ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় হিসাববিজ্ঞান তৃতীয় পত্র (ইন্টারমিডিয়েট একাউন্টিং: ১২২৫০১) রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- FASB, ICMAB, GAAP,  FASB, IAS, IFRS, VAT, ICAB, AICPA, IAS, AAA, IASC, SEC, LCM, 

২। পোর্টফোলিও বিনিয়োগ কি? 

উঃ বিনিয়োগকারী সম্পদ সর্বাধিকরণের জন্য একক কোনো আর্থিক সম্পদে বিনিয়োগ না করে যখন একই সঙ্গে অনেকগুলো আর্থিক সম্পদে বিনিয়োগ করে তখন তাকে ফোর্টফোলিও বিনিয়োগ বলা হয়।

৩। হিসাববিজ্ঞানের সংজ্ঞা লিখ। 

উঃ হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহকে সনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং তা তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে।

৪। রক্ষণশীলতা নীতি কি? 

উঃ কোনো ক্ষতির সম্ভাবনা, তা হিসাবে ধরতে হবে কিন্তু লাভের সম্ভাবনা অতি উজ্জ্বল হলেও অর্জিত না হওয়া পর্যন্ত একে লাভ বলে গণ্য করা যাবে না এটিই হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি বলে।

৫। সম্ভাব্য সম্পদ কি? 

উঃ সম্ভাব্য সম্পদ হলো এমন এক ধরনের সম্পদ যা অতীত ঘটনা থেকে উৎপত্তিকৃত এবং যার অস্তিত্ব নির্ভর করে এক বা একাধিক অনিশ্চিত ভবিষ্যত ঘটনা সংঘটিত বা অসংঘটিত হওয়ার উপর এবং যার উপর কোম্পানির পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে না ।

৬। অস্পর্শনীয় সম্পদ কি? 

উঃ যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, যা দেখা যায় না যা স্পর্শ করা যায় না তাকে অদৃশ্য বা অস্পর্শণীয় সম্পদ/সম্পত্তি বলে।

৭। ফ্রেঞ্চাইজ কি? 

উঃ ফ্রেঞ্চাইজ হলো কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো উৎপাদনকারী, বণ্টনকারী বা ব্যবসায়ীকে, কোনো দ্রব্য বা সেবা উৎপাদন তথা বিক্রয় করার জন্য প্রদত্ত অনুমতি বা অধিকার।

৮। সমন্বিত রেওয়ামিল কি? 

উঃ সমন্বয় জাবেদা দাখিলাসমূহ সম্পন্ন করে এগুলোর জন্য খতিয়ান হিসাব প্রস্তুত করার পর পুনরায় খতিয়ান হিসাবের জেরসমূহের সাহায্যে যে রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে সমন্বিত রেওয়ামিল বলে।

৯। রূপান্তরযোগ্য বন্ড কি? 

উঃ যে সকল বন্ডসমূহ ইস্যুর পর একটি নির্দিষ্ট সময় শেষে বন্ডকে অন্য যে কোনো সিকিউরিটিতে রূপান্তর করা যায়

তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে।

১০। সুনামের সেলামি পদ্ধতি কি?

উঃ নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সুনামের সেলামি পদ্ধতি বলে।

১১। কে মূল্য সংযোজন কর প্রদান করে? 

উঃ ১৯৯১ এর ধারা-৩(৩)-এ বিধান অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর প্রদান করবে :

(i) আমদানীকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানিকারক। (ii) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকারক বা উৎপাদন পর্যায়ে সরবরাহকারী। (iii) সেবা প্রদানের ক্ষেত্রে, সেবা প্রদানকারী। (iv) অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী।

১২। দুইটি অনগদ দফার নাম লিখ।

উঃ দুটি অনগদ দফার নাম- (i) অবচয় ও (ii) সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়।

১৩। টার্নওভার কর কি?

উঃ যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ২৪ লক্ষ টাকার নিচে তাদের মূল্য সংযোজন করের পরিবর্তে বিক্রয়ের উপর যে কর দিতে হয়, তাকে টার্নওভার কর বলে।

১৪। ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কী?

উঃ পণ্য বিক্রয়ের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উক্ত পণ্যের সার্ভিসিং এর দায়িত্ব নেওয়ার প্রক্রিয়াকে ওয়ারেন্টি বলে।

১৫। সম্পদ বলতে কী বুঝ?

উঃ আর্থিক প্রতিষ্ঠানের দলিল মালিকানায় নিয়ন্ত্রিত পরিসম্পদ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে তাকে সম্পদ বলে।

১৬। হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?

উঃ হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো- ১. বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী; ২. গবেষক; ৩. সরকার;৪. ভোক্তা ও বণিক সংঘ; ৫. নিরীক্ষক; ৬. পরিকল্পনাকারী; ৭. ঋণদাতা; ৮. পরামর্শক; ৯. শ্রমিকসংঘ ; ১০. জনগণ; ১১. কোম্পানির নিবন্ধক ও ১২. আয়কর কর্তৃপক্ষ।

১৭। আইপিও বলতে কী বুঝ?

উঃ পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহ করার লক্ষ্যে সাধারণ জনগণের নিকট প্রথমবারে মতো শেয়ার ইস্যু করাকে IPO (আইপিও) বা Initial Public Offering বলা হয়।

১৮। সুনাম কিভাবে সৃষ্টি হয়?

উঃ সুনাম সৃষ্টি হবার কারণসমূহ নিম্নরূপ : (ক) বিক্রেতার সুমিষ্ট ব্যবহার; (খ) পণ্যের গুণাবলি; (গ) সততা, নিষ্ঠা ও আন্তরিকতা ও (ঘ) ক্রেতা সন্তুষ্টি এবং ব্যক্তিগত সুনাম।

১৯। অতি মুনাফা কি?

উঃ স্বাভাবিক মুনাফার অতিরিক্ত মুনাফাকে অতি মুনাফা বলে।

২০। ভগ্নাবশেষ মূল্য কি?

উঃ কোনো স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তির যে মূল্য প্রাক্কলন করা হয়, তাকে ভগ্নাবশেষ মূল্য বলে।

২১। অনগদ দফার দুটি উদাহরণ দাও।

উঃ নগদ দফার দুটি উদাহরণ হলো : (i) শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন ও (ii) পুরাতন সম্পত্তির বিনিময়ে নতুন সম্পত্তি অর্জন।

২২। সমন্বয় দাখিলা কী?

উঃ যে জাবেদার মাধ্যমে অ-লিখিত লেনদেন, ভুল লেনদেন, পূর্বের বছরের বা পরবর্তী বছরের হিসাব পৃথক করে চলতি সালের হিসাবরক্ষণ কাজ নিখুঁতভাবে করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে ।

২৩। অবচয় বলতে কী বুঝ?

উঃ স্থায়ী সম্পত্তি ব্যবহারে ফলে তার যে মূল্য হ্রাস পায় তাকেই অবচয় বলা হয়।

২৪। হিসাববিজ্ঞান তথ্যের কতকগুলো বৈশিষ্ট্য উল্লেখ কর।

উঃ হিসাববিজ্ঞানের তথ্যের বৈশিষ্ট্যগুলো হলো-১. যুক্তিযুক্ততা, ২. সঙ্গতিপূর্ণতা, ৩. তুলনাযোগ্যতা, ৪. নির্ভরযোগ্যতা ইত্যাদি।

২৫। নগদ প্রবাহ বিবরণী বলতে কী বুঝ?

উঃ যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে ।

২৬। আর্থিক বিবরণীর উপাদানসমূহ কী কী? 

উঃ আর্থিক বিবরণীর উপাদানসমূহ হলো- ১. উদ্বৃত্তপত্র, ২. আয় বিবরণী, ৩. মালিকানা সত্তার পরিবর্তন বিবরণী, ৪. নগদ প্রবাহ বিবরণী, ৫. হিসাব পলিসিসমূহ এবং ৬. ব্যাখ্যাদানকারী টীকা।

২৭। কল অপশন কী? 

উঃ যে চুক্তি দ্বারা ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় ক্রেতার অধিকার সংরক্ষণ করা হয় তাকে কল অপশন বলে।

২৮। দুটি সম্ভাব্য দায়ের উদাহরণ দাও। 

উঃ দুটি সম্ভাব্য দায়ের উদাহরণ হলো- ১. বিচারাধীন মামলাজনিত দায় ও ২. বাট্টাকৃত বিলের দায়।

২৯। জিরো কুপন বন্ড কী?

উঃ যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে।

৩০। অর্জন অনুপাত কী? 

উঃ অংশীদারি কারবারের অবসরগ্রহণকারী অংশীদার ব্যতীত অবশিষ্ট অংশীদারদের যে অনুপাত থাকে তাকে বলে নতুন অনুপাত৷ এই নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বাদ দিলে পাওয়া যাবে লাভ অনুপাত৷

৩১। নিট মূল্য সংযোজন কর কী? 

উঃ মোট মূল্য সংযোজন (GVA) এবং অবচয়ের পার্থক্যই হলো নিট মূল্য সংযোজন (NVA)। অর্থাৎ, কর্মীবাহিনী, ঋণমূলধনের সরবরাহকারী, সরবরাহ এবং মালিককে বণ্টিত মূল্য সংযোজন হলো নিট মূল্য সংযোজন।

৩২। অংশীদারি চুক্তিপত্র কী?

উঃ অংশীদারি কারবারের দুই বা ততোধিক ব্যক্তির স্বেচ্ছামূলক লিখিত সম্মতিকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়।

৩৩। অস্পর্শনীয় সম্পদ বলতে কি বুঝ?

উঃ যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না, তাকে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি বলে।

৩৪। অবচয় ধার্যের জন্য বিবেচিত হয় না এমন একটি সম্পত্তির উদাহরণ দাও।

উঃ ভূমির উপর অবচয় ধার্য করা হয় না। কেননা, এর আয়ুষ্কাল সীমিত নয়।

৩৫। সুদবিহীন বন্ড কি?

উঃ যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাদেরকে সুদবিহীন বন্ড বলে।

৩৬। সুনামের সেলামি পদ্ধতি কি?

উঃ নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সুনামের সেলামি পদ্ধতি বলে।

৩৭। মূল্য সংযোজন বিবরণীতে সুবিধাভোগী পক্ষ কারা?

উঃ কর্মীবাহিনী, ঋণদাতা, সরকার ও শেয়ার মালিকগণ।

৩৮। জিরো কুপন বন্ড কি?

উঃ যে বন্ডের কোনো প্রকার সুদ দেখা যায় না, বন্ডের গায়ে সুদ হার লেখা থাকে না, বন্ড বাট্টায় বিক্রি করা এবং মেয়াদ শেষে অভিহিত মূল্যের সমমূল্য পরিশোধ করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে।

৩৯। বিনিয়োগের দুটি উদ্দেশ্য লিখ।

উঃ বিনিয়োগের দুটি উদ্দেশ্য হলো : (i) আয় সর্বাধিকরণ ও (ii) ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা।

৪০। বন্ড ইনডেঞ্চার কি? ৯৯%

উঃ বন্ড ইস্যুকারী এবং বন্ড ধারকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্মতি প্রকাশ পায় তার লিখিত দলিলকে বন্ড চুক্তিনামা বা Bond Indenture বা বন্ড দলিল বলে।

৯৫% কমন ইনশাআল্লাহ।।

★থিউরি★

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। চলতি দায় কি? দুটি উদাহরণ দাও। ১০০%

অথবা, চলতি দায় কি? চলতি দায়ের শ্রেণিবিভাগ দেখাও।

২। অবচয় কী? অবচয় ধার্যের উদ্দেশ্য বর্ণনা কর। ১০০%

৩। রেওয়ামিল কি? রেওয়ামিলের উদ্দেশ্য আলোচনা কর। ১০০%

৪। বিনিয়োগ কী? বিনিয়োগের উদ্দেশ্যসমূহ লিখ। ১০০%

৫। দীর্ঘমেয়াদি ঋণের বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%

৬। দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য বন্ড ইস্যুর সুবিধাসমূহ কি কি? ১০০%

৭। সমাপনী দাখিলার সংজ্ঞা দাও। ইহার উদ্দেশ্য লিখ। ১০০%

৮। ভগ্নাবশেষ মূল্য কী? অবচয় ও অবলোপনের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

৯। আয় বিবরণীর সংজ্ঞা দাও। আয় বিবরণীর উপাদানসমূহ উল্লেখ কর। ১০০%

১০। নগদ ও নগদ সমতুল্যের মধ্যে পার্থক্য দেখাও।

১১। মূল্য সংযোজন কর পরিশোধের সময় ও পদ্ধতি আলোচনা কর। ৯৯%

১২। অংশীদারি কারবারের সুনাম মূল্যায়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%

১৩। হিসাব সমীকরণের উপাদানগুলো বর্ণনা কর। ৯৯%

১৪। মূল্য সংযোজন বিবরণীর উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ৯৯%

১৫। নিত্য মজুদ পণ্য ও কালান্তিক মজুদ পণ্যের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। (ক) মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%

(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল্য সংযোজন করের ভূমিকা বর্ণনা কর। ১০০%

২। (ক) বিনিয়োগ কী?বিনিয়োগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

(খ) বিনিয়োগের উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ১০০%

৩। (ক) অবচয় কী? অবচয় ধার্যের পদ্ধতিগুলো লিখ। ১০০%

অথবা, অবচয় নির্ণয়ের পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা কর।

(খ) অবচয়, শূন্যকরণ ও অবলোপনের মধ্যকার পার্থক্য দেখাও। ১০০%

৪। (ক) চলতি দায় কী? চলতি দায় ও দীর্ঘমেয়াদি দায়ের মধ্যে পার্থক্য আলোচনা কর।১০০%

(খ) চলতি দায়ের শ্রেণিবিভাগ বা প্রকারভেদ দেখাও। ১০০%

৫। (ক) হিসাব প্রক্রিয়ার সংজ্ঞা দাও। হিসাব প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর। ১০০%

(খ) হিসাববিজ্ঞান তথ্য কি? হিসাববিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%

৬। (ক) নগদ প্রবাহ বিবরণীর কি? নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব আলোচনা কর। ৯৯%

(খ) নগদান বহি ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য কি কি? ৯৯%

৭। (ক) সুনাম কী? অংশীদারের আগমনের সময় সুনাম হিসাবভুক্তির পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা কর।

 ৯৯%

(খ) অংশীদারি কারবারের হিসাবে সুনাম লিপিবদ্ধ করার কী কী বিকল্প পদ্ধতি আছে? উদাহরণসহ প্রত্যেকটি পদ্ধতি ব্যাখ্যা কর। ৯৯%

৮। Debt security ও Equity security এর মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

★গাণিতিক ★

খ_বিভাগের জন্য :

ডিগ্রী ২০১৯ সালের ৮,৯

ডিগ্রী ২০১৫ সালের ৬,৭,৮,৯ 

ডিগ্রী ২০১৭ সালের ৬,৭,৮,৯*

ডিগ্রী ২০১৮ সালের ৬,৭,৮,৯*

ডিগ্রী ২০১৬ সালের ৬*,৮,৯

#গ_বিভাগের জন্য :

ডিগ্রী ২০১৯ সালের ১২,১৩,১৪,১৫,১৬,১৭

ডিগ্রী ২০১৫ সালের ১৩,১৪,১৫,১৬*,১৭

ডিগ্রী ২০১৭ সালের ১৩,১৪,১৫*,১৬,১৭

ডিগ্রী ২০১৮ সালের ১৩,১৪,১৫,১৬,১৭ 

ডিগ্রী ২০১৬ সালের ১৩,১৪,১৫,১৬,১৭*

★অনার্স দ্বিতীয় বর্ষের:

২০১৩ সালের ৫,৬,১০,১৪

২০১৪ সালের ৫,৮,১০*

২০১৫ সালের ৮,৯,১৪

২০১৭ সালের ৫,৭,১৬,১৭ 

২০১৮ সালের ১৪,৭,১৫

২০১৯ সালের ৭,১১,১২,১৩,১৪,১৫,৮*

[বিঃদ্রঃ *চিহ্নিত অংকগুলো খুবই গুরুত্বপূর্ণ]

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*