ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হওয়ার সময় কিভাবে বিষয় নির্বাচন করবেন

রকেট সাজেশন

ডিগ্রি ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন। ৩টি আবশ্যিক বিষয় ছাড়াও নির্দিষ্ট ছক হতে ও কলেজে চালু আছে এমন বিষয় হতে যেকোন ০৩ টি বিষয় আপনাকে নির্বাচন করে নিতে হবে। মনে রাখবেন, নির্বাচিত এই ৩টি বিষয়ের যে কোনো একটিতে আপনাকে মাস্টার্স করতে হবে। এ তিনটি বিষয়ের প্রতিটির ২ করে পত্র আপনাকে প্রতি বর্ষে পড়তে হবে।
✅ ক) বিএ (পাস) আবশ্যিক বিষয়সমূহঃ
১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | (১ম বর্ষ)
২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩) ইংরেজি (৩য় বর্ষ)
◾ নৈর্বাচনিক বিষয়সমূহ:
নিম্নে প্রদত্ত গুচ্ছসমূহের যে কোন তিনটি গুচ্ছ থেকে একটি করে। মােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে। কোন গুচ্ছ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না।
ক গুচ্ছ- বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি( ঐচ্ছিক)/ সংস্কৃত/
আরবী/ আরবী/উর্দু/ফার্সী/সংস্কৃত/পালি/ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ
খ গুচ্ছ- ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
গ গুচ্ছ- ইসলামী শিক্ষা/দর্শন |
ঘ গুচ্ছ- অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান
✅ খ) বি এস এস (পাস) আবশ্যিক বিষয়সমূহ
১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | (১ম বর্ষ)
২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩) ইংরেজি (৩য় বর্ষ)
◾ নৈর্বাচনিক বিষয়সমূহ:
ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে ০১ (একটি) করেমােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে।
ক গুচ্ছ- অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/সমাজ বিজ্ঞান
খ গুচ্ছ- ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ ইসলামী
শিক্ষা/দর্শন/বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি( ঐচ্ছিক}/সংস্কৃত/ আরবী/পালি।
✅ গ) বি বি এস (পাস) আবশ্যিক বিষয়সমূহঃ
১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | (১ম বর্ষ)
২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩) ইংরেজি (৩য় বর্ষ)
◾ নৈর্বাচনিক বিষয়সমূহ:
ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে ০১ (এক) টি করে মােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে।
ক গুচ্ছ- হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা
খ গুচ্ছ- ফিন্যান্স এন্ড ব্যাংকিং/মার্কেটিং/ অর্থনীতি।
✅ ঘ) বি এস সি (পাস) আবশ্যিক বিষয়সমূহ
১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | (১ম বর্ষ)
২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
৩) ইংরেজি (৩য় বর্ষ)
◾ নৈর্বাচনিক বিষয়সমূহ:
ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি ও খ গুচ্ছ থেকে যে কোন ০১ (একটি) সহ তিনটি অথবা গ গুচ্ছ থেকে ০২ (দুই) টি ও ঘ গুচ্ছ থেকে যে কোন ০১ (একটি) সহ মোট তিনটি বিষয় নেয়া যাবে।
*নির্বাচিত বিষয়সমূহ উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পঠিত হিসাবে থাকতে হবে। তবে মৃত্তিকাবিজ্ঞান/প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্ষেত্রে শর্তটি শিথিলযোগ্য।
ক গুচ্ছ – পদার্থবিজ্ঞান ও গণিত।
খ গুচ্ছ – রসায়ন/ ভূগোল ও পরিবেশ / কম্পিউটার সাইন্স/ মনোবিজ্ঞান / পরিসংখ্যান / মৃত্তিকা বিজ্ঞান / প্রাণ রসায়ন / গার্হস্থ্য অর্থনীতি / উদ্ভিদ বিজ্ঞান / প্রাণী বিজ্ঞান।
গ গুচ্ছ – উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান।
ঘ গুচ্ছ – রসায়ন / ভূগোল ও পরিবেশ/ কম্পিউটার সাইন্স / মনোবিজ্ঞান / পরিসংখ্যান / মৃত্তিকা বিজ্ঞান / প্রাণ রসায়ন / গার্হস্থ্য অর্থনীতি / পদার্থবিজ্ঞান / গণিত।
▶️ পরামর্শঃ
👉 এইচএসসিতে পঠিত ছিলো এমন বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন।
👉 বিএ এবং বিএসএস কোর্সে শিক্ষার্থীরা মাঠকর্ম/ব্যবহারিক আছে এমন বিষয় নির্বাচন না করার চেষ্টা করবেন।
👉 যারা বাংলা/ইংরেজি নিয়ে মাস্টার্স করতে চান,তাদেরকে অবশ্যই বাংলা(ঐচ্ছিক)/ ইংরেজি(ঐচ্ছিক) বিষয় সিলেক্ট লিস্টে রাখতে হবে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*