জেলা পরিষদের বাধ্যতামূলক কার্যাবলিসমূহ উল্লেখ কর।


অথবা, জেলা পরিষদ কোন কাজগুলাে বাধ্যতামূলকভাবে সম্পাদন করে?
অথবা, জেলা পরিষদের অপরিহার্য কার্যাবলিসমূহ লিখ।
অথবা, জেলা পরিষদের অপরিহার্য কাজগুলাে উল্লেখ কর।
অথবা, জেলা পরিষদের অপরিহার্য কাজগুলাে কী কী?
অথবা, জেলা পরিষদের বাধ্যতামূলক কাজগুলাে লিখ।
ভূমিকা :
জেলা পরিষদ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯৮৮ সালে জেলা পরিষদ আইন পাস করে ৩টি পার্বত্য জেলা ব্যতীত প্রত্যেকটি জেলায় একটি করে জেলা পরিষদ গঠন ও চালু করা হয়েছে।
জেলা পরিষদের বাধ্যতামূলক কার্যাবলিসমূহ : জেলা পরিষদ আইন ২০০৯ এর ২৭ ধারার (১) উপধারা অনুযায়ী পরিষদের কার্যাবলি দুই প্রকারের হবে, আবশ্যিক এবং ঐচ্ছিক। উপধারা (২) এর প্রথম তফসিলের প্রথম অংশে উল্লিখিত কার্যাবলি পরিষদের আবশ্যিক কার্যাবলি হবে এবং পরিষদের তহবিলের সংগতি অনুযায়ী এই কার্যাবলি সম্পাদন করা হবে। জেলা পরিষদের আবশ্যিক কার্যাবলিসমূহ নিম্নরূপ :
১. জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালােচনা।
২. উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালােচনা।
৩. সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও তার রক্ষণাবেক্ষণ।
৪. উপজেলা পরিষদ, পৌরসভা বা সরকার কর্তৃক সংরক্ষিত নয় এই প্রকার জনপথ, কালভার্ট ও ব্রিজ এর নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন।
৫. রাতার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরােপণ ও তার সংরক্ষণ ।
৬. জনসাধারণের ব্যবহারার্থে উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও তাদের রক্ষণাবেক্ষণ ।
৭. সরকারি, উপজেলা পরিষদ বা পৌরসভার রক্ষণাবেক্ষণে নয় এমন খেয়াখাটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ ।
৮. সরাইখানা, ডাকবাংলাে এবং বিশ্রামাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ ।
৯. জেলা পরিষদের অনুরূপ কার্যাবলি সম্পাদনরত অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযােগিতা।
১০, উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযােগিতা এবং উৎসাহ প্রদান।
১১. সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন।
১২. সরকার কর্তৃক আরােপিত অন্যান্য কাজ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জেলা পরিষদের বাধ্যতামূলক কার্যাবলিসমূহ মূলত জনকল্যাণের উদ্দেশ্যেই সম্পাদিত হয়।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*