ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় দর্শন তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মুতাকালিলমুন কাদেরকে বলা হয়?
উঃ আশারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদদেরকে মুতাকাল্লিমুন বলা হয় ।
২। মুসলিম দর্শনের ভিত্তি কী?
উঃ কুরআন ও হাদীস।
৩। আল আশারির পূর্ণনাম কী?
উঃ আবুল হাসান আল আশারিয়ার।
৪। কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ মাবাদ আল-জুহানী।
৫। ইসলামে বুদ্ধিবাদী সম্প্রদায় কারা?
উঃ মুতাজিলা সম্প্রদায়।
৬। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উঃ ইবনে সিনা।
৭। ‘খুদী’ অর্থ কী?
উঃ ‘খুদী’ অর্থ হলো আত্মা বা আত্মসত্তা।
৮। মুসলিম নবজাগরণের দার্শনিক কে?
উঃ আল্লামা ইকবাল।
৯। “The Spirit of Islam” গ্রন্থের লেখক কে?
উঃ “The Spirit of Islam’ গ্রন্থের রচয়িতা হলেন- সৈয়দ আমীর আলী (Syed Ammer Ali)।
১০। মুসলিম দার্শনিকদের ফালাসিফা বলা হয় কেন?
উঃ মুসলিম দার্শনিকরা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন বলে তাদেরকে ফালাসিফা বলা হয় ।
১১। কোন দার্শনিককে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন?
উঃ আল-ফারাবিকে।
১২। ইবনে সিনার মতে আত্মা কত প্রকার ও কী কী?
উঃ ইবনে সিনার মতে, আত্মা তিন প্রকার। যথা- ১. উদ্ভিদ আত্মা, ২. জীবাত্মা ও ৩. মানবাত্মা।
১৩। মুসলিম দর্শনের দুটি বাহ্যিক উৎসের নাম লিখ।
উঃ প্রাক ইসলামি চিন্তাধারা, খ্রিস্টীয় চিন্তাধারা, গ্রীক ও পারসিক চিন্তাধারা।
১৪। “The Spirit of Islam” গ্রন্থের লেখক কে?
উঃ ‘The Spirit of Islam’ গ্রন্থের রচয়িতা হলেন সৈয়দ আমীর আলী (Syed Ammer Ali)।
১৫। একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম লিখ।
উঃ আল-বাকিলানি।
১৬। ‘কাশফ’ শব্দের অর্থ কী?
উঃ অতীন্দ্রিয় অনুভূতি।
১৭। ফরজ কত প্রকার?
উঃ দুই প্রকার ।
১৮। ‘বাকা’ অর্থ কী?
উঃ বাকা শব্দের অর্থ আল্লাহর ঐশি সত্তায় স্থায়িত্ব লাভ করা।
১৯। ইবনে রুশদ জ্ঞানকে কয় ভাগে ভাগ করেন?
উঃ ইবনে রুশদ জ্ঞানকে তিন ভাগে ভাগ করেন।
২০। হাসান আল বাসরি কে ছিলেন?
উঃ হাসান আল বসরি ছিলেন প্রথম সুফিসাধক।
২১। ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম কি?
উঃ কিতাবুল শিফা।
২২। ‘তাহাফুতুল ফালাসিফা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ গ্রন্থটির রচয়িতা ইমাম আল গাজ্জালী।
২৩। মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো কি কি?
উঃ প্রাক ইসলামি চিন্তাধারা, খ্রিস্টীয় চিন্তাধারা, গ্রিক ও পারসিক চিন্তাধারা।
২৪। “জবর” শব্দটির অর্থ কি?
উঃ বাধ্যতা, নিয়তি ও অদৃষ্ট।
২৫। মুসলিম দর্শনে পরমাণুবাদী কারা?
উঃ আশারিয়ারা।
২৬। ইসলামের চারটি মাযহাবের নাম লিখ।
উঃ ইসলামের চারটি মাযহাবের নাম হলো- ১. হানাফি, ২. মালেকি, ৩. শাফেয়ি এবং ৪. হাম্বলি।
২৭। মুসলিম দর্শনের উৎসগুলো কী কী?
উঃ মুসলিম দর্শনের উৎস দুটি- ১. অভ্যন্তরীণ উৎস : কুরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং ২. বাহ্যিক উৎস : প্রাক ইসলামি চিন্তাধারা, খ্রিস্টীয় চিন্তাধারা, গ্রীক ও পারসিকভাধারা।
২৮। ‘জবর’ শব্দটির অর্থ কী?
উঃ বাধ্যতা, নিয়তি, অদৃষ্ট।
২৯। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান আল-আশারী।
৩০। সুফীবাদের প্রধান উদ্দেশ্য কী?
উঃ আল্লাহর সান্নিধ্য লাভ ।
৩১। আল- হোসাইন বিন মনসুর হাল্লাজ কে?
উঃ আল-হোসাইন বিন মনসুর হাল্লাজ হলেন বিখ্যাত সুফিসাধক।
৩২। আল-গাজালীর মতে, জ্ঞানের উৎস কী?
উঃ স্বজ্ঞা।
৩৩। ‘বাকা’ শব্দের অর্থ কী?
উঃ বাকা শব্দের অর্থ ঐশি সত্তায় স্থায়িত্ব লাভ করা।
৩৪। মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত যে কোনো একটি অভিযোগ লিখ।
উঃ মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত একটি অভিযোগ হলো- ইসলাম স্বাধীন চিন্তার বিকাশের পরিপন্থি।
৩৫। ‘খারেজী’ শব্দের অর্থ কি?
উঃ ‘খারেজী’ শব্দের অর্থ দলত্যাগ।
৩৬। মুরজিয়া ও সিফাতিয়া কোন ধরনের সম্প্রদায়?
উঃ ধর্ম তাত্ত্বিক সম্প্রদায়।
৩৭। ‘সুফি’ শব্দের অর্থ কি?
উঃ সুফি শব্দের অর্থ পশম।
৩৮। ‘সামা’ কি?
উঃ সামা এক প্রকার ধর্মীয় সঙ্গীত ।
৩৯। ‘হুজ্জাতুল ইসলাম’ শব্দের অর্থ কি?
উঃ ‘হুজ্জাতুল ইসলাম’ শব্দটির অর্থ ইসলামের রক্ষক।
৪০। আল কিন্দি, আল-ফারাবি, আল গাজালি কোন সম্প্রদায়ের দার্শনিক?
উঃ ফালাসিফা সম্প্রদায়ের দার্শনিক।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘পবিত্র ভ্রাতৃসংঘ’ কী? ১০০%
২। আশারিয়া কারা? ১০০%
৩। সুফীবাদ বলতে কী বুঝ? ১০০%
৪। মুসলিম দর্শন বলতে কী বুঝ? ১০০%
৫। কুরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ লিখ। ১০০%
৬। আল-কিন্দিকে প্রথম মুসলিম দার্শনিক বলা হয় কেন? ১০০%
৭। আল-ফারাবীকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন? ১০০%
৮। ইবনে রুশদ কীভাবে দর্শন ও ধর্মের সমন্বয় সাধন করেন? ১০০%
৯। মুসলিম দর্শন কি সম্ভব? সংক্ষেপে লিখ। ১০০%
১০। মুতাজিলাদের প্রধান পাঁচটি মতবাদ লিখ। ১০০%
১১। ইকবালের মতে, “আত্মা” কী? ৯৯%
১২। মুসলিম দর্শনে আল গাজ্জালির আত্মা সম্পর্কে লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। আল-গাযালীর কার্যকারণ তত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
২। মুসলিম দর্শনে আল-কিন্দির অবদান আলোচনা কর। ১০০%
৩। ইকবালের ‘খুদী তত্ত্ব’ আলোচনা কর। ১০০%
৪। ইবনে সিনার অধিবিদ্যা সম্পর্কিত তত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
৫। সুফিবাদ কি? সুফিবাদের মূলনীতিগুলো সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৬। মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খণ্ডন কর। ১০০%
৭। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাদারিয়া মতবাদ ব্যাখ্যা কর। ১০০%
৮। মুতাজিলারা কেন নিজেদেরকে “ঐক্য ও ন্যায়পরায়ণতার ধারক” বলে দাবি করেন? ১০০%
৯। আল কিন্দির অধিবিদ্যা ব্যাখ্যা কর। ১০০%
১০। মুসলিম দর্শন কি? মুসলিম দর্শনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
১১। আল গাজ্জালির জ্ঞানতত্ত্ব আলোচনা কর। ৯৯%
১২। যুক্তিবিদ্যায় ইবনে সীনার অবদান আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*