্ধ কর। ১০০%
৪। বাংলাদেশের চারটি এণ্ডেমিক প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখ। ১০০%
৫। অরীয় ক্লিভেজ ও সর্পিল ক্লিভেজের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৬। মানুষ ও বন মানুষের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৭। পিটুইটারী গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো নাম লিখ। ১০০%
অথবা, পিটুইটারি গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় কেন?
৮। মেসোজোয়িক যুগকে ‘সরীসৃপের যুগ’ বলা হয় কেন? ১০০%
অথবা, ডেভোনিয়ান পিরিয়ডকে ‘মাছের’ যুগ বলা হয় কেন?
অথবা, সিনোজোয়িক এরাকে ‘স্তন্যপায়ীর যুগ’ বলা হয় কেন?
৯। মানুষের অন্যন্য বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
১০। নিষেকের তাৎপর্য আলোচনা কর। ১০০%
১১। অভিসারী, অপসারী ও সমান্তরাল বিবর্তনের সংজ্ঞা দাও। ১০০%
১২। Old world ও New world বলতে কী বুঝ? ৯৯%
১৩। মুরগির বহিঃভ্রূণীয় পদার্থসমূহের নাম ও কাজ লিখ। ৯৯%
১৪। ভিটামিন ‘সি’-এর রাসায়নিক নাম লিখ। এর অভাবজনিত লক্ষণগুলো কী কী? ৯৯%
১৫। সমবৃত্তি অঙ্গ ও সমসংস্থ অঙ্গ-এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৬। ক্লিভেজ কি? ক্লিভেজের প্রকারভেদ বর্ণনা কর। ৯৮%
১৭। ল্যামমার্কবাদ গুরুত্ব ও মূল বিষয়বস্তু লিখ। ৯৮%
১৮। অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। স্পার্মিওজেনেসিস কী? স্পার্মাটিড গঠন পর্যন্ত শুক্রাণু-জনন প্রক্রিয়াটি সচিত্র বর্ণনা কর। ১০০%
২। পেস-মেকার ও কার্ডিয়াক চক্র
কী? চিত্রসহ (মানুষের) কার্ডিয়াক চক্র বর্ণনা কর। ১০০%
৩। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম, খাদ্য, উৎস এবং অভাবজনিত লক্ষণ উল্লেখ কর। ১০০%
৪। বিবর্তনের সপক্ষে ভ্রূণতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ আলোচনা কর। ১০০%
৫। জীবাশ্ম কী? জীবাশ্ম গঠনের পদ্ধতিসমূহের বিবরণ দাও। ১০০%
অথবা, প্রকৃতিতে কিভাবে জীবাশ্ম তৈরি হয় তা বর্ণনা কর।
৬। প্লেট সঞ্চালন তত্ত্ব কী? মহাদেশীয় ও মহীসঞ্চারণ মতবাদটি ব্যাখ্যা কর। এ মতবাদের সপক্ষে প্রমাণ উল্লেখ কর। ১০০%
৭। বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্গত? ওরিয়েন্টাল অঞ্চলের সীমারেখা, জলবায়ু এবং বৈশিষ্ট্যপূর্ণ প্রাণিকুলের বর্ণনা দাও। ১০০%
৮। অভিযোজন কী? স্তন্যপায়ী জলজ অভিযোজন বর্ণনা কর। ১০০%
৯। অ্যামনিয়টদের ভ্রূণ বহির্ভূত পর্দার নাম, গঠন ও কাজ লিখ। ১০০%
১০। মানবদেহে আমিষ ও শর্করা জাতীয় খাদ্য পরিপাকের প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
১১। রক্ত কি? মানুষের রক্তের বিভিন্ন উপাদানসমূহের নাম ও কাজ সম্পর্কে লিখ। ৯৯%
১২। অমরা কি? স্তন্যপায়ী প্রাণীদের অমরাবিন্যাস বর্ণনা কর। ৯৯%
১৩। নেফ্রন বলতে কি বুঝ? চিত্রসহ নেফ্রনের গঠন ও কাজ
লিখ। ৯৯%
১৪। বাসস্থান ও খাদ্য গ্রহণের ভিত্তিতে পলিকিটার অভিযোজনিক বিকিরণ আলোচনা কর। ৯৯%
১৫। পুরাজীববিজ্ঞান ঘটিত প্রমাণের ভিত্তি করে আধুনিক ঘোড়ার অভিব্যক্তির বর্ণনা দাও। ৯৮%
অথবা, ঘোড়ার বিবর্তনের প্রত্নতাত্ত্বিক ইতিহাস লিখ।
১৬। ডারউইন -ওয়ালেসের প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলির উপর আলোচনা কর। ৯৮%
অথবা, ডারউইনের বিবর্তন মতবাদটি বর্ণনা কর।
১৭। Neanthes-এর ট্রকোফোর লার্ভা দশা পর্যন্ত পরিস্ফুটন বর্ণনা কর। ৯৯%
১৮। নিষেক কী? নিষেকের তাৎপর্যসহ বিভিন্ন প্রকার নিষেকের বর্ণনা দাও। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*